• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
ব্যবসায় বড় বাধা দুর্নীতি: সিপিডি
সীমাহীন দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও বৈদেশিক মুদ্রার সংকটকে ব্যবসা বাণিজ্যে প্রসারে প্রতিবন্ধকতা বলে মনে করছেন উদ্যোক্তারা। তবে দুর্নীতিকে সবচেয়ে বড় বাধা বলছেন তারা। বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জরিপে এসব তথ্য উঠে এসেছে। আর দুর্নীতির লাগাম টানতে ১০ দফা পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (১৭ জানুয়ারি) ধানমন্ডির সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২৩’ উদ্যোক্তা জরিপের ফলাফল প্রকাশ করে সিপিডি। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। সিপিডি জানায়, দেশে ব্যবসার পরিবেশ জানতে ঢাকা, সাভার ও গাজীপুরের ৭১ জন উদ্যোক্তার ওপর জরিপ চালানো হয়। এতে শীর্ষ তিনটি সমস্যাসহ মোটা দাগে ১৭টি সমস্যা চিহ্নিত করা গেছে। সেগুলো হচ্ছে- অপর্যাপ্ত অবকাঠামো, উচ্চ মূল্যস্ফীতি, অর্থায়নের সীমাবদ্ধতা, জটিল কর নীতি, বারবার নীতি পরিবর্তন, দক্ষ শ্রমশক্তির অভাব, উদ্ভাবনের সক্ষমতায় ঘাটতি, শ্রমশক্তিতে দুর্বল নৈতিকতা, উচ্চ করহার, জলবায়ু পরিবর্তন, সরকারের অস্থিতিশীলতা, অপরাধ ও চুরি, বিধিনিষেধমূলক শ্রম আইন ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা। গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, ছোট ছোট সরকারি সেবার ক্ষেত্রে ৮৫ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী সমস্যায় পড়লেও বড় ব্যবসায়ীদের সব ক্ষেত্রে সমস্যা কিছুটা কম। এছাড়া শতভাগ বড় ব্যবসায়ীর জন্য প্রধান সমস্যা দুর্নীতি, মাঝারি ৬১ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে সমস্যা মনে করছেন এবং ৫৬ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী দুর্নীতিকে সমস্যা বলে চিহ্নিত করেছেন।  সিডিপির পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, আমাদের জরিপে ৬৭ শতাংশের বেশি ব্যবসায়ী দুর্নীতিকে ব্যবসার সবচেয়ে বড় বাধা মনে করেন। ফলে, অনেক সম্ভাবনা থাকলেও প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভে অস্থিতিশীলতা বড় ব্যবসায়ীদের বেশি প্রভাবিত করেছে। গবেষকদের বরাত দিয়ে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারি সংস্থার সেবা পেতে ঘুষ দুর্নীতি ঠেকানো না গেলে ব্যবসা বাণিজ্যের প্রসার চ্যালেঞ্জিং হবে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব, লাগামহীন মূল্যস্ফীতি ও আয় বৈষম্য আগামী দিনে বাংলাদেশে বিনিয়োগের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এসব বিবেচনায় এখন থেকেই সঠিক পরিকল্পনা নিতে হবে। ব্যবসা বাণিজ্যে এমন পরিবেশ থেকে উত্তরণে ও দুর্নীতির লাগাম টানতে প্রতিটি সরকারি দপ্তরে ন্যায়পাল নিয়োগসহ ১০ দফা পরামর্শ সিপিডির। সেগুলো হচ্ছে- ব্যবসায় বাণিজ্যের পরিবেশের উন্নতিতে বিভিন্ন সরকারি কার্যালয়ের ১০০ দিন, ১ বছর, ৩ বছর ও ৫ বছরের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন; ন্যায়পাল কার্যালয় স্থাপন; সীমিত সময়ের জন্য খাত ভিত্তিক কিছু কমিশন গঠন ইত্যাদি।
১৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়