• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ১ 
নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বালু ব্যবসা এবং আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’পক্ষের আহত হয়েছেন আরও ৫ জন।  বুধবার (১৭ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষায় ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর মিয়া (২৫) নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে এবং সেই আনোয়ার গ্রুপের লোক। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানাব কারণে দীর্ঘদিন ধরেই এলাকা ছাড়া ছিলেন কান্দাপাড়ার রাজিবসহ তার গ্রুপ। বুধবার ভোরে লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হামললা চালায় রাজিব গ্রুপ। এ সময় প্রতিরোধ গড়ে তুলতে গেলে বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হন। এর মধ্যে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় সাগর মিয়া (২৫) নামে একজনের। পুলিশি গ্রেপ্তারসহ আইনি জটিলতা এড়াতে আহতদেরকে বি-বাড়িয়ার নবীনগরসহ আশপাশের জেলায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছেন স্বজনরা। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, সোনাকান্দি ও আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালু ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
১৭ এপ্রিল ২০২৪, ১৪:৫২

নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা 
নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে এক ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে  হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত মো. রুবেল আহম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। তিনি বৈয়ূম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।  স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল দুপুরে পাকুরিয়া বাজারে আসেন। কাজ শেষে পৌনে ২টার দিকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় প্রাইভেটকারে করে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর ৬ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার শরীরের ওপরে বসে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।   এ দিকে প্রকাশ্য দিবালোকে ইউপি সদস্যের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।  এলাকাবাসীর একটি সূত্র থেকে জানা গেছে, গতবার আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত রুবেল আহাম্মেদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরুল। ওই সময় দু’প্রার্থীর মধ্যে একাধিকবার হামলা, মামলা ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটে। ওই নির্বাচনে প্রভাব খাটিয়ে নিহত রুবেল বিজয়ী হন। নির্বাচন পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমরুলের সঙ্গে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছে।  এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করেন স্থানীয় অনেক বাসিন্দা।   হত্যাকাণ্ডের ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বি। তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
১৫ এপ্রিল ২০২৪, ২১:৪৫

নরসিংদীতে নিহত ৬ জনের বাড়িতে চলছে শোকের মাতম
নরসিংদীর মাধবদীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ছয়জনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তাদের বাড়িতে চলছে শোকের মাতম। তারাই সবাই ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফিরছিলেন। নিহত ছয়জনের মধ্যে একই বাড়ির চারজন ও প্রতিবেশী গ্রামের দুজন রয়েছে। নিহতরা হলেন বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আবদুল মমিনের ছেলে মজিবুর রহমান (২৭), তার ভাগনি মীম আক্তার (২০) ভাগিনা আবু হুরায়রা (৯) তার চাচা জসিম (৩০) ও প্রতিবেশী গ্রাম জালালপুরের হেলাল ও বাবুল। এ ঘটনার পর পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। নিহতদের মরদেহ একনজরে দেখার জন্য বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীসহ সকলেই ভিড় করছেন। তাদের এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না।  নিহতদের স্বজনরা জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাসে চেপে নারী ও শিশুসহ মোট ১৩ জন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসছিলেন। যাত্রাপথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় ১৩ জনকে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেলে আরও দুজন মারা যান।
১১ এপ্রিল ২০২৪, ১৯:১৩

নরসিংদীতে মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে । বুধবার (১০ এপ্রিল)  রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলায় মাধবদীর টাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় চারজন মারা গেছে। আহত হয়েছে ১০ জন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঈদ করতে ঢাকা থেকে একটি যাত্রীবোঝাই মাইক্রোবাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটাপাড়া এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন।
১১ এপ্রিল ২০২৪, ০৮:৩০

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
নরসিংদীর রায়পুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। তার নাম ফাহিম খা (১৭)।   মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে নরসিংদী-রায়পুরা সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ফাহিম আমিরগঞ্জের খা বাড়ির আওলাদ খার ছেলে। তিনি এসএসসি পাস করে বাবার সঙ্গে মিষ্টির দোকানের ব্যবসা দেখাশোনা করতেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে ইফতার করার জন্য মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বাসায় ফিরছিলেন ফাহিম। এক পথচারী রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝামাঝি চলে এলে তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক করায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফাহিম ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে চাপা পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুর রহমান। তিনি বলেন, এ ঘটনার পর স্থানীয়রা ফাহিমের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাদের সঙ্গে কথা বলেছি তারা কোনো অভিযোগ করবে না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৭ মার্চ ২০২৪, ১০:৪৭

