• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে মা-ছেলে আহত
রাঙ্গামাটির লংগদুতে পাওনা টাকা চাইতে গেলে মা ও ছেলেকে পাওনাদার ছুরিকাঘাতে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ এপ্রিল) লংগদু উপজেলার ২নং কালাপাকুজ্যা ইউপির ১নং ওয়ার্ডের রশিদপুর এলাকায় লিটনের দোকানে সামনে ঘটে। লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপরাধী শাহিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত জহির (২২) শাহিন নামে এক যুবকের কাছে ৩৩৫০ টাকা পায়। পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটির পরে হাতাহাতি হয়। একপর্যায়ে শাহিন, জহিরের পেটে ছুরিকাঘাত করে। এসময় ছেলেকে বাঁচাতে মা এগিয়ে আসলে মায়ের মাথায় ছুরিকাঘাত করে শাহিন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে লংগদু সদর হাসপাতলে ভর্তি করানো হয়। পরবর্তীতে জহিরের অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় স্থানীয়রা অপরাধী শাহিনকে আটকে রেখে পুলিশকে সোপর্দ করে।
০৩ এপ্রিল ২০২৪, ০০:৫৮

পাওনা টাকা চাওয়ায় যুবককে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার 
গাজীপুরের শ্রীপুরে জমি কিনে দেওয়ার কথা বলে পাওনা ৫ লাখ টাকা ফেরত চাওয়ায় যুবক আব্দুল্লাহকে (২৬) উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার জড়িত প্রতিবেশী বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।  বুধবার (১৩ মার্চ) দিবাগত রাত সোয়া ৯টায় তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে শহিদুল ইসলাম শহিদ (৪৫) এবং তার ছেলে এছানুল হক (২৪)। রাজধানীর দক্ষিণখান থানাধীন আব্দুল্লাহপুর আটিপাড়া সুজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান জানান, আসামি শহিদুল ইসলামের সঙ্গে ভিকটিম গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের শাহাদত আলীর ছেলে আব্দুল্লাহর জমিসংক্রান্ত বিষয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে স্থানীয় চায়ের দোকানের তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি শহিদুল ইসলামের মনে প্রচণ্ড ক্রোধ এবং প্রতিশোধ সৃষ্টি করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে হত্যা করার সুযোগ খুঁজতে থাকে। শনিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় ভিকটিম আব্দুল্লাহ মোটরসাইকেলে বাঁশবাড়ী বাজারের পূর্ব পাশে স্থানীয় মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। পরে অনুষ্ঠান স্থলের পশ্চিম পাশে সালামের চায়ের দোকানে বসে চা পান করছিল। এ সময় আসামি শহিদুল ইসলাম ভিকটিম আব্দুল্লাহর সঙ্গে গায়ে পড়ে ঝগড়ার সৃষ্টি করলে দু’জনের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। উপস্থিত স্থানীয় লোকজন তাদেরকে মিমাংসা করে দিলে ভিকটিম আব্দুল্লাহ স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চলে যায়। সন্ধ্যা ৬টায় আসামি শহিদুল ইসলামের নির্দেশে অপর আসামি রফিক এবং নুরুল ইসলাম নূরু ভিকটিম আব্দুল্লাহকে মাঠ থেকে ডেকে বাঁশবাড়ী বাজারের পূর্বপাশে সুরুজ মিয়ার টিনসেড ভবনের পেছনে ফাঁকা জায়গায় নিয়ে আসে। পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ঘটনাস্থলে শহিদুল ইসলাম তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে ভিকটিমের বাম পাজরে পার দিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ছেলে এছানুল হক আব্দুল্লাহও বাম পাজরে পার মারলে সে মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামীরা ভিকটিমের শরীরের কিল, ঘুষি, লাথি মেরে আনন্দ উল্লাস করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে দুপুরে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। শুক্রবার (১৫ মার্চ) তাদেরকে আদালতে পাঠানো হবে। প্রসঙ্গত, হত্যাকাণ্ডের শিকার আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের শাহাদত আলীর ছেলে। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার টিএম বিডি লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় বাঁশবাড়ী বাজারে বাবা ও ছেলে উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে হত্যা করে।
১৪ মার্চ ২০২৪, ১৯:০২

পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবককে হত্যা
গাজীপুরের শ্রীপুরে জমি কিনে দেওয়ার কথা বলে পাওনা ৫ লাখ টাকা ফেরত চাওয়ায় কারখানা শ্রমিক আব্দুল্লাহকে (২৬) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে।  শনিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।  গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল্লাহ গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের শাহাদত আলীর ছেলে। তিনি স্থানীয় ইউরিনিট স্পিনিং কারখানায় চাকরি করতেন। আব্দুল্লাহর মামা সাইদুল ইসলাম বলেন, বিকেলে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দেখতে যায় আব্দুল্লাহ। এ সময় পূর্বশত্রুতার জেরে এহসানের (১৮) সঙ্গে আব্দুল্লাহর বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা তাদেরকে মিলিয়ে দিয়ে দুজনকে আলাদা আলাদা স্থানে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর এহসান ও তার বাবা শহীদ (৪৫) আব্দুল্লাহকে জোরপূর্বক মাঠ থেকে রাস্তায় তুলে নিয়ে মারধর করে। এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে আব্দুল্লাহ মারা যান। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা শাহাদত আলী বলেন, শহীদ জমি কিনে দেওয়ার কথা বলে প্রায় চার মাস আগে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়। জমি কিনে না দেওয়ায় টাকা চাইলে দেই, দিচ্ছি বলে সময় পার করতে থাকে। টাকা দেওয়ার জন্য চাপ দিলে সে আমাকে ও আমার ছেলে আব্দুল্লাহকে মেরে ফেলার হুমকি দেয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুল হুদা বলেন, যুবক আব্দুল্লাহকে তার স্বজনেরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান জানান, উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনার সঙ্গে জড়িত বাবা-ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
০৯ মার্চ ২০২৪, ২৩:৪৭

পাওনা টাকা চাওয়ায় যুবককে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে আব্দুল্লাহর তালাবদ্ধ বসতঘর থেকে মোরছালিন ভূঁইয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোরছালিন ভূঁইয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট গ্রামের নূর মোহাম্মদের ছেলে। নিহতের স্বজনদের দাবি পাওনা টাকা চাওয়ায় আব্দুল্লাহ ও তার সহযোগীরা মোরছালিনকে হত্যা করেছে। ঘটনার পর থেকে বাড়িতে তালা লাগিয়ে আব্দুল্লাহসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিবনগর গ্রামের আব্দুল্লাহর ঘরের তালা ভেঙে বস্তায় বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। নিহতের গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করছি।’ তিনি আরও বলেন, আব্দুল্লাহ একজন চিহ্নিত মাদককারবারি। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদকসহ আখাউড়া থানায় ১৬টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে টাকা পয়সার বিরোধকে কেন্দ্র করে হত্যা করেছে বলে ধারণা করছি।  
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩

পাওনা আদায়ে বিটিআরসিকে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ
টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ পাঁচ হাজার তিন শ’ কোটি টাকা পাওনা আদায়ের জন্য বিটিআরসিকে নির্দেশনা দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বৈঠকে টেলিটকের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ বিটিআরসির পাওনার এ বকেয়ার চিত্র বিটিআরসি তুলে ধরলে মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন। জুনাইদ আহমেদ পলক, টেলিটককে মানুষের আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে একটিভ শেয়ার কার্যকর করার নির্দেশনা দেন। এতে বিটিএসে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব‌্যবহারের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম‌্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ, কমিশনাররা উপস্থিত ছিলেন।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫০

