• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
‘রূপান্তর’ নাটক নিয়ে মুখ খুললেন জোভান
প্রতিবছরই ঈদের নাটকে নজর কাড়েন অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে এবার ঈদে তার অভিনীত নাটক ‘রূপান্তর’র কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। শুধু তাই নয়, তাকে নিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছে সামাজিকমাধ্যমে।  ‘রূপান্তর’ নাটকটি নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। ফলে বাধ্য হয়ে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে নাটকটি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জোভান। পাশাপাশি অভিনেতা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীতে আর কখনও এ ধরনের নাটকে কাজ করবেন না তিনি।  সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন জোভান। তিনি বলেছেন, আমি বুঝতে পারছি না, নাটকটি নিয়ে কেন এত সমালোচনা! নাটকটির ভিউ নব্বই হাজার হয়েছিল। কিন্তু বাকি মানুষ তো দেখেনি। আমার কাছে মনে হয় তারা নাটকটি না দেখেই সমালোচনা করছে। এ নিয়ে ঘোরের মধ্যে আছি আমি। বুঝতে পারছি না, ঠিক কী হচ্ছে।  নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য জোভানের বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়ার বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন এই অভিনেতা। জোভানের ভাষ্য, হতে পারে এটা উদ্দেশ্যপ্রণোদিত। কেননা সামগ্রিকভাবে কথা বলার থেকে ব্যক্তিগত আক্রমণই বেশি করা হচ্ছে।  তিনি আরও বলেন, দর্শক যেহেতু পছন্দ করছে না, তাহলে এমন চরিত্রে আর কাজ করা যাবে না। এরপর থেকে এসব করব না আর। একইসঙ্গে নেটিজেনদের উদ্দেশে জোভান বলেন, ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব। সেখানে আমার সব কথা জানাব।  ‘রূপান্তর’ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে নাম ভূমিকায় অভিনয় করেন জোভান। মূলত ট্রান্সজেন্ডার বিষয়টিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি।  নাটকটি মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর চর্চা। নেটদুনিয়ায় বলা হচ্ছে— ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে, ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে ভালোভাবে না জেনেই মনগড়া কথা বলছেন নির্মাতা। অন্য একটি পক্ষের দাবি, ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো নাটকটি। প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ করা হয় জোভান অভিনীত নাটক ‘রূপান্তর’। এতে হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্পকে তুলে ধরা হয়েছে।  
১৮ এপ্রিল ২০২৪, ১২:৩২

ছয় নাটক নিয়ে সজীবের ঈদ
চলছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আর সেই আনন্দের পাল্লা ভারী করতে শোবিজ অঙ্গনেও আছে বিস্তর আয়োজন। যেমন তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব একাই বানালেন ছয়টি নাটক। গত ক’বছরে নির্মাণে নিজেকে মেলে ধরেছেন তিনি। এবার হাত খুলে কাজ করলেন দর্শকের জন্য। ঈদ উপলক্ষে তরুণ তারকাদের নিয়েই দেড় হালি নাটক বানিয়েছেন তিনি। এর মধ্যে পাঁচটি নাটকে আছেন হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। আর একটি নাটকের নায়ক ইয়াশ রোহান। নাটকগুলো হলো, ‘কুমিরের দরজা’ (খায়রুল বাসার ও সাবিলা নূর), ‘আমি এখানেই থাকবো’ (খায়রুল বাসার ও আনিকা বিনতে কামাল আইরা), ‘কথা বন্ধু’ (ইয়াশ রোহান ও কেয়া পায়েল), ‘একটু আধটু প্রেম’ (খায়রুল বাসার ও সাফা কবির), ‘ভালো মানুষ’ (খায়রুল বাসার ও সামিরা খান মাহি) এবং ‘আজকাল তুমি আমি’ (খায়রুল বাসার ও সাদিয়া আয়মান)। কাজগুলো প্রসঙ্গে নির্মাতা মারুফ হোসেন সজীব বললেন, আমি বিশ্বাস করি গল্পের সময় ফিরে এসেছে। এখন ভালো ভালো গল্পের কাজ দর্শক গ্রহণ করছেন। এই ঈদে তাই খুব সুন্দর ছয়টি গল্পের নাটক নিয়ে আসছি। চেষ্টা করেছি কাজগুলোতে ভিন্নতা রাখতে। আশা করি দর্শক সেই বৈচিত্র্য উপভোগ করবেন। নির্মাতা জানিয়েছেন, ঈদে নাটকগুলো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে, অতঃপর পাওয়া যাবে ইউটিউবে।
