• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
কেমন কাটলো নুসরাতের ঈদ
ঈদের আমেজে আছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। শুধু তাই নয়, ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে অন্য সবার মতো চাঁদরাতে তিনিও হাতে মেহেদি পরেছিলেন। ইনস্টাগ্রামে সেই ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নুসরাত।     তবে পরিবারের সদস্যদের সঙ্গে কেমন কাটলো নুসরাতের ঈদের দিন? এমন প্রশ্ন রীতিমতো উঁকি মারছে অভিনেত্রীর ভক্তদের মনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের দিনের সেই আনন্দও শেয়ার করেছেন এই অভিনেত্রী।   সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে নুসরাত জানান, পরিবারের সসদ্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ হাতে অনেক পদের খাবার রান্না করেছেন তিনি। বিরিয়ানি, সেমাই, ফিরনি, কাবাব সবই রান্না করেছেন।  আশা করছেন এসব খাবার খুব পছন্দ করবে যশ। এদিকে ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে যশ-নুসরাতের।   তবে ঈদের দিন বাবা-মাকে কাছে পাচ্ছেন না নুসরাত। কারণ অভিনেত্রীর বাবা-মা মক্কায় গেছেন। তবে তাদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিয়ম করেছেন নুসরাত। প্রসঙ্গত, সর্বশেষ ‘সেন্টিমেন্টাল’ সিনেমাতে দেখা গেছে নুসরাতকে। সিনেমায় যশের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। এই যুগলের প্রযোজনা সংস্থার অধীনে নির্মিত এটাই প্রথম সিনেমা। নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিনা সেই বিষয়ে কোনো কিছু বলেননি তিনি। সূত্র : আনন্দবাজার   
১২ এপ্রিল ২০২৪, ০৯:৫৮

আইসিইউতে ফারিয়ার বাবা, নেই ঈদের আনন্দ
ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা নুসরাত ফারিয়া। টানা ১৭ দিন হাসপাতালে তার বাবা। আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। ফলে ঈদের খুশি যেন মাটি হয়ে গিয়েছে অভিনেত্রীর। ভারতীয় সংবাদমাধ্যমে ফারিয়া জানিয়েছেন সে কথা।  তিনি বলেন, এবার কিছুই হচ্ছে না। মন ভালো নেই কারোরই। বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। হাসপাতালে আইসিইউতে রয়েছেন। গত ১৭ দিন ধরে তিনি ভর্তি। তাই পরিবারের কারোরই মন ভালো নেই। কী হবে জানি না। তাই ঈদের জন্য আমাদের পরিবারে কিছুই হচ্ছে না। হাসপাতাল আর বাড়ি, এভাবেই কাটছে। এদিকে, সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না ফারিয়ার। এর আগে নিজে অসুস্থ হয়েছিলেন। আচমকা অচেতন হয়ে পড়েছিলেন। এ সময় তাকে তড়িঘড়ি করে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের শারীরিক ধকল কাটাতেই বাবাকে নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। ফারিয়ার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘মুজিব : একটি জাতির রূপকার।’ ছবিটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী।
১১ এপ্রিল ২০২৪, ১৮:০৪

ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না : বর্ষা
বর্তমানে কাজের চেয়ে ব্যক্তিচর্চায় বেশি ব্যস্ত অনেক তারকাই। বিশেষ করে সিনেমার নায়িকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো অন্যের ব্যক্তিগত জীবনের নানান বিষয়ে সমালোচনার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা। তবে ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না বলেই মনে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।  সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন বর্ষা। এসময় অভিনেত্রী জানান, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা-বিদ্বেষ তৈরি হয়।  বর্ষা বলেন, আমি আসলে সোশ্যাল মিডিয়ায় এসব খুব একটা দেখি না। ব্যবসায়িক কাজে ফ্যাক্টরি নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে— অন্যকিছু দেখার বা ভাবার সময় পাই না। যেটুকু সময় পাই সেটা সংসার ও সন্তানদের জন্য ব্যয় করি।  তবুও দু’একটা কথা যে কানে আসে না তেমনটাও নয়। তবে আমি মনে করি, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত।         অভিনেত্রী আরও বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে একে অন্যের প্রতি কাদা ছোঁড়াছুড়ি কখনোই প্রতিযোগিতার মধ্যে পড়ে না। এগুলো কখনোই কাম্য নয়। আমাদের সিনিয়র নায়িকারা নিজেদের কাজ দিয়েই আলোচনায় ছিলেন, প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং যারা এগুলো করছে তাদের বলব— এসব বাদ দিয়ে কাজে মনোযোগ দিতে। দিন শেষে কাজটাই দর্শকরা মনে রাখে। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা, বিদ্বেষ ও ঘৃণা তৈরি হয়। প্রসঙ্গত, সর্বশেষ ‘কিল হিম’ সিনেমায় দেখা গেছে বর্ষাকে। গেল বছর ঈদে মুক্তি পায় সিনেমাটি। এবার প্রস্তুতি নিচ্ছেন এই সিনেমার সিকুয়্যালের। এছাড়া অভিনেত্রীর হাতে রয়েছে আরও দুটি সিনেমার কাজ। অন্যদিকে ব্যবসায়ী হিসাবেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। 
২৩ মার্চ ২০২৪, ১০:০৯

নির্বাচনের টিকিট না পেয়ে মুখ খুললেন নুসরাত
ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। অভিনয়ের পাশাপাশি বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্যও ছিলেন তিনি। রোববার (১০ মার্চ) লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে পশ্চিবঙ্গের তৃণমূল কংগ্রেস। ৪২টি কেন্দ্রের প্রার্থীর তালিকায় বেশ কিছু রদবদল হয়েছে। কিন্তু এ তালিকায় নাম নেই অভিনেত্রী নুসরাত জাহানের।  কিন্তু আসন্ন লোকসভা ভোটের তৃণমূলের প্রার্থী তালিকা বলছে ওই কেন্দ্র থেকে ভোটে লড়বেন নুরুল ইসলাম। নুসরাতকে টিকিট দেয়নি দল।   নুসরাতের লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি গ্রাম। গত দুই মাসে রাজনৈতিক দলগুলোর মাথাব্যথার কারণ হয়ে ওঠেছে জায়গাটি। সন্দেশখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে শহর থেকে শহরতলি ও গ্রাম।  
১২ মার্চ ২০২৪, ১৯:৪০

নুসরাত হত্যায় বিভাগীয় দায় থেকে অব্যাহতি পেলেন এসপি জাহাঙ্গীর
ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় জেলার তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বিভাগীয় দায় থেকে অব্যাহতি পেয়েছেন। সোমবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা-১ এর জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ অব্যাহতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত এবং ফেনী জেলার সাবেক পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ, লিখিত জবাব, ব্যক্তিগত শুনানিতে উভয়পক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন এবং পুনঃতদন্ত প্রতিবেদনে দেওয়া মতামত, প্রাসঙ্গিক অন্য গুরুত্বপূর্ণ দলিলপত্র পর্যালোচনা মোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রসঙ্গত, ২০১৯ সালে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ার পর তৎকালীন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
১২ মার্চ ২০২৪, ১৫:৩৬

হালাল-হারাম নিয়ে যা বললেন বর্ষা
ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। বেশিরভাগ সময়ই অভিনয়ের চেয়ে এলোমেলো কথা-বার্তার কারণেই আলোচনায় থাকেন তিনি। শুধু তাই নয়, নেটমাধ্যমে ভয়ংকর ট্রলেরও শিকার হন বর্ষা। এবার হালাল-হারাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এই নায়িকা।  সেই অভিজ্ঞতা ও এমন বিষয়গুলো নিয়ে ভক্তদের সঙ্গে সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন বর্ষা। সেই সঙ্গে কিছু শিক্ষণীয় বার্তাও দিয়েছেন এই নায়িকা।  পাঠকদের সুবিধার জন্য বর্ষার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— ‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উন্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে, নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে, সেটা একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন। এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি। আবার নেতিবাচক খবরও হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড়ভাবে প্রচার করা হয়। যা মোটেও কাম্য নয়।’ বর্ষা আরও লেখেন, ‘এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সবচেয়ে জরুরি, হালাল-হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি। এটা সব জায়গায় খুব দরকার।’   প্রসঙ্গত, ২০১০ সালে স্বামী নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিপরীতে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। প্রথম সিনেমার পর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা দম্পতি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।    
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩০

