• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
নিয়োগ দিচ্ছে পেট্রোম্যাক্স, সপ্তাহে কাজ ৫ দিন
পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ভ্যাট এবং ট্যাক্স বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার  বিভাগ: ভ্যাট এবং ট্যাক্স পদসংখ্যা: ১টি  শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ অন্যান্য যোগ্যতা: এলপিজি গ্যাস/সিলিন্ডার গ্যাস বিষয়ে জ্ঞান থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৫ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ২৬ থেকে ৪৫ বছর  কর্মস্থল: ঢাকা (গুলশান ১) বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬

নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি, আবেদন কাল থেকেই
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি ‘মিটার রিডার কাম ম্যাসেঞ্জার’ পদে ৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: পল্লী বিদ্যুৎ সমিতি পদের নাম: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদ সংখ্যা: ৩৫ জন বেতন ও সুযোগ–সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা www.pbsnoa.teletalk.com.bd এর মাধ্যেমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।  আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু: ১৭ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬

নিয়োগ দিচ্ছে বাংলালিংক, আবেদন অনলাইনে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলালিংক। কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার পদে প্রতিষ্ঠানটি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএ/বিবিএ ডিগ্রি অন্যান্য যোগ্যতা: কর্পোরেট বাজার, বাংলালিংক পণ্য এবং পরিষেবাগুলোর বিষয়ে জ্ঞান থাকতে হবে।  আরও পড়ুন : এসএসসি পাসে পল্লী বিদ্যুতে নিয়োগ   অভিজ্ঞতা: ৩ থেকে ৪ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: প্রয়োজন নেই  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  আরও পড়ুন : চাকরি দিচ্ছে ইবনে সিনা, লাগবে না অভিজ্ঞতা   অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
০৫ জানুয়ারি ২০২৪, ১২:০৮

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল প্রশ্নে রুল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের অনুষ্ঠিত লিখিত পরীক্ষা বাতিল প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।  রিটের পক্ষের আইনজীবী মো. দেলোয়ার হোসেন বলেন, ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে নানান উপায়ে অনেকে পরীক্ষা দেওয়ায় বরিশাল বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তারসহ ৫৪ জন পরীক্ষা বাতিল চেয়ে রিট দায়ের করেন। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা শিক্ষা অফিসারদের বিবাদী করা হয়েছে।  এর আগে, গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। উল্লেখ্য, গত বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২২ মার্চ দ্বিতীয় দফার (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ) এবং ১৭ জুন তৃতীয় দফায় (ঢাকা ও চট্টগ্রাম বিভাগে) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরমধ্যে প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন।
০৩ জানুয়ারি ২০২৪, ২১:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়