• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
নোয়াখালীর হাতিয়াতে একটি পুকুরে ১০০ রুপালি ইলিশ মাছ পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন প্রায় ৩৫০- ৫৫০ গ্রাম। এ খবর ছড়িয়ে পড়লে মাছগুলো দেখতে ভিড় জমান উৎসুক জনতা। বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামের যুগান্তর কিল্লার উত্তরের পুকুরে মাছগুলো ধরা পড়ে। এর আগে, বুধবার একই পুকুর থেকে ১০ কেজি রুপালি ইলিশ ধরা হয়। এসব তথ্য নিশ্চিত করেন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আফছার উদ্দিন। তিনি বলেন, একটি গুচ্ছ গ্রামে সাধারণত দুটি পুকুর থাকে। নিঝুমদ্বীপ ইউনিয়নের যুগান্তর কিল্লা গুচ্ছ গ্রামে দুটি পুকুর রয়েছে। যুগান্তর কিল্লার উত্তরের বড় পুকুরটি লিজ নিয়েছেন আবদুল মান্নান নামে স্থানীয় এক বাসিন্দা। তিনি এ পুকুরে গত কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছে। পুকুরটি ২৫টি পরিবার ব্যবহার করে। পুকুর থেকে মাছ ধরার জন্য তিনি গত কয়েক দিন ধরে পুকুরে সেচ মেশিন বসিয়ে পানি কমান। পানি কমিয়ে বৃহস্পতিবার ভোর রাতের দিকে পুকুরের জাল ফেললে ১০০টি ইলিশ ধরা পড়ে। গতকাল বুধবার একই পুকুর থেকে আরও ৮-৯ কেজি ইলিশ ধরা পড়ে। আশা করা হচ্ছে এ পুকুরে আরও ইলিশ মাছ পাওয়া যাবে।   নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশ মাছও প্রবেশ করে। গত বছরও একই পুকুরে প্রায় ৪০-৪৫ কেজি ইলিশ ধরা পড়ে। এ বছর দ্বিতীয় ধাপে এ ইলিশগুলো ধরা পড়ে।  
৪ ঘণ্টা আগে

কুয়াকাটায় অবৈধভাবে মাছের রেনু ধরা অবস্থায় ৪ জেলে আটক
কুয়াকাটা সংলগ্ন চর বিজয় থেকে অবৈধ মাছের রেনু ধরা অবস্থায় একটি ট্রলারসহ চার জেলেকে আটক করেছে বন বিভাগ।  মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  এ সময় তাদের ট্রলার থেকে অন্তত ৫০ হাজার বিভিন্ন প্রজাতির মাছের রেনু জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন হাবিবুর রহমান (৪২), দিদারুল ইসলাম (৪৪), আবুল বাশার (৪৩), জাহাঙ্গীর হোসেন (৩৮)। এদের সকলের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার অন্তবুনিয়া গ্রামে। বন বিভাগ জানিয়েছে, আটককৃতদের দুপুরের দিকে মহিপুর রেঞ্জ অফিসে আনা হয়েছে। পরে মুচলেকা রেখে ট্রলার ও আটককৃত জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছের রেনু সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কুয়াকাটা সংলগ্ন সমুদ্রের মধ্যে জেগে ওঠা চর ‘বিজয়’- এ রোপণকৃত গাছের চারা দেখতে যাই। সেখানে অবৈধ জাল দ্বারা মাছের রেনু ধরা অবস্থায় চার জেলেকে আটক করা হয়। এ সময় তাদের ট্রলারে থাকা মাছের রেনু সমুদ্রে অবমুক্ত করেছি। আটককৃতদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার মাছের রেনু অবৈধভাবে ধরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
০৫ মার্চ ২০২৪, ২২:২০

পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ
ইলিশের পোনা ও জাটকা রক্ষায় আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।   বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এই নিষধাজ্ঞা শুরু হচ্ছে। নদীর অভয়াশ্রম এলাকা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এই নির্দিষ্ট সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।  ইলিশ সম্পদ বাড়াতে সরকার জাটকা নিধন রোধে ২০০৬ সাল থেকে দেশের অভয়াশ্রমগুলোয় নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করে। এ কার্যক্রমের অংশ হিসেবে এবারও চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ থেকে এপ্রিল এই দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইন অনুযায়ী শাস্তি পাবেন। নিষেধাজ্ঞাকালে এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।  চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলের মধ্যে ৪৪ হাজার ৩৫ জন জেলে নিবন্ধিত রয়েছে। নিবন্ধিত এ জেলেরা নিষেধাজ্ঞা চলাকালে সরকারি সহায়তা হিসেবে ৪ মাস ৪০ কেজি করে চাল দেয়া হবে। ইতোমধ্যে চাল দেয়া শুরু হয়েছে। এদিকে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় ইতোমধ্যে নৌকাসহ মাছ ধরার সরঞ্জামাদী তীরে উঠিয়েছে জেলেরা। এই সময়ে জাল আর নৌকা মেরামতে সময় কাটায় তারা।  নদীর পাড়ে সরজমিনে গিয়ে কয়েকজন জেলের সঙ্গে কথা বললে তারা জানায়, নিষেধাজ্ঞাকালীন সময়ে পরিবার-পরিজনের ভরণ-পোষণসহ কিস্তির টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। এ দুমাস কিস্তির টাকা না নেওয়ার জন্যও জেলেরা দাবি জানান। একই সঙ্গে সরকারিভাবে সহায়তার পাশাপাশি আর্থিক সহসয়তা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছে জেলেরা। চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, জাটকা নিধন বন্ধে নৌ পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার মার্চ-এপ্রিল দুইমাস জাটকা রক্ষায় পুলিশ সার্বক্ষনিক কাজ করবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে কঠোর হাতে দমন করা হবে। চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, অভায়শ্রম এলাকায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন। এবার বিজিএফ এর চাল অনেক আগে আশায় জেলেদের মাঝে ইতোমধ্যে ২ মাসের চাল বিতরণ করা হয়েছে। বাকি ২ মাসের চালও দেয়া হবে। জেলে ও জনপ্রতিনিধিদের সহায়তার আহ্বান জানান এই মৎস্য কর্মকর্তা।  চাঁদপুরে নিষেধাজ্ঞা সময়ে সরকারের আদেশ অমান্য করে মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬

জালে ধরা পড়ল ৮০ কেজির পাখি মাছ 
বরগুনার পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য বন্দর বিএফডিসি মৎস্য ঘাটে ৮০ কেজি ওজনের বিরল প্রজাতির মাছ উঠেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বঙ্গোপসাগর থেকে বিএফডিসি ঘাটে এ মাছ বিক্রির জন্য জেলেরা নিয়ে আসেন। এ ছাড়াও বিভিন্ন ওজনের আরও ২৯টি পাখি মাছ নিয়ে আসে এফবি মারিয়া নামের একটি ট্রলার।  এ সময় স্থানীয়রা এ পাখি মাছগুলো একনজর দেখতে ভিড় করেন। মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. সেলিম মিয়া জানান, ‘কয়েক দিন আগে এফবি মারিয়া ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। সমুদ্রে জাল ফেলে অপেক্ষা করলে অন্যান্য মাছের সঙ্গে সাতটি পাখি মাছ ধরা পড়ে। মাছগুলো প্রায় ৭ ফুট লম্বা। স্থানীয়দের মধ্যে অনেকে এ মাছটিকে ‘পাখি মাছ’ বা ‘গোলপাতা মাছ’ হিসেবেই চিনেন। তবে ‘গোলপাতা মাছ’ হিসেবেই এ এলাকায় এ মাছ বেশি পরিচিত। তিনি আরও জানান, এক একটি মাছ ৬০০০ টাকায় পাইকার জাহিদের কাছে বিক্রি করা হয়েছে। পাইকার মো. জাহিদুল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলে এ মাছের চাহিদা কম। তবে তিনি মাছগুলো কম টাকায় ক্রয় করতে পেরেছেন। এ মাছগুলো বিদেশেও রপ্তানি করা যায়। দেশের নামীদামি রেস্টুরেন্টগুলোতে এ মাছের চাহিদা রয়েছে। মাছগুলো বেশি দামে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন বলেও জানান এ মাছ ব্যবসায়ী। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ‘এটি গভীর সমুদ্রের মাছ। এর বৈজ্ঞানিক নাম সেইল ফিস (Sail Fish)। এ মাছ খুব সুস্বাদু হয়ে থাকে। বিদেশে অনেক চাহিদা থাকার কারণে এ মাছ রপ্তানি করা হয়ে থাকে। তবে এ মাছ গভীর সমুদ্র ছাড়া সহজে পাওয়া যায় না।’
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

কোম্পানীগঞ্জে পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি পুকুরে রুপালি ইলিশ ধরা পড়েছে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে এনামুল হক ওরফে মিয়া মেম্বরের প্রজেক্টের পুকুরে মাছটি ধরা পড়ে।   পুকুরের মালিকের ছেলে বসুরহাট পূবালী ব্যাংক কর্মকর্তা আবু নাছের সজিব বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে আমাদের প্রজেক্টের মসজিদের পুকুরে মাছ ধরতে সেচ মেশিন বসানো হয়। পুকুরের পানি কমলে শুক্রবার সকালে জাল টানলে বিভিন্ন মাছের সঙ্গে একটি ইলিশও ধরা পরে। ইলিশটির ওজন প্রায় ৬০০ গ্রাম। নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, চরফিকরা ও চরএলাহী ইউনিয়ন নদীবেষ্টিত এলাকা। হয়তো জোয়ারের পানিতে ইলিশ মাছটি পুকুরে ঢুকে পড়েছে।  
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৭

