• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
টাকার বিনিময়ে অক্ষয়ের নায়িকা হওয়ার সুযোগ!
প্রেক্ষাগৃহে খুব একটা ভালো চলছে না ‘বড় মিঞা ছোট মিঞা’। সিনেবিশেষজ্ঞদের কথায়, এবারেও হয়তো ব্লকবাস্টার অধরা থেকে যাবে অক্ষয় কুমারের। বক্স অফিসে ভাঁটার মাঝেই এবার বিপাকে খিলাড়ি! তার নাম ভাঙিয়ে কাস্টিংয়ের ফাঁদ! অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার নামে প্রতারণা চালাচ্ছিল জনৈক। টাকা দিলেই নাকি খিলাড়ির নায়িকা হওয়া যাবে কিংবা তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা যাবে, এমনই প্রতিশ্রুতি দিয়ে ভুয়া কাস্টিং এজেন্সি খুলে বসেছিল ওই ব্যক্তি। এবার হাতেনাতে ধরা পড়ল মুম্বাই পুলিশের হাতে। সংবাদ সংস্থার পক্ষ থেকে জানা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম প্রিন্স কুমার সিনহা। ২৯ বছর বয়সি ওই যুবক পূজা আনন্দানী নামে এক সোশ্যাল মিডিয়া ইন্সফ্লুয়েন্সারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং নিজেকে অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অব গুড ফিল্মস’-এর কর্মী হিসাবে পরিচয় দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই নারীকে এও বলেছিলেন যে নির্ভয়া মামলার উপর একটি সিনেমা তৈরি করা হচ্ছে। যেখানে পূজাকে কাজ দেওয়া হবে। সেই সিনেমার প্রলোভন দেখিয়ে সে মেয়েটিকে জুহুতে ডেকে তার সঙ্গে দেখা করে। দু’জনেরই প্রথম দেখা হয়েছিল একটি কফি শপে। শুধু তাই নয়, তিনি মেয়েটিকে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের ফটোগ্রাফারের সঙ্গেও দেখা করিয়েছিলেন বলে অভিযোগ। ওই ব্যক্তিও যদিও ভুয়া। যদিও সেই প্রতারণায় ফাঁদ পা দেননি পূজা আনন্দানী। তিনি সরাসরি মুম্বাইয়ের জুহু থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তারপরই অক্ষয়ের নাম করে ভুয়া কাস্টিং এজেন্সি চালানো ওই যুবককে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। যদিও এই প্রতারণা জাল চলাকালীন এইসব বিষয়ে ঘুণাক্ষরেও জানতে পারেননি খিলাড়ি কুমার নিজে।
১৪ এপ্রিল ২০২৪, ২১:১২

নায়িকা শিল্পীকে নিয়ে হেলেনা জাহাঙ্গীরের বিস্ফোরক মন্তব্য (ভিডিও)
আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এ অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব। এ জন্য কলি-নিপুণ পরিষদে যে, অফার ছিল তা লুফে নিয়েছি। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই বলেন রহস্যময়ী নারী হেলেনা জাহাঙ্গীর। অভিযোগ উঠেছে গঠনতন্ত্রের নিয়ম না মেনেই ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বাধীন কমিটি শিল্পী সমিতির সদস্য করেছেন প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জেল ফেরত বহিস্কৃত হেলেনা জাহাঙ্গীরকে। জানা গেছে, কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছাড়াই তিনিসহ আরো বেশ কয়েক জনকে সদস্য করেছে নিজের ভোট বাড়ানোর জন্য। শিল্পী তালিকায় হেলেনা জাহাঙ্গীরের নাম প্রকাশ্যে আসতেই সাধারণ শিল্পীরা নিন্দা জানায়। অনেকেই নিজের অভিমত জানিয়ে প্রশ্ন রেখে নেট দুনিয়ায় ঝড় তুলেন। এসব তোয়াক্কা না করেই নিজের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন হেলেনা জাহাঙ্গীর। হেলেনা জাহাঙ্গীরের সদস্য পদ নিয়ে অভিযোগ তুলে নায়িকা শিল্পী বলেন, আমি এখানে হেলেনা জাহাঙ্গীরের দোষ দেখছি না। এইটির ব্যাখ্যা নিপুণের দেয়া উচিত। আমার ড্রাইভারও একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কই সে তো শিল্পী সমিতির সদস্য নয়।  নায়িকা শিল্পীর এমন মন্তব্যের পর হেলেনা জাহাঙ্গীর আরটিভিকে বলেন, আমি আমার কোন ফ্রেন্ডদের নিয়ে কখনও সমালোচোনা করি না। শিল্পীর সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। ও যদি তার ড্রাইভারের সঙ্গে আমাকে তুলনা করে থাকে তবে আমি বলবো এটি তার মন মানসিকতা। আমি অন্য কাউকে নিয়ে সমালোচনা কিংবা তুলনা করবো না। আসলে এটি আমার চরিত্রে নাই। এক একজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক এক রকম। আমি সেই সব ফ্যামিলি বিলং করি না যারা অন্যদের সমালোচনা করে।     
১০ এপ্রিল ২০২৪, ১৬:১০

