• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ব্যতিক্রমধর্মী কাজ দিয়ে আলোচনায় নির্মাতা তারেক মাহমুদ সুমন
ঈদ আসলেই টিভি চ্যানেলগুলোতে নানান নতু নতুন কাজ দেখা যায়। সেই কাতারে আছে নানান বিজ্ঞাপনও। এবারের ঈদে মুক্তি পাওয়া সকল বিজ্ঞাপটনের মাঝে দর্শকদের মন জয় করেছে এক মুঠোফোন কোম্পানির একটি বিজ্ঞাপন।  বিজ্ঞাপন চিত্রটিকে আলাদা করে দেখার অন্যতম মূল কারণ হলো এর স্টোরি প্লট। মূলত বাক প্রতিবন্ধিদের প্লট নিয়ে বিজ্ঞাপনটির নির্মাণ। বিজ্ঞাপনটিতে অভিনয় করতে দেখা গিয়েছে, গুনিশিল্পী আশোক বেপারী সাথে নবাগত মিরাজ এবং সাবরিন আজাদকে। বিজ্ঞাপনটি নিয়ে নির্মাতা তারেক মাহমুদ সুমন জানান, সাধারণত বিজ্ঞাপনচিত্রর ক্ষেত্রে আমারা প্রোডাকশন হাউজ কোম্পানিরা মার্কেটিং এজেন্সি থেকে গল্পের ব্রিফ পেয়ে থাকি, এরপর গল্পের উপর ভিজুয়াল এর কাজ করা হয় আর কি। তবে এই মুঠোফোনটির বিজ্ঞাপনটির ক্ষেত্রে গল্পটা একটু আলাদা, অনেকেই জানেন না হয়তো, এই গল্পটা আমার নিজের লিখা, কিছু বাস্তবিক অনুপ্রেরনা থেকে। তাই মূলত ব্র্যান্ড পিচিং থেকে শুরু করে টিল এন্ড সবখানেই আমার ইনভলবেন্স ছিলো। সামনের নতুন কাজ নিয়ে তিনি বলেন, ঈদের পর ২০ তারিখ একটা ব্র্যান্ড-এর শুট আছে। ইতোমধ্যে আমার টিম সহ আমরা প্রি-প্রোডাকশন এর কাজ শুরু করে দিয়েছি। সো এটা আসলে চমক না, অন্য কি! সেটা আপাতত বলতে পারছি না।   
১০ এপ্রিল ২০২৪, ১৯:২৮

গুরুতর আহত হয়ে হাসপাতালে ঋতাভরীর বাবা নির্মাতা উৎপলেন্দু
গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঋতাভরীর বাবা নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। ভারতের এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গেছে, বাড়িতে খাট থেকে পড়ে কোমরের হাড় ভেঙে গেছে তার। বর্তমানে উৎপলেন্দু চক্রবর্তীর বয়স ৭৬।  একটি সূত্র জানায়, বুকে এবং ফুসফুসে সংক্রমণও রয়েছে উৎপলেন্দু চক্রবর্তীর। দীর্ঘদিন ধরে এই নির্মাতাকে দেখাশোনা করছেন অর্ঘ্য মুখোপাধ্য়ায়। তিনিই হাসপাতালে ভর্তি করেছেন উৎপলেন্দু চক্রবর্তীকে।   ডিজিটাল এক্সরে ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, খাট থেকে পড়ে যাওয়ায় উৎপলেন্দু চক্রবর্তীর ফিমার বোনে চিড় ধরেছে।  দীর্ঘদিন ধরেই দুই মেয়ে— ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা শতরূপা এবং স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই উৎপলেন্দু চক্রবর্তীর। বর্তমানে অসুস্থতা আর অর্থাভাবে নানানমুখী কষ্টে ভুগছেন এই নির্মাতা।   বর্তমানে ঠিকভাবে হাঁটাচলার শারীরিক ক্ষমতাও নেই উৎপলেন্দু চক্রবর্তীর। তিনি ‘চোখ’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। অথচ, সেই নির্মাতার থেকে এখন বিচ্ছিন্ন তার সিনেমার জগতের মানুষেরাও।   গত দেড় বছর ধরে ভারতের রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া ফ্ল্যাটে একাই থাকেন নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। দুই-তিন আগে রিজেন্ট পার্কের সেই বাড়িতেই খাট থেকে পড়ে যান বর্ষীয়ান এই নির্মাতা। এরপরেই তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। এখন উৎপলেন্দু চক্রবর্তীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে রাজ্য সরকারই।  সূত্র : আনন্দবাজার 
১০ এপ্রিল ২০২৪, ১৪:৪৩

