• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
চাকরি দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, বেতন ৮৪,০০০ টাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের স্বত্বাধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রতিষ্ঠানটি ৫টি পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- ১. পদের নাম : ডেপুটি ম্যানেজার (আইটি অ্যান্ড কমিউনিকেশন)  পদসংখ্যা : ১টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। আইটি অ্যান্ড কমিউনিকেশন সংশ্লিষ্ট ক্ষেত্রে যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার বা সমমানের পদে ২ বছরের অভিজ্ঞতাসহ ৭ বছরের চাকরির অভিজ্ঞতা। প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং এ দক্ষতা থাকতে হবে। চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ   চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায় বেতন : ৮৪,০০০ টাকা (গ্রেড-৬) ২. পদের নাম : সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার (অক্যুপেশনাল হেলথ অ্যান্ড লেবার সেফটি)  পদসংখ্যা : ১টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর বা ৪ বছরের স্নাতক ডিগ্রি বা যেকোন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে অক্যুপেশনাল সেফটি অথবা ইন্ডাস্ট্রিয়াল সেফটি সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং এ দক্ষতা থাকতে হবে।   প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ   চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায় বেতন : ৭৫,৬০০ টাকা (গ্রেড-৭) ৩. পদের নাম : জুনিয়র ক্রেন অপারেটর পদসংখ্যা : ৮টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রেন চালনার জন্য প্রযোজ্য লাইসেন্স বা ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এ ছাড়া যেকোন প্রতিষ্ঠানে ক্রেন চালানোর কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ   চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায় বেতন : ৩১,২০০ টাকা (গ্রেড-১৩) ৪. পদের নাম : ফোরম্যান (মেকানিক্যাল) পদসংখ্যা : ৭টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ   চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায় বেতন : ২৭,৬০০ টাকা (গ্রেড-১৪) ৫. পদের নাম : ল্যাব টেকনিশিয়ান (মেকানিক্যাল) পদসংখ্যা : ৭টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোন বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া যেকোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। চাকরির ধরন : পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ   চাকরির স্থান : বাংলাদেশের যেকোন জায়গায় বেতন : ২৪,০০০ টাকা (গ্রেড-১৫) যেভাবে আবেদন করা যাবে: আগ্রহীদের এ ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর ফোন অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের শেষ সময়: ৪ এপ্রিল ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।
২৭ মার্চ ২০২৪, ০৯:৪৫

অপহৃত নাবিকদের উদ্ধারে অচিরেই সুসংবাদ পাওয়ার আশা নৌপ্রতিমন্ত্রীর
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারে সরকার কূটনৈতিক চ্যানেলে কাজ করছে। আমাদের ডিপ্লোমেটিক যে চেইনগুলো আছে, সেগুলোতে যোগাযোগ করা হচ্ছে। জলদস্যুদের হাত থেকে জাহাজ উদ্ধার করার জন্য পৃথিবীর অনেকগুলো সংস্থা ও গ্রুপ কাজ করে, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অচিরেই ফল আসবে বলে আশা করা যায়। সোমবার (১৮ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।    নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জিম্মি জাহাজের নাবিকরা এখনো নিরাপদে আছেন। তাদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকটি মাধ্যমেই চেষ্টা করা হচ্ছে। তবে দস্যুদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা যায়নি। যেহেতু জিম্মিকারীদের সঙ্গে ডিল করতে হবে, উদ্ধার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হতে পারে।  আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত মহাসাগরে ভারতীয় নাবিকরা অনেক অভিযান করে। সেখানে ভারতীয় নৌবাহিনীর টহল রয়েছে। তারা বিভিন্ন ধরনের অপারেশন করে। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন বিভিন্ন ধরনের আলোচনা আসে।  এর আগে, রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান কার্যালয় ফেয়ারলি হাউজে ‘বাংলাদেশ মেরিটাইম সেক্টরের উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে নৌপরিবহণ মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে। 
১৮ মার্চ ২০২৪, ১০:৪৬

