• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
ঈদে আরটিভির পর্দা মাতাবেন তৌসিফ-সাফা
ঈদ মানেই আনন্দ। আর ঈদকে ঘিরে প্রতিবছরই নানান আয়োজনে দর্শকদের আনন্দ দিতে পর্দা মাতান তারকারা। এবারও তার ব্যতিক্রম নয়। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদে পর্দায় জুটি হয়ে আসছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। জানা গেছে, ‘তোর জন্য’ নামের একটি নাটকে দেখা যাবে তৌসিফ-সাফাকে। মো. সাইফুর রহমান কাজলের গল্পে নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। মূলত প্রেমের গল্পে নির্মিত হয়েছে নাটকটি।  নাটকের গল্পে দেখা যায়— এলাকার বড় ভাই তুর্য। অন্যায়কে কখনও প্রশ্রয় দেয় না। সামান্য কিছুতে ত্রুটি দেখলে সে প্রতিবাদ করে। পাশাপাশি নিজেও অন্যায় করা থেকে বিরত থাকে। একদিন বাইকে করে যাওয়ার সময় হঠাৎ দেখে একটা রিকশায় কারও ওড়না পেঁচিয়ে যাচ্ছে। রিকশাওয়ালাকে অনেক ডাকার পরও সে শুনতে না পাওয়ায় বাইক থামিয়ে তাকে মারতে লাগল। রিকশায় থাকা ঋতু এর প্রতিবাদ করে। কারণ, ঋতুর এই ধরনের বখাটে ছেলে সম্পর্কে একটা তৃপ্ত অভিজ্ঞতা ছিল এবং এদের ব্যাপারে সে খুবই প্রতিবাদী ছিলেন। তাই ইচ্ছেমতো তুর্যকে বকাঝকা করে। তার ধারণা তুর্য উগ্র ছেলে।    এদিকে ঋতুকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় তুর্য। তাই ঋতু যতই তাকে বকাঝকা করে তুর্য প্রতিবাদ করে না। অন্যদিকে ঋতু  তুর্যদের বাসায় ভাড়াটিয়া হিসেবে আসে। ঋতুর সঙ্গে থাকে তার বড় ভাই কামরুল। এরপর ঋতুর সঙ্গে তুর্যর যতবার দেখা হয় ততবারই তুর্যর ভাগ্য খারাপ থাকে। সে কাউকে না কাউকে মারছে বা খারাপ আচরণ করছে— ঠিক তখনই ঋতু সামনে এসে পড়ে। ঋতু একরকম ধরেই নেয় তুর্য বখাটে ছেলে। এরপর তুর্য যখন ঋতুকে ভালোবাসার কথা বলে তখন ঋতু তাকে অপমান করে। ঋতু তুর্যকে বলে যে তাদের মতো ছেলেদের ভালোবাসা একটা মোহ। এই সময় ছেলেরা মেয়েদেরকে দুর্বল ভেবেই প্রেম করতে চায় এবং তাদের সরলতার সুযোগ নিয়ে মেয়েদের সর্বনাশ করে।  এই বিষয়টা তুর্যর মা মমতা বেগমও শুনতে পায়। তুর্যকে তার মা সান্ত্বনা দেয় যে সে বিয়ের প্রস্তাব নিয়ে কামরুলের বাসায় যাবে। মমতা বেগম কামরুলকে তুর্য এবং ঋতুর বিয়ের ব্যাপারে প্রস্তাব দিলে কামরুল তাকে অপমান করে। কামরুল কখনোই এই ধরনের বখাটে ছেলের সঙ্গে তার বোনকে বিয়ে দেবে না। মমতা বেগম অপমানিত হয়ে যখন বাসায় ফিরে আসে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।  তৌসিফ-সাফা অভিনীত ‘তোর জন্য’ নাটকটির শেষ দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।  
০৯ এপ্রিল ২০২৪, ১১:০৩