১২ এপ্রিল ২০২৪, ১৫:১৩

পাহাড়কে অশান্ত করা সরকারের নতুন নাটক : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, পাহাড়কে অশান্ত করে সরকার নতুন নাটক শুরু করছে। বান্দরবানের ঘটনা সরকারের ব্যর্থতা। সরকার দেশে আইএস (ইসলামিক স্টেট) নাটকের মতো নতুন নাটক শুরু করেছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উত্তরায় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালকে দেখতে গিয়ে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপির কুকি চিনকে উসকে দেওয়ার সুযোগ নেই। সরকার বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিএনপির গণতন্ত্র নষ্ট করার কোনো সুযোগ নেই। ৯৫ শতাংশ মানুষ সবশেষ জাতীয় নির্বাচন বয়কট করেছে দাবি করে মঈন খান বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ। সরকার দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। স্বাধীন বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার হরণ করেছে। বিএনপি দেশের গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন তিনি।
০৯ এপ্রিল ২০২৪, ১৫:৩০

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাটক বন্ধ করতে হবে : সাদ্দাম
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাটক বন্ধ করতে হবে। বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করতে হবে।  রোববার (৩১ মার্চ) দুপুর ১২টায় বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচি পালন করে ছাত্রলীগ। সেখানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাদ্দাম হোসেন বলেন, নিষিদ্ধ হিযবুত তাহরীর, জেএমবি ও ছাত্র শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা বুয়েটে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেয়ালে পোস্টার লাগাচ্ছে, শিক্ষার্থীদের ই-মেইলে দাওয়াত দিচ্ছে, টাঙ্গুয়ার হাওরে শিবির দেশবিরোধী মিটিং করছে। তাই বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত একটি নাটক। তিনি বলেন, আমরা আজ এখানে মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। বুয়েটের এই সিদ্ধান্ত মৌলিক অধিকার পরিপন্থী, সংবিধান পরিপন্থী, শিক্ষাবিরোধী সিদ্ধান্ত। ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা নাকি বুয়েটে অনুপ্রবেশ করেছি। অনুপ্রবেশের রাজনীতি ছাত্রলীগ করে না। আমরা প্রবেশ করি এবং পরিবর্তন করি। একজন নাগরিক হিসেবে শুধু বুয়েট কেন সব শিক্ষাপ্রতিষ্ঠানের যাওয়ার অধিকার আমাদের রয়েছে। আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেও অনেকবার বুয়েটে গিয়েছি। বুয়েটে যেতে হলে কাদের কাছে অনুমতি নেব আমরা? যারা ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চের বিরোধিতা করে তাদের কাছে? বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেনের সিট বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘রাব্বির অপরাধ কী? সে ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে, যিনি বাংলাদেশের জন্ম দিয়েছেন, তার জন্মদিনে ইফতার বিতরণ করেছে। ২৬ মার্চ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। এই দেশের পতাকা, এই দেশের মানচিত্র এই দেশের ভোট ও ভাতের অধিকারের জন্য যে সংগঠনের কর্মীরা রক্ত দিয়েছে, সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই এলাকাকেই নিষিদ্ধ করতে হবে।’ সাদ্দাম হোসেন বলেন, এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। বাংলাদেশের যেকোনো জায়গায় নাগরিক হিসেবে যাওয়ার অধিকার আমার হয়েছে। তাদের কাছে পারমিশন নিতে হবে? যে অধিকার আমাকে সংবিধান দিয়েছে তাকে আপনারা ঠুনকো বানিয়ে দেবেন এবং সেটা আমরা মেনে নেব, এই আশা যারা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে। বুয়েট কি পাকিস্তান যে ভিসা-পাসপোর্ট দিয়ে পারমিশন নিয়ে ঢুকতে হবে? তিনি বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে ‘অন্ধকারের রাজনীতি’র চাষাবাদ হচ্ছে। তাই বুয়েটে ছাত্র রাজনীতি চালুর পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতেও কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, ২০১৯ সালে ছাত্র নেতাদের নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার নিহত হন। সে সময় শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্বিবদ্যালয়টিতে কাগজে-কলমে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠানটিতে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি রাজনীতি। বরং ছাত্র রাজনীতি বন্ধের ফায়দা নিচ্ছে উগ্রবাদী রাজনৈতিক সংগঠন। এদিকে গত ২৮ মার্চ মধ্য রাত থেকে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট। ক্যাম্পাসে রাজনীতির বীজ বপনের চেষ্টা হচ্ছে এমন অভিযোগ আনা হয় ছাত্রলীগের বিরুদ্ধে। শুক্রবার (২৯ মার্চ) আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।
৩১ মার্চ ২০২৪, ১৬:১৫

শুক্রবার প্রাচ্যনাটের নাটক ‘অচলায়তন’
মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের ৪২তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’।   শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় নাট্যশালার মূলমঞ্চে নাটকটি মঞ্চায়ন হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। আলো ও মঞ্চ ডিজাইনে সাইফুল ইসলাম এবং সংগীত ভাবনা ও প্রয়োগে রয়েছেন নীল কামরুল। নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, শাহানা রহমান সুমি, শাহেদ আলী, ফরহাদ হামিদ, জাহাঙ্গীর আলম ও চেতনা রহমান ভাষা প্রমুখ। শিশুদের ওপর চাপিয়ে দেওয়া শিক্ষাব্যবস্থার শৃঙ্খল থেকে মুক্তির এক আনন্দময় উৎসব রবীন্দ্রনাথের ‘অচলায়তন’। অজড়, অনড় ভারতবর্ষের সমাজে শিশুদের প্রকৃতি বিচ্ছিন্ন করে মন্ত্র মুখস্থ করার এক কঠিন কর্মপ্রয়াসে লিপ্ত করা হয়েছে। ভারতবর্ষের এই শিক্ষাব্যবস্থা নিয়ে যথার্থই চিন্তিত ছিলেন রবীন্দ্রনাথ। তার চিন্তার সঙ্গে যুক্ত হয়েছিল তদানীন্তন ইউরোপীয় শিক্ষাব্যবস্থা। সে বিষয়গুলোই মূলত ‘অচলায়তনট’-এ তুলে ধরা হয়েছে।
২১ মার্চ ২০২৪, ১২:০৭

বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে নাটক
রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে আছে তো? থাকারই কথা। যে ঘটনা পুড়িয়ে মেরেছে প্রায় ৪৬টি তাজা প্রাণ, তা কি ভোলা যায়! ২৯ ফেব্রুয়ারির সেই ভয়াবহ ঘটনা এবার উঠতে চলেছে টেলিভিশনের পর্দায়। অর্থাৎ, ঘটনাটি নিয়ে নাটক নির্মিত হয়েছে। নাম ‘একটি খোলা চিঠি’। ঈদের জন্য নাটকটি রচনা ও নির্মাণ করেছেন গুণী নির্মাতা রেজানুর রহমান। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তাকে সাংবাদিক চরিত্রে দেখা হবে। তবে সেটা বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত নারী সাংবাদিক অভিশ্রতি শাস্ত্রীর চরিত্র কি না সেটি নিশ্চিত করেননি তিনি। ভাবনা গণমাধ্যমকে বলেন, এখনই এই বিষয়ে কিছু বলতে চাই না। নাটকটি দেখলেই বুঝতে পারবেন। তবে ওই্ অগ্নিকাণ্ডে তো অনেকেই প্রাণ হারিয়েছেন। স্বজন হারিয়েছেন। তাদের বেদনাই তুলে ধরা হয়েছে। এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রেজানুর রহমান। নাটকটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, দেশের ছোট্ট একটি পরিবার। মধ্যবিত্ত এই পরিবারের প্রধান ব্যক্তি একজন স্কুল শিক্ষক। নীতিবান