• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
‌‘আ.লীগের নেতাকর্মীরা মানুষকে ভালোবাসতে জানে’
আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মানুষকে ভালোবাসতে জানে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শনিবার (২৩ মার্চ) রাজধানীর মালিবাগে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষকে ভালোবাসতে জানে। আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে। এই ভালোবাসা নিয়েই আমরা থাকতে চাই। ঢাকা-৮ আসনের জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। নির্বাচনের পরে নিয়ম অনুযায়ী সবার কাছে যেতে হয়। আমি যেতে পারিনি। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি সেবক হিসেবে বারবার আপনাদের কাছে আসব। দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মালিবাগের স্থানীয়রা উপস্থিত ছিলেন।
২৩ মার্চ ২০২৪, ২১:৫০

গান গাইলেন রওশন, গলা মেলালেন নেতাকর্মীরা
রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। সভা শেষে তাকে গান গাইলে দেখা গেছে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই মতবিনিময় সভায় বক্তব্য শেষে রওশন এরশাদ গেয়ে ওঠেন, ‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’ পরে উপস্থিত নেতাকর্মীরাও তার গানের সঙ্গে গলা মেলান। এর আগে, সভায় নেতাকর্মীদের উদ্দেশে রওশন বলেন, এরশাদভক্তদের জাতীয় পার্টি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। যাদের অব্যাহতি কিংবা বহিষ্কার করা হয়েছিল তাদের সবাইকে আমি পল্লিবন্ধুর রেখে যাওয়া পতাকা তলে আবার নিয়ে এসেছি। তিনি বলেন, এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লিবন্ধুকে মুছে ফেলতে চায় তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না। এ সময় জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে পদ থেকে সরানো হয়েছে, তাদের বাদ দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের এই চেয়ারম্যান। রওশন বলেন, আগামী ৯ মার্চ পার্টির জাতীয় কাউন্সিলে যোগ্য নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করবে। জাপার মধ্যে কোনো বিভেদ নেই। সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। সভায় জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, জাপার রওশনপন্থি মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুসহ অনেকেই উপস্থিত ছিলেন।  
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৪

নওগাঁয় তালা ভেঙে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা
আড়াই মাস বন্ধ থাকার পর নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে পড়েছেন নেতাকর্মীরা।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে পড়েন।  এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিন আহমেদ নিপু, রুবেল হোসেন ও নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিও।  নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘ আড়াই মাস যাবৎ বিএনপির কার্যালয় তালাবদ্ধ করে রেখেছিল। এদেশের মানুষকে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে দেওয়ার লড়াই সংগ্রামে, সরকারের দেওয়া মিথ্যা মামলায় আমাদের জেলে যেতে হয়। দীর্ঘ ৪৫ দিন কারাভোগ শেষে আমাদের মুক্তি মিলেছে।  আমরা সবাই একতিত্র হয়ে যুবদল, ছাত্রদলসহ আজ কার্যালয়ে এসেছি। এসে আমরা তালা ভেঙ্গে দলীয় কার্যালয়ে প্রবেশ করি। আজ থেকে কার্যালয়ে পূর্বের ন্যায় প্রতিদিন খোলা থাকবে। এবং আগামীকাল শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হবে। এবং যথারীতি দলীয় কার্যালয়ে সকল কার্যক্রম চলমান থাকবে। উলেখ্য, গত বছরের ২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ ঘিরে প্রাণহানি ও সংঘাত হয়। ওই দিনই থেকেই নওগাঁ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। তবে তালা কে দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়। এ অবস্থায় গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করে। 
১৮ জানুয়ারি ২০২৪, ২০:২৯

তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলেন বিএনপি নেতাকর্মীরা
টানা ৭৫ দিন বন্ধ থাকার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে এগারোটার দিকে নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে এগারোটার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দলটির কার্যালয়। এই সময়ে অজ্ঞাত স্থান থেকে নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে আসছিল তারা।  এর আগে, বুধবার দলীয় কার্যালয় খোলার বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে প্রহসনের এক নির্বাচন। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ৩টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। 
১১ জানুয়ারি ২০২৪, ২৩:০০

সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।   বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনেকে জাতীয় পতাকা মাথায় বেধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথা দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন। সামবেশ উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে যোগ দিতে আসা শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলী জানান, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। বিদেশী শক্তিকে আমরা ভয় পাই না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে। দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দিরের গেট, তিন নেতারা মাজার গেট দিয়ে প্রবেশ করছেন নেতাকর্মীরা। আর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ গেইটি ভিআইপিদের জন্য রাখা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১০ জানুয়ারি ২০২৪, ১৪:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়