• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
জালিয়াতির অভিযোগে ব্রাজিলিয়ান তারকার দুই বছরের নিষেধাজ্ঞা
ডোপ টেস্টে জালিয়াতির অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফ্ল্যামেঙ্গোর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা। সোমবার ব্রাজিলের এক ক্রীড়া আদালত এ নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়েছেন। ঘটনাটি মূলত গত বছরের ৮ এপ্রিলের। রিও ডি জেনিরোতে হঠাৎই তার ডোপ পরীক্ষা করা হয়। সে সময়ে ডোপ পরীক্ষার সময় অসহযোগিতা করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ডোপ পরীক্ষার সূচি মানেননি বারবোসা। একই সঙ্গে ডোপিং কর্মকর্তাদের যথাযথ সম্মান দেখাননি তিনি। সংবাদ সংস্থা এএফপিকে পাঠানো বিবৃতিতে ব্রাজিলের সেই ক্রীড়া আদালত জানিয়েছেন, ‘উল্লেখিত ক্রীড়াবিদের (গ্যাব্রিয়েল বারবোসা) আজ অ্যান্টি-ডোপিং স্পোর্টস কোর্ট অফ জাস্টিসে (TJD-AD) বিচার করা হয়েছিল এবং সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রতারণামূলক চেষ্টায় অ্যান্টি-ডোপিং নিয়মের লঙ্ঘন ঘটেছে।’ এদিকে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন গাবিগোল নামে পরিচিত এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই সিদ্ধান্তের বিষয়ে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি। টুইটে বারবোসার ভাষ্য, আমি কখনোই কোনো পরীক্ষায় প্রতারণা করতে চাইনি। আমার বিশ্বাস উচ্চ আদালতে আমি নির্দোষ প্রমাণিত হবো। ক্যারিয়ারের শুরু থেকে আমি খেলার সব নিয়ম অনুসরণ করে এসেছি এবং কখনোই নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করিনি। আমি ডজনখানেক টেস্টের সম্মুখীন হয়েছি। সবখানেই নেতিবাচক ফল এসেছে। উল্লেখ্য, ২০২০ সালে ফ্ল্যামেঙ্গোতে যোগ দেন বারবোসা। এর আগে, ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের জার্সিতে এক বছর খেলেছেন তিনি। ২০১৬ সালে ব্রাজিলের জার্সিতে অভিষিক্ত বারবোসা এখন পর্যন্ত দেশের হয়ে ১৮ ম্যাচ খেলেছেন। করেছেন ৫ গোল।
২৬ মার্চ ২০২৪, ১৪:০৪

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত
অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার (২৩ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। যার মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। তবে শনিবার দেশটির কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী আদেশ আসার আগ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি স্থগিত থাকবে। মুম্বাইভিত্তিক একটি পেঁয়াজ রপ্তানি সংস্থার এক কর্মকর্তা বলেন, এই আদেশ পুরোপুরি অপ্রয়োজনীয়। এমনিতেই দেশের অভ্যন্তরে পেঁয়াজ এখন পানির দামে বিক্রি হচ্ছে, তার ওপর আর কিছুদিন পর নতুন ফসল আসবে। তখন কী হবে? ডিসেম্বরে রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ার আগ পর্যন্ত মহারাষ্ট্রের পাইকারি বাজারগুলোতে প্রতি ১০০ কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪ হাজার ৫০০ রুপিতে। এরপর দাম কমতে কমতে বর্তমানে প্রতি ১০০ কেজি পেঁয়াজের পাইকারি মূল্য নেমেছে ১ হাজার ২০০ রুপিতে। রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আসায় সামনের দিনগুলোতে দাম আরও নেমে যাবে। প্রসঙ্গত, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ পেঁয়াজ রপ্তানিকারক দেশ। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা। তবে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ভারতীয় পেঁয়াজ রপ্তানি করা হয়। গত ডিসেম্বরে ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বিশ্ববাজারে হু হু করে পেঁয়াজের দাম বাড়তে থাকে। বর্তমানে বাংলাদেশের বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা থেকে ৭০ টাকা দরে। কয়েক দিন আগে এর দাম প্রতি কেজি ১২০ টাকায় উঠেছিল।
২৩ মার্চ ২০২৪, ১৯:১২

নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ৩০ জেলের জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ ধরার অপরাধে আটককৃত ৩০ জেলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের প্রত্যককে ৫ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে জেলার কমলনগরের মতিরহাট ও মাতাব্বর হাটের মেঘনা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২ লাখ ২০ হাজার মিটার কারেন্টজাল, ৭টি নৌকা ও ৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ। রাত ৯ টার দিকে রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইলিশের অভয়াশ্রম রক্ষায় মাছ ধরার অপরাধে কলনগরের যৌথ অভিযানে মতিরহাট ও মাতাব্বরহাট এলাকা থেকে নিষিদ্ধ কারেন্টজাল, নৌকা ও মাছসহ ৩০ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত নৌকা ৭টি উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে রয়েছে। এছাড়া অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।  
২০ মার্চ ২০২৪, ২২:৫৯

ঢাবিতে রমজানের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা
রমজানের আলোচনা সম্পর্কিত কোনো অনুষ্ঠানের অনুমতি না দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন হলের প্রভোস্ট, অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি দিয়েছে প্রক্টর অফিস। বুধবার (২০ মার্চ) বিষয়টি প্রকাশ্যে এসেছে। গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, কিছু রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার লক্ষ্যে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে। একইসঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এ ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনার অনুমতি না দেওয়ার অনুরোধ করছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ‘প্রোডাক্টিভ রমাদান’ শিরোনামে রমজান বিষয়ক আলোচনায় ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। এতে অন্তত ৫ জন আহত হয়। এ ঘটনায় সহকারী প্রক্টর ফার্মেসি অনুষদের অধ্যাপক ড. আব্দুল মুহিতকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- ইলেকট্রিকাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এল পলাশ এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। এসব বিষয়ে প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘আমরা একটি তদন্ত কমিটি করেছি। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে। তদন্তকালীন অন্য কোনো অঘটন ঘটলে আমাদের কাজ কঠিন হয়ে পড়বে। এ কারণে আমরা চিঠি দিয়েছি।’
২০ মার্চ ২০২৪, ২১:৩৯

মিলারসহ ২২৭ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারসহ ২২৭ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। সরাসরি রাশিয়াবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বিশেষ সামরিক অভিযান সমর্থন করায় রুশ নাগরিকদের ওপর মার্কিন কর্তৃপক্ষ যে ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার, সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান, সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান ও সাবেক মার্কিন অর্থমন্ত্রী ল্যারি সামার্স রয়েছেন। একইসঙ্গে মার্কিন অ্যারোস্পেস কোম্পানি লকহিড মার্টিনের ভাইস প্রেসিডেন্ট শামালা লিটলফিল্ড এবং সামরিক ঠিকাদার ব্ল্যাকওয়াটারের প্রতিষ্ঠাতা আলফ্রেড ক্লার্কসহ মার্কিন প্রতিরক্ষা খাতের নির্বাহীদেরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকসহ কয়েকজন মার্কিন শিক্ষাবিদকেও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর ফলে তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের যে কোনো আগ্রাসী প্রচেষ্টা বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেকটির প্রতিক্রিয়া জানানো হবে। ২০২২ সালে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে নেমে গেছে। ওয়াশিংটন ও তার মিত্ররা মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
১৬ মার্চ ২০২৪, ২২:০৫

পাইলট-ক্রুদের রোজা রাখায় নিষেধাজ্ঞা
রোজা ইসলামের মৌলিক ইবাদত হলেও পাকিস্তানে পাইলট ও কেবিন ক্রুদের রোজা না রাখার নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। এ বিষয়ে সংশ্লিষ্ঠদের একটি বিজ্ঞপ্তিও পাঠিয়েছে তারা। বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, পিআইএ পাইলট এবং কেবিন ক্রু সদস্যদের রমজান মাসজুড়ে ভ্রমণ এবং ফ্লাইট চলাকালীন রোজা থেকে বিরত থাকার নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। রোজা না রাখার নির্দেশিকাটি পিআইএর ফ্লাইট সুরক্ষা বিভাগের ম্যানেজারের কাছ থেকে এসেছে। তিনি এয়ালাইন্সের সকল কেবিন ক্রু সদস্যের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। সেখানে ফ্লাইট চলাকালীন রোজা রাখার নির্দেশিকাগুলোর রূপরেখা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়েছে, ফ্লাইটে ভ্রমণের সময় রোজা রাখা সম্ভব। তবে এটি ঝুঁকির কারণ হবে পারে। রোজা যদিও ইসলামে একটি সম্মানিত ইবাদত, তারপরও এটি স্বাভাবিক রুটিনকে ব্যাহত করে এবং হাইপোগ্লাইসেমিয়া এবং ডিহাইড্রেশনের মতো শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটাতে পারে, যা মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং রিফ্লেক্সেস (সচেতন চিন্তা ছাড়াই সঞ্চালিত কোনও কাজ) প্রভাবিত করতে পারে।  এতে বলা হয়েছে, রোজা কর্পোরেট নিরাপত্তা ব্যবস্থাপনা এবং এয়ারক্রু মেডিকেল সেন্টারের নির্দেশ অনুযায়ী নিরাপত্তার পরিধি কমিয়ে দিতে পারে। রোজা সম্ভাব্যভাবে সতর্কতা হ্রাস করতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করতে পারে। আর এটি জরুরি পরিস্থিতিতে গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে।  
১৩ মার্চ ২০২৪, ১৩:৪৮

