• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় খোকন মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদী রেলস্টেশন-সংলগ্ন আউটারে বটতলা এলাকায় চট্রগ্রাম অভিমুখী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত খোকন মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার টিয়ারগাও এলাকার বারেক মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জীবিকার তাগিদে কাজে বের হন খোকন মিয়া। পরে অসাবধানতাবসত নরসিংদী রেলস্টেশনের রেললাইন পারাপারের সময় চট্রগ্রাম অভিমুখী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পাশেই ছিটকে পড়েন তিনি। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত খোকন মিয়া শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় তার স্ত্রীকে নিয়ে ভাড়াবাসায় থাকতেন এবং রাজমিস্ত্রীর কাজ করতেন। নরসিংদী রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর নাজিউর রহমান জনান, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আনানুগত কার্যক্রম চলছে।
১৯ ঘণ্টা আগে

বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ধসে পড়ার ঘটনায় যা জানা গেল
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে দুদিন আগেই জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে ১.৬ মাইল দৈর্ঘ্যের ‘ফ্রান্সিস স্কট কি’ সেতু। প্যাটাপসকো নদীর বুকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিখোঁজ আছেন চারজন। সেতু ভেঙে ঘটনাস্থলে প্রচুর কংক্রিট এবং অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকার কারণে বর্তমানে আর নিরাপদে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। খবর রয়টার্সের।  স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড স্টেট পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহগুলো মেক্সিকোর আলেহান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তে ও এবং গুয়েতেমালার ডর্লিয়ান রনিয়েল ক্যাস্টিলো ক্যাব্রেরা নামে দুই ব্যক্তির। মরদেহ দুটি উদ্ধার করা হয় ডুবে থাকা একটি ট্রাকের ভেতর থেকে। এদিকে সেতু ধসের এ ঘটনায় বাকি চার নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে মার্কিন কোস্টগার্ড। এরই মধ্যে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটিকে ধাক্কা দেয় শ্রীলংকাগামী সিঙ্গাপুরের একটি কার্গো জাহাজ। এতে সেতুটির বড় একটি অংশ ধসে পড়লে তাতে থাকা কয়েকটি যানবাহনও নদীতে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম দালি। স্থানীয় সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের পাটাপসকো নদী থেকে শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করে সেটি। জাহাজটি পরিচালনার দায়িত্বে ছিলেন ভারতীয় নাবিকরা। ১টা ২৪ মিনিটে জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এর পরপরই সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জাহাজটি। এর ঠিক তিন মিনিট পর ১টা ২৭ মিনিটে সেতুর একটি পিলারে আঘাত করে ১৫ কিলোমিটার বেগে ধেয়ে চলা জাহাজটি। আর সঙ্গে সঙ্গেই হুড়মুড় করে ভেঙে পড়ে সেতুটি।  এদিকে সেতুটিতে কোনো কাঠামোগত সমস্যা ছিল না বলে জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর। এরপরও কীভাবে জাহাজের ধাক্কায় এমন বড় একটা সেতু হুড়মুড় করে ভেঙে পড়ে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রকৌশলীরা জানান, সেতুটি ধাতু দ্বারা নির্মিত ট্রাস পিলারগুলোকে সংযুক্ত করেছে। এর একটি গুরুত্বপূর্ণ পিলারে আঘাত হানে জাহাজটি। মূলত সেতুটির নির্মাণশৈলীর কারণেই সেতুটি এমনভাবে ভেঙে পড়ে। দুর্ঘটনা কবলিত ১.৬ মাইল দৈর্ঘ্যের ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটি নির্মিত হয়েছিল ১৯৭৭ সালে। সেতুটির নামকরণের পেছনে আছে একটি ইতিহাস।   ১৮১৪ সালের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় যুক্তরাজ্য। সে সময় এই যুদ্ধের সাক্ষী হয়েছিলেন আমেরিকার জাতীয় সংগীত ‘স্টার স্প্যাংগল্ড ব্যানার’ এর রচয়িতা ফ্রান্সিস স্কট কি। এরপর তার নামে ১৯৭৭ সালে প্যাটাপসকো নদীর ওপর নির্মিত হয় সেতুটি। আমেরিকার বাল্টিমোর হারবার অতিক্রম করার তিনটি রাস্তার মধ্যে ফ্রান্সিস স্কট কি সেতুটি অন্যতম। বাল্টিমোর বন্দরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন গড়ে ৩১০০০ যানবাহন চলাচল করত সেতুটি দিয়ে। 
২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্বরত অবস্থায় বাসের ধাক্কায় আব্দুল গফুর নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মান্নান নামে আরেক পুলিশ সদস্য।  বুধবার (২৭ মার্চ) দুপুরে ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আব্দুল গফুরের বাড়ি জামালপুরে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।   ঘটনার সময় উপস্থিত স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ছনপাড়ায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য গফুর ও মান্নান। এ সময় নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পুলিশ সদস্য গফুরের মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
২৭ মার্চ ২০২৪, ১৫:৩৩

কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণশ্রমিকের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক নির্মাণ শ্রমিক অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।  নিহত আবুল কালাম (৩৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর গ্রামের রৌশন আলী মিয়াজী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে।   বুধবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে বসুরহাট টু দাগনভূঞা সড়কের মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. হায়দার হোসেন সম্রাট। তিনি বলেন, নিহত কালাম পেশায় একজন নির্মাণশ্রমিক ছিল। ফেনী জেলার দাগনভূঞার তালের চারা এলাকার মাদরাসা মার্কেট সংলগ্ন একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। পায়ে হেঁটে ওই ভবনে কাজ করতে আজ সকালে বাড়ি থেকে বের হয় কালাম। কাজে যাওয়ার পথে তিনি আরেক শ্রমিকসহ দাগনভূঞার মীর বাড়ির সামনে পৌঁছালে বসুরহাট থেকে ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্স তাকে পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হচ্ছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
২৭ মার্চ ২০২৪, ১১:৪৩

জাহাজের ধাক্কায় যানবাহনসহ মাঝ নদীতে ভেঙে পড়ল সেতু
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় মাঝ নদীতে ভেঙে পড়েছে একটি সেতু।  স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে প্যাটাপসকো নদীর ওপর অবস্থিত ‘ফ্রান্সিস স্কট কি’ নামের সেতুটিতে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কা লাগে। এ সময় সেতুটি দিয়ে পারাপাররত বেশ কয়েকটি যানবাহন পড়ে যায় মাঝ নদীতে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা জানা না গেলেও ঘটনাটিকে ‘উন্নয়নশীল গণহত্যা’ বলে অভিহিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।  বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিকেশন ডিরেক্টর চিফ কেভিন কার্টরাইটের বরাত দিয়ে বিবিসি ও স্কাই নিউজসহ মার্কিন বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া দুর্ঘটনার বেশ কয়েকটি ফুটেজও প্রকাশ পেয়েছে ইতোমধ্যে।  ফুটেজে দেখা যাচ্ছে, ১.৬ মাইল দীর্ঘ ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটির একটি বড় অংশ স্থানীয় সময় দেড়টায় সংঘর্ষের পর হুড়মুড় করে ভেঙে পড়ে নদীতে। এ সময় সেতু থেকে এক সঙ্গে বেশ কয়েকটি যানবাহনও পড়ে যেতে দেখা যায়। বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিকেশন ডিরেক্টর চিফ কেভিন কার্টরাইট বলেছেন, এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নিখোঁজ লোকদের উদ্ধার করা।১০টি নৌযান উদ্ধার অভিযান চালাচ্ছে ঘটনাস্থলে।   তিনি বলেন, কতজন মানুষ পানিতে পড়ে গেছে সে সম্পর্কে সঠিক সংখ্যা জানা যায়নি। তবে ডুবে যাওয়াদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।  এদিকে ম্যারিল্যান্ড ট্রান্সপোস্ট কর্তৃপক্ষ তাদের এক এক্স পোস্টে জানিয়েছে, ঘটনার পরপরই সেতুটির উভয় দিকের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সাময়িক বন্ধ রাখা হয়েছে সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলও। প্যাটাপসকো নদীর সব ধরনের জাহাজ, স্টিমার ও নৌকাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্যপথে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাল্টিমোর শহরের মেয়র ব্রেন্ডন এম স্কট। দুর্ঘটনায় নিখোঁজদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। জানা গেছে, দালি নামে পরিচিত সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজটি বাল্টিমোর বন্দর হয়ে শ্রীলঙ্কার কলম্বোতে যাচ্ছিলো। কিন্তু পথিমধ্যে সেতুটির সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই আটকে গেছে জাহাজটি।  দুর্ঘটনা কবলিত ১.৬ মাইল দৈর্ঘ্যের সেতুটি নির্মিত হয়েছিল ১৯৭৭ সালে। ন্যাশনাল স্টিল ব্রিজ অ্যালায়েন্স অনুসারে, বিশ্বের দীর্ঘতম ট্রাস ব্রিজগুলোর মধ্যে একটি এটি।
২৬ মার্চ ২০২৪, ১৬:০২

