• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
জানা গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নিজ নিজ জেলায় ওইদিন‌ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া পরীর্ক্ষীদের মোবাইল নম্বরে যথাসময়ে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। এরপর প্রার্থীরা‌ ২৩ মার্চ থেকে ‍admit.dpe.gov.bd-ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। এই প্রথম প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন ও পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এই নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, প্রথম ধাপে (বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ) গত ৮ ডিসেম্বর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ) গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে

৩০১৭ জনকে নিয়োগ দেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে ১৫টি পদে ৩০১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয় অধিদপ্তরের নাম: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের বিবরণ- চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যে কোনো স্থান বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছরেও আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে ৩১ জনের নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা বয়স: ২৪ মার্চ ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর আবেদনের নিয়ম: আগ্রহীরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-১৩ নং পদের জন্য ২২৩ টাকা, ১৪-১৫ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু: ২৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
১৭ মার্চ ২০২৪, ২০:২৫

নিয়োগ দিচ্ছে কোকা-কোলা, বাড়ি ভাড়াসহ পাবেন যেসব সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি মহাব্যবস্থাপক পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবি) পদের নাম: মহাব্যবস্থাপক পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যানালিটিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: এফএমসিজি শিল্পে কাজের দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কান্ট্রি ম্যানেজার পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।  চাকরির ধরন: ফুলটাইম (স্থায়ী) কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: বেসিক বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিসটেন্স এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৬ মার্চ ২০২৪, ০৯:০৫

নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির তথ্য প্রযুক্তি বিভাগ প্রোগ্রামার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি পদের নাম: প্রোগ্রামার (এসও-ইও) বিভাগ: তথ্য প্রযুক্তি বিভাগ পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন/ব্যাংকিং সফটওয়্যার পরিচালনা করার জন্য যথেষ্ট দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৪ মার্চ ২০২৪, ০৯:১১

পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি ৩টি পদে ৯৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: পানি উন্নয়ন বোর্ড। পদের সংখ্যা: ৩টি। লোকবল নিয়োগ: ৯৬ জন। পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক। পদসংখ্যা: ৬৭টি। বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ)। পদসংখ্যা: ১০টি। বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। পদের নাম: হিসাব রক্ষক। পদসংখ্যা: ১৯টি। বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২) শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। চাকরির ধরন: সরকারি। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। কর্মস্থল: পানি উন্নয়ন বোর্ড অফিস। বয়সসীমা: প্রার্থীর বয়স ১ মার্চ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ অনলাইনে ১ ও ২নং পদের জন্য ৫০০ টাকা এবং ৩নং পদের জন্য ৩০০ টাকা জমা দিতে হবে। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
১০ মার্চ ২০২৪, ১১:২১

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম: মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি  অন্যান্য যোগ্যতা: পণ্য ডিজাইন/সিএডি ডিজাইনার হিসাবে অভিজ্ঞতা, স্ট্রাকচারাল ডিজাইন, মোল্ড ডিজাইন, টুল রুম এর অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। মেশিন তৈরিতে ব্যবহৃত অ্যাকুয়েটর, নিউমেটিক্স এবং হাইড্রলিক্স সিস্টেমের সাথে পরিচিতি। অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর  বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বীমা, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী। আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৪ পর্যন্ত।
০৯ মার্চ ২০২৪, ০৮:২২

নিয়োগ দিচ্ছে ড্যানিশ, সপ্তাহে কাজ ৫ দিন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পারটেক্স স্টার গ্রুপ (ড্যানিশ)। প্রতিষ্ঠানটির এইচআর বিভাগ অফিসার/সিনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: পারটেক্স স্টার গ্রুপ (ড্যানিশ) পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার বিভাগ: এইচআর পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা : মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, পিজিডি এইচআরএম অন্যান্য যোগ্যতা : নিয়োগ ও বাছাই প্রক্রিয়া, চাকরির বিজ্ঞাপন, সিভি স্ক্রিনিং, চাকরির সাক্ষাৎকারের সময়সূচি, পরীক্ষার প্রক্রিয়া বিষয়ে দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা : কমপক্ষে ২ থেকে ৫ বছর  চাকরির ধরন : ফুলটাইম  কর্মক্ষেত্র : অফিসে  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বীমা, গ্র্যাচুইটি, সপ্তাহে ২ দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাস।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৪ পর্যন্ত।
০৭ মার্চ ২০২৪, ০৯:০৯

