• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
বাসভাড়া   / পঞ্চগড় যেতে ১৩.৩২ টাকা, মুন্সীগঞ্জে ৮১ পয়সা কমলো
প্রতি কিলোমিটারে বাসভাড়া মাত্র ৩ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মঙ্গলবার (২ এপ্রিল) থেকে এটি কার্যকর হবে। সোমবার (১ এপ্রিল) রাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো। ফলে ঢাকার জিরো পয়েন্ট থেকে পঞ্চগড়ের দূরত্ব ৪৪৪ কিলোমিটার। সেই হিসাবে ঢাকা-পঞ্চগড় রুটের বাসের ভাড়া কমবে ১৩ টাকা ৩২ পয়সা এবং সবচেয়ে কাছের জেলা মুন্সীগঞ্জের দূরত্ব ২৭ কিলোমিটার। এই পথে ভাড়া কমবে মাত্র ৮১ পয়সা। বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ)-এর দূরত্বের হিসাবে, ৪০৮ কিলোমিটার দূরত্বের ঠাকুরগাঁও রুটে ভাড়া কমবে ১২ টাকা ২৪ পয়সা; ৩৮৮ কিলোমিটার দূরত্বের কক্সবাজার রুটে ভাড়া কমবে ১১ টাকা ৬৪ পয়সা; ৩৮৩ কিলোমিটার দূরত্বের দিনাজপুর রুটে ভাড়া কমবে ১১ টাকা ৪৯ পয়সা; ৩৬১ কিলোমিটার দূরত্বের নীলফামারী রুটে ভাড়া কমবে ১০ টাকা ৮৩ পয়সা; ৩৫০ কিলোমিটার দূরত্বের কুড়িগ্রাম রুটে ভাড়া কমবে ১০ টাকা ৫০ পয়সা। অন্যদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকা থেকে ৩০৯ কিলোমিটার দূরত্বের রংপুর রুটে ভাড়া কমবে ৯ টাকা ২৭ পয়সা; ২৯৫ কিলোমিটার দূরত্বের চট্টগ্রাম রুটে ভাড়া কমবে ৮ টাকা ৮৫ পয়সা; ২৭১ কিলোমিটার দূরত্বের খুলনা রুটে ভাড়া কমবে ৮ টাকা ১৩ পয়সা; ২৫৮ কিলোমিটার দূরত্বের রাজশাহী রুটে ভাড়া কমবে ৭ টাকা ৭৪ পয়সা; ২৪৯ কিলোমিটার দূরত্বের বরিশাল রুটে ভাড়া কমবে ৭ টাকা ৪৭ পয়সা; ২৪৩ কিলোমিটার দূরত্বের সিলেট রুটে ভাড়া কমবে ৭ টাকা ২৯ পয়সা এবং ১২১ কিলোমিটার দূরত্বের ময়মনসিংহ রুটে ভাড়া কমবে ৩ টাকা ৬৩ পয়সা। বাসভাড়া কমানোর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪৫ পয়সার জায়গায় ২ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হলো। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা আগের মতো বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩৫ পয়সার জায়গায় ২ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হলো। ভাড়ার এই হার গ্যাস চালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙিয়ে রাখতে হবে। এদিকে বাসভাড়া মাত্র ৩ পয়সা কমানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও হিস্যা অনুযায়ী বাস ভাড়া কমানোর পরিবর্তে প্রতি কিলোমিটারে মাত্র ৩ পয়সা কমিয়ে দেশের যাত্রী সাধারণের সঙ্গে তামাশা করছে সরকার।
০২ এপ্রিল ২০২৪, ১২:৩০

মন্ত্রী যেতেই ট্রেনে ১৮ বছরের পুরোনো বগি
পদ থেকে সরে যেতেই সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের এলাকায় ট্রেনের বগি পরিবর্তন করে ১৮ বছরের পুরোনো জরাজীর্ণ বগি সংযোজিত করা হয়েছে। এতে যাত্রীরা ক্ষোভে ফুঁসছেন। জানা গেছে, দেশের সবচেয়ে দীর্ঘ বিরতিহীন ট্রেন সার্ভিস পঞ্চগড় এক্সপ্রেস। ঢাকা থেকে ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের দৈর্ঘ্য ৬৩৯ কিলোমিটার। ট্রেনযাত্রায় স্বস্তি হওয়ায় দুটি জেলার মানুষের পছন্দের তালিকার প্রথমে রয়েছে রেলপথে ভ্রমণ। ফলে দুই জেলার বাসিন্দাদের মধ্যে ঢাকায় যাতায়াতে ট্রেনের চাহিদা বাড়ছে। ট্রেনটিতে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আধুনিক সুবিধা সম্পন্ন মোট ১২টি বগি নিয়ে পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা পথে সরাসরি চলাচল করে আসছিল। কিন্তু নুরুল ইসলাম সুজন রেল মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব হারানোর পর পঞ্চগড়-ঠাকুরগাঁও আন্তঃনগর ট্রেনগুলোতে সংযুক্ত করা হয়েছে ১৮ বছরের পুরোনো নড়বড়ে ও মেয়াদোত্তীর্ণ বগি। যাত্রীরা বলছেন, আধুনিক সুবিধাসম্পন্ন ট্রেনটির বগি পরিবর্তন করে সংযোজন করা হয়েছে দীর্ঘদিনের পুরনো আর ভাঙাচোরা মুড়ির টিনের মতো বগি। যেগুলোতে বসতে গেলে সিটের সঙ্গে হাঁটু আটকে যায়। এভাবে পুরোনো সিটগুলো দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের হয়রানি করছে। বিষয়টির দ্রুত সমাধান করা উচিত। তা না হলে সাধারণ মানুষ রেলপথ ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিবে। বগি পরিবর্তনের বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের মানুষের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার মো. আক্তারুল বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীরা এসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। আমাদের কিছু করার নেই। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এসব পরিবর্তন হয়েছে। তিনি বলেন, আগে ঠাকুরগাঁও থেকে আগে যে রেলের বগিগুলো চলাচল করতো সেগুলোর বগি ছিল নতুন। বর্তমানে পুরাতন বগি দেওয়া হয়েছে। বগিগুলোর সিট যদিও ছোট কিন্তু সিট সংখ্যা বাড়ানো হয়েছে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রী শাহাদাত রহমান বলেন, আগের সিটগুলো অনেক ভালো ছিল। এখনকার সিটগুলো খুব খারাপ, চাপা ও পুরাতন। ঢাকা-পঞ্চগড় দূরত্ব বিবেচনায় এমন সিট দেওয়া খুবই ন্যক্কারজনক। কামরুল হাসান নামে এক টিটি বলেন, বর্তমানের সিটগুলো অনেক পুরাতন এবং এখানে নামাজঘর নাই। এই বগিগুলোর সিট অনেক চাপা। পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মো. আবদুল আউয়াল ভুঁইয়া বলেন, আগে পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ে চলাচল করা বগিগুলো চায়না বডি ছিল, খুব বেশি নষ্ট হতো। তাই বগিগুলোকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বর্তমানের ইন্ডিয়ান বগিগুলো রাজশাহীতে ছিল। যা দীর্ঘ পথ পাড়ি দিলেও নষ্ট হয় না। সে জন্য এগুলো পঞ্চগড়-ঠাকুরগাঁওয়ে দেওয়া হয়েছে। তবে বগিগুলো ১৮ বছরের পুরানো।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫

শীতে কাঁপছে পঞ্চগড়
মেঘলা আকাশ এবং কুয়াশার কারণে গত তিনদিন ধরে পঞ্চগড়ে সূর্যের দেখা মেলেনি। এর সঙ্গে যোগ হয়েছে উত্তরের হিমশীতল বাতাস। এতে শীত বেড়ে যাওয়ায় জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। দিনের তাপমাত্রাও রেকর্ড করা হয় ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার থেকে রাতে ঘনকুয়াশা আর দিনে মেঘাচ্ছন্ন আকাশের কারণে মিলছে না সূর্যের দেখা। বৃহস্পতিবারও বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। এতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, তিনদিন ধরে কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে ঠিকমতো সূর্যের দেখা মেলেনি। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। দিনের তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় দিনভর কুয়াশা আর বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে।
১১ জানুয়ারি ২০২৪, ১৪:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়