• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
‘সুর সৃষ্টির নেশায় মেতে উঠেছি, পরিচালকরা ডাকলে অবশ্যই যাব’
দেশের জনপ্রিয় গায়ক ও সুরকার আরেফিন রুমি। আবারও গানে নিয়মিত হয়েছেন তিনি। ইতোমধ্যে পড়শীর সঙ্গে তার গাওয়া ‘ওরে মন’ গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে শ্রোতা-দর্শকদের।  সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন রুমি। এ সময় গায়ক বলেন, পরিচালকরা ডাকলে চলচ্চিত্রে গান গাইবেন তিনি। রুমি বলেন, আমি তো আবার নিজেকে ১০ বছর আগের সময়ে ফিরিয়ে নিয়ে গেছি। বলা যায়, নতুন সুর সৃষ্টির নেশায় মেতে উঠেছি। চলচ্চিত্রে কাজ বলতে— মোস্তফা কামাল রাজ মামা, শাহীন কবির টুটুল ভাই, মোস্তাফিজুর রহমান মানিক ভাইসহ হাতে গোনা কয়েকজনের সিনেমায় কাজ করেছি।    এ ছাড়া ১০ বছর আগে শাকিব খান অভিনীত ‘হিরো—দ্য সুপারস্টার’-এ একটি গান করেছিলাম। কিছুদিন আগে রাজ মামার ‘ওমর’ সিনেমার একটি গান করেছি। এরপরে আর আমাকে কেউ ডাকেননি, আমিও কারও সঙ্গে যোগাযোগ করিনি।     চলচ্চিত্রে গান করার বিষয়ে আক্ষেপ নিয়ে এই গায়ক আরও বলেন, চলচ্চিত্রে গান করার ক্ষেত্রে আমার কথা বাদই দিলাম। আমার ওস্তাদ হাবিব ওয়াহিদের মতো সংগীত পরিচালক কজন আছেন বাংলাদেশে? বছরে কয়টা চলচ্চিত্রের গান করেন তিনি? তাকে তো ডাকতে হবে! তার মতো সংগীত পরিচালক তো আর চলচ্চিত্রকারদের বলতে পারেন না ‘আমাকে একটি গান দেন’। ভক্তরা এখনও তার গানের অপেক্ষায় থাকে। অনেকেই বলেন, আমরা নাকি শ্রোতাদের বঞ্চিত করছি, নিয়মিত গান করছি না। কিন্তু কতক্ষণ নিজে থেকে গান তৈরি করা যায় বলুন? একটি গানের পেছনে অনেক শ্রম, অনেক খরচ আছে। চলচ্চিত্র নির্মাতারা আমার কাছে এসে বলুক গান করতে, আমি তাদের প্রস্তাব সাদরে গ্রহণ করব। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। খুব শিগগিরই নতুন এক গায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন রুমি। বড় বাজেটে নাকি ভিডিও তৈরি হবে গানটির। তবে এখনই নতুন সেই কণ্ঠশিল্পীর নাম বলতে নারাজ তিনি। নতুন ওই গায়িকার সম্পর্কে রুমি জানান, মেয়েটির বেশ কয়েকটি গান ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া সামনে পড়শীর সঙ্গে আরও কিছু গান করার পরিকল্পনা রয়েছে বলে জানান রুমি। তবে এবার তড়িঘড়ি না করে মনের মতো কিছু গান তৈরি করতে চান এই গায়ক। এমনকি নিজের কাছে ভালো না লাগলে সেই গান প্রকাশ করবেন না রুমি।     
১০ জানুয়ারি ২০২৪, ১৯:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়