• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
হাতিয়ায় খালের ওপর নির্মিত ভবন ভেঙ্গে দিলো মেয়র
নোয়াখালী হাতিয়া উপজেলা সদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় খালের ওপর নির্মাণাধীন তিনটি ভবন ভেঙ্গে দেওয়া হয়েছে।  শনিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে হাতিয়া পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্যা।  উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে হাতিয়া পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার ও উচ্ছেদের কাজে অংশ নেওয়া শ্রমিকরা জড়ো হন। পরে তারা হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কের পাশে খালের ওপর অবৈধ ভাবে নির্মিত তিনটি ভবন সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেন।  হাতিয়া পৌরসভার প্রধান নির্বাহী খালেদুজ্জামান জানান, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ীরা মার্কেটের পাশে আরও একটি ভবন তৈরি করেন। সেই ভবনের সামনের অংশে খালের ওপর তারা পেছনের মার্কেটের ন্যায় ভবন নির্মাণ করছেন। সরকারী জায়গায় ভবন নির্মাণের কোনো অনুমতি তাদের ছিল না। এজন্য উচ্ছেদ অভিযান করে খালের ওপর নির্মিত নতুন এই স্থাপনা সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া হয়েছে।  এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা কালে ওচখালী-নলচিরা প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। উৎসক জনতা রাস্তার পাশে দাড়িয়ে এই দৃশ্য দেখতে খাকেন। প্রায় শতাধিক শ্রমিকের ভবন ভাঙ্গার এই কাজ চলে দুপুর পর্যন্ত।  
১৬ মার্চ ২০২৪, ১৩:১৩

শিক্ষার্থীদের নকশায় নির্মিত হচ্ছে হাবিপ্রবির দৃষ্টিনন্দন ফটক
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের নির্মাণকাজ প্রায় সমাপ্ত। দৃশ্যমান হয়েছে মূল স্থাপনা। যার নয়নাভিরাম দৃশ্য বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। জানা যায়, ফটকটি নির্মাণের জন্য শিক্ষার্থীদের থেকে একটি ডিজাইন আহ্বান করা হয়। স্থাপত্য বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ফার্নিয়া কবির ও তার দল ডিজাইনটির জন্য নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ এই ফটকের নকশা প্রণয়ন করে। ২০২৩ সালের জুন মাসে এর নির্মাণকাজ শুরু হয়। ফটকটির মূল এন্ট্রি অংশ ২০ ফুট এবং পথচারী এন্ট্রি অংশ ১০ ফুট প্রশস্ত। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে অদ্যাবধি এই গেটের গুরুত্ব শিক্ষার্থীদের কাছে অপরিসীম। ভেতরে টিএসসি, ব্যাংক, ডি-বক্স, আবাসিক হলসহ গুরুত্বপূর্ণ নানান স্থাপনা ও ব্যক্তিদের পদচারণায় মুখর থাকে এই গেটটি। এ ছাড়াও গেটের পাশে অনেক টঙ দোকান থাকায় সর্বদায় ব্যস্ততা লেগে থাকে এই পথে। কৃষি অনুষদের শিক্ষার্থী জাবির আল মামুন বলেন, দেরিতে হলেও বিশ্ববিদ্যালয়ের প্রথম দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজ হচ্ছে এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের। বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো অনেকটা পরিচায়ক হিসেবে কাজ করে। আর্টিকেল কিংবা নিউজে সাধারণত বিশ্ববিদ্যালয়ের ফটকের ছবিগুলোই বেশি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে, দৃষ্টিনন্দন ফটকগুলো একটি ভালো ইম্প্রেশন তৈরিতেও যথেষ্ট ভূমিকা রাখে।  বিশ্ববিদ্যালয়ের প্লানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস শাখার পরিচালক অধ্যাপক ড. এ টি এম শফিকুল ইসলাম বলেন, আমাদের প্রথম ফটকটি পূর্বে থেকেই ছিল, এটি শুধু আধুনিকায়ন করা হয়েছে। প্রথম ফটকটি শুধুমাত্র প্রবেশদ্বার ছিল, যা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুব অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছিল। আধুনিকায়নের ফলে ফটকটির সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। কাজ প্রায় শেষ, খুব দ্রুতই উদ্বোধন করা হবে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়