• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
১৫০ টাকায় পাওয়া যাবে তরমুজ
বাংলাদেশ এসএমই ফোরামের উদ্যোগে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায়  ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর আওতায় ৪ থেকে ৬ কেজি ওজনের একটি তরমুজ ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। সোমবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবন চত্বরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ এসএমই ফোরামের সভাপতি চাষি মামুন বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঠ থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে কৃষি পণ্য বিক্রয়ের জন্য দীর্ঘ দিনের দাবি ছিল। বাংলাদেশ এসএমই ফোরাম উদ্যোগ নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে আজকের প্রোগ্রামের আয়োজন করেছে। ভোক্তা অধিদপ্তরের ডিজি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কৃষকের ১০০ টাকার তরমুজ ভোক্তা পর্যায়ে ৮০০ টাকা বিক্রি হওয়া সম্পূর্ণ অযৌক্তিক। মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছানোসহ সরবরাহ চ্যানেলের সমস্যা দূরীকরণের লক্ষ্যে অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অধিদপ্তর ভোক্তার স্বার্থে উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের কার্যক্রমে সহযোগিতা করছে। ক্ষুদ্র ক্ষুদ্র এ মহৎ উদ্যোগ সারাদেশে ছড়িয়ে যাবে।
২৫ মার্চ ২০২৪, ২২:২১

ঈদযাত্রা : ৪ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাবে অনলাইনে 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে। অনলাইনেই মিলবে সব টিকিট। বাংলাদেশ রেলওয়ে থেকে রোববার যারা টিকিট কেটেছেন তারা আগামী ৩ এপ্রিল ভ্রমণ করতে পারবেন। সোমবার (২৫ মার্চ) দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট। এদিন যারা টিকিট কিনবেন তারা ৪ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।  যাত্রীদের জন্য টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন।  এ টিকিট রিফান্ড করা যাবে না। এ ছাড়া আন্তঃনগর ট্রেনের সব আসন বিক্রয় শেষে বরাদ্দ করা সাধারণ শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার হতে বিক্রয় করা হবে।
২৫ মার্চ ২০২৪, ০৫:৫৪

শিক্ষাসফরে আমেরিকা যাওয়ার সুযোগ, পাওয়া যাবে সাড়ে ৫ লাখ টাকা
এশিয়া ফাউন্ডেশন শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শিক্ষাসফরের জন্য উইলিয়াম পি. ফুলার ফেলোশিপ প্রদান করবে। এশিয়া ফাউন্ডেশন ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা, যা এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে বসবাসকারী জনগণের জীবনমানের উন্নয়ন ও সম্ভাবনাকে প্রসারিত করতে কাজ করে থাকে। নির্বাচিত ফেলোদের শিক্ষাসফরের পাশাপাশি অংশ নিতে হবে ভার্চ্যুয়াল সেমিনারে, যেখানে ফেলোরা এশিয়া ফাউন্ডেশনের ‘বিভেদ ও দ্বন্দ্ব’ এবং ‘নেতৃত্ব ও বিনিময়’–সংক্রান্ত দুটি প্রোগ্রামে যুক্ত হবেন।  শিক্ষাসফরের জন্য নির্বাচিত তিনজন ফেলো আমেরিকার সান ফ্রান্সিককো বে এরিয়া, নিউইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতে অক্টোবরের ১৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত মোট ১২ দিন সশরীর উপস্থিত থাকবেন। এই শিক্ষাসফরের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কাজে অবদান রাখা অন্যান্য দেশের ফেলোদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং এই বৈশ্বিক কমিউনিটির উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন। সুবিধা:  * প্রত্যেক ফেলো পাবেন পাঁচ হাজার মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৫ লাখ টাকা * লিড এক্সের লিডারশিপ ডেভেলপমেন্ট সাপোর্ট * ইউএস ইনস্টিটিউট অব পিসের কোর্স যোগ্যতা :  আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর। প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে (অন্যান্য আরও ২০টি দেশের নাগরিকরাও আবেদন করতে পারবেন)। প্রার্থীকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে উৎসাহী হতে হবে। ইংরেজিতে কথা বলা ও লেখায় খুব দক্ষ হতে হবে। অন্যান্য পেশাদারদের সঙ্গে ভালো নেটওয়ার্ক তৈরিতে আগ্রহ থাকতে হবে। প্রোগ্রামের আওতায় কোর্স ও প্রফেশনাল প্রজেক্ট প্ল্যান সম্পূর্ণ করার জন্য স্ব–উদ্যোগী হতে হবে। প্রোগ্রামের সব কার্যক্রম সুনির্দিষ্ট তারিখে সম্পন্ন করার যোগ্যতা থাকতে হবে। আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মে, ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।  বিস্তারিত জানতে ভিজিট করুন: Program Resolution অনলাইনে আবেদনের ঠিকানা: Apply Online প্রসঙ্গত, এশিয়া ফাউন্ডেশন ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা, যা এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে বসবাসকারী জনগণের জীবনমানের উন্নয়ন ও সম্ভাবনাকে প্রসারিত করতে কাজ করে থাকে। সংস্থাটি বিগত প্রায় ৭০ বছরে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের স্থানীয় মানুষের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতায় সমৃদ্ধ। প্রশাসন, জলবায়ু, লিঙ্গসমতা, শিক্ষা ও নেতৃত্ব নিয়ে কাজ করে থাকে সংস্থাটি। এশিয়ার ২০টির বেশি দেশে ১৭টি স্থায়ী অফিস রয়েছে তাদের, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
২১ মার্চ ২০২৪, ১৪:৩৩