কার্গোর ধাক্কায় ভাঙল ব্রিজ
বরগুনার পাথরঘাটায় বালুবাহী কার্গোর ধাক্কায় হলতা নদীর ওপর নির্মিত লোহার ব্রিজটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  শনিবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার হলতা নদীর ওপর নির্মিত লোহার ব্রিজটির মাঝের অংশ ভেঙে এ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পর কার্গোর (বাল্কহেডের) চালক ও সহকারীরা সাঁতরে তীরে ওঠেন। এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেতুর ভাঙা অংশ কার্গোর ওপর পড়ায় নৌযানটি ডুবে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটি আগে থেকেই জরাজীর্ণ ছিল। এলজিইডি জোড়াতালি দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছিল। শনিবার বালুবাহী কার্গোর ধাক্কা লেগে ব্রিজের মাঝের অংশ ভেঙে পড়ে। এ সময় কার্গোটি ব্রিজের নিচে আটকে যায়। এতে শিক্ষার্থীসহ দুই পাড়ের বাসিন্দাদের পারাপার বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা নাঈম তালুকদার জানান, কার্গো চালকের অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে। এখন প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে স্কুলে আসতে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজনকে ভোগান্তির শিকার হতে হবে।  ব্রিজটি ভেঙে পড়ায় দুই পারের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে। আটকে থাকা কার্গোটির চালক-শ্রমিকরা পালিয়ে গেছেন। তবে ঘটনার পর এলজিইডি বা উপজেলা প্রশাসনের কাউকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।  পাথরঘাটা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, ফান্ড না থাকায় দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ব্রিজটির ক্ষয়ক্ষতি দেখে প্রাক্কলন তৈরি করে বরাদ্দের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের বরাবর প্রেরণ করা হবে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করা যাবে। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, ব্রিজটি কোন সংস্থা করেছে খোঁজখবর নিয়ে দ্রুত সংস্কারে পদক্ষেপ নেওযা হবে। মালবাহী কার্গোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
২৪ মার্চ ২০২৪, ০৮:৫৫

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতা নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ গামা (৬৮) নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাশিয়ানীতে মারা যান তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পৌর এলাকার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রণজিৎ কুমার বাড়ৈ গামা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এবং শেখ ফজলুল করিম সেলিম ‘ল’ কলেজের অধ্যক্ষ। তার বাড়ি গোপালগঞ্জ শহরের গেটপাড়া এলাকায়। সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিজের প্রতিষ্ঠিত শেখ ফজলুল করিম সেলিম ‘ল’ কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে শহরের বাসায় ফিরছিলেন রণজিৎ কুমার বাড়ৈ গামা। এ সময় গোপালগঞ্জ পৌর এলাকার মান্দারতলা ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তিনি আরও জানান, পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তাকে বহনকারী অ্যাম্বুলেন্স কাশিয়ানী উপজেলা পর্যন্ত পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রণজিৎ কুমার বাড়ৈ গামাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আওয়ামী লীগ নেতা রণজিৎ কুমার বাড়ৈ গামাকে ভর্তি করা হয়। তার ডান পায়ের হাঁটুর নিচে ফ্র্যাকচার এবং কোমর, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিলো। তার মাথা ও শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হতে পারে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্বজনদের অনুরোধে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।  গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান বলেন, প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তার মৃত্যু রহস্যজনক মন্তব্য করে তিনি তদন্তের দাবি করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ ও আইনজীবী রণজিৎ কুমার বাড়ৈ গামার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম গভীর শোক এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।  গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম শনিবার সকালে রণজিৎ কুমার বাড়ৈ গামার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। মৃত্যুকালে স্ত্রী মমতা রানী কীর্ত্তনিয়া, এক ছেলে বিশ্বজিত বাড়ৈ ও এক মেয়ে ইন্দিরা বাড়ৈ এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।
২৩ মার্চ ২০২৪, ০০:১৩

কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নছিমনচালক নিহত 
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগারমিল নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় রেজাউল নামের এক নছিমনচালকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত রেজাউল ঝিনাইদহ সদর উপজেলার ভুটেরগাদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করতে পারেনি পুলিশ।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ। তিনি বলেন, সকাল আটটার সময় আমরা খবর পাই সুগারমিল নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুত সেখানে গিয়ে আমরা জানতে পারি, যশোর থেকে নছিমনে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে নছিমনটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক গায়েন বলেন, আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করতে পারিনি। তবে আটকের চেষ্টা চলছে।
২২ মার্চ ২০২৪, ১৮:৫৮

চাঁদপুরে যাত্রাবাহী বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক মিয়া (৪০) নামে ইট ভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব কালচোঁ ভূইয়া বাড়ী সেলিমের দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মানিক মিয়া সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নোগাল গ্রামের মৃত সমর আলীর ছেলে। তিনি স্থানীয় হান্নান মিয়ার ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় মানিক মিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন সেলিম মিয়ার চায়ের দোকানে নাস্তা শেষে রাস্তা পারাপারের সময়ে হাজীগঞ্জ হতে ঢাকাগামী বিআরটিসি যাত্রীবাহী বাস এর সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। পরবর্তী আশেপাশের লোকজন উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরাতহাল শেষে মরদেহ এখন থানায় আছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিআরটিসির বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  
১৯ মার্চ ২০২৪, ২২:৪৭

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। নিহতরা হলেন অটো চালক উপজেলার চান্দুলিয়া এলাকার উজ্জল মিয়া (৩৫) ও কদিম দেওহাটা এলাকার সুশান্ত বাকালী (৩৫)। শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেন ধরে দেওহাটা থেকে গোড়াইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে দ্রুত গতির বালু ভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয়রা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্মরত চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, নিহতদের মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ট্রাকটিকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
১৭ মার্চ ২০২৪, ১৩:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়