• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ধসে পড়ার ঘটনায় যা জানা গেল
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে দুদিন আগেই জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে ১.৬ মাইল দৈর্ঘ্যের ‘ফ্রান্সিস স্কট কি’ সেতু। প্যাটাপসকো নদীর বুকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিখোঁজ আছেন চারজন। সেতু ভেঙে ঘটনাস্থলে প্রচুর কংক্রিট এবং অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকার কারণে বর্তমানে আর নিরাপদে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। খবর রয়টার্সের।  স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড স্টেট পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহগুলো মেক্সিকোর আলেহান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তে ও এবং গুয়েতেমালার ডর্লিয়ান রনিয়েল ক্যাস্টিলো ক্যাব্রেরা নামে দুই ব্যক্তির। মরদেহ দুটি উদ্ধার করা হয় ডুবে থাকা একটি ট্রাকের ভেতর থেকে। এদিকে সেতু ধসের এ ঘটনায় বাকি চার নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে মার্কিন কোস্টগার্ড। এরই মধ্যে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটিকে ধাক্কা দেয় শ্রীলংকাগামী সিঙ্গাপুরের একটি কার্গো জাহাজ। এতে সেতুটির বড় একটি অংশ ধসে পড়লে তাতে থাকা কয়েকটি যানবাহনও নদীতে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম দালি। স্থানীয় সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের পাটাপসকো নদী থেকে শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করে সেটি। জাহাজটি পরিচালনার দায়িত্বে ছিলেন ভারতীয় নাবিকরা। ১টা ২৪ মিনিটে জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এর পরপরই সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জাহাজটি। এর ঠিক তিন মিনিট পর ১টা ২৭ মিনিটে সেতুর একটি পিলারে আঘাত করে ১৫ কিলোমিটার বেগে ধেয়ে চলা জাহাজটি। আর সঙ্গে সঙ্গেই হুড়মুড় করে ভেঙে পড়ে সেতুটি।  এদিকে সেতুটিতে কোনো কাঠামোগত সমস্যা ছিল না বলে জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর। এরপরও কীভাবে জাহাজের ধাক্কায় এমন বড় একটা সেতু হুড়মুড় করে ভেঙে পড়ে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রকৌশলীরা জানান, সেতুটি ধাতু দ্বারা নির্মিত ট্রাস পিলারগুলোকে সংযুক্ত করেছে। এর একটি গুরুত্বপূর্ণ পিলারে আঘাত হানে জাহাজটি। মূলত সেতুটির নির্মাণশৈলীর কারণেই সেতুটি এমনভাবে ভেঙে পড়ে। দুর্ঘটনা কবলিত ১.৬ মাইল দৈর্ঘ্যের ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটি নির্মিত হয়েছিল ১৯৭৭ সালে। সেতুটির নামকরণের পেছনে আছে একটি ইতিহাস।   ১৮১৪ সালের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় যুক্তরাজ্য। সে সময় এই যুদ্ধের সাক্ষী হয়েছিলেন আমেরিকার জাতীয় সংগীত ‘স্টার স্প্যাংগল্ড ব্যানার’ এর রচয়িতা ফ্রান্সিস স্কট কি। এরপর তার নামে ১৯৭৭ সালে প্যাটাপসকো নদীর ওপর নির্মিত হয় সেতুটি। আমেরিকার বাল্টিমোর হারবার অতিক্রম করার তিনটি রাস্তার মধ্যে ফ্রান্সিস স্কট কি সেতুটি অন্যতম। বাল্টিমোর বন্দরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন গড়ে ৩১০০০ যানবাহন চলাচল করত সেতুটি দিয়ে। 
২৮ মার্চ ২০২৪, ১৫:৩৪

রাবিতে নির্মাণাধীন হলের ছাদ ধসে আহত ৯, তদন্ত কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান হলের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় হলটির অডিটোরিয়ামের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নয়জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাঊদ। দুর্ঘটনাটি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতে জরুরী সভা ডেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন, গাইবান্ধার আজাদুল (৩৫), চাঁপাইনবাবগঞ্জের সিফাত (২২) ও রাজশাহীর গোদাগাড়ীর সিহাব (২৫), রাসেল এবং সুরেজ। এছাড়া বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। সরেজমিনে দেখা যায়, ছাদ ধ্বসে হতাহতের খবর পেয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের এম্বুলেন্সগুলো ঘটনাস্থলে ছুটে