যেসব জায়গায় পাওয়া যাবে ১০ টাকায় ডিম, ২০০ টাকায় ব্রয়লার
পবিত্র রমজান ও ১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। এ কার্যক্রমে প্রতি ডজন ডিম ১২০ টাকায় কেনা যাবে। এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকা এবং ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৫০ টাকা দরে বিক্রি হবে বলে জানা গেছে। বুধবার (১৩ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিউজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিপিএ জানিয়েছে, রাজধানীর ২০টি পয়েন্টে ট্রাকসেলে ডিম ও মুরগি ন্যায্য মূল্যে বিক্রি কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে মধ্যস্বত্ত্বভোগীদের প্রভাব কমিয়ে স্মার্ট পোল্ট্রি শিল্প গড়ার অংশ হিসেবে ভোক্তাদের কাছে সরাসরি ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি করা হবে। এজন্য খামারিদের কাছ থেকে ডিম ও মুরগি সংগ্রহ করে আগামী বুধবার থেকে কারওয়ান বাজারে এবং পরবর্তীতে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থান/বাজার সমূহে খুচরা পর্যায়ে ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম চলমান থাকবে। বিক্রির স্থান/বাজার:  কারওয়ান বাজার, হাতিরপুল বাজার, শান্তিনগর বাজর, মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, শ্যামলী, গুলশান নতুন বাজার, সেগুনবাগিচা, সচিবালয়, উত্তর বাড্ডা বাজার, যাত্রাবাড়ী চৌরাস্তা, ঝিগাতলা শংকর বাস স্ট্যান্ড, মতিঝিল, মিরপুর, শান্তিনগর বাজার, নিউ মার্কেট, রামপুরা বাজার, কামরাঙ্গীরচর, শনির আখরা বাজার।
১২ মার্চ ২০২৪, ১৪:০০

গরমিল পাওয়া গেলেই হাসপাতাল বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা বছর সরকারি-বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতে পরিদর্শন অব্যাহত রাখা হবে। কোন রকম গরমিল পাওয়া গেলে তা বন্ধ করে দেওয়া হবে।  রোববার (১০ মার্চ) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। ডা. সামন্ত লাল বলেন, সরকারী হাসপাতালে কিছু অসঙ্গতি রয়েছে সেগুলো সমাধান করতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়াও সারা দেশে এমন পরিদর্শন অব্যাহত থাকবে। সবগুলো চিকিৎসাসেবা কেন্দ্রগুলো বন্ধের পক্ষেও নয় সরকার। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১০ মার্চ ২০২৪, ১৬:০৫

কুড়িয়ে পাওয়া ককটেলে শিশুর কবজি বিচ্ছিন্ন
যশোরে কুড়িয়ে পাওয়া ককটেলকে বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে আরজু (১০) নামের এক শিশুর কবজি বিচ্ছিন্ন হয়েছে। তার সঙ্গে থাকা মাইমুন মেহেদী (৪) নামের আরেক শিশুর নাভি হতে চোখ পর্যন্ত ক্ষতবিক্ষত হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জেলার মনিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামের পরিত্যক্ত একটি ঘরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের ওহিদুল ইসলামের বসতভিটায় চার কক্ষের একটি আধপাকা পরিত্যক্ত ঘরে প্রতিবেশী আসলাম হোসেন রান্নার জ্বালানি রাখতেন। বৃহস্পতিবার দুপুরে আসলামের স্ত্রী নিজের ছেলে ও প্রতিবেশী বাবলুর ছেলেকে নিয়ে জ্বালানি রাখতে যান। শিশু দুটি একটি লাল স্কচটেপে মোড়ানো ছোট খেলনা সদৃশ বস্তু পায়। তারা বল মনে করে সেটি নিয়ে খেলার জন্য ছুড়ে মারে এতে আরজুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয় আর মেহেদীর নাভি হতে চোখ পর্যন্ত ক্ষতবিক্ষত হয়। এলাকাবাসী তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা খারাপ দেখে চিকিৎসক তাদের যশোর সদর হাসপাতালে পাঠান। এরপর উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় ওই পরিত্যক্ত ঘর থেকে ৯টি বোমা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
০৭ মার্চ ২০২৪, ২৩:৪৭

