• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
নারীবাদী ৯০ শতাংশ নির্মাতাকে প্রতারক বললেন অনুরাগ
সবসময় খোলামেলা কথা বলতেই ভালবাসেন ভারতের চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক অনুরাগ কাশ্যপ। ফলে প্রায়ই তাকে পরতে হয় তোপের মুখে। আন্তর্জাতিক নারী দিবসের আগে নারীবাদী নির্মাতাদের নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন তিনি। তার মতে, নারীবাদী ৯০ শতাংশ নির্মাতাই নাকি প্রতারক। অনুরাগ বলেন, যে নির্মাতাদের নারীবাদী, সমাজবাদী ও বিপ্লবী বলে মনে হচ্ছে…আমি বলছি, তারা ৯০ শতাংশই প্রতারক। তারা সবাই ভান করছেন। এত বছর ধরে এত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের একত্র করার চেষ্টার পরে, আমি বুঝতে পেরেছি যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা সবচেয়ে খারাপ। একই অনুষ্ঠানে অনুরাগ আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্মাতাদের সব ধরনের চলচ্চিত্র নির্মাণের অধিকার থাকা উচিত। আমি ব্যক্তিগতভাবে বেশির ভাগ চলচ্চিত্র নির্মাতাকে চিনি, এমনকি সবচেয়ে “ঝামেলাপূর্ণ” ব্যক্তিদেরও জানি। বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাতারা, “কেজিএফ” ও “সালার”-মতো চলচ্চিত্রের পেছনের লোকেরা দুই ধরনের। সেখানে সুবিধাবাদী ও সৎ দুই ধরনের মানুষ থাকে। একদল, ভালো সিনেমা তৈরি করে, আরেক দল টাকা উপার্জন করতে চায়। এর আগেও অনুরাগ বাংলা ছবি নিয়ে নানা মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, পরিচালক এও বলেছিলেন যে বাংলা ছবির মান ক্রমশ কমছে। এর আগে যে ছবি হত এখন তার একাংশ হয় না। বলিউডের মান কমছে, কিন্তু বাংলা ছবি সাংঘাতিক মাত্রায় নামছে। সেই নিয়েও এখানের পরিচালকরা আওয়াজ তুলেছিলেন।
০৮ মার্চ ২০২৪, ২০:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়