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় গত ২৪ ঘণ্টায় ১৭ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।  জেলার নৌ থানা পুলিশ মেঘনা নদীর রাজরাজেশ্বর ইউনিয়নের শিলাচর ও চিরারচর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯ মিটার কারেন্ট জাল, ৮৮ কেজি জাটকা মাছ ও দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। গ্রেপ্তার জেলেরা হলেন- নাজমুল হাসান (২৩), মো. আসলাম (২৫), মো. আব্দুর রশিদ (৫৮), মো. সুজন (১৯), মো. ইউসুফ (২০), মো. রুবেল মিজি (২৪), মো. মাসুম (২৩), মো. জুয়েল মিজি (২৮), হযরত বিল্লাল হোসেন (২২), মো. মোয়াজিব (২১), মাসুদুর রানা (১৯), মাঈনুদ্দিন (১৫), মো. হৃদয় (১৪), মো. ফাহিম (১৫), মমিন (১৫), হৃদয় (১৪) এবং আল অমিন (১০)। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে নৌ থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত জাটকা স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ এবং মাছ ধরার দুটি কাঠের নৌকা নৌ থানা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জানান, আটক ১৭ জনের মধ্যে ৬ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
০৬ মার্চ ২০২৪, ২৩:৪৪

জিম্বাবুয়ের প্রেসিডেন্টসহ শীর্ষস্থানীয়দের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া ও তার স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া নিষেধাজ্ঞার এই আদেশটি দেশটির অন্যান্য সিনিয়র নেতাদেরও ক্ষতির মুখে ফেলবে। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ আটকে যাবে এবং সেখানে বেসরকারি উদ্যোগে বা ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে পারবেন না তারা। নিষেধাজ্ঞার এ আদেশ সম্পর্কে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশটিতে রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন নজরে আসছে তাদের। দেশটির সরকার সুশীল সমাজকে লক্ষ্যবস্তু করে রাজনৈতিক কার্যকলাপের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে যা মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করেছে। এ ছাড়া সেখানকার সরকারদলীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা ব্যক্তিগত লাভের জন্য জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। হোয়াইট হাউস বলছে, ‘এই অবৈধ কার্যকলাপগুলো ঘুষ, চোরাচালান এবং অর্থ পাচারে জড়িত বিশ্বব্যাপী অপরাধমূলক নেটওয়ার্ককে সমর্থন করে এবং একই সঙ্গে অবদানও রাখে। যা জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অংশের বাসিন্দা ও সম্প্রদায়গুলোকে আরও দরিদ্র করে তোলে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইতোমধ্যেই জিম্বাবুয়েতে ‘বহু অপহরণ, শারীরিক নির্যাতন এবং বেআইনি হত্যার ঘটনা’ উল্লেখ করেছেন যা সেখানকার সাধারণ নাগরিকদের ‘চরম শঙ্কার’ মধ্যে ফেলে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার পাশাপাশি জিম্বাবুয়ের আরও ১০ জন ব্যক্তি এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা প্রাপ্তদের তালিকায় ফার্স্ট লেডি অক্সিলিয়া মানাঙ্গাগওয়া, ভাইস প্রেসিডেন্ট কনস্টান্টিনো চিওয়েঙ্গা এবং প্রতিরক্ষামন্ত্রী ওপাহ মুচিঙ্গুরিও রয়েছেন। নিষেধাজ্ঞার তালিকায় আছে জিম্বাবুয়ের জাতীয় পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (সিআইও)-এর সদস্যসহ কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাও। এ ছাড়া প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার উপদেষ্টা কুদাকওয়াশে ট্যাগওয়াইরি, তার স্ত্রী এবং তাদের দুটি ব্যবসার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ১৯৯০ এর দশকের গোড়ার দিকে প্রথম জিম্বাবুয়ের ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং অন্যান্য উচ্চ-পদস্থ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে সেসময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মূলত তাদেরকে দেশে গণতন্ত্রকে দুর্বল করার জন্য অভিযুক্ত করেছিল ওয়াশিংটন। 
০৫ মার্চ ২০২৪, ১২:৪৯

