• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
পাবনার রূপপুরেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে বাংলাদেশ এবং রাশিয়া নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।  মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানা গেছে। বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সফররত রোসাটম মহাপরিচলককে বলা হয়, বাংলাদেশ আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী এবং সেটা রূপপুরেই। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে রাশিয়া ও রোসাটমের কাছে সহযোগিতা কামনা করা হয়। রোসাটম ও রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারাও এ বিষয়ে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী। ইতোমধ্যে প্রথম প্রকল্পের মাধ্যমে জনবল প্রশিক্ষিত করা হয়েছে। এদের দিয়েই দ্বিতীয় প্রকল্পের কাজও করানো যাবে। রোসাটমের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় প্রকল্পে খরচও কম পড়বে।
০২ এপ্রিল ২০২৪, ১৫:৫০

বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
কুয়ালালামপুরের অদূরে পুচং এলাকায় ফ্যাক্টরিতে কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাই বেশি। বিদেশি কর্মীদের ঘিরে এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যাবসা-বাণিজ্য। তবে ছিল না কোনো মসজিদ। এবার এখানেই জামে মসজিদ নির্মাণের জন্য প্রায় সাত কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মালয়েশিয়ান নাগরিক।  রমজানের শুরুতেই অনুদান ও মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক এ ঘোষণা দেন মসজিদ কমিটির সভাপতি স্থানীয় নাগরিক হাজি ওথস ম্যান বিন এনগাদিমিন। এ সময় অনুদানের বিষয়টিও নিশ্চিত করেন তিনি। ঘোষণার সময় দান করা ঐ মালয়েশিয়ান নাগরিক উপস্থিত থাকলেও নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। এ সময় প্রবাসী বাংলাদেশিদের জন্য মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণে এগিয়ে আসায় ধন্যবাদ জানান মসজিদের সার্বিক তত্ত্বাবধায়নে থাকা মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। এর আগে, মাত্র দুই রিঙ্গিতে সরকারি এই জায়গা বরাদ্দ করা হয় বাংলাদেশিদের মসজিদ নির্মাণের জন্য। এদিকে মসজিদ নির্মাণের এ ঘোষণায় দারুণ উচ্ছসিত সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।   
২৯ মার্চ ২০২৪, ১১:০৮

বই বিক্রি করে মসজিদ নির্মাণে টাকা দিলেন সংগীতশিল্পী তাশরিফ
বর্তমান সময়ের অন্যতম দর্শকপ্রিয় গায়ক তাশরিফ খান। গানের পাশাপাশি প্রায়ই নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকটায় এবার  সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিয়েছেন গায়ক তাশরিফ খান। তবে সেখানে তিনি গানের টাকা নয়, বই বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়েছেন। একটি ভিডিও বার্তা পোস্ট করে এই গায়ক লিখেছেন, আল্লাহর ঘর নির্মাণে সামান্য অবদান আমারও থাকুক। এখানে গানের কোনো টাকা জমা হবে না, আমার বই বিক্রির উপার্জন থেকে জমানো অর্থ দিয়ে অংশগ্রহণ করছি। নেটিজেনরা বলছেন তাশরিফ খান বিশ্বাস করেন গানের টাকা দেওয়া যাবে না, সেটা হারাম। তাই তিনি বইয়ের টাকা দিয়েছেন। আরেকজন বলছেন, তিনি হারাম জেনেও গান গেয়ে টাকা ইনকাম করে যাচ্ছেন। এসব নিয়ে সামাজিকমাধ্যমে তর্ক বিতর্ক চলছে। যদিও এক শ্রেণির সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা তাশরিফকে প্রশংসায় ভাসাচ্ছেন। অন্যদিকে সংগীত সংশ্লিষ্টরা তাশরিফের এই বিষয়টি নিয়ে তাকে ‘ভণ্ড’ আখ্যা দিচ্ছেন।
১০ মার্চ ২০২৪, ২০:৩২

বিটিভির সাব-স্টেশন নির্মাণে লুটপাট, প্রকাশ্য তদন্তে দুদক
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সাব-স্টেশন নির্মাণ কাজ না করেই বিল উত্তোলনের মাধ্যমে অর্ধকোটি টাকা লুটপাটের অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। কোয়ালিটি পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বড় অংকের ঘুষের বিনিময়ে ওই কাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। দুদকের অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর কমিশন থেকে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ৮ ধরনের নথিপত্র তলব করে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক বরাবর চিঠি পাঠিয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা। আগামী ১৮ জানুয়ারির মধ্যে এসব নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। চিঠিতে যে সব নথিপত্র তলব করা হয়েছে তার মধ্যে রয়েছে— বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বিটিভির বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের মেরামত ও সংস্কার কাজের (WD-13 প্যাকেজ) রেকর্ডপত্র। যেমন-কেন্দ্র ও উপকেন্দ্র ভিত্তিক অনুমোদিত প্রাক্কলন, বরাদ্দপত্র ও প্রশাসনিক অনুমোদন। পত্রিকায় প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তি এবং কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার কর্তৃক দাখিলকৃত দরপত্র সিডিউল এবং প্রাক্কলিত ব্যয়ের HOPEকর্তৃক অনুমোদিত কপি। তুলনামূলক বিবরণী ও মূল্যায়ণ কমিটির প্রতিবেদন। ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র। বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রে সম্পাদিত কাজের চূড়ান্ত প্রতিবেদন এবং বিভিন্ন কেন্দ্রের কর্মকর্তা কর্তৃক কাজ সম্পাদনের/বিল পরিশোধের প্রত্যয়ন। বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের কাজের বিপরীতে ঠিকাদারকে প্রদত্ত প্রথম থেকে চূড়ান্ত বিলের কপি এবং বিল ও চেক বই রেজিস্টার। বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ের এবং বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের কাজের তদারকি এবং বিল প্রদানের সুপারিশকারী প্রকৌশলীর নাম ও ঠিকানা। লট-৩ (জেনারেটর ক্রয়) এর চুক্তি সংক্রান্ত এবং প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় নথি, দরপত্র শিডিউল, মূল্যায়ন প্রতিবেদনের কপি। এর আগে ২০২২ সালের ১৫ মে বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক মনির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মাধ্যমে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালায় দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলীর নেতৃত্বে পরিচালিত এনফোর্সমেন্ট টিমের অভিযানে প্রাথমিক সত্যতা মিলেছিল। অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের ১৪টি উপকেন্দ্রে নতুন ২৫০ কেভিএ সাব-স্টেশন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার সঠিকভাবে কাজটি সম্পন্ন না করায় প্রথমে সম্পূর্ণ বিল প্রদান না করে আংশিক বিল প্রদান করা হয়েছিল। কিন্তু প্রকল্প পরিচালক হিসাবে মুনীর আহমেদ দায়িত্ব পাওয়ার পর ঘুষের বিনিময়ে ঠিকাদারকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৫ টাকার বিল দিয়ে দেন। এ ছাড়া আরও কিছু অভিযোগও তোলা হয়।  
১৫ জানুয়ারি ২০২৪, ১৪:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়