• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন আফগানিস্তানের
ভারত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছিল আফগানিস্তান। আসরের ৯ ম্যাচের ৪টিতেই জিতে ষষ্ঠ হয়েছিল রাশিদ খানরা। দলের এমন নান্দনিক পারফরম্যান্সের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন ইংলিশ কোচ জোনাথন ট্রট। তাই সাফল্য ধরে রাখতে ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ট্রটের অধীনে ভারতের মাটিতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল রাশিদ-নবীরা। অস্ট্রেলিয়াকেও ভড়কে দিয়েছিল তারা। এ ছাড়াও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং বাংলাদেশকে ওয়ানডে সিরিজেও হারিয়েছিল আফগানরা। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ট্রটের অধীনে অংশ নেবে আফগানরা। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বিবৃতিতে জানানো হয়, তার সফল ১৮ মাসের অধ্যায় শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সময়ে দলের উন্নতি ও অগ্রগতিতে দারুণ অবদান রেখেছেন তিনি। ২০২২ সালের জুলাইয়ে ট্রটকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল এসিবি। ট্রটের প্রথম মেয়াদের ১৮ মাস সময়ে তিন সংস্করণ মিলে ৫০ ম্যাচ খেলেছে আফগানরা। ৫০ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচ জিতেছে আফগানরা, বিপরীতে হেরেছে ২৯ ম্যাচে আর বৃষ্টিতে ভেসে গেছে ২ ম্যাচ।
০২ জানুয়ারি ২০২৪, ২৩:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়