• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্ত
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শিল্পীদের মাঝে উত্তেজনা বাড়ছে। শিল্পী সমিতির নির্বাচনের তারিখ নিয়ে কম জল ঘোলা হয়নি। আগামী ১৯ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছিল।  পরে ২৭ এপ্রিল নতুন তারিখ ঘোষণা করা হয়। তবে সব জল্পনা কাটিয়ে ১৯ এপ্রিলই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। মিশা সওদাগরের আবেদনের প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৯ এপ্রিল করা হয়েছে। এমনটাই জানিয়েছেন ২০২৪-২৬ মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। শিল্পী সমিতির নির্বাচনের তারিখ নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রথমে কার্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্তে ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত ছাড়াই নির্বাচনের তারিখ পিছিয়ে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল তফশিল ঘোষণা করেন বলে অভিযোগ করেন মিশা। নতুন তারিখ ঘোষণায় বিস্মিত গত দুই মেয়াদের সাবেক সভাপতি মিশা সওদাগর। নতুন তারিখের ফলে আর্থিক ক্ষতিসহ বহু সমস্যার মোকাবেলা করতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দেন এই অভিনেতা। তার প্রেক্ষিতেই পূর্ব নির্ধারিত তারিখেই হবে শিল্পী সমিতির নির্বাচন।  এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মিশা সওদাগর-ডিপজলের বিপরীতে লড়বেন মাহমুদ কলি-নিপুণ আক্তার। চলতি সপ্তাহে দুই প্যানেলের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা হবে বলে জানা গেছে।
২৬ মার্চ ২০২৪, ১৭:৪২

যে কারণে স্ট্যাটাস দিয়ে ডিপজলকে ভোট দেওয়ার ঘোষণা দিলেন আন্না
আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মিশা সওদাগর-ডিপজলের বিপরীতে লড়বেন মাহমুদ কলি-নিপুণ আক্তার। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়ে সভাপতি পদে নির্বাচন করার কথা জানিয়েছেন অভিনেতা ড্যানি সিডাক। চূড়ান্ত প্যানেল ঘোষণা না হলেও প্রাচরণায় ব্যস্ত রয়েছেন শিল্পীরা। এদিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সভাপতি প্রার্থী মনোয়ার হোসেন ডিপজলকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। তিনি লেখেন, আর কাকে কি দিবো জানি না এখনো। তবে ইনশাআল্লাহ মনোয়ার হোসেন ডিপজলকে ভোট দিবো এটা কনফার্ম। কারণ উল্লেখ করে আন্না আরও লেখেন, উনি কিন্তু কাউকে দিয়ে বলায় নাই কিংবা আমাকে অনেক টাকাও পাঠায়নি। গতবারের একজনের মতো ঘুষ দিতে চায়নি। ভোট উনাকে দিবো কারণ, উনি আমার ওস্তাদ আর তিনি বাংলা সিনেমার কিং। তার কারণে অনেক শিল্পী কর্ম পেয়েছে ফিল্ম জগতে। এমন ঘোষণার পর এই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই স্ট্যাটাসের কারণে ভোটার তালিকা থেকে আমার নামও বাদ পড়তে পারে। এটি অস্বাভাবিকের কিছু না। শুনেছি, সমিতির নিয়মিত ভোটার এবং মাসিক চাঁদা পরিশোধ করার পরও ভোটার তালিকায় নাম ওঠেনি আমাদের কয়েকজন শিল্পীর। এগুলো কেন করা হয়েছে সবাই অবগত। অলরেডি নির্বাচন ঘিরে একটা নোংরামি শুরু হয়েছে।  কেন স্ট্যাটাস দিয়েছি তারও কারণ আছে। সবকিছু প্রকাশ্যে আনতে চাই না। আমাদের সাধারণ শিল্পীদের চাওয়া গতবারের মতো এবার যাতে নোংরামি না হয়। আমরা সুস্থ ও সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করছি। বললেন আন্না। প্রসঙ্গত, ডিপজল-আন্না একসঙ্গে চারটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাগুলো হচ্ছে —‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘বাজারের কুলি’, ‘সমাধি’ ও ‘ওরা ১১ জন’।
২৬ মার্চ ২০২৪, ১৬:১৬

উপজেলা নির্বাচন / অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ মার্চ) সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন ব্যতীত কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না।   তিনি আরও বলেন, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল। কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের অপেক্ষা না করে আগেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের নির্দেশনা দিয়েছে ইসি।
