• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
রাজাকে বিনোদন দেওয়াই সংসদ সদস্যদের কাজ : নুর
গণ-অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, বর্তমান সংসদ গোপাল ভাঁড়ের ক্লাবে পরিণত হয়েছে। এখানে রাজাকে বিনোদন দেওয়াই সংসদ সদস্যদের কাজ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নুর বলেন, বর্তমান সংসদে কার্যত জনগণের কোনো প্রতিনিধি নেই। ২০১৪ সালের সংসদ ছিল একটি ভুয়া সংসদ, ১৮ সালে একটি নিয়ন্ত্রিত সংসদ ছিল এবং ২৪ সালের সংসদ হচ্ছে গোপাল ভাঁড়ের ক্লাব। তিনি আরও বলেন, আমাদের বই ছাপাতে প্রিন্টিং প্রেস পর্যন্ত নেই। আমাদের পাঠ্যপুস্তক ভারত থেকে ছাপানো হচ্ছে। পাঠ্যপুস্তকের কারিকুলাম-মূল্যায়ন পদ্ধতি ভারত থেকে ঠিক করে দেওয়া হয়। এ হচ্ছে দেশের অবস্থা। আলোচনা সভায় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, এ ফ্যাসিস্ট সরকার শুধু দুটো কাজ করছে। তারা শুধু নিজেদের আখের গোছাচ্ছে এবং ভারতের দাসত্ব করছে। এ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে জনতার সংসদ সৃষ্টি করতে হবে। সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলি আকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪

তাদের কলিজা কাঁপে, ভয়ে রাতে ঘুম হয় না : নুর
ওবায়দুল কাদেররা যতই হুমকি-ধমকি দিক, তাদের কলিজা কাঁপে, ভয়ে রাতে ঘুম হয় না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নুরুল হক বলেন, তারা (আওয়ামী লীগ) ভালো করেই জানে, তারা জনগণের ভোটে নির্বাচিত নন। তারা জোর-জবরদস্তি করে সরকার গঠন করেছে। তিনি বলেন, বর্তমান সরকারের কোনো পরিচয় নেই। এদের কেউ পাত্তা দিচ্ছে না। এদের কথা কেউ শুনছে না। কতগুলো অশিক্ষিত, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সন্ত্রাসী আজকে সংসদে বসে আছে। ওদের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। এরা আছে টাকা বানানোর ধান্দায়। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে ৬০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে উত্তরা থেকে তুলে শিলং নিয়ে যাওয়া হয়েছিল। সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সীমান্তের ওপারে পাওয়া গেছে। ইলিয়াস আলীকে এখনও পাওয়া যায়নি। সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুবঅধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি তরিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৩

ক্ষমা চাইলেন নুর
বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন তিনি।  তবে তার আবেদনে ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেওয়ার কোনো বক্তব্য উল্লেখ না থাকায় আদালত এ বিষয়ে আলোকপাত করেন। পরবর্তী নুরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেওয়ার সময় চাইলে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন আদালত। আদালতের নুরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। এর আগে, গত ১৭ জানুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেন। সেদিন বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগ এনে তলবের প্রেক্ষিতে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে হাইকোর্টে হাজির হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।  এরপর এ বিষয়ে শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট। গত ১৭ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরকে তলব করেন হাইকোর্ট। তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। একই সঙ্গে হাইকোর্টে হাজির হয়ে অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। 
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৩

আদালত অবমাননা : ব্যাখ্যা দিতে হাইকোর্টে নুর
আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (১৭ জানুয়ারি) সকালে তিনি হাইকোর্টে উপস্থিত হয়েছেন। আদালতের নুরের পক্ষে রয়েছেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। এর আগে, নুরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে হাইকোর্টের ওই বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে ১১ ডিসেম্বর নুরকে তলব করেন।  এ ছাড়া নুরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
১৭ জানুয়ারি ২০২৪, ১১:২১