আগুনে নিহত ২৭ জনের পরিচয় পাওয়া গেছে
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৭ জনের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেলের সামনে থাকা ঢাকা জেলা প্রশাসনের তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।  এতে জানানো হয়, এখন পর্যন্ত ৩৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত নিহত ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।   শনাক্ত ২৭ জনের পরিচয়- ব্রাহ্মণবাড়িয়ার মৃত মো. জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫), ঢাকার বংশালের মো. মোসলেমের ছেলে মো. নুরুল ইসলাম (৩২), ঢাকার প্রাণ নাথ রায়ের মেয়ে পপি রায় (৩৩), ঢাকার যাত্রাবাড়ির শিপন পোদ্দারের মেয়ে সম্পূর্ণা পোদ্দার (১২), কুমিল্লার এম এ এইচ গোলাম মহিউদ্দিনের মেয়ে জান্নাতিন তাজরিন, ঢাকার পুরান পল্টনের মো. আলীর মেয়ে নাজিয়া আক্তার (৩১), ঢাকার পুরান পল্টনের সায়েক আহমেদের ছেলে আরহান মোস্তাক আহমেদ (৪৬), ঢাকার মতিঝিলের কবির খানের ছোট মেয়ে মাইশা কবির মাহি (২১), কবির খানের বড় মেয়ে মেহেরা কবির দোলা (২৯), ঢাকার মতিঝিলের জয়ন্ত কুমার পোদ্দারের স্ত্রী পম্পা সাহা (৪৭), মাদারীপুরের জাকির শিকদারের ছেলে মো. জিহাদ হোসেন (২২), মৌলভীবাজারের ফজলুর রহমানে ছেলে আতাউর রহমান শামীম (৬৩), যশোরের মো. কবির হোসেনের ছেলে মো কামরুল হাবিব রকি (২০), টাঙ্গাইলের মোয়াজ্জেম মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭), কুমিল্লার লালমাইয়ের কোরবান আলীর মেয়ে ফৌজিয়া আফরিন রিয়া (২২), কুমিল্লা সদরের আব্দুল কুদ্দুসের মেয়ে নুসরাত জাহান মিশু (১৯), ঢাকার হাতিরঝিলের সৈয়দ মোবারকের মেয়ে ফাতিমাতুজ জোহরা (১৬), মোবারক হোসেনের ছেলের সৈয়দ আবুদল্লাহ (৮), একই পরিবারের মুন্সি বাহারউদ্দিনের মেয়ে স্বপ্না আক্তার, মুন্সিগঞ্জের মো আওলাদ হোসেনের মেয়ে জারিম তাসনিম প্রিয়তি (২০), নারায়ণগঞ্জের মো. আমজাদ হোসেনের ছেলে শান্ত হোসেন (২৩), ভোলার মইনুল হকের ছেলে দিদারুল হক (২৩), ঢাকা হাতিরঝিলের সৈয়দ আবুল কাশেমের ছেলে সৈয়দ মোবারক (৪৮), হবিগঞ্জর উত্তর কুমার রায়ের স্ত্রী রুবি রায় (৪৮), একই পরিবারের প্রিয়াংকা রায় (১৮), ঝালকাঠির তুষার হাওয়ালদার (২৬) এবং ঢাকা শান্তিনগরের ইসমাইল গাজীর ছেলে জুয়েল গাজী (৩০)।  এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের ভিতর থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহতদের কেউই শঙ্কামুক্ত নন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, একটিমাত্র সিঁড়ি থাকা অগ্নিনিরাপত্তা প্রোটোকলের একটি বড় ত্রুটি। ভবনটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল এবং সিঁড়ির পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল গ্যাস সিলিন্ডার। যার কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। এদিকে, নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, আগুনের ঘটনা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ে দোষীদের বিচারের আওতায় আনা হবে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শেখ হাসিনা তার শোকবার্তায় নিহতদের মাগফেরাত কামনার পাশাপাশি বেঁচে যাওয়াদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।  
০১ মার্চ ২০২৪, ১৩:২৩

রোজার আগেই পাওয়া যাবে ভারতের পেঁয়াজ-চিনি  
রোজা শুরুর আগেই ভারত থেকে দেড় লাখ টন পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।  রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  আহসানুল ইসলাম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির মন্ত্রী জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে, রোজার আগেই ভারত থেকে পরিশোধিত এক লাখ টন চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ আনা হবে।  তিনি বলেন, অশা করি রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এছাড়া খেজুরের দাম নির্ধারনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য কৃষিপণ্যের দাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।  বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। বাজারে কোনো পণ্যের কমতি নেই। নানা ব্যবস্থা নেওয়ার ফলে কারসাজি বা মজুতদারি কমে আসছে। আহসানুল ইসলাম বলেন, রমজানকে ঘিরে নিত্যপণ্যের পরিবহণ খরচ ও চাঁদাবাাজি ঠেকাতে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে নিত্যপণ্যের পরিবহণে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪

