• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
কুসিক উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শেষ দিন বেলা ১১টা থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ, দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন মহানগর স্বেচ্ছাসেবক সেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম। কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কমকর্তা মো. ফরহাদ হোসেন জানান, মেয়র পদে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন শেষ দিন পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। আগামী ১৫ ফেব্রুয়ারি যাচাই ও ৯ মার্চ এই সিটিতে মেয়র পদে ইভিএমএ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়