নরসিংদীতে কলেজছাত্রীকে অপহরণ, গ্রেপ্তার ৩
নরসিংদী সদর উপজেলার বড় বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে কলেজছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের ঘটনায় ৩ জনকে করা হয়েছে। বুধবার (২০ মার্চ) বেলা ১২ টার দিকে নরসিংদীর মাধবদীর ছনপাড়া থেকে মাইক্রোবাসহ তাদেরকে গ্রেপ্তার করে নরসিংদী সদর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীর আহমেদ। গ্রেপ্তারকৃতরা হলেন আলাউদ্দিনের ছেলে মুজিবুর রহমান (২৫), আমিরুল ইসলামের ছেলে ইরফান (২১)। তারা সদর উপজেলা আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামের বাসিন্দা। অপরজন হলেন শহরের বীরপুর এলাকার শামসুল হকের ছেলে জিয়াউল হক মোবিন (২২)।  পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী (১৮) নরসিংদী সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী এবং আলোকবালী ইউনিয়নের বাসিন্দা। একই এলাকার মাইনউদ্দিনের ছেলে অভিযুক্ত আনিকুল ইসলাম অরফে আশিক (২৩) ভুক্তভোগী মেয়ে ২ বছর আগে স্কুলে পড়া অবস্থায় আশিক প্রেমের প্রস্তাব দেয়া সহ বিভিন্নভাবে বিরক্ত করে আসছিল। পরে, মেয়ের বাসায় বিয়ের প্রস্তাবও পাঠালে ভুক্তভোগীর পরিবার নাকচ করে দেয়।  বুধবার সকালে ২ বান্ধবীসহ আলোকবালী থেকে তারা নরসিংদী সরকারী মহিলা কলেজে যাচ্ছিল। পরে সকাল ৯ টার নরসিংদী শহরের বড় বাজার সোনালী ব্যাংকের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে ৩ যুবক ভুক্তভোগী শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। পরে, তার বান্ধবীরা গাড়ীর নাম্বার কলেজ কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে অবহিত করে এবং পুলিশ দুপুর সাড়ে ১২ টার দিকে মাধবদীর ছনপাড়া থেকে মুজিবুর, মোবিন এবং ইরফানকে গ্রেফতার করে এবং ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।  পরে ভুক্তভোগীর মা আশিকসহ আরও ৩ জনের নাম উল্লেখ করে সন্ধ্যায় মামলা দায়ের করেন। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত মো. তানভীর আহমেদ বলেন, আশিক ৩ জন যুবককে মেয়েটি অপহরণ করে নেয়ার জন্য পাঠায়। আমরা খবর পেয়ে ভুক্তভোগী মেয়েসহ তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ভুক্তভোগীর মা লিখিত অভিযোগটি আমরা সন্ধ্যায় মামলা হিসেবে এজহারভুক্ত করেছি এবং প্রধান অভিযুক্ত আশিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  
২০ মার্চ ২০২৪, ২৩:৪০

নরসিংদীতে সঞ্চালন লাইনে ছিদ্র, ১৩ ঘণ্টা পর গ্যাস সরবরাহ চালু
নরসিংদীতে তিতাস গ্যাসের ১২ ইঞ্চির মূল সঞ্চালন লাইনে ছিদ্র হওয়ার কারণে মেরামত শেষে ১৩ ঘণ্টা পর গ্যাস সরবরাহ চালু করা হয়েছে।  মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে মাধবদী ও নরসিংদী শহরে আবাসিক ও বাণিজ্যক লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে নরসিংদী শহর ও মাধবদী শহরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। তিতাস কর্তৃপক্ষ ও গ্রাহকরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবদী পৌর এলাকার রাইনাদী মহল্লায় পৌরসভার ড্রেনে নির্মাণের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ভেক্যু মেশিনের আঘাতে তিতাস গ্যাসের ১২ ইঞ্চির মূল সঞ্চালন লাইন ছিদ্র হয়ে পড়ে। এতে রাত সোয়া ১২ থেকে নরসিংদী সদর উপজেলার মাধবদী ও নরসিংদী পৌর শহরসহ আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ফলে শিল্পকারখানায় উৎপাদন ব্যহত হওয়াসহ আবাসিক গ্রাহকরা ভোরে রান্না করতে না পারায় সেহরি খাওয়ায় দুর্ভোগে পড়েন। তিতাস গ্যাসের নরসিংদীর আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, মাধবদীতে পৌরসভার ড্রেন নির্মাণ কাজের সময় দুর্ঘটনাশত ভেক্যু মেশিনের আঘাতে তিতাসের প্রধান সঞ্চালন লাইন ছিদ্র হওয়ার পর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এরপর থেকেই জরুরি ভিত্তিতে লাইনের সংস্কার শুরু করে দুপুর সোয়া ১টার দিকে শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
১৯ মার্চ ২০২৪, ১৭:৫৩