ঈদে পর্দা মাতাবেন অক্ষয়-অজয়
বলিউডের জনপ্রিয় দুই তারকা অজয় দেবগন ও অক্ষয় কুমার। তারা দুজনই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। দুজনেই ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। বরাবরই এই দুই তারকার সিনেমা দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা। এবার আসন্ন ঈদে মুখোমুখি হতে যাচ্ছেন তারা।   আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় অভিনীত সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। কাজের ক্ষেত্রে বরাবরই যে নিজের পেশাদারিত্ব বজায় রাখেন, সেটা আবারও এই সিনেমার মাধ্যমে প্রমাণ করেছেন তিনি।   আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়েই পা ভেঙে ফেলেন অক্ষয়। অভিনেতার পা ভেঙেছে, তাতে কী! শুটিং তো আর বন্ধ থাকবে না। সময়মতো যাতে প্রযোজক সিনেমাটি মুক্তি দিতে পারেন, তাই ভাঙা পা নিয়ে বাকি শুটিং শেষ করেন এই অভিনেতা।  সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে প্যারালাল চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাদের নায়িকা সাবেক বিশ্বসুন্দরী মানসী চিল্লার। আগামী ১০ এপ্রিল ঈদ উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।   অন্যদিকে একই সময় ঈদ উপলক্ষে মুক্তি পাবে অজয় অভিনীত সিনেমা ‘ময়দান’। ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বর্তমানে সিনেমা হলে চলছে তার অভিনীত সিনেমা ‘শয়তান’। বক্স-অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। এবার আসছেন ‘ময়দান’ নিয়ে। এটি নিয়েও যে বক্স-অফিস দখলে রাখবেন সেটা আন্দাজ করাই যায়। এর অবশ্য কারণও আছে। গেল কয়েক বছর ধরে চলচ্চিত্র বাজারে মন্দাভাব যাচ্ছে অক্ষয়ের। বর্তমানে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। কিন্তু এতে যে অজয় বাগড়া দেবেন সেটা নিশ্চিত। কারণ ব্যাক টু ব্যাক হিটের অপেক্ষায় তিনি। আর এ কারণেই ভাঙা পা নিয়েই শুটিং চালিয়ে গেছেন তিনি। যদি সিনেমাপ্রেমীদের সহানুভূতি পাওয়া যায়! তাই টাইগারকে সঙ্গে নিয়ে জমিয়ে এই সিনেমার প্রচারণা করছেন অক্ষয়। অন্যদিকে অজয়ও বসে নেই। যেখানেই যাচ্ছেন ‘শয়তান’র পাশাপাশি ‘ময়দান সিনেমার প্রচারণাও করছেন।
০৪ এপ্রিল ২০২৪, ১২:৪৫

ঈদে জেফারকে নিয়ে পর্দা মাতাবেন চঞ্চল
বছরজুড়ে প্রিয় তারকার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। আর তাই প্রতি ঈদেই ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হন তারকারা। সেই ধারাবাহিকতায় ওটিটি প্ল্যাটফর্মে আসন্ন ঈদে জেফারকে নিয়ে পর্দা মাতাতে আসছেন চঞ্চল চৌধুরী।       ঈদে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে জেফার-চঞ্চল অভিনীত সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী।’ সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।  শনিবার (২৩ মার্চ) ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ সিনেমার একটি লোগো পোস্টার উন্মোচন করে ঈদে মুক্তির বিষয়ে আভাস দেওয়া হয়েছে। পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে চঞ্চল লেখেন— ‘ঈদুল ফিতরেই আসছে এটি।’ সিনেমাটি নিয়ে ফারুকী বলেন, আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কী কী ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। ‘মনোগামী’ তে অনেক দিন পর নারী-পুরুষের রিলেশনশিপের কিছু দিক নিয়ে এই রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি।  সিনেমার পোস্টারটি প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন জেফার। প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে কোনো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাও চঞ্চলের মতো একজন গুণী অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই গায়িকা।   এ প্রসঙ্গে তিনি বলেন, একজন সংগীতশিল্পী হিসেবে আগে পর্দায় হাজির হলেও  এবারই প্রথম অভিনেত্রী হিসাবে পর্দায় আসব। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, সঙ্গে চ্যালেঞ্জিং। সেই সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্রে অভিনয় করতে পারা এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের পাশাপাশি ভীষণ রোমাঞ্চকরও।    জানা গেছে, গেল বছরের আগস্টে বড় আয়োজনে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ঘোষণা দেয় চরকি। এই প্রকল্পে নির্মিত হচ্ছে ১২টি সিনেমা। সবগুলো সিনেমাই ভালোবাসার গল্পের আদলে নির্মিত। ইতিপূর্বে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার আসছে ‘মনোগামী’।   প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে জেফার-চঞ্চলের ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। এবারের ঈদের সিনেমায় সম্ভাব্য মুক্তির তালিকায় রয়েছে— ‘রাজকুমার’,  ‘দেয়ালের দেশ’, ‘ওমর’, ‘মোনা: জ্বীন ২’, ‘পটু’, ‘মায়া’, ‘সোনার চর’, ‘লিপস্টিক’, ‘ডেডবডি’, ইত্যাদি।   
২৪ মার্চ ২০২৪, ১৩:৪৬