ধাক্কা সামলে বাড়ি ফিরলেন নির্মাতা শিবপ্রসাদ
পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখার্জি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ‘বহুরূপী’ সিনেমার শুটিং সেটে কোমরে গুরুতর আঘাত পান তিনি। এরপর ভর্তি হন হাসপাতালে। চিকিৎসা শেষে রোববার (৭ এপ্রিল) হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন শিবপ্রসাদ।  এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন শিবপ্রসাদ। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ সকাল। বহুরূপীর সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। অসংখ্য ধন্যবাদ মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল-এর অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল স্টাফ এবং ডাক্তারদের। এ কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশা করি আপনাদের ভালবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত শুটিং কিছুদিনের জন্য বন্ধ কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।’   ‘বহুরূপী’ সিনেমার অন্যতম চরিত্রে অভিনয় করছেন আবীর আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। যৌথভাবে নির্মাণ করছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি।
০৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৮

হোটেলে চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহানের মেয়ের মরদেহ
প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন ‘রংধনু’ আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে ওঠেন তিনি। সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে পরবর্তীতে থানায় খবর দেয়। এরপর সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। তিনি জানান, সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। আর তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
০৮ এপ্রিল ২০২৪, ০০:০২

গুরুতর আহত নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি
শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ‘বহুরূপী’ সিনেমার শুটিং সেটে কোমরে গুরুতর আঘাত পান তিনি।   ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, গত কয়েক দিন ধরে কলকাতার ব্যারাকপুরে ‘বহুরূপী’ সিনেমাটির শুটিং চলছে। গতকাল ফ্লোরে শিবপ্রসাদ ও অভিনেতা আবীর চ্যাটার্জি শুটিং করছিলেন। থ্রিলার ঘরানার সিনেমাটিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্ট্যান্ট রয়েছে।  অন্য একজন অভিনেতার সঙ্গে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল শিবপ্রসাদের। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। তখনই সহ-অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান তিনি।   সিনেমাটির ইউনিটের একটি সূত্র জানায়, শিবপ্রসাদকে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বাকি অভিনেতাদের নিয়ে সিনেমাটির শুটিং চলছে।  প্রসঙ্গত, যৌথভাবে ‘বহুরূপী’ সিনেমাটি নির্মাণ করছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ। কলকাতার আগে বোলপুরে সিনেমাটির বড় অংশের শুটিং শেষ করেছেন তারা। সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে আবীর এবং ঋতাভরী চক্রবর্তী। আগামী পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।   সূত্র : জি বাংলা
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৫৭

বড় ‘গ্যাঞ্জামের’ ইঙ্গিত দিলেন নির্মাতা অমি
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। সেই ধারাবাহিকতায় রাজধানীর ব্যাটারি গলি নামে এক মহল্লার গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের তিন কিস্তি বানিয়ে দারুণ সাড়া ফেলেন তিনি। সব কটি কিস্তিই ইউটিউবে দর্শকের মাতিয়েছে। সেই আগ্রহ ও দর্শক চাহিদায় নির্মিত হতে যাচ্ছে চতুর্থ কিস্তি ‘ফিমেল ৪’। পূর্বের কিস্তিগুলোর তুলনায় ‘ফিমেল’ এবার আরও বড় পরিসরে নির্মিত হবে, মুক্তি পাবে একটি ওটিটি প্লাটফর্মে। মঙ্গলবার (৩ মার্চ) এ বিষয়ে এই ওটিটি প্ল্যাটফর্মটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন নির্মাতা অমি। চুক্তি স্বাক্ষর শেষে ফেসবুকে ছবি পোস্ট  করে ক্যাপশনে লিখেন, বড় গ্যাঞ্জামের আয়োজন চলছে। সাইনিং ‘ফিমেল ৪’।  অমি বলেন, আমার বানানোর নাটকগুলোর মধ্যে ‘ফিমেল’ অন্যতম জনপ্রিয় একটি কাজ। এর চরিত্রগুলোও ড্যান্স শাহ আলম, লাবু কমিশনারসহ প্রত্যেকেই আলাদাভাবে দর্শকদের কাছে পরিচিত। দর্শকরা চায় নতুন কিস্তি দেখতে। তাদের অনুপ্রেরণায় আমি সাহস পেয়েছি। তাই আরও বড় পরিসরে ‘ফিমেল ৪’ তৈরি করব। ‘ফিমেল ৪’ এর শুটিং শুরু হবে আসন্ন ঈদুল ফিতরের পরে। মুক্তির কথা রয়েছে ঈদুল আজহায়। এতে অভিনয় করবেন আগের অভিনয় শিল্পীরা। তবে হয়তো দু’একজন আর্টিস্ট পরিবর্তন হতে পারে গল্পের প্রয়োজনে। 
০৩ এপ্রিল ২০২৪, ২২:০১

