• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
শূন্যপদে পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩। প্রতিষ্ঠানটির শূন্যপদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ লোকবল নিয়োগ: ৩ জন  পদের নাম: সহকারী ক্যাশিয়ার পদের সংখ্যা: ৩টি (কম বা বেশি হতে পারে) বেতন: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি  শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: শুধু নারী কর্মস্থল: ময়মনসিংহ বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি: সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক হতে ২০০ টাকা মূল্যমানের পে- অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৪ পর্যন্ত।
২ ঘণ্টা আগে

অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
কক্সবাজারের টেকনাফের শিলখালী পাহাড়ি এলাকা থেকে একদিন পর পল্লী চিকিৎসকসহ দুজনকে উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। তিনি বলেন, পাহাড়ে পুলিশের অভিযানের মুখে পল্লী চিকিৎসকসহ দুজনকে রেখে পালিয়ে যান অপহরণকারীরা। পরে তাদের উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর হোয়াইক্যং সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসকসহ ওই দুজনকে অপহরণ করেন দুর্বৃত্তরা। অপহৃত পল্লী চিকিৎসক জহির উদ্দিন (৫২) উখিয়ার থাইংখালী এলাকার মাওলানা জাকের হোসেনের ছেলে। অপরজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক কমরুদ্দিন মুকুল জানান, তার ভাই শাপলাপুর এলাকায় প্রতিদিনের মতো চেম্বার শেষ করে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে একজন যাত্রীও ছিলেন। পথিমধ্যে শামলাপুর-হোয়াইক্যং সড়কে আসলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়। পরে অটোরিকশাচালক বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে ফোনে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকেন অপহরণকারীরা।   প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬২ জন স্থানীয় বাসিন্দা। বাকিরা রোহিঙ্গা নাগরিক।
২৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৫

নড়াইলে পল্লী চিকিৎসক ও ফার্মেসিকে জরিমানা
নড়াইল সদর উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক পল্লী চিকিৎসক ও একটি ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  রোববার (৩১ মার্চ) বিকেলে নড়াইল সদর হাসপাতালের সামনে নড়াইল ডায়াগনস্টিক ও অংকন ফার্মেসিকে এ জরিমানা করে। সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নড়াইল সদর হাসপাতাল রোডের নিউ নড়াইল ডায়াগনস্টিকের পল্লী চিকিৎসক হীরক কুমার দাসকে বিভিন্ন অনিয়ম ও এখতিয়ারের বাইরে চিকিৎসা প্রদানের জন্য ২০ হাজার টাকা ও অংকন ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শুভাশিস বিশ্বাস ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, বিভিন্ন অনিয়মের জন্য এক পল্লী চিকিৎসককে ২০ হাজার টাকা ও একটি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
৩১ মার্চ ২০২৪, ২০:০৫

পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটির শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা : ১টি  লোকবল নিয়োগ : ৩ জন  পদের নাম : অফিস সহায়ক  পদসংখ্যা : ৩টি  বেতন : ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা, প্রাথমিক ধাপে ১৫,৫০০ টাকা। এছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি পাবেন।  শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন: অস্থায়ী  কর্মস্থল: গোপালগঞ্জ আবেদন পাঠানোর ঠিকানা: অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে৷ সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না।  বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিখিলযোগ্য।  আবেদন ফি : জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে ১০০ টাকার পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২১ মার্চ ২০২৪, ১১:৫৮

নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি, আবেদন কাল থেকেই
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি ‘মিটার রিডার কাম ম্যাসেঞ্জার’ পদে ৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: পল্লী বিদ্যুৎ সমিতি পদের নাম: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদ সংখ্যা: ৩৫ জন বেতন ও সুযোগ–সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা www.pbsnoa.teletalk.com.bd এর মাধ্যেমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।  আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু: ১৭ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬

এসএসসি পাসে পল্লী বিদ্যুতে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি ‘মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার’ পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি পদের নাম : মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার পদ সংখ্যা : ৩৯টি বেতন : ১৪,৭০০ টাকা (মাসিক), সেই সঙ্গে অন্যান্য ভাতা পাবেন। শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বয়সসীমা : ১৮ থেকে ২৫ বছর চাকরির ধরন : চুক্তিভিত্তিক আবেদন ফি : টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। আবেদন যেভাবে : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত।  
১২ জানুয়ারি ২০২৪, ১০:১৪

এসএসসি পাসে পল্লী বিদ্যুতে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি ‘মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার’ পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- আরও পড়ুন : ৩০ হাজার বেতনে ইউএস-বাংলায় চাকরি   প্রতিষ্ঠানের নাম : ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ পদের নাম : মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার পদসংখ্যা : ৪৮টি বেতন : ১৪,৭০০ টাকা (মাসিক), সেই সঙ্গে অন্যান্য ভাতা পাবেন। শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বয়সসীমা : ১৮ থেকে ২৫ বছর আরও পড়ুন : নিয়োগ দিচ্ছে বাংলালিংক, আবেদন অনলাইনে   চাকরির ধরন : চুক্তিভিত্তিক আবেদন ফি : টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। আবেদন যেভাবে : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ২৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।  
০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়