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পর্দা উঠছে আজ
‘মিস ওয়ার্ল্ড- ২০২৪’ প্রতিযোগিতার ৭১তম আসরের পর্দা উঠছে শনিবার (৯ মার্চ)। চলতি বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ভারতে। দীর্ঘ ২৮ বছর বিরতির পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সুন্দরী প্রতিযোগিতা।   এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, নেপাল, জাপান— এশিয়ার এই চারটি দেশের চারজন প্রতিযোগী অংশ নিচ্ছেন। চলতি বছর বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। খুব ছোট বেলা থেকেই মিস ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের নীলা।  এ প্রসঙ্গে নীলা বলেন, আমি যখন ছোট ছিলাম তখন জন্মদিনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মুকুট কিনতাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম এই দেখ আমি মিস ওয়ার্ল্ড। তারপর নিজে নিজেই সেখানে নাচতাম। সেটা বাবাকে দেখাতাম। এখন আমার সেই জার্নি যেন বাস্তবের কাছাকাছি। কিন্তু আমার বাবা আর বেঁচে নেই। তবে আমি নিশ্চিত আমার ওপর বাবার আশীর্বাদ আছে।   এই সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন সিনি শেঠি। তিনি বলেন, প্রিয়াংকা চোপড়া ও ঐশ্বরিয়া রাইকে দেখেছি। তাদের মতো করে নিজে নিজে বাড়িতে র‌্যাম্পে হেঁটেছি। স্বপ্ন দেখি মিস ওয়ার্ল্ড মুকুট পড়ার।   নেপাল থেকে প্রতিনিধিত্ব করছেন প্রিয়াংকা রানি যোশি। তিনি বলেন, সবকিছুই কল্পনা থেকে শুরু হয়। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও তেমনই একটি মঞ্চ। এখানে আসতে পেরেছি। পুরো জার্নিটা আমার জন্য অনেক আনন্দের। আরও মজাদার আরও সহজ লাগছে। অন্য সবার মতো আমিও চাই সেরার মুকুট জিততে।     
০৯ মার্চ ২০২৪, ০৯:৪২

পর্দা নামছে মাসব্যাপী বইমেলার
শেষ হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। শনিবার (২ মার্চ) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার সমাপনী অনুষ্ঠান হচ্ছে। শেষ দিনে মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এদিকে প্রকাশকদের দাবির মুখে মেলার সময় দুই দিন সময় বাড়ানো হয়। সবাই আশা করেছিলেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হয়তো বেচাবিক্রি ভালো হবে। কিন্তু বৃহস্পতিবার রাতে বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকের ছায়া যেন পড়েছিল মেলায়ও। কারণ শুক্রবার হলেও মেলায় ছিল না আগের মতো উপচে পড়া ভিড়। যারা এসেছিলেন তাদের মধ্যে তো অবশ্যই, লেখক-প্রকাশকদের মধ্যেও ছিল শোকের ছায়া। আজ শনিবার শেষ দিনে মানুষ আবার মেলা জমিয়ে তুলবেন বলে আশা সবার।  আগের মতো গতকাল বেলা ১১টায় মেলা শুরু হয়। সকাল থেকে মেলা শুরু হলেও বিকেল ৫টার আগে ক্রেতাসমাগম ছিল সামান্য। সন্ধ্যায় মানুষের আনাগোনা খানিকটা বাড়ে। তবে আড্ডা থেকে শুরু করে সবখানেই ঘুরেফিরে এসেছে বেইলি রোডে প্রাণহানি প্রসঙ্গ।  কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, একসঙ্গে এত মানুষের মৃত্যু কষ্টের। ধারণা ছিল ছুটির দিনে পাঠকের ঢল নামবে। তবে বেইলি রোডের ঘটনায় অনেকেই আর মেলামুখী হননি। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি ও অন্যপ্রকাশের প্রকাশক মাযহারুল ইসলাম বলেন, ছুটির দুই দিনের বিক্রির প্রত্যাশায় সময় বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে রাজধানীবাসী থমকে গেছে। প্রকাশকদের অনেকেই জানিয়েছেন প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি আজ। এদিকে বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের হিসাবে এ বছরের বইমেলায় নতুন বইয়ের সংখ্যা ৩ হাজার ৮০০-এর বেশি। গতকাল বর্ধিত দিনে মেলায় এসেছে ২১৯টি নতুন বই। বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।  অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।
০২ মার্চ ২০২৪, ১২:০১

