• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
সংসদ নির্বাচন / চাঁদপুরে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা চাঁদপুর নৌ সীমানায় কোনো ধরনের লঞ্চ ও ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত হবে বলে জানা গেছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. বছির আলী খান। এ বিষয়ে বিআইডাব্লিউটিএ চাঁদপুর নদী বন্দর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে নির্বাচন সংক্রান্ত বিশেষ নৌ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনার সচিবালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় ও চাঁদপুর জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার পৃথক স্মারকে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।
০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯

বান্দরবানে ৬-৭ জানুয়ারি বন্ধ থাকবে নৌযান চলাচল
বান্দরবানে আগামী ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৬ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২ টা হতে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। সেই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নৌযান চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ ছাড়া প্রধান প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন। এ ছাড়া এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।
০২ জানুয়ারি ২০২৪, ২২:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়