৪২ বছরেও অবিবাহিত থাকার কারণ জানালেন নায়িকা পায়েল
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের একজন পায়েল সরকার। দেব থেকে শুরু করে সোহম-আবির একাধিক তারকার সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি।  সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘আবার অরণ্যের দিনরাত্রি’ ছবিটি। সিনেমা মুক্তির আগেই দাদাগিরির মঞ্চে হাজির হলেন এই তারকা। যেখানে নিজের ‘সিঙ্গেল’ জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।  পায়েলের বর্তমান বয়স ৪২ বছর। তার সমসাময়িক অধিকাংশ অভিনেত্রী বিয়ে করে সংসার করছেন। তবে পায়েল এখনও অবিবাহিত থেকে গেছেন।  ব্যক্তিজীবনে এই নায়িকার প্রেমের সম্পর্ক ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে। কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। এ বিষয়ে ‘দাদাগিরি’র মঞ্চে পায়েল জানান, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি এখনও কেন সিঙ্গল। আসলে বাঙালি পরিবারে মেয়ের বাবারা এত পজেসিভ।  পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, তাহলে বলছো তুমি সিঙ্গল বাবা-মায়ের জন্য। সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন, যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না। রাজের সঙ্গে প্রেমের কথা খোলাখুলি পায়েল স্বীকার করেননি কোনোদিন। তবে এই সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। সম্পর্ক ভাঙার পর পায়েল বলেছেন, জীবন নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ার ছিল না। এরপরই সানার প্রসঙ্গ টানেন পায়েল। সৌরভের কোর্টে বল ঠেলে বলেন, ধরো, সানা বড় হচ্ছে। ও যদি তোমার সামনে এসে বলে ও কাউকে ভালোবাসে, এটা ওর বয়ফ্রেন্ড। দেখবে তোমার পৃথিবীটা কেমন উল্টোপাল্টা হয়ে যাবে। জবাবে সৌরভ বলেন, সানা তাকে পাত্তা দেয় না। এরপরই জানিয়ে দেন, সানার বয়ফ্রেন্ডকে ১০টা প্রশ্ন করবেন তিনি, তবে তাকে নিয়ে কোনও আপত্তি থাকবে না। কারণ সানার প্রেমিক কোনোভাবেই দাদার জগতটা বদলাতে পারবে না।  নিজের প্রেম নিয়ে তেমন লুকোচুরি করেন না পায়েল। কিন্তু তিনি সবসময়েই বলেন, প্রেমিক বলে কাউকেই নাকি মনে ধরে না তার!  পায়েলকে আগামীতে দেখা যাবে শাকিব খানের ‘দরদ’ সিনেমায়। যেখানে তার সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। 
০৯ এপ্রিল ২০২৪, ২১:২৪

