• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
‘পুতুল সরকার না পাওয়া পর্যন্ত তাদের কোনও ভোটই পছন্দ হবে না’
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) যে পর্যবেক্ষণ দিয়েছে, তার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার (১৮ মার্চ) তিনি এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “যুক্তরাষ্ট্র যতদিন বাংলাদেশে একটি পুতুল সরকার বসাতে না পারবে, ততদিন পর্যন্ত কোনও নির্বাচনই তাদের পছন্দ হবে না।” ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে এনডিআই ও আইআরআই প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই এই প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রীপুত্র জয়। ওই নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি অংশ নেয়নি। ফলে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এনডিএ ও আইআরআইর প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগে পরে সহিংসতা কম হয়েছে। তার কারণ হিসাবে নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতি এবং দেশের নিরাপত্তায় সরকারের বাড়তি নজরকে চিহ্নিত করেছে।
১৮ মার্চ ২০২৪, ১২:৩৩

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতে পছন্দ করি : জয়া আহসান
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যে ঢালিউড-টালিউড মাতিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই দর্শকদের হৃদয় ছুঁয়ে যান তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন জয়া। এ সময় অভিনেত্রী জানান, ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি।  ক্যারিয়ারে একাধিক সাফল্যের পালক যুক্ত হয়েছে জয়ার মুকুটে। তবে কাজের জায়গায় সফলতা পেলেও ব্যক্তিজীবনে সিঙ্গেলই রয়ে গেছেন তিনি। যদিও একসময় ভালোবেসে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া।  তবে বিয়ের ১৩ বছরের মাথায় জয়া-ফয়সালের সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর।  ২০১১ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা দম্পতি। বিবাহবিচ্ছেদের পর পুরোদমে ক্যারিয়ারেই ফোকাস করেন জয়া। মনোযোগী হন অভিনয়ে। বাংলাদেশ-ভারত দুই জায়গাতেই সমানতালে কাজ করে যাচ্ছে তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই কথা বলতে পছন্দ করেন না জয়া। এ প্রসঙ্গে জয়া বলেন, জয়া আহসান বলেন, সাধারণত এই সময়ে নারীরা নিজের মূল ফোকাস থেকে সরে যায়। কিন্তু আমি কাজেই মনোযোগ দিয়েছিলাম। আমার কাজ আমাকে সান্ত্বনা দেয়। যার ফলে আমি কাজকে এতটা ভালোবাসি। অভিনেত্রী আরও বলেন, সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক বেশি। মানুষ সবসময়ই আমার সম্পর্কের বিষয়ে জানতে চান। কিন্তু এ বিষয়-ব্যক্তিগত জীবন আমি সবসময়ই আড়ালে রাখতেই পছন্দ করি। 
০৫ মার্চ ২০২৪, ১১:২০

বাইডেন নাকি ট্রাম্প, কাকে পছন্দ জানালেন পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকে বেশি পছন্দ করেন। পুতিনের মতে, বাইডেন আরও অভিজ্ঞ, সাদাসিধা ব্যক্তি। গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। তার সাক্ষাৎকার নেন রুশ সাংবাদিক পাভেল জারুবিন। পুতিনের কাছে পাভেল জানতে চান, ডেমোক্র্যাট বাইডেন ও রিপাবলিকান ট্রাম্পের মধ্যে কে রাশিয়ার জন্য ভালো?  বিনা দ্বিধায় পুতিন বলেন, বাইডেন। তিনি আরও অভিজ্ঞ, অনুমানযোগ্য ব্যক্তি। তিনি পুরোনো ধারার রাজনীতিবিদ। পরক্ষণেই সামান্য হেসে পুতিন বলেন, তবে আমরা যেকোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করব, যার ওপর আমেরিকান জনগণ আস্থা রাখে। যুক্তরাষ্ট্রে এখন উচ্চমাত্রায় রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এখন তলানিতে। এমন প্রেক্ষাপটে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন পুতিন। তবে তার এই মন্তব্য আন্তরিক হিসেবে বিবেচিত না হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে বাইডেনের বয়স ও মানসিক স্বাস্থ্য নিয়ে ওঠা প্রশ্ন উড়িয়ে দিয়ে পুতিন জানান, ২০২১ সালে তাদের যখন শেষবার দেখা হয়েছিল, তখন অস্বাভাবিক কিছু তার চোখে পড়েনি। এ ব্যাপারে পুতিন বলেন, তখনো (তিন বছর আগে) মানুষ বলত তিনি অযোগ্য, কিন্তু আমি এ রকম কিছুই দেখিনি।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩

যে কারণে ভালোবাসা দিবস পছন্দ নয় আলিয়ার
প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। আর বিশেষ এই দিনকে ঘিরে সাজানো হয় নানা আয়োজন। প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে দিনটি উপভোগ করেন অনেকেই। তবে বিশেষ এই দিনটি একেবারেই অপছন্দ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের।    বর্তমানে সবচেয়ে সুন্দর সময় কাটছে আলিয়া ভাটের । বলা যায়, স্বামী-সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী।  তবে ভালোবাসা দিবস কেন অপছন্দ আলিয়ার? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর ভক্তদের মনে।  সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে হাজির হয়েছিলেন আলিয়া। সেখানেই ভালোবাসা দিবসটি অপছন্দের কারণ খোলাসা করলেন তিনি। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আলিয়া বলেন, সিঙ্গেল থাকতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু ছুটির দিনগুলোতে আশপাশে বেশি কাপল দেখলে খুব বিরক্ত লাগে। আমার কাছে মনে হয় ‘ভালোবাসা দিবস’ একটু বেশিই বাড়াবাড়ি।  প্রেমিক নেই বলেই আলিয়া এমন কথা বলছেন? করণের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, একবার তার এক প্রেমিক তাকে ভালোবাসা দিবসে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু যতক্ষণ তারা একসঙ্গে ছিলেন ছেলেটি তার সঙ্গে কোনো কথা বলেনি। আর সে কারণেই আলিয়ার মনে হতো ভালোবাসা দিবস নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হয়।   সূত্র : আনন্দবাজার     
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়