• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
নারায়ণগঞ্জে ২ শিশুকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার  
নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর এলাকায় দুই শিশু ধর্ষণের ঘটনায় মামলার অভিযুক্ত আসামি শিপন আহমেদকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার আল মামুন শিকদার। তিনি জানান, ৮ ফেব্রুয়ারি বাদীর দুই মেয়ে শিশুকে বাসায় একা পেয়ে চকলেট ও টিভিতে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিপন তার ঘরে তাদের ডেকে নিয়ে ধর্ষণ করে এবং এ কথা কাউকে জানালে হত্যা করে মাটিতে পুঁতে গুম করার হুমকি দেয়।  পরে ওই শিশুরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তারা বিষয়টি মা-বাবাকে জানায়। এরপর পরিবারের লোকজন বিষয়টি স্থানীয়দের জানালে, তারা বিচার সালিশির আশ্বাস দিলেও আসামিকে পালিয়ে যেতে সহায়তা করে। শেষ পর্যন্ত বিচার না পেয়ে ১০ মার্চ ওই শিশুদের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।  তিনি আরও জানান, প্রযুক্তির মাধ্যমে আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। 
১২ মার্চ ২০২৪, ২১:০৭

নারায়ণগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সারাবন তহুরা এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন, বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর, বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস ও একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস। তাদের মধ্যে শুধু অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময়ে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান ও শিশুটির বাবা-মা জানান বলেন, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণের টাকা না পেয়ে শিশু জয়ন্তকে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেছেন। রায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত। এ সময় একজন আসামি হাজির থাকলেও বাকিরা পলাতক ছিলেন।
০৫ মার্চ ২০২৪, ১৬:৪৩

নারায়ণগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দরে দিপালী রানী (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তার স্বামী শ্যামল চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ মার্চ) সকালে বন্দরের লেজাস এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে গুরুতর আহত শ্যামল চন্দ্র দাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া ও কেয়ারটেকার ফরিদা বেগম ও তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে। তবে ফরিদার স্বামী পলাতক আছেন। নিহত দিপালী রানীর মেয়ে মলি বলেন, সকালে মাকে গার্মেন্টসে যাওয়ার জন্য ডাকতে গেলে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সেইসঙ্গে দেখি বাবা আহত অবস্থায় বেঁচে রয়েছেন। বাবা আমাদের হত্যাকারীদের বিবরণ দিয়ে গেছেন। তিনি আরও বলেন, ফরিদার সঙ্গে গ্যাসের চুলায় রান্না নিয়ে দ্বন্দ্ব ছিল আমাদের। সেই দ্বন্দ্ব থেকেই আমার মাকে হত্যা ও বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত স্বামীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফরিদা ও তার ছেলেকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলতে পারবো।
০১ মার্চ ২০২৪, ১৩:৫৭

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় দানিয়াল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় শুভ নামে আরো একজন আহত হন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টায় চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবক ফতুল্লার মাসদাইর এলাকায় দেলোয়ার মিয়ার ছেলে। আহত শুভ একই এলাকার শাহজালালের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, পূর্বশত্রুতার জেরে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় প্রকাশ্যে কয়েকজন যুবক তাদের দুইজনকে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাদেরকে অটোরিকশায় তুলে নিয়ে মাসদাইর এলাকায় বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তসলিম আহমেদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদেন শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।  
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৪
নারায়ণগঞ্জে ফতুল্লার একটি পোশাক কারখানায় ওয়েল্ডিং করার সময় গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ফতুল্লার কাশীপুর এলাকায় ক্রনি অ্যাপারেলসে ঘটে এ ঘটনা।  দগ্ধ হলেন__মো. কামরুল, মেহেদী হাসান, মো. জাকির হোসেন, মুকুল, মো. মাহবুব, মো. শফিক, মো. মনির, মো. সামচু মিয়া, মো. রিপন, মো. রুবেল মিয়া, জিতু, পলাশ কান্তি ও মো. মুকুল, মিঠুন। দগ্ধ কামরুল বলেন, গ‍্যাসের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ গ্যাস পাইপ ফেটে যায়। এতে করে আমাদের বেশ কয়েকজন দগ্ধ হয়।  এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, বিস্ফোরণে দগ্ধ ১৪ জন হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।  তিনি জানান, তাদের শরীরের কত অংশ দগ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি।তবে তাদের বেশিরভাগ কম দগ্ধ কম হয়েছে। দুজনের দগ্ধ বেশি থাকায় তাদের হাসপাতালে ভর্তি করা হবে।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়