সিলিকন ভ্যালি উৎসবে বাংলাদেশের তরুণ নির্মাতা সিজু
বাংলাদেশী নির্মাতা শাহনেওয়াজ খান সিজু, গেল ৮ মার্চ স্থানীয় সময় বিকেল ৪:৪৫ এ আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান হোসে শহরের হ্যামার থিয়েটার সেন্টারে ইউএস প্রিমিয়ার হলো তার নির্মিত ওয়ান শট মুভি 'নট আ ফিকশন'-এর। অস্কার কোয়ালিফাইং উৎসব সিনেকুয়েস্ট ফিল্ম এন্ড ভিআর ফেস্টিভ্যালে নিজের প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমার প্রদর্শনী শেষে সঞ্চালকের আমন্ত্রণে মঞ্চে ওঠেন নির্মাতা সিজু। এর পর সঞ্চালকের প্রশ্নের জবাবে সিনেমা নিয়ে কথা বলা শেষে পুরো হল ভর্তি দর্শকদের সামনে বাংলাদেশের লাল সবুজ পতাকা মেলে ধরেন তিনি। এই ঘটনার পরে কানাডা, মেক্সিকো, চীন, কলম্বিয়া, ইতালি, সাউথ কোরিয়া-সহ নানান দেশ থেকে আসা নির্মাতা, কলাকুশলী এবং মার্কিন দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো থিয়েটার। এরপর দেশের প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজের সুযোগ পাবার পরে ছবিটির কাজ আবারও শুরু করেন তিনি। ছবিয়ালে যুক্ত হবার পরে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রিপন নাথ এবং রনি সাজ্জাদ যুক্ত হন এই ছবির সঙ্গে এবং বিনামূল্যেই করেন পুরো ছবির কাজটি। এ ছাড়া এডিট এর কাজ করেন লিওন রোজারিও এবং কালার করেন রাশেদুজ্জামান সোহাগ। সিলিকন ভ্যালির প্রাণকেন্দ্রে চলমান এই উৎসবের বেস্ট ড্রামাটিক শর্টস বিভাগে নট আ ফিকশন এর প্রিমিয়ারের শো এর পরে সবাই বেশ আগ্রহী হয়ে উঠেছেন ছবিটি নিয়ে। আগামী ১৭ মার্চ রাত ৯ টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ক্যালিফোর্নিয়া থিয়েটার সেন্টারর উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে। এই উৎসবে বেস্ট ড্রামাটিক শর্টস বিভাগে পুরষ্কার পেলে ছবিটি সরাসরি কোয়ালিফাই করবে পৃথিবীর সবচাইতে বড় উৎসব অস্কারে। প্রসঙ্গত, সিজুর সঙ্গে এই ছবির সহ-প্রযোজক হিসেবে কাজ করছেন প্রখ্যাত চিত্রনাট্যকার, সাংবাদিক এবং গোল্ডেন গ্লোবসের সম্মানিত ভোটার সাদিয়া খালিদ রীতি।
১২ মার্চ ২০২৪, ২১:১৯

‘রঙ্গীন উজান ভাটি’র নির্মাতা শিল্পী চক্রবর্তী আর নেই
চলচ্চিত্র নির্মাতা শিল্পী চক্রবর্তী (৭১) আর নেই। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় রঙ্গীন ‘উজান ভাটি’ ছবির এই পরিচালক পুরান ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা আরটিভিকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।   খোঁজ নিয়ে জানা যায়, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী চক্রবর্তী। ২০২২ সালে তার একবার স্ট্রোক হয়েছিল। এরপর থেকে শিল্পী চক্রবর্তী শারীরিকভাবে দুর্বল ছিলেন। কবিরুল ইসলাম রানা বলেন, বুধবার (৬ মার্চ) রাতে তিনি (শিল্পী চক্রবর্তী) বাসায় মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যায় তিনি মারা যান। শিল্পী চক্রবর্তী বিনি সুতার মালা, উজান ভাটি, আমার আদালত, তোমার জন্য পাগল, সবার অজান্তে, চরমপত্র, মীমাংসা ছবিগুলো নির্মাণ করেন।
০৭ মার্চ ২০২৪, ২৩:১৫