গ্রাহকদের পাওনা টাকা দিলো ইভ্যালি
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকের পাওনা টাকা ফেরত দিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই টাকা পরিশোধ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এ সফিকুজ্জামান। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগ নিষ্পত্তির করে প্রথম ধাপে ১৫০ জন গ্রাহককে মোট ১৫ লাখ টাকা ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল। পাওনা টাকা পেয়ে খুশি গ্রাহকরা। এ সময় ইভ্যালি সিইও বলেন, গত এক মাসের ব্যবসার লভ্যাংশ থেকে এই টাকা পরিশোধ করা হয়েছে, ক্রমান্বয়ে সকল গ্রাহকের পাওনা টাকা পরিশোধ করা হবে। যারা অভিযোগ করেনি তাদেরও তালিকা করে টাকা পরিশোধ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এ সফিকুজ্জামান বলেন, এখন ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে ই-কমার্স ব্যবসা হওয়ায় প্রতারিত হওয়ার সুযোগ নেই। তবে ফেসবুকে লোভনীয় অফারে পণ্য কিনে প্রতারিত হচ্ছেন অনেকে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫

অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, আটক ১ 
নোয়াখালী সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা করায় মোহাম্মদ হাছান (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ব চরমটুয়া (১৯ নম্বর) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সূর্যনারায়ণবহর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মোহাম্মদ হাছান ওই গ্রামের মো. হানিফের ছেলে। নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক মোহাম্মদ হাছান একই এলাকার মো. সোহেলের (৩৪) কাছে টাকা পেতেন। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে হাছান টাকা চাইলে সোহেল টাকা দিতে দেরি করেন। এ সময় হাছান পিস্তল ঠেকিয়ে ভয় দেখান। পরে সোহেলের চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে হাছানকে আহসান উল্লাহর কৃষি জমি থেকে অস্ত্রসহ আটক করেন। পুলিশ সুপার আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ মোহাম্মদ হাছানকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮

পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৭ 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনা টাকা ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  আহতরা হলেন পুতুল বেগম (৬০) কালা মিয়া (২৮), তাজুল ইসলাম ছোটন (২৫), আলো আক্তার (২২), জহুরা বেগম (৫০), রুনা আক্তার (২৫) ও সোহেদা বেগম (৫০)। আহতদের মধ্যে পুতুল বেগম আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে মৃত মজো মিয়ার ছেলে হৃদয় মিয়া তার সৎ চাচা ফারুকের কাছ থেকে এক বছর আগে টাকা ধার নেয়। ওই পাওনা টাকা ফেরত চাইলে দু’জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হৃদয়ের বড় চাচা আলফাজ মিয়াসহ তাদের লোকজন ফারুক মিয়াকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন নারী-পুরুষ আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত পুতুল বেগমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আখাউড়া থানার ওসি নূরে আলম জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
১৮ জানুয়ারি ২০২৪, ১৭:২১

পাওনাদারদের সুখবর দিলেন ইভ্যালির রাসেল
সবার পাওনাই পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে পাওনাদারদের সুখবর দিলেন তিনি। রাসেল বলেন, পুরাতন গ্রাহক ও মার্চেন্টদের লেনদেন কিংবা অর্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য দু’মাসের মধ্যে ইভ্যালির নতুন অ্যাপের মাধ্যমে উপস্থাপন করা হবে। তিনি বলেন, ইভ্যালির কাছে সাধারণ গ্রাহকরা সাড়ে ৩০০ কোটি টাকা এবং আর মার্চেন্টরা পাবেন ১৫০ কোটি টাকা। তবে অডিট সম্পন্ন হলে প্রকৃত দেনার পরিমাণ বলা যাবে। সবার পাওনাই ধীরে ধীরে পরিশোধ করা হবে। ইভ্যালির প্রধান লক্ষ্য সব দেনা পরিশোধ করা। মুনাফা ছাড়া ইভ্যালি কোনো পণ্য বিক্রি করছে না জানিয়ে ইভ্যালির সিইও বলেন, এখন থেকে আর কোনো গ্রাহক পণ্য কিনে প্রতারিত হবেন না। গুণগত মানের কারণে গ্রাহকের কোনো পণ্য পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে। এ ক্ষেত্রে কুরিয়ার চার্জসহ সম্পূর্ণ অর্থ গ্রাহককে ফেরত দেওয়া হবে। এর আগে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারা দেশে অনেক মামলা হয়। এরপর গত বছরের ১৮ ডিসেম্বর কারাগার থেকে জামিনে বের হন রাসেল।
১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়