হাসপাতালে জন্মদিন পালন করলেন তিশা, উপহার পেলেন আংটি
অসুস্থ হয়ে যায় এ হাসপাতালে তিশা-ফারুকী দম্পতির মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। তাই এবারের জন্মদিনে কোনো আয়োজন নেই তিশার। তবে এই দুঃসময়েও ফারুকী তার স্ত্রী তিশার জন্মদিনে উপহার দিতে ভোলেননি। জন্মদিনে তিশাকে একটি আংটি উপহার দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই দুঃসময়েও জন্মদিন মনে রেখে উপহার আনায় আপ্লুত তিশা। উপহারের ছবি শেয়ার করে অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরো একটি অভিজ্ঞতা যোগ হলো । হসপিটালে বসে জন্মদিন পালন করলাম। থ্যাংকস ফারুকী! জীবনের এত ঝড়ের মধ্যেও আমার জন্মদিনটা মনে রাখার জন্য। জানুয়ারি মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসকরা জানিয়েছিলেন তার ব্রেইন স্ট্রোক হয়েছে। এর পর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান ফারুকী। কিন্তু এর পর হঠাৎ অসুস্থ হয়ে যায় এ তারকা দম্পতির মেয়ে ইলহাম নুসরাত ফারুকী।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০২