বাণিজ্যমেলার পর্দা নামছে আজ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর নির্ধারিত সময়েই শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার পর্দা নামবে। ব্যবসায়ীরা দাবি জানালেও এবারের মেলার সময়সীমা বাড়ানো হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন মেলার পরিচালক বিবেক সরকার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ বিষয়ে মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও মেলার সময় বাড়ানোর সুযোগ নেই। ২০ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে, বিকেল ৪টায় মেলা প্রাঙ্গণের দ্বিতীয়তলায় এক সমাপনী অনুষ্ঠান করা হবে। এই বছর প্রায় দেড় লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছে। বেচাবিক্রি কেমন হয়েছে তা এখন বলা সম্ভব না। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে বিস্তারিত তথ্য দেওয়া যাবে। এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেয়। এর আগে, গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলা উদ্বোধন করেন। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এই মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলার আয়োজন করা হয় পূর্বাচলে বিবিসিএফইসিতে। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯

নির্ধারিত সময়েই পর্দা নামছে বাণিজ্যমেলার
ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি জানিয়ে এলেও তাদের সে দাবি রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে বাণিজ্যমেলা কর্তৃপক্ষ। ফলে, নির্ধারিত তারিখ মেনে আগামীকাল মঙ্গলবারই (২০ ফেব্রুয়ারি) পর্দা নামছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। রাত ১০ টায় শেষ হচ্ছে মেলার সব কার্যক্রম।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক বিবেক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগামীকালই শেষ হচ্ছে মেলা। শেষদিনে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন ক্রান্তি ঘোষ। বিবেক সরকার বলেন, ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও তা রাখার সুযোগ নেই। ২০ ফেব্রুয়ারি রাত ১০ টা পর্যন্ত মেলা চলবে। এর আগে বিকেল ৪ টায় মেলা প্রাঙ্গনের দ্বিতীয়তলায় সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। দেড় লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছে এ বছর। বেচাবিক্রি কেমন হয়েছে তা এখন বলা সম্ভব না। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে বিস্তারিত তথ্য দেওয়া যাবে। গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলা উদ্বোধন করেন। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলার আয়োজন করা হয় পূর্বাচলে বিবিসিএফইসিতে। এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়। এবারের বাণিজ্যমেলায় দেশীয় ব্যবসায়ীদের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেয়। 
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৬

এবার ছোট পর্দা মাতাবেন ইলিয়াস কাঞ্চন
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। রুপালি পর্দায় এখন আর আগের মতো নিয়মিত না হলেও এবার ছোট পর্দা মাতাবেন ইলিয়াস কাঞ্চন।    শনিবার (৩ ফেব্রুয়ারি) ‘রূপান্তর’ নামের একটি নাটকে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে। দীর্ঘদিন পর টিভি নাটকে অভিনয় করেছেন এই চিত্রনায়ক।    সুজাত শিমুলের রচনা এবং শুভ্র আহমেদের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।   নাটকের গল্পে দেখা যাবে, কামরান আহমেদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ ও নাতনিকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর কামরানের ভীষণ আক্ষেপ। কারণ কারও মধ্যেই কোনো শৃঙ্খলা নেই। তিনি সব সময় ভাবতেন, পরিবারের সবাই যদি শৃঙ্খলায় থাকত! কিন্তু এখন সেটা কী করে সম্ভব? সবাই তো অনেক বড় হয়ে গেছে!     একদিন সকালে ঘুম থেকে জেগে উঠে নিজেকে একজন শাসকের বেশে দেখতে পান কামরান। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করেন। সৈন্যদের মতো সিঙ্গেল লাইনে দাঁড় করান সবাইকে। এর পরই ঘটে নানান নাটকীয় ঘটনা।  প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন ছাড়া এতে আরও অভিনয় করেছেন— মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নূপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার। বিটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত নাটক ‘রূপান্তর’।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮

পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে রোববার (২৮ জানুয়ারি)। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হয়েছিল উৎসবটি। সেরা সিনেমা নির্বাচন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়েই শেষ হবে চলচ্চিত্র উৎসবটির সমাপনী দিন। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট আন্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি সিনেমা প্রদর্শিত হয়েছে। জানা গেছে, উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক বক্তিত্ব অংশ নিয়েছেন উৎসবে। আয়োজকরা জানান, রোববার বিকেল ৪টা থেকে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এতে সেরা সিনেমার নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। গত ২০ জানুয়ারি শুরু হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুরুর দিন থেকেই দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে এই চলচ্চিত্র উৎসব। স্বস্তিকা মুখার্জিসহ মমতা শঙ্কর, দীপঙ্কর দে, মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকেই উপস্থিত হয়েছিলেন এই উৎসবে।
২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫০

বিপিএলের পর্দা উঠছে আজ
শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় আসর বিপিএলের দশম সংস্করণ। সাত দলের টুর্নামেন্টে আজ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গত সেপ্টেম্বর থেকে দল গোছানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। একই সময় আরও পাঁচটি টুর্নামেন্ট শুরু হওয়ায় বিদেশি খেলোয়াড় নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দলগুলোকে। তবে সবকিছুকে পিছনে ফেলে দল গঠনের কাজ শেষ করেছে তারা। এখন মাঠের লড়াই দিয়ে প্রমাণ করার পালা কার দল বেশি শক্তিশালী। আরও পড়ুন : যে কারণে হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান   আসুন টুর্নামেন্ট শুরু আগে দেখে নিই সাত দলের স্কোয়াড: কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লোকাল: লিটন দাস (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, এনামুল হক ও মুশফিক হাসান। বিদেশি: মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, রাকিম কর্নওয়াল, ম্যাথু ফোর্ড, নুর আহমেদ, নাসিম শাহ ও রাশিদ খান। রংপুর রাইডার্স: লোকাল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মিচেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি ও ফজলে রাব্বি। বিদেশি: বাবর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা, ইহসানউল্লাহ, ব্র্যান্ডন কিং, আশিকুজ্জামান, আজমতউল্লাহ ওমরজাই ও নিকোলাস পুরান, । ফরচুন বরিশাল: লোকাল: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। বিদেশি: পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়াল্লালাগে, দীনেশ চান্দিমাল, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, ইয়ানিক কারিয়াহ ও আকিব জাবেদ। আরও পড়ুন : দেখে নিন ২০২৪ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি   সিলেট স্ট্রাইকার্স: লোকাল: মাশরাফি বিন মোর্ত্তজা ( অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন ও সালমান হোসেন ইমন। বিদেশি: রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, রায়ান বার্ল, জর্জ স্ক্রিমশ, বেন কাটিং ও সামিত প্যাটেল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: লোকাল: শুভাগত হোম (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, সৈকত আলী, ইমরানুজ্জামান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল ‍ও এ কে এম হুসনা হাবিব। বিদেশি: মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, হুনাইন শাহ, মোহাম্মদ ওয়াসিম, আব্দুল্লাহ শফিক, স্টিফেন এসকিনাজি ও আভিষ্কা ফার্নান্দো। খুলনা টাইগার্স: লোকাল: এনামুল হক বিজয় (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী ও সুমন খান। বিদেশি: ইভেন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিথা, দাসুন শানাকা, শাই হোপ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। দুর্দান্ত ঢাকা: লোকাল: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, নাঈম শেখ, সাব্বির হোসেন ও জসিমউদ্দিন। বিদেশি: চতুরাঙা ডি সিলিভা, সিয়াম আইয়ুব, উসমান কাদির, লাহিরু সামারাকুন ও সাদিরা সামারাবিক্রমা।
১৯ জানুয়ারি ২০২৪, ১১:২১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়