মায়ের পরীক্ষা দিতে গিয়ে ধরা সপ্তম শ্রেণির ছাত্রী
গোপালগঞ্জ সদরে মায়ের পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে সুমাইয়া নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় ১৩ বছর বয়সের ওই শিক্ষার্থীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালে হরিদাসপুর রয়েল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ মহিলা আলিয়া মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী খাদিজা নিজে পরীক্ষা না দিয়ে তার মেয়ে গোপালগঞ্জ শেখ হাসিনা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়াকে দিয়ে নিজের এসএসসি পরীক্ষা দিতে পাঠায় কেন্দ্রে। কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পরে হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায়, গোপালগঞ্জ শহরের মহিলা আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী খাদিজা খানমের স্থলে তার মেয়ে সুমাইয়া খানম পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরে মায়ের পরীক্ষায় মেয়ে অংশগ্রহণ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করে মেয়েকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে গোপালগঞ্জ মহিলা আলিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এমন ঘটনা বড় ধরনের অপরাধ। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ওই শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে বহিষ্কারসহ তার রেজিস্ট্রেশন বাতিলের জন্য সুপারিশ করা হবে। অভিযুক্ত পরিক্ষার্থী খাদিজা বেগম জানান, এসএসসি পরীক্ষায় মেয়েকে দিয়ে দেওয়ানো ভুল হয়েছে। তবে এই বয়সে মনের ইচ্ছা মেটাতেই পরীক্ষা দিচ্ছেন তিনি।  
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৪

ধর্ষণ চেষ্টার সময় ইউপি সদস্য হাতেনাতে ধরা
নওগাঁর পত্নীতলায় এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে আনারুল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।   বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নির্মইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।   আনারুল ইসলাম শ্যামপুর গ্রামের আমেজ উদ্দিনের ছেলে। জানা যায়, নির্মইল ইউনিয়নের গোবিন্দবাটি গ্রামে ওই নারীর বাবার বাড়ি। স্বামীর সঙ্গে তালাকপ্রাপ্ত হওয়ার পরে নিজের বাবা-মার সঙ্গেই থাকতেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্য আনারুল ইসলাম ওই বাড়িতে যান। এরপর গল্পের ছলে নারীর দাদী ও ছোট ভাইকে পান ও সিগারেট আনতে বাহিরে গ্রামের দোকানে যেতে বলেন। এই সুযোগ নিয়ে তিনি নিজ ঘরেই জোর করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে গ্রামের লোকজন এসে ইউপি সদস্য আনারুলকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পত্নীতলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রাতেই ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সকালে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠান হয়েছে এবং ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।  
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১

হাইকোর্টে মিথ্যা ধরা পড়ায় ফেঁসে গেলেন জ্যাকলিন
দীর্ঘদিন ধরেই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এমনকি পুলিশি নজরদারিতেও রয়েছেন তিনি। এই মামলার আসামি কনম্যান সুকেশ চন্দ্রশেখরের প্রেমের গল্প প্রায় কারও অজানা নয়।  মামলার পাশাপাশি এই সম্পর্কের কারণেও মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে জ্যাকলিন। এবার জানা গেল হাইকোর্টে মিথ্যা ধরা পড়ায় ফেঁসে গেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে দিল্লি হাইকোর্টে মামলা সংক্রান্ত ব্যাখ্যা ও প্রমাণাদি দাখিল করেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদালতকে ইডি জানায়, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিন সব জেনেশুনেই সুকেশের সঙ্গে প্রতারণায় সামিল হয়েছেন ও করেছেন। এত দিনের মধ্যেও সুকেশের সঙ্গে হওয়া আর্থিক লেনদেনের সত্যতা প্রকাশ না করে সর্বদাই তথ্য গোপন করেছেন।  শুধু তাই নয়, এখন পর্যন্ত সত্যকে সামনে আসতে দেননি জ্যাকলিন। এমনকি সুকেশকে গ্রেপ্তার করার পর নিজের মোবাইল থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলেছিলেন জ্যাকলিন; যা প্রমাণ নষ্ট করা। সব প্রমাণ নষ্ট করার জন্য নিজের সহকর্মীদের নির্দেশ দিয়েছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক এক প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন আদালতে গিয়ে আর্থিক তছরুপ মামলাটির এফআইআরটি বাতিলের দাবি জানান জ্যাকলিন। সেসময় মামলাটি বিচারপতি মনোজ কুমার ওহরির সামনে উঠেছিল। তবে আপাতত অভিনেত্রীর আইনজীবী ইডির হলফনামার জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন। হলফনামার জবাবের জন্য জ্যাকলিনকে সময় দিয়েছেন আদালত। মামলার পরবর্তী শুনানি রাখা হয়েছে আগামী ১৫ এপ্রিল।  হলফনামায় ইডি জানিয়েছে, সুকেশের থেকে ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকার শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা তার ভাই ও বোনের, সেখানেও ১ লাখ ৭২ হাজার ৯১৩ আমেরিকান ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য সুকেশকে অনুরোধ করেছিল জ্যাকলিন। ইডির তথ্যঅনুযায়ী, জ্যাকলিন ইচ্ছাকৃতভাবে তার বক্তব্য রেকর্ড করার সময় নিজে থেকে ভুল তথ্য পেশ করে আসছিলেন। যাতে তদন্তকে বিভ্রান্ত করা যায়। প্রাথমিকভাবে অভিযুক্ত সুকেশের আসল নাম জানার পরও সেই কথা অস্বীকার করেছিলেন। যা পরবর্তীতে প্রমাণিত হয় যে তিনি মিথ্যা বলছেন।  জানা গেছে, প্রেমিকা জ্যাকলিনকে দামি দামি উপহারও দিয়েছেন সুকেশ। মূলত এরপরই ২০০ কোটি টাকা আত্মসাতের মামলায় নাম জড়ায় সুকেশের। গত দু’বছর ধরে জেলবন্দি থাকেলও সেখান থেকেই বিভিন্ন সময় জ্যাকুলিনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি।   সূত্র  : হিন্দুস্তান টাইমস    
৩১ জানুয়ারি ২০২৪, ১৩:৫৮

