• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
মুরাদ নূরের সুরে নতুন রূপে সুফিয়া কামালের ‘প্রার্থনা’
কবি সুফিয়া কামালের বহুল পরিচিত পাঠ্য কবিতা ‘প্রার্থনা’। বাল্যশিক্ষার এই কবিতায় সুর করলেন সময়ের তরুণ জনপ্রিয় সুরকার মুরাদ নূর। মুশফিক লিটুর সংগীতায়োজনে কবিতার গানে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস।  বিশেষ এই সৃষ্টি নিয়ে সুরকার মুরাদ নূর বলেন, আমি ইতিহাসে অংশ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বাংলা সাহিত্যে বেগম সুফিয়া কামাল অনন্য ইতিহাস। তাঁর নামের সঙ্গে নিজেকে যুক্ত করা আমার কাছে ভীষণ সম্মান ও গর্বের। করোনাকালীন সময়ে কবিতাটি সুর করেছিলাম। সমৃদ্ধ সৃষ্টির ধৈর্য নিয়ে অপেক্ষায় ছিলাম। অপেক্ষার প্রহর ভোর হওয়াতে ভীষণ ভালো লাগছে। কবিতাটি দুইটি ভার্সনে প্রকাশ করবো। একটি হামদ-নাত টাইপ, আরেকটি সফট মিউজিকে থাকবে। বিশ্বাস করি, যুগে যুগে স্রষ্টার আরাধনা করতে আমাদের সম্মিলিত সৃষ্টি ‘প্রার্থনা’ বেঁচে থাকবে।  কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস বলেন, মুরাদ নূর ভাই আর আমার প্রফেশনাল কাজের বাইরেও বন্ধুত্বের সম্পর্ক! অনেক অনেক বিষয়ে আমাদের সমন্বয় হয়। নূর ভাই আড্ডার ফাঁকে একদিন হুট করেই এই বিশেষ গানে কণ্ঠ দিতে বলে। সম্মানিত, আনন্দচিত্তে সুর তুলে নিয়ে কণ্ঠ দেই। এমন ঐতিহাসিক বিশেষ সৃষ্টির সাথে যুক্ত থাকা অনেক সম্মানের। মুরাদ নূর ভাইকে ধন্যবাদ আমাকে প্রার্থনায় যুক্ত করার জন্য।  সংগীত পরিচালক মুশফিক লিটু বলেন, মুরাদ নূর আমার একসাথে অনেক কাজ। এরমধ্যে বেশ কিছু সৃষ্টি দর্শক পছন্দ করেছে। নূরের পাগলামি, ভিন্ন পরিকল্পনা আমার ভালো লাগে। ঐতিহাসিক কিছু করতে চায়। এই ক্ষুধা তাকে অনেক বড় করবে। সুফিয়া কামালে নামের প্রতি সুবিচার করতে আমাদের চেষ্টার ত্রুটি ছিলো না। আশা করি, এক স্রষ্টার পৃথিবীতে সকল মতবাদের মানুষদের কাছে প্রার্থনা হবে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।  প্রার্থনা নূর ক্রিয়েশনস এর ইউটিউব, ফেসবুকসহ সকল ডিজিটাল মাধ্যমে শিগগিরই প্রকাশিত হবে।
২৫ মার্চ ২০২৪, ১৭:২৯

এক বছরের জন্য নিষিদ্ধ হলেন নূর আহমেদ
সাধারণত জাতীয় দলে ভালো পারফরম্যান্স করে বিভিন্ন লিগে খেলার সুযোগ পায় ক্রিকেটাররা। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম আফগান স্পিনার নূর আহমেদ। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। এবার আইএল টি-টোয়েন্টি লিগ থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই আফগান স্পিনার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকইনফো। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেন। খেলোয়াড়ি চুক্তির নিয়ম ভঙ্গ করায় তাকে এ শাস্তি দিয়েছে আয়োজক কমিটি। ২০২৩ সালে আইএল টি-টুয়েন্টির প্রথম মৌসুমে চুক্তিবদ্ধ হয়েছিলেন নূর। তাকে আরও এক বছরের চুক্তির জন্য প্রস্তাব দেয়া হয়েছিল, তবে সাউথ আফ্রিকা টি-টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলার জন্য প্রস্তাবে না করেছিলেন। আইএল টি-টোয়েন্টির এক বিবৃতি দিয়ে জানিয়েছে ১৯ বছর বয়সী নূরকে দ্বিতীয় মৌসুমের আগে, খেলোয়াড় চুক্তির শর্তাবলী অনুসারে একই নিয়ম ও শর্তাবলীতে’ দলে থেকে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু থেকে যেতে অস্বীকার করার পর ওয়ারিয়র্স সরাসরি লিগের সাথে যোগাযোগ করেছিল বিবাদে হস্তক্ষেপ করতে। অন্যদিকে লিগটির প্রধান ডেভিড হোয়াইট, সিকিউরিটি ও অ্যান্টি-কারাপশন প্রধান কোল আজাম, জায়েদ আব্বাস বিষয়টি তদন্ত করেন। তাদের বক্তব্য পেশ করার পর নূরকে ২০ মাসের নিষেধাজ্ঞা দিতে বলেন। কিন্তু মাইনর বিবেচনায় তার নিষেধাজ্ঞা আট মাস কমিয়ে আনা হয়। নূর জানান, তার এজেন্ট চুক্তির সব বিষয়গুলো জানতো না। নূর প্রথম মৌসুমে সাত ম্যাচ খেলে চার উইকেট নিয়েছিলেন। এর আগে ওয়ারিয়র্স একই অভিযোগে নাভিন উল হকের উপর ২০ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল। এতে দুই মাসের ব্যবধানে ওয়ারিয়র্সের দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করা হলো। এর আগে গত ডিসেম্বরে একই অপরাধে আফগান পেসার নাভিন-উল-হককে ২০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। তাতে ২০২৪ সালের পর ২০২৫ মৌসুমেও লিগটিতে খেলা হবে না এই আফগান পেসার।  
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৪