ঢাকা ও চট্টগ্রাম বিভাগ / প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ২৯ মার্চ
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দফায় লিখিত পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার (৬ মার্চ) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষা চাকমার সই করা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর তৃতীয় গ্রুপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা প্রশাসনিক কাজের স্বার্থে আগামী ২২ মার্চের পরিবর্তে ২৯ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে ২৯ মার্চ সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে অবগত করা ও প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়ার জন্য অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, গত বছরের ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রথমিক শিক্ষা অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানা যায়, প্রথম ধাপে তিন লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে চার লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেছেন। বর্তমানে শূন্য পদ রয়েছে প্রায় ৮ হাজারের বেশি।
০৭ মার্চ ২০২৪, ০১:০১

তিন মাসের মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ : রুমানা আলী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিক্ষার মান উন্নয়ন, সিলেবাস ও কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি। আগামী তিন মাসের মধ্যে ১০ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষকের যে শূন্যতা রয়েছে তা পূরণ হবে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে ‘টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, শিক্ষানীতি নিয়ে আমরা কাজ করছি। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট নীতিমালা আনতে হবে। স্মার্ট কারিকুলাম লাগবে, স্মার্ট বাচ্চা তৈরি করতে হবে যারা ভবিষ্যতে স্মার্ট নাগরিক হিসেবে তৈরি হবে। আমরা তথ্য প্রযুক্তি নিয়েও কাজ করে যাচ্ছি। আমরা আমাদের অনেক গুলো পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতে আপনারা এগুলোর ফলাফল দেখতে পারবেন। নতুন শিক্ষানীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, নতুন যখন কোন কিছু আসে তখন তার পক্ষে-বিপক্ষে অনেক কিছু আসে এবং কথা বার্তাও বেশি হয়। নতুন কিছুকে আমরা গ্রহণ করতে ভয় পাই। আমরা  মনে করি আমরা যদি জনগণকে বোঝাতে পারি, আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন তবে নিশ্চয়ই আমরা পারবো শিক্ষানীতিকে পরিপূর্ণ জায়গায় নিয়ে যেতে। আমি মুখের কথায় বিশ্বাস করি না। কি করতে পারবো তা আমি কাজ করে দেখাতে চাই। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন, প্রো ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার প্রমুখ।
০৫ মার্চ ২০২৪, ১৫:৪৯

জনবল নিয়োগ দেবে খেলা ডট কম, নেবে একাধিক জন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিগগিরই চালু হতে যাওয়া খেলাধুলা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল খেলা ডট কম। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: খেলা ডট কম। পদসংখ্যা: ৬টি। লোকবল নিয়োগ: ১৯ জন। ১. পদের নাম: সহ-সম্পাদক। পদসংখ্যা: ৫টি। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২. পদের নাম: ক্রীড়া প্রতিবেদক। পদসংখ্যা: ৫টি। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩. পদের নাম: গ্রাফিক্স ডিজাইনার। পদসংখ্যা: ২টি। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৪. পদের নাম: সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ। পদসংখ্যা: ২টি। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৫. পদের নাম: মাল্টিমিডিয়া জার্নালিস্ট। পদসংখ্যা: ৩টি। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৬. পদের নাম: ভিডিও এডিটর। পদসংখ্যা: ২টি। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান। আবেদন যেভাবে: আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৪ পর্যন্ত।
০৫ মার্চ ২০২৪, ০৮:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়