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, থাকছে বাড়ি-গাড়ির সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। কোম্পানিটি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এর উচ্চ পদে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ম্যানেজমেন্ট পদে (এসই/ডিজিএম/সমপদ) অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পাওয়ার প্ল্যান্টে পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশন প্রোজেক্ট/প্ল্যানিং অ্যান্ড ডিজাইন/প্রকিউরমেন্ট/অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক। ৬২ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য। বয়সসীমা: ২০২৪ সালের ১৮ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৬০ বছর। বেতন:  ১,৪৯,০০০ টাকা। অন্যান্য সুবিধা: আবাসন সুবিধা, পাওয়ার স্টেশন ভাতা, মেডিকেল সাপোর্ট, বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এবং চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে। আবেদন যেভাবে: এপিএসসিএলের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আরডেন্ট (লেভেল-৮), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা-১০০০। আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৪  
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫

শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়েছে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) জিএমডি-ঈশ্বরদীর আওতাধীন ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ১৩২ কেভি মেইন বাসবার ও ১৩২ কেভি বাঘাবাড়ী-ভাঙ্গুড়া সার্কিট-১ এর বার্ষিক শিডিউল সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ জন্য ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১৩২ কেডি ও ৩৩ কেডি বাসবারে কোনো পাওয়ার থাকবে না। ফলে উক্ত সময়ে ভাঙ্গুড়া থানা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পিজিসিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৭

মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ
মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক পিএসসির উদ্যোগে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় একজন কৃষককে  বিনামূল্যে একটি পাওয়ার টিলার দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যাংকটির মানিকগঞ্জ শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষক এরশাদ আলীর হাতে পাওয়ার টিলার তুলে দেন ব্যাংকটির পরিচালক এম আমানুল্লাহ।  আরও পড়ুন : চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী প্রচারের সময় দুজনকে ছুরিকাঘাত   এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক অর্ধেন্দু সেন, ধানমন্ডি সানিডেল স্কুলের চেয়ারম্যান ড. তানভীর আহমেদ খান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ প্রমুখ। বিনামূল্যে পাওয়ার টিলার পেয়ে খুশি কৃষক এরশাদ আলী। ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। আরও পড়ুন : কাশিমপুর কারাগারে বন্দি নারী হাজতির মৃত্যু   ব্যাংকের পরিচালক এম আমানুল্লাহ বলেন, সিএসআর ফান্ডের আওতায় সারাদেশে ব্যাংকের ১৫১টি শাখার মাধ্যমে বিনামূল্যে কৃষকদের মাঝে দুই হাজার পাওয়ার টিলার বিতরণ করা হবে।
০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪০

