• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
পদত্যাগের হুমকি দিলেন এমপি ওদুদ
যুবলীগ নেতা খায়রুল আলম জেম হত্যার বিচার না পেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ সংসদ থেকে পদত্যাগ করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় ১নম্বর ওয়ার্ডের কল্যাণপুরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। তিনি বলেন, এক বছর হয়ে গেলেও জেম হত্যা মামলার চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে পুলিশ। কিন্তু কতিপয় পুলিশের কারণে গোটা পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে তা ভাল হবে না। তাই আগামী ১০ দিনের মধ্যে জেম হত্যা মামলার চার্জশিট দেওয়া না হলে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করা হবে।  তিনি আরও বলেন, প্রয়োজনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়ক অবরোধ করা হবে। এরপরও না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এরপরও না হলে সংসদে প্রধানমন্ত্রীর সামনে বিষয়টি তুলে ধরা হবে। কিন্তু শেষ পর্যন্ত জেম হত্যার বিচার না হলে আমি সংসদ থেকে পদত্যাগ করবো। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ নেতা আব্দুল হাকিম, আ.লীগ নেতা মজিবুর রহমান, ইফতেখার আহমেদ রঞ্জু প্রমুখ। উল্লেখ্য, গত বছরের ১৯ এপ্রিল ২৭ রমজানের দিন ইফতারের আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে যুবলীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলা হলে মামলার অন্যতম আসামি কৃষকলীগ নেতা মেসবাহুল ইসলাম টুটুল আদালতে স্বীকারেক্তিমূলক জবানবন্দী প্রদান করে হত্যার দায় স্বীকারসহ এরসঙ্গে জড়িতদের নাম প্রকাশ করে।
০৭ এপ্রিল ২০২৪, ২২:৫৮

লাখাইয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন 
লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে বারবার দুর্নীতি ও অনিয়ম এবং পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১২ ফেব্রুয়ারি) লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের সামনে হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেন কলেজের কয়েক শত শিক্ষার্থী। মানববন্ধন চলাকালীন সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মানববন্ধন স্থগিত করার আহ্বান জানান লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই থানার ওসি মো. আবুল খায়ের ও লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম। প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করেন এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন।  এ সময় লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে বারবার দুর্নীতি ও অনিয়মের কারণে দ্রুত পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।  এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭

জাবি ছাত্রলীগ সম্পাদকের পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীরা।   শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরের পাশে অবস্থিত বঙ্গবন্ধু আর্ট গ্যালারির সামনে সাধারণ সম্পাদক লিটনের পদত্যাগ দাবি করে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন তারা। এ কর্মসূচি রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। জানা যায়, গত ২৩ জানুয়ারি দুপুরে লিটনের বিরুদ্ধে অন্য হলের নেতাকর্মীদের খোঁজ না রাখা, হল কমিটি না দেওয়া ও জমি দখলসহ নানা অভিযোগ তুলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য ২৭ জানুয়ারি রাতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের সময় বেধে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে তদন্ত চলমান অবস্থায় ৩১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও শেখ রাসেল হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তার প্রেক্ষিতে ওইদিন রাতে তদন্তাধীন অবস্থায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সমন্বয় না করে দুহলের কমিটি ঘোষণার প্রতিবাদ ও লিটনকে ক্যাম্পাসছাড়া করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দেড় ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এরপর গত শুক্রবার লিটনের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গণস্বাক্ষর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল বলেন, ‘সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন চাঁদাবাজি, জমিদখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের মাধ্যমে দায়িত্বে অবহেলা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কলঙ্কিত করেছেন। এমন কলঙ্কিত নেতা ক্যাম্পাসে চাই না। আমরা তার পদত্যাগ চাই।’ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লেলিন মাহবুব ও আরাফাত ইসলাম বিজয়, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার, সহ-সভাপতি সাজ্জাদ শোয়াইব চৌধুরী ও ফয়সাল খান রকি এবং অর্থ-সম্পাদক তৌহিদুল আলম তাকিদ প্রমুখ।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৬

জাবি ছাত্রলীগ সম্পাদকের পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের পদত্যাগ দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীরা। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরের পাশে অবস্থিত বঙ্গবন্ধু আর্ট গ্যালারির সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন তারা। এ কর্মসূচি রোববার বিকেল ৫টা পর্যন্ত চলবে। জানা গেছে, গত ২৩ জানুয়ারি দুপুরে লিটনের বিরুদ্ধে অন্য হলের নেতাকর্মীদের খোঁজ না রাখা, হল কমিটি না দেওয়া ও জমি দখলসহ নানা অভিযোগ তুলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য ২৭ জানুয়ারি রাতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের সময় বেধে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে তদন্ত চলমান অবস্থায় ৩১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও শেখ রাসেল হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে ওইদিন রাতে তদন্তাধীন অবস্থায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সমন্বয় না করে দু’হলের কমিটি ঘোষণার প্রতিবাদ ও লিটনকে ক্যাম্পাসছাড়া করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দেড় ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এরপর শুক্রবার লিটনের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। গণস্বাক্ষর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুজ্জামান শাকিল বলেন, ‘সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন চাঁদাবাজি, জমিদখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণের মাধ্যমে দায়িত্বে অবহেলা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কলঙ্কিত করেছেন। এমন কলঙ্কিত নেতা ক্যাম্পাসে চাই না। আমরা তার পদত্যাগ চাই।’ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লেলিন মাহবুব ও আরাফাত ইসলাম বিজয়, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার, সহসভাপতি সাজ্জাদ শোয়াইব চৌধুরী ও ফয়সাল খান রকি এবং অর্থসম্পাদক তৌহিদুল আলম তাকিদ প্রমুখ।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়