২৫ মার্চ ২০২৪, ১৯:০১

অবশেষে নির্বাচনের টিকিট পেলেন কঙ্গনা
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। কাজের পাশাপাশি নানান বিতর্কিত মন্তব্যের কারণেই খবরের শিরোনামে থাকেন তিনি। বলিপাড়ায় ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিতি রয়েছে এই অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে উঠে আসেন চর্চায়। এবার এই নায়িকা লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন। এনডিটিভির তথ্য অনুসারে, রোবাবার (২৩ মার্চ) বিজেপি লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রতিনিধিদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতের। এ অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি প্রার্থী হিসেবে কঙ্গনার নাম ঘোষণার পর এক্সে (টুইট) একটি পোস্ট দিয়েছেন। এতে কঙ্গনা লেখেন, আমার প্রিয় ভারত এবং ভারতীয় জনতার নিজেদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় নিঃস্বার্থভাবে সমর্থন করেছে। লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে বিজেপি জাতীয় নেতৃত্বে আমার নাম ঘোষণা করেছে। আমি আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়াই করব। আমি হাইকমান্ডের এই সিদ্ধান্তকে মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, বিজেপির রাজনীতিতে যোগ দেবেন কঙ্গনা। লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন সে গুঞ্জনও অনেক দিনের। মূলত, বিজেপির পক্ষে সাফাই গাওয়া, নরেন্দ্র মোদির প্রশংসা করার রেশ ধরেই এই গুঞ্জন চাউর হয়। সর্বশেষ রাজনীতিতে নাম লিখিয়ে এ অভিনেত্রী বলেন, আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি।
২৫ মার্চ ২০২৪, ১৭:১২

উপজেলা নির্বাচনে আপিল নিষ্পত্তি করবেন ডিসিরা
ষষ্ঠ উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসাররা। এ নির্বাচনে জেলা প্রশাসককে আপিল কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে যাচাই-বাছাইয়ে বাদ-পড়া প্রার্থীদের ডিসিদের কাছে আবেদন করতে হবে।  নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আপিল শুনানির জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে আপিল শুনানি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।  এর আগে ইসি জানায়, চার ধাপে দেশের ৬ বিভাগের ৩৪৪টি উপজেলার নির্বাচন হবে। ইসি ঘোষিত তালিকা অনুযায়ী রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি তৃতীয় ধাপে ৭৭টি ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট হবে। এরমধ্যে প্রথম ধাপে আগামী ৪ মে রাজশাহী অঞ্চলের জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর; বগুড়ার সারিয়াকান্দা, সোনাতলা ও গাবতলী; চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁর ধামইরহাট, পত্নীতলা, মহাদেবপুর ও বদলগাছী; রাজশাহীর গোদাগাড়ী ও তানোর; নাটোরের নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া; সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বেলকুচি; পাবনার সাঁথিয়া, সুজানগর ও বেড়া। রংপুর অঞ্চল : পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোরিয়া; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও হরিপুর; নীলফামারীর ডোমার ও ডিমলা; দিনাজপুরের ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর; লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা; রংপুরের কাউনিয়া ও পীরগাছা; কুড়িগ্রামের রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী; গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি। খুলনা অঞ্চল : মেহেরপুর সদর ও মুজিবনগর; কুষ্টিয়ার খোকসা, কুষ্টিয়া সদর ও কুমারখালী; চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা; ঝিনাইদহের ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ; যশোরের মনিরামপুর ও কেশবপুর; মাগুরার মাগুরা সদর ও শ্রীপুর; নড়াইলের কালিয়া; বাগেরহাটের বাগেরহাট সদর, রামপাল ও কচুয়া; সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর। বরিশাল অঞ্চল : বরিশাল সদর ও বাকেরগঞ্জ; পিরোজপুরের মঠবাড়িয়া ও ভান্ডারিয়া। ঢাকা অঞ্চল : ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ; গোপালগঞ্জের গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া; নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ সদর ও বন্দর; গাজীপুরের গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া; রাজবাড়ীর কালুখালী ও পাংশা; মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর; ফরিদপুরের চরভদ্রাসন, মধুখালী ও ফরিদপুর সদর; মাদারীপুরের মাদারীপুর সদর, শিবচর ও রাজৈর; শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ; নরসিংদীর নরসিংদী সদর ও পলাশ; টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর; মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া; কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া। ময়মনসিংহ অঞ্চল : ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর; জামালপুরের জামালপুর সদর ও সরিষাবাড়ী; শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী; নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা। দ্বিতীয় ধাপে আগামী ১১ মে রাজশাহী অঞ্চলের জয়পুরহাট সদর ও পাঁচবিবি; বগুড়ার দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর; রাজশাহীর পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর; নাটোরের লালপুর ও বাগাতিপাড়া; সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ; পাবনার চাটমোহর, ভাংগুড়া ও ফরিদপুর। রংপুর অঞ্চল : পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ; ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল; নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা; দিনাজপুরের বিরল, কাহারোল, বীরগঞ্জ ও বোচাগঞ্জ; লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী; রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ; কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও কুড়িগ্রাম সদর; গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও গাইবান্ধা সদর। খুলনা অঞ্চল : মেহেরপুরের গাংনী; কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর; চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা; ঝিনাইদহের হরিণাকুন্ড ও শৈলকুপা; যশোরের চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা; মাগুরার শালিখা ও মহম্মদপুর; নড়াইলের নড়াইল সদর ও লোহাগড়া; বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী; খুলনার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা; সাতক্ষীরার তালা, দেবহাটা ও আশাশুনি। বরিশাল অঞ্চল : বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর ও বানারিপাড়া; পটুয়াখালীর দশমিনা, গলাচিপা ও বাউফল; পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ; ভোলার বোরহানউদ্দিন, ভোলা সদর ও দৌলতখান; ঝালকাঠির ঝালকাঠি সদর ও নলছিটি; বরগুনার বেতাগী ও বরগুনা সদর। ঢাকা অঞ্চল : ঢাকার সাভার ও ধামরাই; গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর; নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার; গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর; রাজবাড়ীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি; মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর; ফরিদপুরের নগরবান্দা ও সালথা; মাদারীপুরের কালকিনি ও ডাসার; শরীয়তপুরের শরীয়তপুর সদর ও জাজিরা; নরসিংদীর বেলাবো ও মনোহরদী; টাঙ্গাইলের ভূঞাপুর, কালিহাতি ও ঘাটাইল; মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গিবাড়ী; কিশোরগঞ্জের কটিয়াদী, নিকলী