অভিনেতা রুবেলকে নিয়ে নির্মাতা অমিতাভ রেজার বিস্ফোরক মন্তব্য
সবাইকে কাঁদিয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। তিনি আর সবার মাঝে নেই, এখনও বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে অভিনেতার সহকর্মী থেকে শুরু করে ভক্তদেরও। শোকাহত হৃদয়ে রুবেলকে শেষ বিদায় জানালেন তার স্বজন-সহকর্মীরা। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ আনা হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে। সেখানে তাকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা।  এ সময় আহমেদ রুবেলকে নিয়ে কথা বলতে গিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, আমার জীবনের প্রথম কাজ রুবেল ভাইয়ের সঙ্গে হয়েছিল। তিনি অসাধারণ অভিনেতা ও শক্তশালী ভয়েস আর্টিস্ট ছিলেন। রুবেল ভাই একজন নিঃসঙ্গ মানুষ ছিলেন। মৃত্যুর আগে পেয়ারার সুবাসের টিম ছাড়া আমরা কেউ তার সঙ্গে যোগাযোগ করিনি।  তিনি আরও বলেন, রুবেল ভাইয়ের মৃত্যুতে আমি একটি কথা সবার উদ্দেশে বলতে চাই। আমাদের ধূমপান বন্ধ করা উচিত। অতিরিক্ত ধূমপান ক্ষতিকর। আমি জানি না এখানে এই সময়ে কথাগুলো বলা উচিত হচ্ছে কি না। তবুও বলছি। কেননা আমরা রুবেল ভাইয়ের মতো আর কাউকে হারাতে চাই না।  অমিতাভ রেজা ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা রেদয়ান রনি, নাট্যব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফসহ বিনোদন অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব। এ সময় রুবেলকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় একাধিক সংগঠনের পক্ষ থেকে।   
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২১

নির্মাতা হারুনর রশীদ আর নেই
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নির্মাতা হারুনর রশীদ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩।  দেশের একটি গণমাধ্যমে হারুনর রশীদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতার মেয়ে রোমানা রশীদ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ জুমা বাড্ডা লিংক রোডের বাড়ির সামনের মসজিদে হারুনর রশীদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে বলে জানা গেছে।   রোমানা বলেন, আব্বা গত ২৭ দিন যাবত অসুস্থ। ব্রেন স্ট্রোক করেছিলেন। এরপর আব্বাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। পরশু দিনও আব্বা আমার সঙ্গে কথা  বলেছিলেন। গতকাল রাতে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। নির্মাতার মেয়ে আরও বলেন, উঠতি বয়সে ঢাকায় আসেন আব্বা। এরপর চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হন তিনি। আমার বাবার বন্ধুদের মধ্যে ছিলেন জহির রায়হান, খান আতাউর রহমান ও সালাউদ্দিন জাকী আঙ্কেলরা।  ১৯৪০ সালের ১৫ মার্চ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন হারুনর রশীদ। মৃত্যুর সময় ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। বাবার অসুস্থতার খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন নির্মাতার ছেলে।  ১৯৬৩ সালে পরিচালক সালাউদ্দিনের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বশীর হোসেন, জহির রায়হানের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ঢালিউডে নির্মিত মুক্তিযুদ্ধের কাহিনি নির্ভর অন্যতম সিনেমা ‘মেঘের অনেক রং’ ১৯৭৬ সালে মুক্তি পায়। ওই বছরে সেরা সিনেমা, পরিচালক, সংগীত পরিচালক (ফেরদৌসী রহমান), চিত্রগ্রাহক (হারুন অর রশিদ) ও শিশুশিল্পী (মাস্টার আদনান) বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি।  এছাড়া হারুনর রশীদের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে— ‘আমরা তোমাদের ভুলব না’, ‘গৌরব’, ‘রঙিন গুনাই বিবি’, ‘ধনবান’, ‘অসতী’। সহকারী পরিচালক হিসেবে হারুনর রশীদ কাজ করেছেন ‘সুয়োরানী দুয়োরানী’, ‘কাঞ্চনমালা’ ও ‘রূপবান’ সিনেমায়।  
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়