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আটক ৭
ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ-এপ্রিল ২ মাসের জাটকা রক্ষা ও অভয়াশ্রম বাস্তবায়ন কর্মসূচির নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীতে জাটকা ধরায় ৭ জেলেকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে সদর উপজেলার মেঘনা মোহনা এলাকা থেকে আটক করে নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।  তিনি বলেন, মধ্যরাত থেকে ২ মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে নৌ পুলিশ। জাটকা ধরার কারণে আটক ৭ জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে আজই আদালতে পাঠানো হবে। এ দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স ১২টি দল নদীতে মহড়া দিচ্ছে। ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস জাটকা রক্ষা ও অভয়াশ্রম বাস্তবায়নে সরকার ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। আইন অমান্য করে কোন জেলে নদীতে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।
০১ মার্চ ২০২৪, ২৩:৩৪

ডোপকাণ্ডে চার বছরের নিষেধাজ্ঞা পেলেন পগবা
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্বকাপ জিতানোর অন্যতম নায়ক ছিলেন পল পগবা। তবে ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে মাঠে নামা হয়নি এই তারকা ফুটবলারের। এবার ডোপকাণ্ডে জড়িত থাকার কারণে পগবাকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল। বিশ্ব অ্যান্টি-ডোপিং আইন অনুসারে, কেউ যদি এই অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তার চার বছরের শাস্তি হওয়াটা খুবই স্বাভাবিক। তবে এই শাস্তি কমানোর সুযোগও রয়েছে। এক্ষেত্রে খেলোয়াড়কে প্রমাণ করতে হবে, তিনি ইচ্ছেকৃতভাবে ডোপিংয়ের সঙ্গে জড়িত হননি। অথবা অভিযুক্ত অ্যাথলেট যদি তদন্তকারী কর্মকর্তাকে তথ্য দিয়ে যথাযথ সাহায্য করেন, তবেই শাস্তি কমানো যাবে। ২০২৩ সালের ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে জুভেস্টাসের ম্যাচের পর পগবার শরীরে টেস্টোস্টারেন টেস্ট করা হয়। পরে পরীক্ষার ফলাফল পজিটিভ হয়। তবে সেই ম্যাচে খেলেননি এই ফরাসী মিডফিল্ডার। গত বছরের ডিসেম্বরে পগবাকে অন্তত চার বছরের জন্য নিষিদ্ধ করার আবেদন জানান ইতালির প্রসিকিউটর। সেই আবেদনের সাপেক্ষে চূড়ান্ত রায়ে তাকে এই শাস্তি দিয়েছে ইতালির আদালত। এ বিষয়ে পগবার প্রতিনিধির কাছে জানতে চাওয়া হয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন এর পক্ষ থেকে। প্রশ্নের সাপেক্ষে জানা গেছে, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন পগবা। খেলাধুলা বিষয়ক সালিশি আদালতে এই আপিল করবেন জুভেন্টাস তারকা। টেস্টোস্টারেন হলো- পুরুষদের প্রধান স্টেরয়েড হরমোন, যা শুক্রাশয়ে উৎপন্ন হয়। এটি খেলার মাঠে খেলোয়াড়দের অতিরিক্ত শক্তি উৎপাদনে সহায়তা করে। আর খেলায় এই ধরনের কোনো কিছু গ্রহণ করা পুরোপুরি নিষিদ্ধ। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন পগবা। ইতালির সিরিয়াতে ফেরার পরই ইনজুরি হানা দেয় ৩০ বছর বয়সী এই তারকাকে। এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে ১৭৮টি ম্যাচ খেলেছেন পগবা।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়