এসে আহতদের কাউকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আবার কাউকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপরই উদ্ধার কাজের জন্য একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসে। তারা দুপুর সাড়ে ১২টা থেকে উদ্ধার কাজ শুরু করার পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তা অব্যাহত ছিল। তবে ফায়ার সার্ভিসের কিছু ইউনিটকে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে দেখা গেছে। আহত শ্রমিক সিহাব জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে সেই ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কাজের শেষের দিকে বেলা ১২টায় ছাদটি হঠাৎ ধ্বসে পরে। এতে তিনিসহ অনেকে আহত হয়। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাঊদ বলেন, এ ঘটনায় ৯জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জন এখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা অনেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং রামেক থেকে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক খোন্দকার শাহরিয়ার রহমান বলেন, ছাদ ধ্বসের ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬জন শ্রমিক ভর্তি হয়েছিল। তার মধ্যে ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখন দুজন চিকিৎসাধীন রয়েছেন। তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জেনেছি। জানতে চাইলে রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ওহিদুল ইসলাম বলেন, ছাদ ধ্বসের খবর পাওয়ার পর থেকেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের মোট ১৩০ জন সদস্য কাজ করে। এদিকে ঘটনাটি খতিয়ে দেখতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জরুরি আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে এই সভায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্যসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশল শাখার কর্মকর্তা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মজিদ সন্স’র প্রতিনিধি উপস্থিত ছিলেন। দুই ঘন্টার আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্তগুলো জানানো হয়। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ছাদ ঢালাইয়ের কাজে জড়িত সকল শ্রমিকরা এখন ঠিক আছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তাই উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হল। এছাড়া আজকের এই ঘটনা এবং হলটির অন্যান্য কাজের গুণগতমান তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  কমিটিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. কামারুজ্জামান সরকারকে আহ্বায়ক করে রাজশাহী গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম ও রাবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইমরুল হাসানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সঠিক সময়ে প্রতিবেদন জমা না দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রচলিত বিধি অনুযায়ী তদন্ত কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয় এবং যে কয়দিন কর্মস্থলে থাকতে পারবেন না তার সমপরিমান অর্থ ঠিকাদারি প্রতিষ্ঠান বহন করবে। এ ব্যাপারে তারা সম্মত হয়েছেন। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা সামগ্রী দিতে হবে। বিশেষ করে হেলমেট সরবরাহ করতে হবে। এটা প্রধান প্রকৌশলী এবং প্রকল্প প্রকৌশলীরা দেখভাল করবেন। আর এসব কাজে কোনো কিশোর অর্থাৎ আঠারো বছরের নিচের শ্রমিককে কাজে লাগানো যাবে না। যদি এমন ঘটে তাহলে প্রকৌশল দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।  আর বুধবার বিকেল ৫টার মধ্যে প্রধান প্রকৌশলী, প্রকল্প প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ ঘটনার কারণ প্রতিবেদন আকারে বর্ণনা করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলামের নিকট জমা দিতে বলা হয়েছে। আর কাজগুলো দেখভাল করার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর প্রতিমাসে কাজের অগ্রগতি নিয়ে একটি সভা করবেন। উল্লেখ্য, ২০১৮ সালের গণপূর্ত অধিদপ্তরের রেট শিডিউল অনুযায়ী এই ১০তলা হলের নির্মাণকাজ চলছে। ৭০ কোটি ২০ লক্ষ টাকা বাজেটে এই হলের নির্মাণকাজ চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স। 
