• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
পদ্মায় ফেরিডুবি : পাটুরিয়ায় পৌঁছেছে ঝিনাই-১
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌঁছেছে বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফি কাজে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির জাহাজ ঝিনাই-১। রোববার(২১ জানুয়ারি) বিকেল ৫টা দিকে নারায়গঞ্জ থেকে জাহাজটি পাটুরিয়া ঘাটে ফেরিডুবি স্থলে পৌঁছায়। ঝিনাই-১ জাহাজটিতে রয়েছে মাল্টিভম ইকো সাউন্ডার। যার মাধ্যমে নদীর তলদেশে বিভিন্ন বস্তু সনাক্ত করা যায়। পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি ও ট্রাক সনাক্তের কাজে ব্যবহার করা হবে এ জাহাজ। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এস এম আজগর আলী গণমাধ্যমকে জানান, উদ্ধার কাজে অনুসন্ধানে গতি আনতে নারায়ণগঞ্জ থেকে ঝিনাই-১ জাহাজ ডাকা হয়। জাহাজটিতে মাল্টিভিম ইকো সাইন্ডার আছে। এটি পানির নিচের বস্তু সনাক্ত করা যায়। এর মাধ্যমব নিখোঁজ ব্যক্তি ও ট্রাকের সন্ধান মিলবে আশা করি। তিনি আরও জানান, সোমবার সকাল থেকে জাহাজটি উদ্ধার কাজে সহযোগিতা করবে। প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট থেকে ফেরি রজনীগন্ধা ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে পাটুরিয়াঘাটে ভিড়তে না পেরে ফেরিটি পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটের অদূরে আটকা পড়ে। সকাল সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।
২১ জানুয়ারি ২০২৪, ২২:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়