সপ্তাহে একদিন বন্ধ থাকবে ধানমন্ডি লেক
সপ্তাহের একদিন ধানমন্ডি লেক ঘিরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দূষণরোধ এবং পরিচ্ছন্ন রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ম না মানলে শাস্তির ব্যবস্থাও থাকছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এদিন ধানমন্ডি লেকে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে আসেন মেয়র। এ সময় তিনি বলেন, ধানমন্ডি লেক ঘিরে পরিচালিত সব ধরনের কার্যক্রম প্রতি সপ্তাহের বুধবার বন্ধ থাকবে। এ নিয়ম না মানলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থা করা হবে। মেয়র বলেন, ধানমন্ডি লেককে আরও সুন্দর এবং আকর্ষণীয় স্পটে পরিবর্তনের লক্ষ্যে নজরুল সরোবর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই এর উদ্বোধন করবেন।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৫

খুনি নূর চৌধুরীকে ফেরাতে আলোচনা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনতে দেশটির হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।  পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। কানাডায় মৃত্যুদণ্ড নেই, সেটি একটি অসুবিধা বলে আমাকে হাইকমিশনার জানিয়েছেন। আমি দ্বিপক্ষীয় প্রক্রিয়ার জন্য অনুরোধ করেছি। কানাডার হাইকমিশনার বিষয়টি তার সরকারকে জানাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও অভিবাসী নেওয়ার জন্য ‘প্রিফারেন্সিয়াল’ ব্যবস্থা গ্রহণ, বিশেষ করে কৃষি খাতে নেওয়ার জন্য এবং এ দেশের শিক্ষার্থীদের কানাডার স্টুডেন্টস ডিরেক্ট স্কিমের (এসডিএস) অন্তর্ভুক্ত করার বিষয়ে হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। আর মানবাধিকার একটি বিশ্বজনীন ইস্যু। এটি নিয়ে প্রতিটি রাষ্ট্রই কাজ করছে। উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে  সরকার। কানাডা থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে কয়েক বছর ধরে জোর তৎপরতা চালানো হচ্ছে।
২৯ জানুয়ারি ২০২৪, ২৩:৩০

বিয়ে করলেন অর্ষা
শোবিজ অঙ্গনে যেন বিয়ের হিড়িক পড়েছে। একের পর সুখবর দিচ্ছেন তারকারা। এবার বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। অর্ষার বর শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। আরও পড়ুন : কলকাতার সিনেমায় বুবলী, সঙ্গে থাকছেন কে?    রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ঘোষণা দেন অর্ষা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবেই আমরা বিবাহিত।’  প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ইমরানের পরনে রয়েছে সাদা পাঞ্জাবি। অন্যদিকে মেরুন ও সোনলী মিশেলে বেনারসি এবং হালকা মেকাপেই বউ সেজেছেন অর্ষা। বর-কনের সাজে ক্যামেরায় ধরা দিয়েছেন ইমরান-অর্ষা।      বিয়ের বিষয়ে নাজিয়া হক অর্ষা বলেন, গত ৬/৭ মাস ধরেই আমাদের বিয়ের বিষয়ে দুই পরিবারে আলোচনা হচ্ছে। ইমরান আমার বন্ধু। আমাদের বোঝাপোড়াটা ভালো। দুই পরিবারেও কথাবার্তা চলছিল। অভিনেত্রী আরও বলেন, এরমধ্যে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে নেওয়া হয়। মা কিছুটা সুস্থ হলে আইসিইউ থেকে ফিরেই উঠেপড়ে লেগে যান, বিয়ের বিষয়টি শেষ করতে। তাই ঘরোয়া আয়োজনেই আমাদের বিয়েটা হলো। আরও পড়ুন : জোভানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী   তবে সুনির্দিষ্টভাবে বিয়ের দিন-তারিখ জানাতে চাননি অর্ষা। তারা জানান, দ্রুতই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। এর আগে, গত ১২ জানুয়ারি রাতে হঠাৎ ফেসবুকে দুটি ছবি প্রকাশ করে বিয়ে করেছেন বলে জানান অভিনেতা ফারহান আহমেদ জোভান। একই দিনে বিয়ে করেন মৌসুমী হামিদ ও রানাও।
১৪ জানুয়ারি ২০২৪, ১৪:১২