পাওয়ার গ্রিড কোম্পানিতে ৪১৬‍ পদে বড় নিয়োগ, আবেদন করুন আজই
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এই প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে সপ্তম ও অষ্টম গ্রেডে ৪১৬ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা পিজিসিবির এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদসংখ্যা: ৭৭ (ইইই–৬৬, সিভিল–২, মেকানিক্যাল–৫ ও সিএসই–৪) যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইইই, সিএসই, সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।  শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ–সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৫০,০০০ টাকা (গ্রেড–৭) সুযোগ–সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে। ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরএম, ট্রেনিং, সার্ভিস, পারফরম্যান্স সেল, এস্টেট বা সিওবিএম)  পদসংখ্যা: ৯ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এইচআরএম, ম্যানেজমেন্ট বা আইন বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ (এইচআরএম) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৫০,০০০ টাকা (গ্রেড-৭) সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে।  ৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট বা আইন বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ (ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা এইচআরএম) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ–সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৫০,০০০ টাকা (গ্রেড-৭) সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে। ৪. পদের নাম: পাবলিক রিলেশন অফিসার পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৫০,০০০ টাকা (গ্রেড-৭) সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে। ৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট) পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে বিএসসি (স্নাতক) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৫০,০০০ টাকা (গ্রেড-৭) সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে। ৬. পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদসংখ্যা: ৩২৫ (ইলেকট্রিক্যাল–২৬৫, ইলেকট্রনিকস–২০, পাওয়ার–২০, সিভিল-৫, মেকানিক্যাল-১০ ও কম্পিউটার-৫) যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, সিভিল, মেকানিক্যাল, পাওয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। বেতন: মূল বেতন ৩৫,০০০ টাকা (গ্রেড-৮) সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল ও যাতায়াত ভাতা, বছরে বেতনবৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ আছে। চাকরির ধরন: নির্বাচিতদের প্রাথমিকভাবে পাঁচ বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। এক বছর প্রবেশনকাল। প্রবেশনকাল শেষে চাকরি নিশ্চিত করা হবে। চুক্তির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য। আবেদন যেভাবে: আগ্রহীদের পিজিসিবির ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এ জন্য এই দুই ওয়েবসাইটে প্রকাশিত ‘আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি’ অনুসরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। আবেদন ফি: প্রতিটি পদের জন্য ১ হাজার ২০০ টাকা আবেদন ফি টেলিটকের যেকোনো নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। এ ক্ষেত্রে পিজিসিবির ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ফি পাঠাতে হবে। আবেদনের সময়সীমা: ৪ জানুয়ারি ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭

কারাদণ্ড পাওয়ার ৫ মিনিট পরই ড. ইউনূসের জামিন
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ৬ মাসের কারাদণ্ড পাওয়ার ৫ মিনিটের মধ্যেই শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দিয়েছেন শ্রম আদালত। এক মাসের মধ্যে আপিল করার শর্তে সোমবার (১ জানুয়ারি) শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা আসামিদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া বাকি তিনজন হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। এর আগে, একই আদালত ড. ইউনূসসহ চারজনকে ৬ মাস করে কারাদণ্ডা এবং প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান মামলাটি করেন। গত ৬ জুন এই মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন ড. ইউনূস ও অন্যরা। আপিল বিভাগ গত ২০ আগস্ট সেই আবেদন চূড়ান্তভাবে খারিজ করে দেন। এরপর ২২ আগস্ট শ্রম আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। যা শেষ হয় ৯ নভেম্বর। গত ২৪ ডিসেম্বর রাতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শেষ যুক্তিতর্ক শোনার পর এই মামলার রায় ঘোষণার জন্য ১ জানুয়ারি তারিখ ধার্য করেন আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী, গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরিসহ বাৎসরিক ছুটি দেওয়া, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেওয়া হয় না। মামলায় আরও অভিযোগ আনা হয়, গ্রামীণ টেলিকমে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি এবং লভ্যাংশের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেওয়া হয় না। অভিযোগের জবাবে আত্মপক্ষ সমর্থন করে ৯ নভেম্বর ড. ইউনূসসহ চারজন বিবাদী লিখিতভাবে আদালতকে বলেন, গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় নিজস্ব নীতিমালা অনুযায়ী। কারণ, গ্রামীণ টেলিকম যেসব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, সেগুলো চুক্তিভিত্তিক। তবে গ্রামীণ টেলিকমের সব কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ী কর্মীর মতো ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুইটি), অর্জিত ছুটি ও অবসরকালীন ছুটি দেওয়া হয়ে থাকে। মামলায় নিয়োগ স্থায়ী না করার যে অভিযোগ আনা হয়েছে, তা প্রশাসনিক ও দেওয়ানি মামলার বিষয়। আদালতে দেওয়া লিখিত বক্তব্যে আরও বলা হয়, গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের ২৮ ধারা অনুযায়ী একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর লভ্যাংশ বিতরণযোগ্য নয়, সামাজিক উন্নয়নে ব্যয় করা হয়।  
০১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়