ও অষ্টগ্রাম। ময়মনসিংহ অঞ্চল : ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর; জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; শেরপুরের নালিতাবাড়ী ও নকলা; নেত্রকোনার নেত্রকোনা সদর, পূর্বধলা ও বারহাট্টা। তৃতীয় ধাপে আগামী ১৮ মে রাজশাহী অঞ্চলের- বগুড়ার বগুড়া সদর, শাজাহানপুর, শিবগঞ্জ; নওগাঁর আত্রাই ও রাণীনগর; রাজশাহীর পবা ও মোহনপুর; নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম; সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী; পাবনার পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী। রংপুর অঞ্চল : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ; নীলফামারীর নীলফামারী সদর, দিনাজপুরের দিনাজপুর সদর, খানসামা, চিরিরবন্দর; লালমনিরহাটের লালমনিরহাট সদর; রংপুরের রংপুর সদর ও গঙ্গাচড়া; কুড়িগ্রামের ফুলবাড়ী, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী; গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ। খুলনা অঞ্চল : যশোরের যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া; বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; সাতক্ষীরার কলারোয়া ও সাতক্ষীরা সদর। বরিশাল অঞ্চল : বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা। ঢাকা অঞ্চল : মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া; ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর, শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট; নরসিংদীর শিবপুর ও রায়পুরা; টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর; মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর; কিশোরগঞ্জের ইটনা, তাড়াইল, করিমগঞ্জ ও মিঠামইন। ময়মনসিংহ অঞ্চল : ময়মনসিংহের ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল; জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ; নেত্রকোনার মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী। চতুর্থ ধাপে আগামী ২৫ মে রাজশাহী অঞ্চলের- বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট; নওগাঁর নওগাঁ সদর ও মান্দা; রাজশাহীর চারঘাট ও বাঘা; সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জ। রংপুর অঞ্চল- দিনাজপুরের ফুলবাড়িয়া, পার্বতীপুর ও নবাবগঞ্জ; রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ। খুলনা অঞ্চল- খুলনার রূপসা, দাকোপ ও বটিয়াঘাটা। বরিশাল অঞ্চল- বরিশালের মুলাদী ও হিজলা; পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী; ভোলার মনপুরা ও চরফ্যাশন; বরগুনার আমতলী ও তালতলী। ঢাকা অঞ্চল- ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী; টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল ও সখীপুর; কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব। ময়মনসিংহ অঞ্চল- ভালুকা, গফরগাঁও ও নান্দাইল এবং নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলা।
২৩ মার্চ ২০২৪, ১৫:৪৭

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আগামী ১৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। ২৭ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৪-২৬ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন। ইতোমধ্যেই নতুন-পুরোনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছেন। তবে নতুন খবর হলো এত প্রস্তুতির মাঝেও নির্বাচন স্থগিতের আভাস পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বলেন, নির্বাচন পেছানোর জন্য আমাদের কাছে চিঠি এসেছে। আবার নির্বাচন এগিয়ে আনার জন্যও চিঠি এসেছে। তারা তাদের মতো করে যুক্তি তুলে ধরে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। অন্যদিকে সরারসরি নির্বাচন স্থগিত চেয়েও আবেদন করা হয়েছে। শিল্পী সমিতির চলমান মামলার কাগজসহ কমিশনে আবেদন করেছেন। আমরা নির্বাচন কমিশন মিটিং করে একজন আইনজীবী নিয়েছি। তার পরামর্শ নেব। বিষয়টা