• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
বরগুনা পাথরঘাটার বলেশ্বর নদীর পাড় থেকে দুটি জীবিত চিত্রা হরিণ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে বন বিভাগ। তবে স্থানীয়দের দাবি বন বিভাগের ছত্রছায়ায় হরিণ শিকারিরা সুন্দরবন থেকে হরিণ দুটিকে নিয়ে এসেছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টার দিকে উপজেলা চরদুয়ানী ইউনিয়নের বান্দাকাটা এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়।  স্থানীয় মনির হোসেন, শাহিন, নাসির বিশ্বাস বাবুসহ একাধিক লোক জানান, তাদের ধারণা কিছু অসাধু লোকজন সুন্দরবন থেকে হরিণ শিকার করে নিয়ে এসেছে। কিছু অসাধু প্রায় সময়ই হরিণ শিকার করে নিয়ে এসে মাংস বিক্রি করে আসছে। বন বিভাগ এই চক্রের কথা জানলেই তারা কখনোই কোনো ব্যাবস্থ নেন না। তারা একটি হরিণ সকালে আটক করে বন বিভাগকে খবর দিলেও তারা কোনো ব্যবস্থা নেননি। সাংবাদিকরা ঘটনাস্থলে এসেছে এ কথা জানার পরেই তারা এসেছে। বন বিভাগের ছত্রছায়ায় এগুলো করছে তারা। আমরা এর প্রতিকার চাই।  বন বিভাগের জ্ঞাপাড়া ভিটের কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, দুটি হরিণ উদ্ধার করা হয়েছে এবং হরিণগুলো সুন্দরবনে অবমুক্ত করেছি। ধারণা করা হচ্ছে হরিণগুলো হরিণঘাটা বনের হতে পারে। এদিকে বন বিভাগের হরিণঘাটা ভিটের কর্মকর্তা মো. আব্দুল হাই জানান, হরিণঘাটা থেকে চরদুয়ানী ইউনিয়নের বান্দাকাটা এলাকা প্রায় ২৫ কিলোমিটার এবং লোকালয়। সেখানে জঙ্গলের হরিণ পৌঁছানো অসম্ভব।
১৭ এপ্রিল ২০২৪, ২৩:১৩

পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার 
বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণমূলক করার স্বার্থে তাকে বরগুনা পুলিশ লাইন্সে সংযুক্ত করার জন্য বলা হয়েছে।  মঙ্গলবার (৯ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. আশরাফুল আলমের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের একটি প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য ও সুপারিশের ভিত্তিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনকে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে প্রত্যাহার করে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।  উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম চলছে। এবার দেশের ৪৮১টি উপজেলায় ভোট হবে চারটি ধাপে। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ ৮ মে এবং দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় ভোট হবে ২১ মে।
১০ এপ্রিল ২০২৪, ১৬:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়