মানুষ। তার বড় মেয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি। ঢাকায় বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষের অসহায় মৃত্যু স্কুল শিক্ষক আলাল উদ্দিনকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। তার মতে এটি অগ্নিকাণ্ড নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন। এমনই এক অস্থির মুহূর্তে এলাকার চেয়ারম্যান আলাল মাস্টারকে তলব করেন। চেয়ারম্যান একজন সংবাদকর্মীকে খুন করেছেন। এই ঘটনার অন্যতম সাক্ষী আলাল মাস্টার। বেইলি রোডের ঘটনায় আলাল মাস্টার মামলা করবেন বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সমর্থন জানিয়ে নিজে যে খুন করেছেন সেই মামলার সাক্ষী না হতে আলাল মাস্টারকে হুমকি দেন চেয়ারম্যান। কিন্তু আলাল মাস্টার অনঢ়। সত্যের পক্ষেই থাকবেন তিনি। চেয়ারম্যান এবার আলাল মাস্টারের মেয়ে সংবাদকর্মী গুলনাহারকে অপহরণ করেন। এভাবেই এগিয়ে যাবে নাটকটির গল্প। ভাবনা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক বিশাখা শ্যামলী, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কানচনসহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী। নাটকটি ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিট একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
২০ মার্চ ২০২৪, ০০:৩৫

ভালোবাসা দিবসে অপূর্ণ রুবেলের তিন নাটক
গত ছয়-সাত বছর ধরে নিয়মিতভাবে নাটক লিখছেন লেখক ও নাট্যকার অপূর্ণ রুবেল। সেই ধারাবাহিকতায় এবার ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে তিনটি নাটক লিখেছেন তিনি।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘অল্প কিছু দিন পরের গল্প’। সজীব মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও সাদিয়া আয়মান। এরইমধ্যে অপূর্ণ রুবেলের লেখা ‘বেদনার হালখাতা’ নাটকটি চলে এসেছে। গেল ১০ ফেব্রুয়ারি পথিক সাধনের পরিচালনায় নাটকটি মুক্তি পেয়েছে ‘এসবিই’ নামের ইউটিউব চ্যানেলে। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসার ও কেয়া পায়েল।      এছাড়া ‘যাওয়া আসার মাঝে’ নামের নাটকটিও নির্মাণ করেছেন পথিক সাধন। খাইরুল বাসারের সঙ্গে নাটকটিতে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।  নাটক তিনটি প্রসঙ্গে নাট্যকার অপূর্ণ রুবেল (হাবিবুল্লাহ সিদ্দিক) বলেন, যেহুতু ভালোবাসা দিবস উপলক্ষে নাটক দুটি নির্মিত। তাই দুটি নাটকেই ভালোবাসার গল্প বলেছি। নাটক দুটির পরিচালক অত্যান্ত পরিশ্রম ও যত্ন নিয়ে নির্মাণ করেছেন।  এরমধ্যে বেদনার হালখাতা নাটকটির শুটিং হয়েছে মানিকগঞ্জ। তাও তীব্র শীতের মধ্যে। তাই পুরো টিমকে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর প্রচারের অপেক্ষায় থাকা ‘যাওয়া আসার মাঝে নাটকটির শুটিং হয়েছে ঢাকার একটি সরকারি কলোনীতে। আর ঢাকা ও আশপাশের এলাকায় শুটিং হয়েছে ‘অল্প কিছু দিন পরের গল্প’ নাটকটির।  তিনি জানান, মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমবিহীন সময়ের প্রেমের গল্পের নাটক বেদনার হালখাতা দেখে অনেকেই প্রশংসা করছেন। তিনি আশা করছেন নাটকটি সবার ভালো লাগবে। ‘আগুন’, ‘সাবলেট’, ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা’, ‘রঞ্জনা আমি আবার আসব’, ‘সাক্ষী’সহ প্রায় ৩০ টির বেশি একক নাটক লিখেছেন রুবেল। মুক্তির অপেক্ষায় আছে তার লেখা ও সাজ্জাদ খানের পরিচালনায় ‘কাঠগোলাপ’ নামের নতুন একটি সিনেমা।  এছাড়া প্রথাবিরোধী কথাসাহিত্যিক হুমায়ূন আজাদের উপন্যাস ‘১০০০০ এবং আরও ১টি ধর্ষণ’ থেকে চিত্রনাট্যও প্রস্তুত করেছেন অপূর্ণ রুবেল। এটি থেকে ‘জারজ’ নামে একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। 
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৯

আত্মগোপনে গিয়ে অপহরণ নাটক, অতঃপর...
আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  গ্রেপ্তারকৃত কথিত ভিকটিমের নাম শেরআলী (৩২)। সে জেলার কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের সামছুদ্দিনের ছেলে।   সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল রোববার রাত ৯টার দিকে কক্সবাজার পৌর বাস টার্মিনালের মারছা বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।     খোঁজ নিয়ে জানা যায়, অপহরণের নাটক সাজিয়ে ভিকটিম নিজেই আত্মগোপনে ছিলেন। এরপর ভিকটিম তার চাচাকে দিয়ে অপহরণ মামলা দায়ের করান। পুলিশ জানায়, জেলার হাতিয়া বাজার এলাকার মোবারকের (৩২) সঙ্গে শেরআলী চট্টগ্রামের হালিশহর এলাকায় একই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। সেই সুবাদে শেরআলীর সঙ্গে ওস্তাদ সাগরিদ সম্পর্ক গড়ে ওঠে মোবারকের। ২০২২ সালের ২২ জুলাই মোবারক মোটরসাইকেল ক্রয় করতে শেরআলীকে নিয়ে চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথাধীন মৌলভীবাজার মোটরসাইকেল শোরুমে যান। মোবারক লুঙ্গি পরে যায় এবং কথিত ভিকটিম শেরআলী প্যান্ট পরে যাওয়ায় সে মোবারককে মোটরসাইকেল কেনার টাকা তার নিকট রাখার জন্য বললে মোবারক মোটরসাইকেল কেনার এক লাখ ২০ হাজার টাকা ও ১টি অ্যান্ড্রয়েট মোবাইল সেট শেরআলীর কাছে রাখতে দেন। পুলিশ আরও জানায়, মোবারক মোটরসাইকেল শোরুমে ঢুকে মোটরসাইকেল দরদাম করে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য ছবি ও ভোটার আইডি কার্ড প্রিন্ট করার জন্য অন্য দোকানে গেলে এ সুযোগে শেরআলী মোবারকের টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে নিজ এলাকায় চলে আসেন। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর মোবারক ও তার বন্ধু ইউসুফ নলুয়া জনতা বাজারে এসে উক্ত বিষয়ে স্থানীয় লোকজনকে জানালে সেখানে সালিশ বৈঠক হয়। সালিশে বিষয়টি অমীমাংসিত থাকায় স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের জন্য হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেনের শরণাপন্ন হয়। একই দিন মোবারক ও শেরআলী হরণী ইউনিয়নের বয়ারচর বাজারে যায়। সেখানে মোবারক শেরআলীকে দোতলা বিল্ডিংঘরে রেখে চেয়ারম্যানকে আনতে গেলে ভিকটিম কৌশলে পালিয়ে যান। ভুক্তভোগীরা জানান, পরবর্তীতে তার চাচা দেলোয়ার হোসেন বিটু শেরআলী ও তার ছেলে মারুফ অপহরণ হয়েছে বলে দাবি করেন। তার সঙ্গে জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধ থাকা শামছুল হক মাঝিসহ ওই এলাকার আরও ৯ জনের বিরুদ্ধে ২০২২ সালের ১২ জুলাই আদালতে অপহরণ মামলা দায়ের করেন তার চাচা। আদালতের নির্দেশে কবিরহাট থানায় উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর কবিরহাট থানা পুলিশ তদন্ত করে। পরবর্তীতে মামলার তদন্তভার ডিবি নোয়াখালীতে ন্যস্ত হয়।  জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, কথিত ভিকটিম শেরআলী পেশায় একজন ড্রাইভার। সে খুবই চতুর ও ধূর্ত প্রকৃতির। সে ঘনঘন মোবাইল সিম পরিবর্তন করায় তার সঠিক অবস্থান নির্ণয় করা কঠিন হয়ে পড়ছিল। তার মোবাইল নাম্বারের কললিস্ট পর্যালোচনায় দেখা যায়, সে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জসহ একেক সময় একেক স্থানে অবস্থান করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। কথিত ভিকটিম শেরআলীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে।    