আদালতের ওপর নির্ভর করছে। ১৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে সম্প্রতি ২৭ এপ্রিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান খোরশেদ আলম খসরু। নতুন এই তারিখ ঘোষণায় বিস্মিত গত দুই মেয়াদের সাবেক সভাপতি মিশা সওদাগর। নতুন তারিখের ফলে আর্থিক ক্ষতিসহ বহু সমস্যার মোকাবিলা করতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছেন এই অভিনেতা। এবারের নির্বাচনে মিশা সওদাগর (সভাপতি পদপ্রার্থী) ও মনোয়ার হোসেন ডিপজল (সাধারণ সম্পাদক পদপ্রার্থী) থাকবেন এক প্যানেলে। অন্যদিকে, মাহমুদ কলি (সভাপতি পদপ্রার্থী) ও নিপুণ আক্তার (সাধারণ সম্পাদক পদপ্রার্থী) থাকবেন এক প্যানেলে।
২১ মার্চ ২০২৪, ২১:১৬

উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সই লাগবে না ভোটারের, বাড়ল জামানত
নির্বাচন কমিশন (ইসি) আগামী মে মাসে হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধিমালায় কিছু সংশোধন এনেছে। একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেছে সংস্থাটি। আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। এর বাইরে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণবিধিমালায় আরও কিছু সংশোধনী আনা হয়েছে।  সংশোধিত বিধি অনুযায়ী, প্রার্থীদের জামানত রক্ষায় প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। এতদিন তা ছিল প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ। এ ছাড়া এবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা জনসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে পারবেন। প্রার্থীরা সাদাকালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন। বিধিতে নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে ইসির ক্ষমতা স্পস্ট করা হয়েছে। আগামী মে মাসে ৪ ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি। প্রথম ধাপে আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোট হবে।
২০ মার্চ ২০২৪, ১৩:৪৯

‘ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে’
ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।  ভারতের ১৮তম লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) এ মন্তব্য করেছেন তিনি।  দেশের আইনশৃঙ্খলা পরিচালনার কাজ এবং তা কার্যকরী করার সার্বিক ক্ষমতা এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে জানিয়ে রাজীব কুমার বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনকিছুকে তোয়াক্কা করবে না। যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সর্বোচ্চ ক্ষমতাবল প্রয়োগ করবে কমিশন। এ পরিস্থিতিতে ভারতে নকশাল দমনে কঠোর অবস্থান নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। সূত্র বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে মহারাষ্ট্রের গড়চি রৌলিতে নিহত হয়েছে চার মাওবাদী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সহিংসতা ছড়ানোর উদ্দেশেই তারা তেলেঙ্গানা থেকে গড়চিরৌলি ঢুকেছিল বলে জানিয়েছে পুলিশ।  মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার পুলিশ সুপার জানান, আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে তৎপর হয়েছিল তেলেঙ্গানা রাজ্য কমিটির কিছু সদস্য।গতকাল সোমবার বিকেলে গোপন সূত্রে পুলিশের কাছে এই তথ্য আসে। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট এলাকায় মাওবাদী অভিযানে নামে সিআরপিএফ ও রাজ্য পুলিশের সি-৬০ কমান্ডাররা। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটলে মারা যায় ওই চার মাওবাদী।  স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ওইসব অঞ্চলে এখনও মাওবাদীরা লুকিয়ে থাকতে পারে এবং সে কারণে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলছে।
২০ মার্চ ২০২৪, ১০:৩৮

নিপুণকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন মালেক আফসারী