ফোনে যাদের সঙ্গে বেশি কথা বলেন তারকারা
সারাদিনের ব্যস্ততা শেষে ফোনের স্ক্রিনে যখন ভেসে ওঠে প্রিয় মানুষের নাম, তখন সবাই চায় দিনের ক্লান্তি ভুলে আড্ডায় মেতে উঠতে। ব্যতিক্রম নন শোবিজের তারকারাও। অন্য সবার মতো লাইট ক্যামেরার বাইরে ব্যক্তিগত জীবন রয়েছে তারকাদেরও। আর সেই জীবনে বেশ কিছু কাছের বন্ধুর সঙ্গে তারা ফোনে কিংবা মেসেজে আড্ডায় মেতে ওঠেন। তবে কাদের সঙ্গে তারকারা ফোনে বেশি আড্ডা দেন, চলুন জেনে নেওয়া যাক। নুসরাত ইমরোজ তিশা স্বামী খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ফোনে সবচেয়ে বেশি কথা বলেন অভিনেত্রী তিশা। এ ছাড়া খুব বেশি কারও সঙ্গে কথা হয় না তার। তবে বেশির ভাগ ক্ষেত্রে কাজের পরিকল্পনা নিয়ে অনেকের সঙ্গেই ফোনে কথা হয়। ফারহান আহমেদ জোভান বর্তমানে কাজ নিয়ে ফোনে বেশি কথা বলেন জনপ্রিয় অভিনেতা জোভান। সম্প্রতি পায়েল, ফারিণ ও পড়শিদের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গেই ফোনে ডেট নিয়ে কথা বলেছি। এমনিতে সব শিল্পীদের সঙ্গে কাজ নিয়েই কথা হয়। যখন যার সঙ্গে কাজ করি, তার সঙ্গেই কথা হয়। মুমতাহিনা টয়া আমি ফোনে টেক্সট করে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি হচ্ছি টেক্সট করার মানুষ। সারাক্ষণ টেক্সটের ওপর থাকি ফোনে খুব বেশি কথা বলি না। আর মেসেজে কথা হয় আমার কাছের বন্ধু যারা আছেন তাদের সঙ্গে। আমরা সবাই একটা পরিবার হয়ে গেছি যেখানে— সিয়াম, তৌসিফ, জোভান, সাফা, তামিম, শাওনসহ ওদের সবাইকে নিয়ে একটা গ্রুপ আছে। ওই গ্রুপটাতেই আমরা কথা বলতে থাকি টেক্সটে। বাপ্পি ফোনে তেমন কারও সঙ্গেই কথা হয়। মাঝে মাঝে মেসেজে কথা হয় আমার সহশিল্পীদের সঙ্গে। অপু বিশ্বাসের সঙ্গে কথা হয়, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, মাহি ও ডিপজল ভাই অনেকের সঙ্গেই কথা হয়। তবে পরিচালকদের সঙ্গে আমার ফোনে বেশি কথা হয়। রিয়াজ আমাদের যারা সহশিল্পীরা আছেন সবার সঙ্গেই কথা হয়। ফেরদৌস, নিপুণ, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে বেশি কথা হয়। নিপুণ এখন সবচেয়ে বেশি আড্ডা দেওয়া হয় যারা আমার প্যানেলে আছেন তাদের সঙ্গে। যেমন— কাঞ্চন ভাই, ফেরদৌস ভাই, সায়মন, রিয়াজ ভাই, জেসমিন আপুদের সঙ্গে আমার বেশি কথা বলা হয়। সাবিলা নূর একজনের নাম বলা মুসকিল। অনেকের সঙ্গেই কথা হয়। অনেকেই আছি আমরা একসঙ্গে ইন্ডাস্ট্রিতে এসেছি। তবে আমার আশফাক নিপুণের সঙ্গে ফোনে কথা হয় অনেক। কিন্তু ফোন থেকে আমাদের মেসেজে বেশি কথা হয়। রাফিয়াথ রশিদ মিথিলা আমার আসলে ফোনে কারও সঙ্গে আড্ডা দেওয়া হয় না। আমি কারও সঙ্গেই ফোনে খুব একটা কথা বলি না। আর যদি বলি সেটা ফ্যামিলি মেম্বার বা কোন ক্লোস স্কুল ফ্রেন্ড হলে কথা হয়। কাজের ব্যস্ততার কারণে ফোনে আড্ডা দেওয়ার সময়টা বের করতে পারি না।  
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩১

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নুসরাত ফারিয়া
চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।  জানা গেছে, বর্তমানে আগের চেয়ে ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো। মূলত এ কারণেই বাসায় নেওয়া হয়েছে এই অভিনেত্রীকে।      দেশের একটি গণমাধ্যমে হাসপাতাল থেকে বাসায় ফেরার খবরটি নিশ্চিত করেন তার মা ফেরদৌসি পারভীন। তিনি বলেন, গতকাল রাতে ফারিয়াকে যে অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল, সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে। সিটি স্ক্যান করার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় সুবিধা না থাকায় এদিন করতে পারিনি। দুই দিন পর সিটি স্ক্যান করতে হবে।     অভিনেত্রীর মা আরও বলেন, দীর্ঘদিন ধরেই ফারিয়ার মাথা ব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। গতকাল রাতে ফারিয়ার মাথা ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এমনকি মাথা ব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথা ব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। শুধু তাই নয়, শারীরিকভাবেও ফারিয়া খুব দুর্বল বলে জানান তিনি।  এ প্রসঙ্গে ফেরদৌসি পারভীন বলেন, খাওয়া দাওয়ায় খুবই অনিয়ম করায় ফারিয়ার শারীরিক দুর্বলতাটা বেড়েছে। এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে।  ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আসবেন বলে জানান অভিনেত্রীর মা। পাশাপাশি ভক্তদের কাছে ফারিয়ার জন্য সবার কাছে দোয়াও চান তিনি।   প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। বর্তমানে দুই বাংলায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়