• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
পানির পরিবর্তে ওঠা তরল নিয়ে কৌতূহল
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভোলামোড় এলাকায় একটি পানি ওঠানোর জন্য বসানো মর্টারের পাইপ দিয়ে পানির পরিবর্তে উঠছে এক ধরনের তরল। আর ওই তরল অনেকটায় গন্ধে ডিজেলের মতো হওয়ায় সৃষ্টি হয়েছে কৌতূহলের। বাড়ির মালিক আব্দুল আওয়াল জানান, তিন বছর আগে পানি খাওয়ার জন্য মর্টারটি বসানো হয়, এটি উপজেলা পরিষদ থেকেই বসানো হয়েছিল। কয়েকমাস থেকে মর্টারটি দিয়ে পানি না ওঠায় আজ বুধবার সকালে মিস্ত্রি এনে পানি না ওঠার কারণ খোঁজা হচ্ছিল। মিস্ত্রি কাজ করার সময় মর্টারের পাইপ দিয়ে মাটির নিচ থেকে পানির পরিবর্তে তেলের মতো উঠে আসে। পরে দেখে মনে হয়েছে ডিজেলের মতো। বিষয়টি আমরা উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছি, যাতে তারা এটি পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেন। নাচোল উপজেলার স্থানীয় সংবাদকর্মী মনিরুল ইসলাম জানান, ফেসবুকে ঘটনাটি দেখার পর তিনি সেখানে গিয়েছিলেন, এ সময় মর্টারের পাইপ দিয়ে উঠে আসা তরলে তিনি কাগজ চুবিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। এ সময় আগুন ধরে যায়। পানি হলে তো আগুন ধরত না। এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকার জানান, তিনিও বিষয়টি ফেসবুকে দেখেছেন, এ বিষয়ে খোঁজখবর করবেন বলে জানান।
১৭ এপ্রিল ২০২৪, ২২:২৩

মুজিবের পরিবর্তে যাকে দলে ভেড়ালো কলকাতা
চলতি আইপিএলের প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে চার রানে হারিয়ে আসর শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই দুঃসংবাদ পেয়েছে দলটি। ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন আফগান তারকা স্পিনার মুজিব উর রহমান। তাই মুজিবের অভাব পূরণের জন্য আরেক আফগান তরুণকে দলে নিয়েছে শাহরুখ খানের দল। ১৬ বছর বয়সী আল্লাহ গাজানফারকে দলে ভিড়িয়েছে তারা।  বৃহস্পতিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে গাজানফারকে দলে নেওয়ার কথাটি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই দলে নিয়েছে আফগান এই স্পিনারকে। চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় গাজানফারের। এই স্পিনার খেলেছেন মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজে দুই ম্যাচের একাদশে জায়গা পেলেও কোনো উইকেট পাননি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও জায়গা হয়নি তার। তবে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন গাজানফার। ১৬.৭৫ গড়ে নিয়েছিলেন ৮ উইকেট। এখন পর্যন্ত ৬টি লিস্ট ‘এ’ ম্যাচে এই অফ স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ টি-টোয়েন্টিতে তার উইকেট ৫টি। এর ৪টিই পান তিনি এক ম্যাচে।  
২৯ মার্চ ২০২৪, ১২:৪৭

মুশফিকের পরিবর্তে টেস্ট স্কোয়াডে নতুন মুখ
টি-টোয়েন্টি ও ওয়ানডের পর লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। তবে এই সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। বুধবার (২০ মার্চ) এক বিবৃতি দিয়ে হৃদয়কে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেললেও এবারই প্রথম টেস্ট দলে সুযোগ পেলেন এই মিডল অর্ডার ব্যাটার। বিবৃতিতে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টে মুশফিকের বদলি হিসেবে তাওহীদ হৃদয়কে নির্বাচন করেছে জাতীয় নির্বাচক প্যানেল। বাংলাদেশ টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেলেন এই ব্যাটার। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ মার্চ। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল আবার যাবে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি সেখানে শুরু হবে ৩০ মার্চ। গত সোমবার শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের করা বল উইকেটের পেছনে দাঁড়িয়ে তালুবন্দি করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিক। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চট্টগ্রামে ম্যাচ শেষের পর ঢাকায় এসে মুশফিকের আঙুলের এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায়, তার আঙুলে চিড় ধরেছে। জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, সে এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। বাংলাদেশের ১ম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।
২০ মার্চ ২০২৪, ২১:০১

