• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
সিলেট ও নাটোর জেলায় এসপিএল জিটিআই প্রোগ্রামের শুভ উদ্বোধন 
বাংলাদেশ টেনিস ফেডারেশন এর ব্যবস্থাপনায় ‘এসপিএল-জিটিআই’ বাংলাদেশের আওতায় জেলা পর্যায়ে জুনিয়র খেলোয়াড়দের  প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে চারটি স্কুলে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে জেলার টেনিস কোর্টে টেনিস কার্নিভালের আয়োজন করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট  এবং নাটোর জেলায় একই দিনে টেনিস কার্নিভাল এর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, বাছাইকৃত খেলোয়াড়দের নিবন্ধনের আওতায় এনে বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।  এদিন সিলেট  জেলায় কার্নিভালের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক  জনাব আবু সাঈদ মোঃ হায়দার, সিআইপি, বিটিএফ  নির্বাহী কমিটির সদস্য জনাব গোলাম কবির, জনাব ইমরান আহমেদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সেলিম সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা প্রশাসনের  কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে নাটোর  জেলায় কার্নিভালের শুভ উদ্বোধন করেন নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষ থেকে বিটিএফ কার্যনির্বাহী কমিটির  কোষাধ্যক্ষ জনাব খালেদ আহমেদ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, এসপিএল-জেটিআই বাংলাদেশ প্রোগ্রামের আওতায় স্কুল থেকে ক্লাব পর্যায়ে, ক্লাব থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়ারদের উন্নীত করার লক্ষ্যে সাইফ পাওয়ারটেক এর পৃষ্ঠপোষকতায় জুনিয়র টেনিস ইনিসিটিভ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুলেও এই প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়