অর্ষার স্বামী কে এই ইমরান?
নতুন বছর শোবিজে বইছে বিয়ের ধুম। মৌসুমী হামিদ, জোভানের পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি জানান অর্ষা নিজেই।  রোববার (১৪ জানুয়ারি)  নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে তাকে দেখা যায় অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে। মোস্তাফিজুর নুর ইমরানের পরনে সাদা পায়জামা পাঞ্জাবি অন্যদিকে অর্ষা কনে সাজতে জড়িয়েছেন কাঞ্চিভরম শাড়ি। সিঁথিতে চন্দ্রমল্লিকা। নিখাদ প্রকৃতিতে তারা ক্যামেরাবন্দি হয়েছেন আদুরে ভঙ্গিতে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে বিবাহিত।  অর্ষার ক্যাপশনই বলে দিচ্ছিল মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। অর্ষা বলেন, তিন মাস আগে কথাবার্তা চলছিল। আমাদের এঙ্গেজমেন্টটা তখনই হয়। অনুষ্ঠানটি ঘরোয়াভাবে কয়েকদিন আগে হয়েছে।  মোস্তাফিজুর নুর ইমরান একজন অভিনেতা। তার সঙ্গে পর্দায় দেখা গেছে অর্ষাকে। চলছিল প্রেমের গুঞ্জন। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেরও মুখোমুখি হতে হয়েছে তাকে। মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে পরপর কয়েকটি কাজ করেছেন। আপনারা প্রেম করছেন, এমন কথাও কেউ কেউ বলছেন। এ বিষয়ে আপনার নিজের কিছু বলার আছে কি না! এমন প্রশ্নের উত্তরে গত বছরের মাঝামাঝিতে সংবাদমাধ্যমকে অর্ষা বলেছিলেন, প্রশ্নটা আমার মজার লেগেছে। আমরা একসঙ্গে বেশ কয়েকটা কাজ করেছি। আমি তাকে আদর্শ মানি। তার সঙ্গে কাজ করে মজাও আছে। বন্ধুত্ব আছে। এটা এ রকম নয় যে প্রেমটেম হাবিজাবি! প্রেমের ব্যাপারে আমার আসলে খিটমিটানি আছে। অন্যদিকে ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘সাবরিনা’ সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা সিরিজে অভিনয় করেছেন অর্ষা। দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকও উপহার ফিয়েছেন দর্শকদের। 
১৪ জানুয়ারি ২০২৪, ২২:৫৮

রংপুর-৬ / শিরীন শারমিন জয়ী, জামানত হারালেন জাপার নুর আলম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৩৫ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট। ৯ হাজার ১৬ ভোট  পেয়েছেন জাতীয় পার্টির নুর আলম মিয়া। রোববার (৭ জানুয়ারি) রাতে এ ফলাফল ঘোষণা করেন এ আসনের রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। ভোট দিয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৪২৪ জন। এরমধ্যে বৈধ ভোট ছিল ১ লাখ ৫৫ হাজার ৬৩৬। নিয়ম অনুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থী নুর আলমসহ পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে এ আসনে। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১১১টি ভোটকেন্দ্রের ৭১২টি ভোটকক্ষে।
০৮ জানুয়ারি ২০২৪, ০০:৩৩

দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব : নুর
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। তাই দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশ থেকে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, ভেবেছিলাম বিদেশের চাপে সরকার হয়তো রাজনৈতিক সমাধানের পথে হাঁটবে। কিন্তু এদের কাছে দেশ এবং জনগণের কোনো মূল্য নেই। তারা একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।  এ সময় নির্বাচন ঠেকাতে আগামী ৬ জানুয়ারি সারাদেশে হরতাল এবং ৭ তারিখ ভোটগ্রহণের দিন সারাদেশে গণকারফিউ পালন করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। নুরুল হক নুর বলেন, আসন্ন নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।  তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ৫ জানুয়ারি সকালে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
০৫ জানুয়ারি ২০২৪, ১৭:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়