নরসিংদীতে ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু 
নরসিংদীর মনোহরদীতে বৃদ্ধা মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শনিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার উত্তর আলগি এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বাদী হয়ে রাতেই তার ভাই আরিফ মিয়াকে আসামি করে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  নিহত হাশেনারা বেগম (৫০) মনোহরদী উপজেলার উত্তর আলগী এলাকার মো. নূরু মিয়ার স্ত্রী।  মামলার এজহার সূত্রে জানা যায়, বৃদ্ধ মা-বাবার উপার্জনের উপর নির্ভরশীল ছেলে আরিফ মিয়া। দুপুরের খাবার কম দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃদ্ধ মা হাশেনারা বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হাশেনারা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নিয়ে যাওয়ার পথে হাশেনারা বেগম মারা যান।  পরবর্তীতে মরদেহ বাড়িতে এনে মনোহরদী থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মেয়ে ইয়াসমিন বলেন, আমার ভাই কোনো কাজ করেন না। আমার বৃদ্ধ মা-বাবার আয়ের উপর নির্ভরশীল ছিলেন। তাকে কাজ করার কথা বললেই আমার বাবা-মাকে মারধর করতো এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিত। শেষ পর্যন্ত আমার মাকে সে মেরেই ফেলল। আমি এর বিচার চাই। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ঘটনার পর পর মনোহরদী থানা পুলিশ আরিফকে গ্রেপ্তার করেছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
১৭ মার্চ ২০২৪, ১৪:১৪

নরসিংদীতে অটোরিকশায় গাড়ির ধাক্কা, নিহত ২ 
নরসিংদীর বেলাব উপজেলা অজ্ঞাত গাড়ির চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।  শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় বেলাব উপজেলার পুরাদিয়া-আগরপুর আঞ্চলিক সড়কের চর লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভাটিপাড়া এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৫৭) ও একই গ্রামের মধ্যপাড়া এলাকার ছন্দু মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৪৫)। তাদের মধ্যে মোস্তফা মিয়া কৃষিশ্রমিক ও মুরশিদ মিয়া প্রবাসী ছিলেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরের আগরপুর থেকে ওই সড়ক ধরে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে তিনজন যাত্রী বেলাব উপজেলার পুরাদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। চর লতিফপুর এলাকায় পৌঁছার পরপরই একটি গাড়ি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়ে ওই গাড়ির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মোস্তফা মিয়ার মৃত্যু হয়। আর মুরশিদ মিয়ার শরীর থেকে এক হাত বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনা ঘটিয়ে অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরশিদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুজনকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের বাজিতপুরের একটি হাসপাতালে পাঠান। খবর পেয়ে বেলাব থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত মোস্তফা মিয়ার নিথর মরদেহ উদ্ধার করেন।  এ সময় বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে ঢাকায় নেওয়ার পথে গাড়িতে মারা যান মুরশিদ মিয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান। তিনি বলেন, মোস্তফা মিয়ার স্বজনেরা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেছেন। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর চাইছেন। এ দিকে একহাত বিচ্ছিন্ন হয়ে আরেকজন যাত্রীর আহত হওয়ার খবর শুনেছি, কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে পাইনি। স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন, ওই ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর নাম-পরিচয়সহ সর্বশেষ পরিস্থিতি আমরা জানার চেষ্টা করছি।
১৬ মার্চ ২০২৪, ১৯:১৩

রমজান উপলক্ষে নরসিংদীতে নিত্যপণ্যের সাশ্রয়ী বাজার
নরসিংদীতে রমজান মাসে ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনাবেচা করতে সাশ্রয়ী বাজার চালু করেছে জেলা প্রশাসন।   শনিবার (১৬ মার্চ) সকালে শহরের বঙ্গবন্ধু পৌর পার্ক মাঠে ১২টি স্টলের এই বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক বদিউল আলম।  সাশ্রয়ী বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা, যা অন্যান্য বাজারের তুলনায় ১২ টাকা কম। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬৫০ টাকায়, যা ৫০ টাকা কম। এ ছাড়া কেজিপ্রতি অন্তত ১০ টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়, কাঁচা মরিচ ৬০ টাকা। মুরগির মাংস, লাউ, টমেটো, ডাটা, মাছ, গ্যাস সিলিন্ডারসহ সব ধরনের নিত্যপণ্য বিক্রি হচ্ছে স্বাভাবিক বাজার থেকে অন্তত ৩ শতাংশ কম দামে।  রমজানজুড়ে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন সকাল ৯টা থেকে এই হাট চলবে বলে জানান জেলা প্রশাসক।  জেলা প্রশাসক বদিউল আলম বলেন, নরসিংদী মূলত একটি শিল্প অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানায় কাজ করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সমাগম ঘটেছে। প্রান্তিক এই জনগোষ্ঠী ছাড়াও নরসিংদীর নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের মানুষের রমজান মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে বাজারটি অসামান্য ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তিনি জানান, নিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের সুবিধা নিয়ে কেউ যেন অধিক পরিমাণে পণ্য কিনতে না পারে, সে জন্য প্রতিটি সামগ্রী কেনার ক্ষেত্রে উচ্চসীমা (যেমন—গরুর মাংস দুই কেজির বেশি কেউ কিনতে পারবেন না) নির্ধারণ করা হয়েছে।  
১৬ মার্চ ২০২৪, ১৫:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়