গেলবার নিপুণকে সাপোর্ট করেছিলাম। তখন ভেবেছিলাম জায়েদ খানকে কোণঠাসা করতে পারলেই চলচ্চিত্রের বিরাট উন্নয়ন হবে। কিন্তু তা কিছুই হয়নি। হয়েছে বিদেশি সিনেমা আমদানি। ১০ লাখ টাকা ১৮ সমিতি ভাগ করে নিয়েছে। নিপুণ আপনি এই দীর্ঘ সময়ে কিছু করতে পারেননি। সবচেয়ে বড় কষ্টের, আপনার কাছের মানুষই দূরে সরে গেছে। সবাই এখন ডিপজল-মিশার প্যানেলে। ২ বছর আগে ডি এ তায়েব নিপুণকে সাপোর্ট করার জন্য অনুরোধ করেছিলেন। এখন বলে না। কারণ, এই ২ বছরে নিপুণ কিছুই করতে পারেনি। নিপুণ নিজেকে নিজে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের পক্ষ ছেড়ে মিশা-ডিপজলের পক্ষ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার ‘মাস্টার মেকার’ খ্যাত নির্মাতা মালেক আফসারী। এ সময় প্রশ্ন রেখে ‘উল্টা পাল্টা’ সিনেমার এই পরিচালক বলেন, গত ২ বছরে শিল্পী সমিতি কী করেছে? এটা নিয়ে বড় একটি প্রশ্ন। গতবারের শিল্পী সমিতির নির্বাচন জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছিল। নিপুণ আপনি ২ বছরে কী করলেন? আপনি তো আপনার সভাপতিকেই ধরে রাখতে পারলেন না। এখন আপনি সভাপতি পাচ্ছেন না। আর আপনার সভাপতি এসব কী বলে? এ কথাগুলো কি আপনার বিরুদ্ধে যাচ্ছে না। নিশ্চয়ই যাচ্ছে। শিল্পী সমিতির ব্যর্থতার কথা উল্লেখ করে ‘ঠেকাও মাস্তান’র মালেক আফসারী বলেন, আপনারা গত দুই বছরে একটা সফল সাধারণ মিটিং করতে পারেননি। কাউকে এক করতে পারেননি। খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। দুই বছর এটিই চলছে। নিপুণ আপনি কথা দিয়েছিলেন ছয়টি সিনেমা করবেন। নানা শাহ দুটি সিনেমা করতে চেয়েছিলেন কিন্তু তাকে কেউ সহযোগিতা করেননি। আমি নিজেও জানি আপনি ছয়টি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সেই সিনেমাগুলো হয়েছে? যোগ করে তিনি আরও বলেন, আপনার এক বক্তব্যে বলেছিলেন—একজন প্রযোজক এনে ‘সুজন মাঝি’ নামে একটি সিনেমা বানিয়েছেন। সেটি তো লো বাজেটের সিনেমা ছিল। বর্তমান যুগে যুগে এ ধরনের সিনেমা চলে কি না, সেটা আপনার বোঝা উচিত। আর এ ধরনের সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কী উপকার হবে, সেটি আপনিই ভালো জানেন। আরও দুঃখের কথা, আপনি বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনবেন, সেটিও পারেননি। সবচেয়ে বড় কষ্টের নায়িকা শাহনূর, সুচরিতা ম্যাডাম আপনার বিরুদ্ধে বলছেন। কেন এমন হয়েছে জানি না। তবে আপনি কিন্তু সফল হননি এটা কিন্তু বোঝা যায়। এ সময় ‘হীরা চুনি পান্না’ সিনেমার অভিনেতা ডিপজলের প্রশংসা করে পরিচালক মালেক আফসারী বলেন, টাকা-পয়সা তো অনেকেরই আছে। কয়জন দেয়। ডিপজল সাহেব নিঃসন্দেহে একজন ভালো মানুষ। এ জন্য তাকে আমি সাপোর্ট করব। শাকিব খান নির্বাচনে না আসায় খুশি হয়েছি। মানুষ হিসেবে ডিপজল সাহেবের জবাব নেই। তিনি এবার নির্বাচন করবেন। আমি তার পক্ষে। তিনি সবার বিপদে সবসময় পাশে থাকেন। বর্তমানে অধিকাংশ শিল্পীর হাতে কাজ নেই। এদের মধ্যে কেউ তার কাছে গিয়ে খালি হাতে ফিরে আসেনি কখনো। সাভারে একটি জেলে বস্তি আছে সেখানকার গরিব মানুষদের বিপদে কিন্তু এই ডিপজল সাহেবই পাশে থাকেন। সর্বশেষ তিনি বলেন, সমিতি দিয়ে সিনেমার উন্নতি হবে না। সমিতি হচ্ছে সদস্যদের ভালো-মন্দ দেখার জন্য। শিল্পীদের বিপদে পাশে থাকবে। এ ছাড়া কিছুই না। ১৮ সমিতি যদি মিলে একটি সিনেমা উপহার দিতে পারত তাহলে আজ গর্ব নিয়ে বলতে পারতাম। সিনেমা বানাতে হবে সিনেমার মতো। ২০ থেকে ৪০ টাকার এইগুলো কি সিনেমা। আজকাল এই টাকায় নাটকই তৈরি হয়।
১৮ মার্চ ২০২৪, ১৫:১৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নির্বাচন কমিশনের পুষ্পস্তবক অর্পণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসির পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা পুষ্পস্তবক অর্পণ করেন। অপরদিকে ইসি সচিবালয়ের পক্ষে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আইডিয়া, ও ইভিএম প্রকল্পসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
১৭ মার্চ ২০২৪, ২৩:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়