• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
নাটোরে ট্রেনের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ ছিল। রাত সাড়ে ১০টার দিকে আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেসর ইঞ্জিন বিকল হয়ে জংলি ও ইয়াসিনপুরের মাঝখানে প্রায় দুই ঘণ্টা আটকে ছিল। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিকল ইঞ্জিনটিকে উদ্ধার করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
২১ মার্চ ২০২৪, ০৪:৫৭

নাটোরে অবিশ্বাস্য দরে বিক্রি হচ্ছে সবজি
ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে জ্যামিতিক হারে। রমজান শুরুর আগেই ঢাকায় সবজির দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ। রমজান শুরুর কয়েক দিনের মধ্যেই সবজিসহ নিত্যপণ্যের দাম বেড়েছে বহু গুণ। যেখানে ঢাকায় নিত্যপণ্য কিনতে দিশাহারা ক্রেতা-ভোক্তা। সেখানে অবিশ্বাস্য দরে সবজি বিক্রি হচ্ছে নাটোরে। কয়েক দিন আগেও নাটোরে সবজির বাজারে বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ২ থেকে ৫ টাকা কেজি দরে, মুলা ২ থেকে ৫ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫ টাকা থেকে ৭ টাকা, শসা বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা কেজি, লালশাক এক টাকা আটি, ধনেপাতা ৫ থেকে ১০ টাকা কেজি, ১১০ থেকে ১২০ টাকা কেজি দরের পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে নেমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। কাঁচা মরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। এ দিকে নাটোরে কম দামে সবজি কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। কিন্তু সবজির বাজারে এমন ধস নামায় দিশেহারা কৃষক। মৌসুমের শুরুতে উৎপাদিত সবজির ভালো দাম পেয়েছিলেন কৃষকরা। আশা ছিল ভরা রমজানে আরও বেশি দামে বিক্রি করবেন। উল্টো রমজানের সপ্তাহ পার হওয়ার আগেই সবজির দাম তলানিতে গিয়ে ঠেকেছে। সবজি বিক্রি করে পরিবহন খরচই উঠছে না তাদের। সবজির দাম কমে যাওয়ায় নিজের সন্তুষ্টির কথা জানিয়ে নাটোরের স্থানীয় এক বাসিন্দা জানান, দামের কারণে আমরা তো সবজি খাওয়া প্রায় ভুলেই গিয়েছিলাম। এখন বাজারে যা দাম, এমনটা হলে আমাদের সবজির ঘাটতি পুষিয়ে নিতে পারব।  একজন রিকশাচালক খুশি হয়ে বলেন, সারা দিনে যা উপার্জন করি, তা চাল-ডাল কিনতেই শেষ হয়ে যায়। এমন অবস্থায় সবজির দাম কম হওয়ায় কিছুটা স্বস্তি বোধ করছি। এ বিষয়ে রাজশাহীর বাগমারা থেকে নাটোর স্টেশন বাজারে আসা এক কৃষক হতাশা ব্যক্ত করে বলেন, আমাদের উৎপাদিত শাকসবজি আমরা নাটোর স্টেশন বাজারে বিক্রি করি। কিন্তু বর্তমানে যেভাবে সবজির দাম কমে গেছে তাতে আমাদের পরিবহন খরচ নিজের পকেট থেকেই দিতে হবে। সরকার একটা ব্যবস্থা না নিলে আমরা নিঃস্ব হয়ে যাব। সবজির দাম নিয়ে বাগমারা থেকে আসা অপর এক সবজি ব্যবসায়ী বলেন, তেল সার কীটনাশক বীজের আকাশ ছোয়া দামের কারণে সবজি উৎপাদনে খরচ অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি হয়েছে। এমতাবস্থায় বাজার পরিস্থিতি এমন থাকলে পথে বসতে হবে কৃষকদের। শুধু কৃষকরাই ধাক্কা খায়নি। সেই সঙ্গে খুচরা বিক্রেতারাও ধাক্কা খেয়েছে অনেক বড়। এ প্রসঙ্গে নাটোর স্টেশন বাজারের একজন খুচরা বিক্রেতা জানান, আগে এক কেজি পণ্য বিক্রি করলে ১০ থেকে ১৫ টাকা লাভ হতো। সেখানে সবজির প্রতি কেজি যদি দুই থেকে পাঁচ টাকা হয় তাহলে লাভ কীভাবে হবে। এমন অবস্থায় ক্রেতারাও যাতে সহনীয় দামে পণ্য কিনতে পারেন এবং কৃষক ও খুচরা বিক্রেতারাও স্বাভাবিক দাম রেখে তাদের পণ্য কেনাবেচা করতে পারেন এমনটাই প্রত্যাশা নাটোরবাসীর। জানতে চাইলে নাটোরের ভারপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা জুয়েল সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কৃষকদের সঙ্গে কথা বলে জানতে পারব হঠাৎ কেন বাজারের এই অবস্থা হলো।’
১৮ মার্চ ২০২৪, ১৪:৫৭