সাকিবের পরিবর্তে যাকে দলে নিলো বিসিবি
সিরিজ জয়ের মিশনে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে টাইগাররা। আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা তানজিম হাসান সাকিব ইনজুরির কারণে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। রোববার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসানকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের চোট নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, তানজিম সাকিব তার ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। যে কারণে আজ অনুশীলন করতে পারেনি এবং আগামীকাল ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট না। সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন এই পেসার। প্রথম ওয়ানডেতে ৩ উইকেট শিকার করে দলের জয়ে বড় অবদান ছিল তার। সবমিলিয়ে সিরিজে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। অন্যদিকে সদ্য শেষ হওয়ার বিপিএলে বল হাতে ভালো করতে ব্যর্থ হয় হাসান মাহমুদ। তাই শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েন এই ডান হাতি পেসার। তাকে সাকিবের ইনজুরিতে কপাল খুলেছে হাসানের।  
১৭ মার্চ ২০২৪, ১৬:৪৪

আঙুর ও খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতারের পরামর্শ শিল্পমন্ত্রীর
আঙুর, খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।  সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ পরামর্শ দেন। শিল্পমন্ত্রী বলেন, আমাদের অভাব-অভিযোগ আছে। তাই বরই দিয়ে ইফতার করেন। আঙুর, খেজুর লাগবে কেন? পেয়ারা দেন না কেন? প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এবারের রমজানে ইফতার পার্টি হবে না। দেশি ফল দিয়ে ইফতারের প্লেট সাজান। তিনি বলেন, আজকে আমাদের সমস্যা হলো স্বাধীনতাটা কিভাবে হয়েছে সেটা ভুলে গেছি। এটা আমাদের স্বাধীনতার মাস। এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের। আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন। তিনি আরও বলেন, বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুই এই ‘জিআই’ পরিচয় করে দিয়েছেন। লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে। আমাদের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে। মন্ত্রণালয় কাজ করছে। আমরা আনন্দিত। জেলা প্রশাসকেরা গুরুত্বের সাথে কাজ করেছেন। শিল্পমন্ত্রী বলেন, ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন। জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত। তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন, আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।
০৪ মার্চ ২০২৪, ১৭:৫৬

প্রায় ৩০ বছর ভাইয়ের পরিবর্তে চাকরি করছেন নাছির
প্রায় ৩০ বছর আগে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহায়ক পদে নিয়োগ পান ওমর ফারুক। চাকরি নেওয়ার কিছুদিন পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে তার জায়গায় প্রক্সি চাকরি করছেন ভাই মোহাম্মদ নাছির। শুধু তাই নয়, নিয়মিত বেতনও উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ তার বিরুদ্ধে। বুধবার (২৪ জানুয়ারি) হারামিয়া ১০ শয্যা হাসপাতালে নাছিরকে পাওয়া যায়। এ সময় সাংবাদিকদের দেখে উত্তেজিত হয়ে মোবাইল কেড়ে নেওয়ার জন্য ধাক্কাধাক্কি করেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্য সন্দ্বীপ ১০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হিমাদ্রি শংকর দেবনাথের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিভিল সার্জন অফিস থেকে যাদের আসার কথা ছিল, তারা আসেননি। আমাকে যে রাখছে আমিও জানতাম না। পরে আমাকে ফোন দিয়েছে, আমি এ সম্পর্কে কিছু জানি না। তদন্ত কমিটির সভাপতি ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরীকে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন রেখে দেন। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীও বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, যারা তদন্ত করছে তাদের সঙ্গে কথা বলতে বলেন। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন চিকিৎসক, নার্স ও স্টাফ জানান, ফারুক ও নাছিরের আত্মীয়-স্বজনও বড় বড় পদে সরকারি চাকরি করছেন। তার প্রভাবশালী আত্মীয়দের কারণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস বলেন, আমি স্বাস্থ্য কর্মকর্তা হওয়ার আগে থেকেই নাছিরকে এখানে চাকরি করতে দেখছি। সিভিল সার্জনকে ঘটনাটি অবহিত করা হয়েছে। 
২৪ জানুয়ারি ২০২৪, ২২:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়