শপথ গ্রহণের পর যে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস
নব নির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বুধবার (১০ জানুয়ারি) সকালে সংসদ ভবনে শপথ নিয়েছেন তিনি।  শপথ গ্রহণের পর ফেরদৌস বলেন, জনগণ আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেব। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব।  তিনি আরও বলেন, আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে ঢাকা-১০ কে উন্নয়নে দশে দশ রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। গত ৮ জানুয়ারি বিকেল তিনটার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ফেরদৌস।  শুধু তাই নয়, সেখানে কার্যক্রম শেষে নিজ হাতে নির্বাচনী এলাকার পোস্টার অপসারণ করেন ফেরদৌস।  নির্বাচনে বিপুল ভোটে জেতার পর গণমাধ্যমে ফেরদৌস বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সব ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই আমি। আশা করছি, পাশে থাকবেন আপনারা। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ফেরদৌস। ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি।  
১০ জানুয়ারি ২০২৪, ১৪:৩২

উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই : নূর
বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে। বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন। আরও পড়ুন : শপথ নিতে এসে যা বললেন সাকিব   নূর বলেন, প্রধানমন্ত্রী এরইমধ্যে দেশবাসীর জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যেই নির্বাচিতদের কর্তব্যগুলো বিধান দেওয়া আছে। আমাদের মূল দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এটাই আমাদের কাজ এবং কর্তব্য। দ্বাদশ জাতীয় সংসদে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে তিনি আরও বলেন,  দ্রব্যমূল্যের সমস্যা আছে, বেকারত্বের সমস্যা আছে, শিক্ষার মান উন্নয়নের বিষয় আছে, শিল্পোন্নয়নের বিষয় আছে, আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভারসাম্য বাড়ানোর বিষয় আছে এবং শিল্প সংস্কৃতির বিষয়ে আমাদের অনেক কাজ করার আছে।  আরও পড়ুন : কর্তৃত্ববাদী দুঃশাসন জনগণ মানবে না : রিজভী     সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দিয়ে  বাকের ভাই খ্যাত এই অভিনেতা বলেন, তৃণমূল পর্যায়ে সংস্কৃতিটা আরও বাড়ানো এবং শিক্ষার সঙ্গে সংস্কৃতের সমন্বয় ঘটাতে হবে। সবকিছু মিলে আমাদের সামনে অনেক কাজ। উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই। সুতরাং সেই ধারা অব্যাহত রাখতে হবে।
১০ জানুয়ারি ২০২৪, ১৪:১৩

বিজয়ী হলেন আসাদুজ্জামান নূর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে  বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এই আসনে সর্বমোট ১৩৫ টি ভোট কেন্দ্র রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নৌকা প্রার্থী আসাদুজ্জামান নূর সবটি ভোট কেন্দ্র থেকে  ১১৯,৩৩৯ ভোট পেয়েছেন। নূরের প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন মাত্র ১৫৬৮৪ ভোট। এই আসনে আসাদুজ্জামান নূর এবং মোঃ জয়নাল আবেদীন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির মোঃ শাহজাহান আলী চৌধুরী (লাঙ্গল)  পেয়েছেন ৩,৮৪৩ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মোঃ মোরছালীন ইসলাম (ডাব) কোনো ভোটই পাননি।   নীলফামারী-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৩৫টি। মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭১৮ এবং নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৩ জন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ১৭২টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে আসাদুজ্জামান নূরের জয় নিশ্চিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে। প্রসঙ্গত, আসাদুজ্জামান নূর ১৯৬৩ সালে তদান্তাধীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি নীলফামারী কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি, পরবর্তীতে দেশ স্বাধীনের পর কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে বিরত রেখে সংস্কৃতি কর্মী হিসেবে নানান সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে নিজেকে নিয়োজিত রাখেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৯৮ সালের মাঝামাঝি পর্যায়ে তিনি আবারও প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হন এবং বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। ২০০২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন। আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ৯ম জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৮ সালের একাদশ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
০৮ জানুয়ারি ২০২৪, ০০:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়