বইমেলায় আসছে জাহারা মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থ 
রুপালি পর্দার এই প্রজন্মের নায়িকা জাহারা মিতু। একাধারে তিনি মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। এর পাশাপাশি গেল বছর বইমেলায় আত্মপ্রকাশ করেছেন লেখক হিসেবে। তারই ধারাবাহিকতায় চলতি বছরের বইমেলায় আসছে মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থ।  মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম ‌‘তুই আমার না পাওয়া ভালোবাসা’। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মেলায় পাওয়া যাবে বইটি। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশ হতে যাচ্ছে এটি। সামাজিক যোগাযোগমাধ্যমে বই প্রকাশের বিষয়টি নিজেই জানিয়েছেন মিতু।  পাঠকদের উদ্দেশে মিতুর পোস্টটি হুবহু তুলে ধরা হলো—  ‘অবশেষে উন্মোচন হতে যাচ্ছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‌‘তুই আমার না পাওয়া ভালোবাসা।  এবারের বইমেলার সার্বিক অবস্থা দেখে অনেকটা দোটানায় ছিলাম বই প্রকাশ করব কিনা। অসুস্থ সামাজিকতা আমাকে কখনোই টানে না। তবে সব দোলাচল শেষে একজন সাধারণ লেখক সত্তার সাধারণ কিছু সময় এবং অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে বইটির আত্মপ্রকাশ জরুরি ছিল।  আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে বইটি পাওয়া যাবে আমাদের প্রিয় দেশ প্রকাশনীর ৪৭৮, ৪৭৯, ৪৮০ নং স্টলে। আশা করছি শিগগিরই দেখা হবে এবারের বইমেলাতে।’ সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের বই প্রকাশের অনুভূতি জানিয়ে মিতু বলেন, আসলে এ এক অন্যরকম অনুভূতি। পাঠকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব আমি এখন। কবিতা আমার জন্য আমার জীবনের প্রতিটি মুহূর্তকে ঘিরে। জীবনে আসা ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনুভূতিই হলো কবিতার বিষয়বস্তু। যে কবির তৃতীয় চক্ষু যতোটা শক্তিধর, সে তার পাঠকের অনুভূতি ততোটাই ভালোভাবে বুঝতে পারে। কাউকে ভালোবাসা প্রকাশ করতে একটি কবিতা পাঠিয়ে দেখুন, ভালোবাসার প্রকাশটাই ভিন্ন হবে। অভিনেত্রী আরও বলেন, সারাজীবন কেটেছে বই পড়ে অথবা লেখালেখি করে। ভাবতাম লেখাই একমাত্র ডকুমেন্ট যার মাধ্যমে মানুষ ততদিন বেঁচে থাকে পৃথিবীতে তার মৃত্যুর পর শেষ বইটিও যতক্ষণ পর্যন্ত অক্ষত থাকে। জানি না কিভাবে নায়িকা হয়ে গেছি। মিডিয়ায় হুট করেই আসা, হুট করেই জীবনের সবচেয়ে বড় বাঁক। তবে লেখক হওয়ার ইচ্ছা আজীবনের। সেই স্বপ্ন থেকেই একটু একটু এগিয়ে যাওয়া। ভালো লাগে যখন নিজের স্বপ্ন পূরণ হতে দেখি। 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৪

রমজানে সুলভ মূল্যে পাওয়া যাবে মাংস, দুধ ও ডিম
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান জানিয়েছেন, মন্ত্রণালয়ের উদ্যোগে রমজানে প্রাণিজ পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ করে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে ঢাকা শহরের ২০টি স্থানে ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস, দুধ ও ডিম সাশ্রয়ী মূল্যে বিপণন করা হতো। আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণন করা হবে।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র রমজান মাস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের করণীয় হিসেবে বিভিন্ন এজেন্ডার ওপর আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান। মো. আবদুর রহমান আশা করেন, এর ফলে এসব পণ্যের বাজারদর সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।  মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ভোগান্তিতে ফেলা সরকারের উদ্দেশ্য নয় বরং ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দে ব্যবসা পরিচালনা করতে পারে সে বিষয়টিও সরকার সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। জনগণ যাতে রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য কিনতে পারে সেদিকে খেয়াল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি তিনি এ সময় অনুরোধ করেন। এ সময় সঠিক মূল্যে পশু খাদ্য উপকরণ আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য তিনি বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন।  এ ছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতি তিনি আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীন আখতার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো: এমদাদুল হক তালুকদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।  
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়