• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
‘অনিবন্ধিত অনলাইন পোর্টালকে শৃঙ্খলার মধ্যে আনা হবে’
অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে শৃঙ্খলার মধ্যে আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অনলাইনে কতগুলো অনিবন্ধিত পোর্টাল আছে, যেগুলো বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। সেগুলোকে শৃঙ্খলায় আনার একটা পরিকল্পনা আমাদের আছে। যেসব অনলাইন পোর্টাল পেশাদার, রেজিস্টার্ড (নিবন্ধিত) এবং আইনগতভাবে সিদ্ধ, সেগুলোই থাকবে এবং চলবে। যাতে করে সবকিছুর মধ্যে একটা জবাবদিহি এবং শৃঙ্খলা থাকে। যেটা সাংবাদিকরাও চান। তিনি বলেন, সাংবাদিকরা যেমন বলেন, গোটা বাংলাদেশে গণমাধ্যমে একটা শৃঙ্খলা নিয়ে আসা দরকার, সাংবাদিকদের ন্যূনতম একটি যোগ্যতা থাকা দরকার, গণমাধ্যমকর্মী আইন শিগগিরই করে ফেলা দরকার। জেলা প্রশাসকদের কাছ থেকেও একই ধরনের বক্তব্য পাওয়া গেছে। সাংবাদিকসহ সবার দাবি যেহেতু একই রকম আমরা সরকারের পক্ষ থেকে এ দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে সে জায়গায় কাজ করব। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গুজব নিয়ে জেলা প্রশাসকরাসহ আমরা সবাই চিন্তার মধ্যে আছি। গুজব প্রতিরোধ নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে কিছু আলাপ হয়েছে। অনলাইনের মাধ্যমে যে গুজবগুলো ছড়ানো হয় তা প্রতিরোধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একা পারবে না। এ জন্য আমাদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে হবে।
০৫ মার্চ ২০২৪, ২১:২৭

আরটিভিতে আজ যা দেখবেন
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬ ফাল্গুন ১৪৩০। । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন। সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘আব্বাস দারোয়ান’। অভিনয় করেছেন- মান্না, নিপুণ প্রমুখ।  দুপুর ১২টায় ‘মধ্যাহ্নের বুলেটিন’।  বিকেল ৫টায় গানের অনুষ্ঠান ‘আরস্টুডিও’।  বিকেল ৫টা ৩০মিনিটে- ‘কৃষি ও কৃষ্টি’। প্রযোজনা- সাঈদ হাসান।  সন্ধ্যা ৬টা ৫মিনিটে ‘চায়না নিউজ’।   সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই  রাত তোমার আমার”। প্রযোজনা- শাহরিয়ার ইসলাম।  রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’।  রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক- ‘গোলমাল’।  পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।   অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’। রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ।  অভিনয় করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী , ড: এজাজ, ওলিউল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫মিনিটে লাইভ টকশো- ‘এই মুহূর্তের বাংলাদেশ’।  রাত ১২টায় লাইভ মিউজিক স্টেশন। প্রযোজনা- শিবলী জিয়া। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৩

‘জানুয়ারি পর্যন্ত ২০৮ নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে’
চলতি বছর জানুয়ারি পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল এবং ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ তথ্য জানান। তবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এ প্রশ্নের উত্তর দেন। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে তুরস্কের ইস্তাম্বুলে রয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তুরস্ক সফর শেষে ২৮ ফেব্রুয়ারি ঢাকা ফিরবেন তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী জানান, সারাদেশের অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের জন্য সরকার রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তথ্য অধিদপ্তর নিবন্ধনের কাজ পরিচালনা করে থাকে। তথ্য অধিদপ্তর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল ও ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে।  তিনি বলেন, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যাচাই-বাছাই সাপেক্ষে পর্যায়ক্রমে আরও অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া হবে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে অন্যান্য অনলাইন পোর্টালগুলো নিবন্ধনের আওতায় এনে সরকারিভাবে নজরদারি বাড়ানোর পরিকল্পনা সরকারের আছে। এ ছাড়া দেশের অনিবন্ধিত কোনো অনলাইন সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩১

আরটিভিতে আজ যা দেখবেন
বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৫ মাঘ ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’। সকাল ১০টা ১০মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি’। দুপুর ১২টায় ‘মধ্যাহ্নের বুলেটিন’। বিকেল ৫টায় গানের অনুষ্ঠান ‘আরস্টুডিও’। বিকেল ৫টায় ৩০মিনিটে ‘কৃষি ও কৃষ্টি’। প্রযোজনা- সাঈদ হাসান সন্ধ্যা ৬টা ৫মিনিটে ‘চায়না নিউজ’। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’। প্রযোজনা- শাহরিয়ার ইসলাম। রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’। রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘গোলমাল’। পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রিওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ। রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’। রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ। অভিনয়ে- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী , ড: এজাজ, ওলিউল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫মিনিটে লাইভ টকশো ‘এই মুহূর্তের বাংলাদেশ’। রাত ১২টা ‘লাইভ মিউজিক স্টেশন’। প্রযোজনা- শিবলী জিয়া। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬

আরটিভিতে আজ যা দেখবেন
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪, ২৭ পৌষ ১৪৩০ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি’।   দুপুর ১২টায় ‘মধ্যাহ্নের বুলেটিন’।  বিকেল ৫টায় গানের অনুষ্ঠান ‘আরস্টুডিও’।  বিকেল ৫টা ৩০মিনিটে ‘কৃষি ও কৃষ্টি’। প্রযোজনা- সাঈদ হাসান।  সন্ধ্যা ৬টা ৫মিনিটে ‘চায়না নিউজ’।   সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’। প্রযোজনা- শাহরিয়ার ইসলাম।  রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’।  রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক- ‘গোলমাল’।   পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।   অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।    রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’।   রচনা- আহমেদ শাহাবুদ্দীন। পরিচালনা- কাওসার আহমেদ।  অভিনয় করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী, ড: এজাজ, ওলিউৃল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫মিনিটে লাইভ টকশো ‘এই মুহূর্তের বাংলাদেশ’।  রাত ১২টা ‘লাইভ মিউজিক স্টেশন’। প্রযোজনা- শিবলী জিয়া। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
১১ জানুয়ারি ২০২৪, ০৮:৫২

আরটিভিতে আজ যা দেখবেন
বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪, ২০ পৌষ ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘তোমাকে চাই’। অভিনয় করেছেন- সালমান শাহ্, শাবনূর প্রমুখ।  দুপুর ১২টায় ‘মধ্যাহ্নের বুলেটিন’। বিকেল ৫টায় গানের অনুষ্ঠান ‘আরস্টুডিও’।  বিকেল ৫টা ৩০মিনিটে ‘কৃষি ও কৃষ্টি’। প্রযোজনা- সাঈদ হাসান।  সন্ধ্যা ৬টা ০৫মিনিটে ‘চায়না নিউজ’।    সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই  রাত তোমার আমার’। প্রযোজনা- শাহরিয়ার ইসলাম।  রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’। রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক-  ‘গোলমাল’।  পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।   অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’ প্রচার হবে।  রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ।  অভিনয়ে করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী, ড: এজাজ, ওলিউল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ।   রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫ মিনিটে লাইভ টকশো ‘এই মুহূর্তের বাংলাদেশ’।  রাত ১২টায় ‘লাইভ মিউজিক স্টেশন’। প্রযোজনা- শিবলী জিয়া। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
০৪ জানুয়ারি ২০২৪, ০৯:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়