• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক নিহত
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় টনি হোসেন (২০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।  নিহত টনি হোসেন গদখালীর বারবাকপুর গ্রামের আবুল কালামের ছেলে। ঘাতক বাসযাত্রী ইয়ানুর হোসেন বলেন, সকালে নাভারণ থেকে আসা যশোরগামী দ্রুতগতির বাসটি বেনেয়ালী ব্র্যাক অফিস সংলগ্ন কাঠবোঝাই নছিমনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি খাদে পড়ে যায় এবং কাঠের নিচে চাপা পড়ে নছিমন চালক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান বলেন, স্থানীয় নারীরা রক্তাক্ত অবস্থায় টনিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাভারণ হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান, আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪

তাড়াশে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সিরাজগঞ্জের তাড়াশে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকা মুগবেলাই গ্রামের সাইদুর রহমান (৪৫) ও অজ্ঞাত পরিচয় এক নারী (৪৮)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. এম এ ওয়াদুদ জানান, বিকেলের দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া ৮নং ব্রিজ এলাকায় নসিমন ও একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সাইদুর রহমান ও অজ্ঞাত পরিচয়ের যাত্রী এক নারী ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও জানান, এ সময় নসিমনের চালক পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমনটি জব্দ করা হয়েছে।
০৮ জানুয়ারি ২০২৪, ১৯:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়