অ্যাসিড মারার হুমকি, নায়িকা পলির বিরুদ্ধে জিডি
নব্বই দশকের চিত্রনায়িকা পলি। বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে আছেন তিনি। সম্প্রতি পলি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন। বর্তমানে ব্যস্ত আছেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। প্রথমবারের মতো নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন তিনি। এদিকে এই নায়িকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার। এই প্রযোজককে জানে মেরে ফেলাসহ অ্যাসিড মারার হুমকি দিয়েছেন পলি, এমনটাই সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন জেনিফার। গত ২০ ফেব্রুয়ারি বনানী থানায় পলির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন জেনিফার।  জিডিতে প্রযোজক জেনিফার উল্লেখ করেছেন, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুমান ৭ ঘটিকার সময় বিবাদী চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি একজন অপরিচিত লোকসহ আমার বনানী থানাধীন বাসায় এসে ড্রইং রুমে ঢুকে আমার ২ জন অতিথি মো. ওসমান গনি বাপ্পি এবং মুরাদ চৌধুরীদের সামনে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ ভয়ভীতি হুমকি প্রদর্শন করে এবং আমাকে জানে মেরে ফেলাসহ অ্যাসিড মারবে বলে হুমকি দেয়। এর তিন-চার দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে আমাকে একই রকম হুমকি দেয়। বিষয়টি নিয়ে জানতে আরটিভির সঙ্গে কথা হলে পলি বলেন, আসলে বিষয়টি খুবই ছোট। নিজেদের মাঝে একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। আমরা নিজেরা সমাধান করার চেষ্টা করছি। ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে পলির। এর পর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। অন্যদিকে উপস্থাপক, প্রযোজক, মডেল, অভিনেত্রী ও ব্যবসায়ী তাহেরা ফেরদৌস জেনিফার। সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক তিনি। সিনেমাটি ২০২২ সালের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
২৬ মার্চ ২০২৪, ১৬:১০

নায়িকা নয়, শাকিবের মা হয়ে আসছেন মাহি!
ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা শাকিব খান-মাহিয়া মাহি। ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা। ২০১৩ সালে মুক্তি পায় সিনেমাটি। এর সাত বছর পর ২০২০ সালে ফের একসঙ্গে হাজির হয়েছিলেন ‘নবাব এলএলবি’ সিনেমায়। চার বছর আবারও একসঙ্গে কাজ করলেন তারা। তবে এবার নায়িকা নয়, শাকিবের মা হয়ে পর্দায় আসছেন মাহি।  হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছে। যা সিনেমার বিশেষ চমক হিসেবে থাকছে। বিষয়টি নিয়ে চুপ আছেন মাহিও। ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, শাকিবের মায়ের চরিত্রে মাহি এবং বাবা হয়ে পর্দায় আসবেন তারিক আনাম খান। শুরু থেকেই ‘রাজকুমার’ সিনেমা নিয়ে বেশ কিছু চমকের কথা বলেছেন নির্মাতা হিমেল। ধারণা করা হচ্ছে— মাহিও সেই চমকেরই একটি অংশ হবেন।   এদিকে বিষয়টি নিয়ে চিত্রনায়িকার ঘনিষ্ঠসূত্র জানায়, ‘রাজকুমার’ সিনেমায় মাহি থাকছেন এটা নিশ্চিত। এমন রূপে তাকে আগে কেউ দেখেননি। এমনকি এই চরিত্রেও নয়। বলা যায়— তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হবে। গেল বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’র শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেকসহ আমেরিকার নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে সিনেমাটির। জানা গেছে, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। প্রসঙ্গত, আগামী ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফাতে প্রদর্শিত হবে ‘রাজকুমার’  সিনেমার ট্রেলার। সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। 
২৪ মার্চ ২০২৪, ১৯:৪৪