৩০ জানুয়ারি ২০২৪, ২৩:৫৩

রাবিতে নির্মাণাধীন হলের ছাদ ধসে আহত ৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের ছাদ ধসে পরার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৯ জন নির্মাণ শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, ছাদ ধসের ঘটনায় ৯ জন আহতের খবর জেনেছি। এর মাঝে চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছে আর বাকি দুজন অপেক্ষাকৃত কম আহত হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান আবাসিক হলের ১০ তলা ভবনের পাশে লাগোয়া আরেকটি অংশে একতলা ভবনের ছাদে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের আরেকটি অংশে একতলার ছাদ ধসে পড়ে। এতে এখন পর্যন্ত আমরা তিনজন আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৩৬

রাষ্ট্র আজ ধসে পড়ার উপক্রম হয়েছে : সাকি
২০২৪ সালের ৭ জানুয়ারি একতরফা ও নজিরবিহীন দখল কায়েমের ভোট অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশকে এমন জায়গায় ঠেলে দেওয়া হয়েছে, রাষ্ট্র আজকে ধসে পড়ার উপক্রম হয়েছে। এরা আসলে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নামে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা গণতন্ত্র ও সার্বজনীন ভোটাধিকারকেই ধ্বংস করেছে। শনিবার (২০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে শহীদ আসাদ স্মৃতিফলকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন । সাকি বলেন, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি শহীদ আসাদের জীবন দান এ অঞ্চলের গণমানুষের মধ্যে এমন এক চেতনার উত্থান ঘটিয়েছিল, আইয়ুব খানের মতো স্বৈরশাসকেরও পতন নিশ্চিত হয়েছিল। শুধু তাই নয়, এ গণঅভ্যুত্থানের ভেতর দিয়েই ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের জমিন তৈরি হয়েছিল। জোনায়েদ সাকি বলেন, শহীদ আসাদের চেতনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সার্বভৌম ও আত্মমর্যাদাসম্পন্ন দেশ গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণআন্দোলন গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষ্যে সংগ্রাম গড়ে তুলতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, শহীদ আসাদ শুধু একজন রাজনীতি সচেতন ছাত্র আন্দোলনের নেতাই ছিলেন না, তিনি কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। মওলানা ভাসানীর ডাকে যখন এ দেশের বঞ্চিত নিপীড়িত কৃষক জনতা একের পর এক ঘেরাও ও হাট-হরতাল পালন করছিলেন, সে সময় শহীদ আসাদ এ কর্মসূচি বাস্তবায়নে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। এ কারণেই শহীদ আসাদের জীবন দান সে লড়াইয়ের প্রেরণাকে বহুগুণ বাড়িয়ে দেয়, সারা দেশে বিদ্রোহের দাবানল সৃষ্টি হয় ও সামরিক শাসক জেনারেল আইয়ুবের পতন হয়। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এবং ’৬৯-এর গণঅভ্যূত্থানের ৫৫ বছর পর এসে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার-তা এমনভাবে ভূলুণ্ঠিত হয়েছে, মানুষকে ন্যূনতম ভোটাধিকার রক্ষার জন্য সংগ্রাম করতে হচ্ছে। এ সময় গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জাতীয় পরিষদের সদস্য সেন্টু খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডসহ অনেকে উপস্থিত ছিলেন।
২১ জানুয়ারি ২০২৪, ০২:৩০

খেলার সময় দেয়াল ধসে শিশুর মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে দেয়াল ধসে সামির হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বিকেলে সাহেব পাড়া গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সামির হোসেন একই এলাকার মিস্ত্রি পাড়া গ্রামের নাদিমের ছেলে। নিহতের স্বজনরা ও পুলিশ সূত্রে জানা যায়, সামির ও তার বন্ধু বাড়ির পাশে দেয়ালের কাছে বল খেলছিল। বল পুরাতন বাড়ির টিন শিটের ওপরে যায়। সেখান থেকে বল নামাতে গেলে দেয়াল ধসে সামির চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
০১ জানুয়ারি ২০২৪, ২৩:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়