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০

চুরির নাটক সাজিয়ে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ : পুলিশ
নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণ করতেই চুরির নাটক সাজান ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৫০)। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মুন্সী মেম্বার মো. মেহরাজকে (৪৮) দিয়ে ঘরের সিঁধ কাটিয়ে গরু বেপারী মো. হারুনকে (৪২) নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ওই সুযোগে মেহরাজ ওই নারীর পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে। পুলিশ ঘটনার পরপরই সিঁধ কাটার কাজে ব্যবহৃত কোদাল, কাঁচি, কালো প্যান্ট ও কানটুপি জব্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত সাবেক ইউপি সদস্য আবুল খায়ের মুন্সীকে প্রধান আসামি, হারুনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তাৎক্ষণিক পুলিশ আবুল খায়েরকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গতকাল রাত ৩টার দিকে চরক্লার্ক ইউনিয়ন থেকে মেহেরাজকে গ্রেপ্তার করা হয়।   প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, হারুনের সহযোগিতায় ওই নারীকে খাট থেকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে মাটিতে কাঁথা বিছিয়ে আবুল খায়ের মুন্সী মেম্বার পায়ের বাঁধন ও পরিহিত সেলোয়ার খুলে জোরপূর্বক ধর্ষণ করে। সে সরে গেলে হারুন তাকে পুনরায় পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। মেহরাজ পাশের রুমে থাকা ওই নারীর মেয়েকে (১২) ধর্ষণ করে। ধর্ষণ শেষে ফিরে যাওয়ার সময় কানে থাকা স্বর্ণের কানের দুল ও ঘরে থাকা নগদ টাকা নিয়ে যায়। পরে মেয়ের হাতের বাঁধন খুলে দেয় এবং ঘটনার বিষয়ে কাউকে কিছু বললে তাদেরকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি ধমকি দেয়। প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়েছে, মূলত হারুন গৃহবধূর বসতঘরে মালামাল আছে বলে মেহেরাজকে চুরি করতে ইন্ধন জোগায়। মেহরাজ রাজি হলে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। প্রবেশের পর হারুনের সঙ্গে মুন্সী মেম্বারকে দেখে মেহরাজ অবাক হয় এবং বুঝতে পারে ধর্ষণ করতেই তাকে দিয়ে চুরির নাটক সাজায়।   এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।   উল্লেখ্য, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের একটি বাড়িতে সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টা থেকে ২টার মধ্যে বসত ঘরের সিঁধ কেটে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ করে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৪