স্টুডিও ঝাড়ু দিতেন নায়িকা রাভিনা
বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ফিল্মি পরিবারের ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও স্টুডিওর মেঝে পরিষ্কার করতে হয়েছে তাকে। পরে প্রথম চলচ্চিত্রের মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠেন। যদিও তারমতো অনেক তারকা যেমন— রজনীকান্ত থেকে অক্ষয় কুমার এবং অন্যান্য অনেক অভিনেতাকেই ক্যারিয়ারের শুরুতে কিছু অদ্ভুত কাজ করতে হয়েছে। রাভিনা ট্যান্ডন চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন ও বীনা ট্যান্ডনের কন্যা। ফিল্মি স্টারকিড হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে প্রথম দিকে নানা সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে রাভিনা জানিয়েছিলেন, একটা সময় তাকে মেঝে ঝাড়ু দিয়ে বমি মুছতে হয়েছিল। তিনি বলেন, এটি একেবারে সত্য। আমি স্টুডিওর মেঝে এবং জিনিসপত্র থেকে বমি মুছতাম। আমি প্রহ্লাদ কক্করকে সহায়তা করেছি। তখন ক্লাস টেনে পড়ি। তখনও তারা বলতেন পর্দার আড়ালে কী করছ? তোমায় তো পর্দার সামনে থাকতে হবে। তোমার জন্য এসব নয়। সালমান খান অভিনীত পাত্থর কে ফুল সিনেমা থেকে প্রথম ব্রেক পেয়েছিলেন এবং সিনেমাটি বাণিজ্যিক সাফল্য দিয়েছিল। রাভিনা ট্যান্ডনের জন্য এটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা তাকে রাতারাতি তারকা করে তোলে। তার পরবর্তী কয়েকটি রিলিজ হওয়া সিনেমাও বক্স অফিসে হিট হয়ে ওঠে। ১৯৯৪ সালে রাভিনা ট্যান্ডন দশটি চলচ্চিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেছিলেন। যার মধ্যে বেশির ভাগই সফল। মোহরা, দিলওয়ালে, অতীশ ও লাডলা, বছরের সর্বোচ্চ আয়কারী প্রযোজনার মধ্যে একটি ছিল। এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।  তিনি নব্বইয়ের দশকে বলিউডের শীর্ষ তারকাদের একজন হয়ে ওঠেন এবং সেই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন ছিলেন। কল্পনা লাজমির দামান: আ ভিক্টিম অব ম্যারিটাল ভায়োলেন্সে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। যখন ইন্ডাস্ট্রিতে তার বছরগুলো কেটে যায়। এরপরে তিনি বেশ কয়েকটি হিট এবং মাঝারি সফল সিনেমাও উপহার দিয়েছিলেন। ২০২১ সালে ওটিটি দিয়ে অভিনয়ে ফিরে আসেন রাভিনা। তিনি কেজিএফ টু’য়ের মতো ব্লকবাস্টার এবং কর্মা কলিংয়ের মতো সিরিজে অভিনয় করেছেন, পাটনা শুক্লা নামে ওয়েব সিরিজের জন্যও প্রস্তুত হচ্ছেন তিনি।
২১ মার্চ ২০২৪, ২১:১৯

ফের নির্বাচনের মাঠে নায়িকা পলি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যেনো আলোচনা ও উন্মাদনা শেষ নেই। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে শিল্পীদের মাঝে উত্তেজনা। ইতোমধ্যেই নতুন-পুরোনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছেন। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে নির্বাচনের নতুন তারিখ। এবারের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়িকা পলি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে মাহমুদ কলি-নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচনে লড়বেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি। অনেকগুলো সিনেমা করেছি। সিনিয়র শিল্পী হিসেবে দারুণ অভিজ্ঞতা আছে। তাছাড়া ফিল্ম ক্লাব নির্বাচনে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছি। বিগত অভিজ্ঞতা এ নির্বাচনে কাজে লাগানো যাবে। গত নির্বাচন থেকে বেশ চর্চায় শিল্পী সমিতি। এই অস্থির সময়ে নির্বাচনে আসার সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? উত্তরে পলি বলেন, যে কোনো নির্বাচনে তর্ক-বিতর্ক থাকবেই। আলোচনা না হলে জমে না। এগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। আশা রাখছি, এবার সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে। যেহেতু আমি সদস্য পদে নির্বাচন করছি জয়ী হলে নির্বাচিত কমিটির সঙ্গে সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করব। এর আগে পলি দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন। খুলনার মেয়ে পলি ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে। এর পর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন।
১৯ মার্চ ২০২৪, ২০:০৭

নিপুণকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন নায়িকা শাহনূর
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাহনূর। চলচ্চিত্র ক্যারিয়ারে ৬১টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা। সম্প্রতি ‘রাজকুমারী’ সিনেমার ডাবিং শেষ করেছেন এই নায়িকা। এখন ব্যস্ত আছেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। এবারও নির্বাচন করবেন তিনি। তবে কাঞ্চন-নিপুণ নয়, মিশা-ডিপজল প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন শাহনূর। অনেকটা আক্ষেপ নিয়েই কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে বেরিয়ে এলেন নিপুণের কাছের এই মানুষটি। শাহনূর বলেন, সাংগঠনিক সম্পাদক হওয়া সত্ত্বেও দুই বছর সমিতির মিটিং ছাড়া আমাকে ডাকেনি এবং কিছুতে রাখেনি। সবকিছু থেকে আমাকে দূরে রাখা হয়েছে। শিল্পীদের প্রাপ্য সম্মান চাই। গত দুই বছরে আমরা শিল্পীরা যে, সম্মান হারিয়েছি তা ফিরিয়ে আনতে কাজ করতে চাই। যার কারণে এই প্যানেলে আসা। ওই কমিটি থেকে দুই বছর তেমন কিছুই করতে পারিনি। এই কমিটিতে থেকে একসঙ্গে সবাই মিলে কাজ করব।
১৭ মার্চ ২০২৪, ১২:৩০

নদীতে ভাসতে ভাসতে তীরে ভেড়েন নায়িকা মিষ্টি জান্নাত
ঢাকাই সিনেমার এ সময়ের নায়িকা মিষ্টি জান্নাত। নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘দেহ’ নামে এ সিনেমাটি পরিচালনা করবেন সালমান হায়দার।  খবরটি জানিয়ে গণমাধ্যমকে এই নায়িকা বলেন, ‘দেহ’ সিনেমার গল্প অসাধারণ। প্রায় এক যুগ আগে সিনেমার গল্প লিখেছেন নির্মাতা। শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি, ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শকরা। বরযাত্রীবাহী এক নৌকায় ডাকাত দল ঝাঁপিয়ে পড়ে, স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নেয়। গ্রামের সহজ-সরল কন্যা ফুলির চোখের সামনেই তার কাকা-কাকিকে ডাকাতরা হত্যা করে। মাঝনদীতে ফুলির মাথায় আঘাত করে তাকে নদীতে ফেলে দেয়। ফুলির দেহ ভাসতে ভাসতে এক তীরে ভেড়ে। এরপর ফুলির জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়।  প্রসঙ্গত, শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক বড়পর্দায়। এরপর কাজ করেছেন আরও বেশ কিছু চলচ্চিত্রে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘তুই আমার রানি’ ছবিতেও অভিনয় করেন তিনি।
০৩ মার্চ ২০২৪, ২০:০৬

নায়িকা পপির বাবা আর নেই
ঢাকাই সিনেমার একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে না ফেরার দেশে চলে গেছেন তিনি। বিষয়টি আরটিভিকে নিশ্চিত করেছে পপির ভাই সামির।   তিনি জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ ঢাকা থেকে খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে। জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সবাই বাবার জন্য দোয়া করবেন। জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। দর্শকপ্রিয় এই নায়িকা দীর্ঘ তিন বছর ধরে হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন। শুরু দিকে তার  অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়