• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর গাড়িতে পাথর নিক্ষেপ 
পশ্চিমবঙ্গের মালদায় ভারতীয় কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীর গাড়িতে পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে গাড়িটির জানালার কাচ ভেঙে গেলেও অক্ষত রাহুল।  বুধবার (৩১ জানুয়ারি) সকালে পাথর নিক্ষেপের এ ঘটনাটি ঘটে। এদিন ‘ভারত জোড়ো নবযাত্রার’ অংশ হিসেবে বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন রাহুল গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেছিল ভারতীয় কংগ্রেস। তবে ওই আলোচনা ভেস্তে যায়। এরপরই রাহুল গান্ধীর গাড়ির ওপর হামলার ঘটনা ঘটল। আলোচনা ভেস্তে যাওয়ার পর এই দুই দল প্রকাশ্যে একে-অপরের সমালোচনা করেছে। যদিও ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে গঠিত জোট— ‘ইন্ডিয়া’তে আছে দুই দলই। কংগ্রেসের এমপি অধীর রঞ্জন চৌধুরী হামলার ব্যাপারে বলেছেন, ‘খুব সম্ভবত ভিড় থেকে কেউ একজন পাথর নিক্ষেপ করেছে। এটি ছোট একটি ঘটনা। কিন্তু এতে বড় কিছু হতে পারত।’ একইদিন মালদায় গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। মালদায় নিজের ‘জনসংযোগ যাত্রায়’ দেওয়া বক্তব্যে মমতা বলেছেন, ‘আমি রাজনীতি খুব বেশি করি না। কিন্তু কিছু দল আছে, যারা নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কিচিরমিচির করছে। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা একা লড়াই করব। যদি কেউ বিজেপিকে হারাতে পারে; সেটি হলো তৃণমূল কংগ্রেস।’
৩১ জানুয়ারি ২০২৪, ১৮:১০

একই পরিবারের ৩ জনের মুখে এসিড নিক্ষেপ
বরিশালে পাওনা টাকা ফেরত চাওয়ায় স্বামী-স্ত্রী এবং তাদের দেড় বছর বয়সী শিশু কন্যার মুখে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার চর নেহালগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন- পাওনাদার রিয়াজ হাওলাদার, তার স্ত্রী খাদিজা ও দেড় বছর বয়সী সন্তান জান্নাতি। তারা গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি আছেন। আহত রিয়াজ হাওলাদার বলেন, আমার চাচাতো ভাই ফিরোজ ও মিরাজ সাত বছর আগে ট্রলার কেনার জন্য আমার কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। দীর্ঘদিন ধরে টাকা চাইলেও ফেরত না দিয়ে উল্টো আমাকে হুমকি দিয়ে আসছিলেন তারা। এরই জেরে শুক্রবার রাতে পরিবারসহ আমি ঘরে শুয়ে ছিলাম। এ সময় ফিরোজ, মিরাজসহ ৪ জন জানালা দিয়ে আমাদের লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে আমাদের শরীর ঝলসে যায়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, শনিবার (২৭ জানুয়ারি)  দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেছি। জড়িতদের দ্রুত আটক করা হবে।
২৭ জানুয়ারি ২০২৪, ২০:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়