নাটোরে অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ৩
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা ২ ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিংড়া উপজেলার বনকুড়াইল এলাকার মো. ছাত্তার হোসেনের স্ত্রী হোসনে আরা (৪৫) ও আব্দুল মোমিনের দুই ছেলে ইমরান (২২) এবং রাব্বী (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মো. আবুল কালাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোভ্যানে তিন যাত্রী বামিহাল যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে অটোভ্যানটি ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৩ জন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করেন। পরে চালক এবং হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করে। সিংড়া থানার ওসি মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে কাজ করা হচ্ছে।
১১ মার্চ ২০২৪, ১৬:৫৬

নাটোরে অটোরিকশায় বাসের ধাক্কা, স্বামী-স্ত্রীর মৃত্যু
নাটোরে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। পরে আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের বড়হরিশপুর এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুর রহিম (স্বামী) ও হোসনে আরা (স্ত্রী)। তারা নাটোরের বাগাতিপাড়া উপজেলার ধুপোইল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- অটোরিকশাচালক নাটোর শহরের মল্লিকহাটি মহল্লার মৃত জনাব আলীর ছেলে ও বাগাতিপাড়া উপজেলার সোনাপুর ডুমরাই গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা খাতুন। দুর্ঘটনার বিষয়ে নাটোর সদর থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন বলেন, বাগাতিপাড়ার ধুপোইল বাজার থেকে স্বামী ও স্ত্রী একটি অটোরিকশায় করে নাটোর শহরে আসছিলেন। অটোরিকশাটি শহরের বড়হরিশপুর এলাকার ট্রেক্সটাইল ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশার যাত্রী হোসনে আরা ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন। ফরহাদ হোসেন বলেন, স্থানীয়রা ঘটনাটি দেখে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসনে আরার স্বামী আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। ফরহাদ হোসেন আরও বলেন, পুলিশ দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া শ্যামলী পরিবহনের বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। এ ছাড়া মরদেহ দুইটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
৩১ জানুয়ারি ২০২৪, ১৬:২৩

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণ, টিকটকার গ্রেপ্তার
নাটোরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক টিকটকারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর বাঘা উপজলার গোচর গ্রাম থকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার স্কুলে যাওয়ার সময় নিরব ও তার এক সহযোগী ওই স্কুলছাত্রীকে মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নিরব ও তার সহযোগী পারভেজকে অভিযুক্ত করে নাটোর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার নিরব নাটোর শহররে উত্তর বড়গাছা মহল্লার বাসিন্দা। সে টিকটক করার জন্য এলাকায় টিকটক নিরব নামেই পরিচিত। মামলায় স্কুল ছাত্রীর বাবা বলেন, মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে নিরব ও তার সহযোগী পারভেজ ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। মামলা দায়েরের পর পুলিশ গোচর গ্রামে অভিযান চালিয়ে অসুস্থ অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলনে, অপর অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
১৯ জানুয়ারি ২০২৪, ০৯:৫১

নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৩
নাটোরের সিংড়ায় বিএনপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি লিফলেট বিতরণ শুরু করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে সিংড়া থানার এস আই আব্দুর রহিম ও আরও দুই পুলিশ সদস্য আহত হন। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় পুলিশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, বিএনপি নেতা জার্জিস কাদির ও আসাদ আলীকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা সিংড়া সার্কেলের এ এ সপি মো. আকতারুজ্জামানের সরকারি গাড়িসহ মহাসড়কের ৭টি গাড়ি ভাঙচুর করেন। পরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দাউদার মাহমুদের পেট্রোল পাম্পে হামলা করে পাম্প ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় সিংড়া থানা পুলিশ ও ডিবি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বিনা উসকানিতে পুলিশ তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সকল নাগরিকের রয়েছে। নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণের নামে জনগণকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। পুলিশ তাদের ভয়ভীতি না দেখানোর অনুরোধ করলে তারা পুলিশের ওপর চড়াও হন এবং গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
০৪ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়