কারাবন্দিকে গাঁজা দিতে এসে হাতেনাতে ধরা নারী
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গাঁজা নিয়ে কারাবন্দির সঙ্গে দেখা করতে এসে হাতেনাতে ধরা খেয়েছেন তাসলিমা বেগম নামে এক নারী। সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেন। ওই নারী নিজেকে মো. আল আমিন লিটন নামে এক বন্দির খালা বলে পরিচয় দিয়েছিলেন। সুভাষ কুমার ঘোষ বলেন, বন্দি আল আমিন লিটনের খালা পরিচয়ে সাক্ষাৎ করতে কারাগারে আসেন তসলিমা বেগম। সাক্ষাৎকক্ষে প্রবেশকালে গেটে তল্লাশি কাজে নিয়োজিত নারী কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে আনুমানিক ১১০ (একশত দশ) গ্রাম গাঁজা পায়। পরে নিয়ম অনুযায়ী উপস্থিত সবার সামনে সেই গাঁজা পুড়িয়ে ফেলা হয়। তিনি আরও জানান, সাক্ষাৎকক্ষে ওই নারীর কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় কারাগারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
২৯ জানুয়ারি ২০২৪, ১১:২০

নওগাঁয় হাঁস ডাকাতি, ঢাকায় ধরা
নওগাঁর রাণীনগরে খামার থেকে ৫০০ হাঁস ডাকাতির ঘটনায় ঢাকা থেকে হাঁস উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাকসহ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় রাণীনগর থানা পুলিশ হাঁসগুলো উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাণীনগর উপজেলার ভাটকৈ এলাকায় ফসলের মাঠে অস্থায়ী খামারে খামারিদের হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৫-৬ জন ডাকাত খামার থেকে ৫০০ হাঁস, ৬০০ ডিম ও ২টি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ মফিজপাড়ার শামছুল আলমের ছেলে হিমেল প্রাং (২৫), মান্দা উপজেলার পারশিমলা গ্রামের ইউনুছ আলীর ছেলে সাকিবুল রহমান রনি ওরফে ময়নুল (২৫), পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বেজার গ্রামের এরশাদুল হকের ছেলে আব্দুল আহাদ (২৮) ও ট্রাকচালক সদর উপজেলার ছোট কুমিড়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে রহিদ মন্ডল (২২)। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, সিরাজগঞ্জের তারাশের খামারি রাশেদুল ইসলাম রাণীনগরের ভাটকৈ এলাকায় ৭০০ থেকে ৮০০ হাঁসের একটি অস্থায়ী খামার গড়ে তোলেন। সেই খামারে তিনজন লোকও থাকতেন। বৃহস্পতিবার রাতে ওই তিনজন খামারিদের বেঁধে রেখে ডাকাত দলের সদস্যরা খামার থেকে ৫শ’ হাঁস, ৬শ’ ডিম ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় খামারের মালিক শুক্রবার রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাণীনগর থানা পুলিশ হাঁসগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। শুক্রবার প্রথমে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আব্দুল আহাদকে গ্রেপ্তারসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন। এরপর তার দেওয়া তথ্যমতে- ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় হাঁসগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি মিনি ট্রাক ও জড়িত হিমেল, ময়নুল ও ট্রাকচালক রহিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
২৮ জানুয়ারি ২০২৪, ০৮:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়