• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ফের সিটি করপোরেশনের গাড়িচাপায় পথচারী নিহত
গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এবার মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এ সময় ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন তারা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিক নিহত ওই পথচারী নারী পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।  জানা যায়, ওই নিহত নারী স্থানীয় একটি কারখানার পোশাক শ্রমিকের কাজ করতেন। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের গাছা থানার ওসি মো. শাহ আলম।  তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ দিকে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবীর জোয়ারদার বলেন, এ এলাকার উত্তেজিত পোশাকশ্রমিকরা মহাসড়কে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুর করার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে যাওয়া সম্ভব হয়নি।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
রাজধানীর কারওয়ান বাজারের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।  মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মো. রাসেল বলেন, কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়ে যান। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
০২ জানুয়ারি ২০২৪, ২১:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়