নতুন বছরে আরটিভির সব নাটক ট্রেন্ডিংয়ে, ২৪ ঘণ্টায় ভাইরাল ‘আমার হয়ে থেকো’
ইউটিউব ও ওটিটির দৌড়ে মানসম্মত টেলিভিশন নাটক খুব একটা দেখা যায় না। হাজার হাজার নাটকের ভিড়ে মানসম্পন্ন নাটক যেন হারিয়ে ফেলেছে তার চেনা পথ। তবে ব্যতিক্রম দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভিতে প্রচারিত নাটকের ক্ষেত্রে। একের পর এক মানসম্মত ও জনপ্রিয় নাটক উপহার দিয়ে জয় করে নিয়েছে অগনিত দর্শকের হৃদয়। চলতি বছরে আরটিভিতে প্রচারিত সব কয়টি নাটকই ট্রেন্ডিংয়ে আছে।  বিগত বছরগুলোয় নাটকের বাজারে বড়সড় ধাক্কা লেগেছিল। তারপরও থেমে থাকেনি আরটিভি। নতুন উদ্যামে মানসম্মত নাটক উপহার দিয়ে যাচ্ছে দর্শকদের। আরটিভিতে সদ্য প্রচারিত হওয়া ‘আমার হয়ে থেকো’ নাটকের সাড়াই সেটা প্রমাণ করে। স্বল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়েছে মুশফিক ফারহান এবং সাদিয়া আয়মান অভিনীত নাটকটি।  মিষ্টি প্রেমের গল্পে নির্মিত এই নাটকের শুরুতেই দেখা যায়, ফারহান-সাদিয়াকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় এবং তাদের প্রেম বিয়ের পর দিন থেকেই শুরু হয়। নাটকটি মন ছুঁয়ে গেছে কোটি দর্শকের। মুশফিক ও সাদিয়া আয়মান জুটি নতুন হলেও দর্শক তাদের দারুণভাবে গ্রহণ করেছে।   গেল ২৬ জানুয়ারি রাত ৮টায় আরটিভিতে সম্প্রচারিত হয় আমার হয়ে থেকো নাটকটি। পরবর্তীতে ২৯ জানুয়ারি আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। যা এখন নাটকের মধ্যে ট্রেন্ডিং-এ ৪ নাম্বারে আছে।  ইতোমধ্যে ইউটিউবে ৩ মিলয়নের বেশিবার দেখা হয়েছে নাটকটি। শুধু তাই নয়, রীতিমতো ঝড় উঠেছে কমেন্টস বক্সেও। একজন দর্শক লিখেছেন, মুসফিক আর ফারহান বস ও সাদিয়া আয়মান নতুন জুটি নাটক দারুণ লেগেছে আরো নাটক দেখতে চাই তাদের। আরেকজন মন্তব্য করেছেন, মিষ্টি প্রেমের অসাধারণ একটি নাটক। ফারহান ভাইয়া আর সাদিয়া আপুর নতুন জুটি ভালো মানিয়েছে। ছোট ছোট মুহূর্তের মাধ্যমে দুজনের মধ্যে প্রেম গড়ে ওঠার গল্পটা মন ছুঁয়ে গেছে। গানটাও দারুন  নাটকটি প্রসঙ্গে  ফারহান জানান, সাদিয়া দারুণ অভিনেত্রী। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। দর্শক আমাদের জুটিকে এতো ভালোবাসা দিয়েছে দেখে খুব আনন্দ লাগছে। নিজের প্রতিক্রিয়া জানিয়ে সাদিয়া বলেন, ফারহান ভাইয়ার সঙ্গে আমার এবারই প্রথম কাজ। সহশিল্পী হিসেবে তিনি বেশ ভালো, সাপোর্টিভ। দর্শক যে আমাদের সুন্দরভাবে গ্রহণ করেছে এটা ভাবতেই খুশি লাগছে।  এদিকে, আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচারিত বিশেষ নাটক ‘শুধু তোমার জন্য’ও ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। এখন পর্যন্ত নাটকটির ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে ১২ মিলিয়নের বেশি। ভাইরাল নাটক দুটি এখনো দেখে না থাকলে ইউটিউবে আরটিভি ড্রামা পেজে দেখে নিতে পারেন ‘আমার হয়ে থেকো’ এবং ‘শুধু তোমার জন্য।’ এ ছাড়া নতুন কী নাটক আসছে, জানতে চোখ রাখনু আরটিভির পর্দায়।   
৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়