• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনগুলো তার এই ভাষণ একযোগে সম্প্রচার করবে। আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল কালরাত নেমে এসেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী ওইদিন মধ্যরাতে বর্বর তাদের পূর্ব পরিকল্পিত 'অপারেশন সার্চ লাইট'র নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। 
২৫ মার্চ ২০২৪, ১১:৪৫

অনৈতিকভাবে দ্রব্যমূল্য বাড়ালে আল্লাহ যে শাস্তি দেবেন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন অতিষ্ঠ। তরতর করে বাড়ছে নিত্যপণ্যের দাম। আর প্রতি বছরই রমজান ঘনিয়ে এলে তা কয়েকগুণে বেড়ে যায়। এতে সেহরি ও ইফতারে বিশেষ বিড়ম্বনায় পড়তে হয় রোজাদারদের। এ মাসে এমন পরিবেশ তৈরি করা উচিত যেন মানুষ সব ঝামেলা থেকে মুক্ত থেকে বেশি বেশি ইবাদত করতে পারে। কিন্তু বর্তমানে রোজা এলেই মানুষকে ভাবনায় পড়তে হয় দ্রব্যমূল্যের বাড়তি দাম নিয়ে। আর এই দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ মজুতদারি। অনেক অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে বেশি লাভের আশায় অবৈধভাবে পণ্য মজুত করে। কৃত্রিম সংকট তৈরি করে ক্রেতাদের সংকটে ফেলেন তারা। অথচ অধিক মুনাফার প্রত্যাশায় পণ্য মজুত করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। ভোক্তাদের জিম্মি করে অর্থ উপার্জন সামাজিকতা ও মানবিকতা বিবর্জিত। উপরন্তু এতে উপার্জিত অর্থ হারাম হওয়ার কারণে নামাজ, রোজা, হজ, দান-সদকা কিছুই কবুল হবে না। এসব কাজ জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হবে। উপরন্তু এতে উপার্জিত অর্থ হারাম হওয়ার কারণে নামাজ, রোজা, হজ, দান-সদকা কিছুই কবুল হবে না। হাদিসে রাসুল (সা.) বলেন, ‘কেউ যদি খাদ্য গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ তাকে দুরারোগ্য ব্যাধি ও দারিদ্র্য দ্বারা শাস্তি দেন।’ (ইবনে মাজাহ, হাদিস: ২২৩৮) রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিনের খাবার মজুত রাখে, সে আল্লাহ-প্রদত্ত নিরাপত্তা থেকে বেরিয়ে যায়।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২০৩৯৬) ভোক্তাদের জিম্মি করা জায়েজ নয়। কেউ তা করে ‘বিত্তশালী’ হয়ে গেলেও লাভ নেই। তার অবৈধ সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হবে। দুনিয়ার জীবনও তার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে।  অন্যদিকে, মজুতদারি না করে স্বাভাবিকভাবে ব্যবসা করল, এ ব্যবসা পরিণত হবে ইবাদতে। তার উপার্জন আল্লাহ তা’আলা বরকতময় করে দেবেন। তাকে অপ্রত্যাশিত রিজিক প্রদান করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘খাঁটি ব্যবসায়ী রিজিকপ্রাপ্ত হয়, আর পণ্য মজুতদকারী অভিশপ্ত হয়।’ (ইবনে মাজাহ : ২/৭২৮) কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে রাখে। এর ফলে সাধারণ মানুষের জীবন নাজেহাল হয়ে ওঠে। এদিকে ইসলামে খাদ্য মজুদ করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  হজরত মামার ইবনে আবদুল্লাহ ইবনে ফাজালা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘পাপাচারী ছাড়া অন্য কেউ মজুদদারি করে না’ (তিরমিজি)। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি ৪০ রাত পর্যন্ত খাদ্যদ্রব্য মজুদ রাখে, আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না।’ মজুদদার ও অধিক মুনাফাখোর ব্যবসায়ীদের সম্পর্কে হাদিসে সতর্কবাণী উচ্চারণ করে এদের পাপী হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘পণ্যদ্রব্য মজুদ করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপী।’ (মিশকাত) অত্যধিক মুনাফা লাভের আশায় পণ্যদ্রব্য মজুদ করা, সরিয়ে রাখা, অতিরিক্ত পণ্য ধ্বংস করা শরিয়ত গর্হিত কাজ। এই মর্মে রাসুল (সা.) ভীতি প্রদর্শন করে বলেছেন, ‘কেউ যদি মুসলমানদের থেকে নিজেদের খাদ্যশস্য আটকে রাখে, তবে আল্লাহ তায়ালা তার ওপর মহামারি ও দারিদ্র্য চাপিয়ে দেবেন’ (ইবনে মাজা, বায়হাকি)।  নবী করিম (সা.) আরও বলেছেন, ‘মজুদদার খুবই নিকৃষ্টতম ব্যক্তি, যদি জিনিসপত্রের দাম হ্রাস পায় তা হলে সে চিন্তিত হয়ে পড়ে আর যদি দাম বেড়ে যায় তা হলে আনন্দিত হয়।’ (মিশকাত) এমনিভাবে দালালি বা মধ্যস্বত্বভোগী হয়ে দ্রব্যের দাম বাড়ানোর জন্য হাদিসে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি মূল্যবৃদ্ধির অসদুদ্দেশ্যে মুসলমানদের লেনদেনে হস্তক্ষেপ করে, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাকে আগুনের হাঁড়িতে বসিয়ে শাস্তি দেবেন’ (তাবরানি : ৮/২১০)।  নবী কারিম (স.) বলেন, ‘কেয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসেবে উত্থিত হবে। তবে যারা আল্লাহকে ভয় করবে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে ব্যবসা করবে তারা ব্যতীত’ (তিরমিজি: ১২১০) আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদাররা! নিশ্চয় পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রুপা জমা করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে ওগুলোকে উত্তপ্ত করা হবে। অতঃপর ওগুলো দিয়ে তাদের ললাটে, পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে, আর বলা হবে- এটি হচ্ছে ওটাই, যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। সুতরাং এখন নিজেদের সঞ্চয়ের স্বাদ গ্রহণ কর।’ (সূরা তওবা, ৩৪-৩৫)। 
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭

ভ্যালেন্টাইনসে প্রিয়জনকে দেবেন যেসব উপহার
রাত পোহালেই শুরু ভ্যালেন্টাইন’স ডে। আসলে ভালোবাসার তো কোনো নির্দিষ্ট দিন হয় না, সব দিনই ভালোবাসার দিন। তবু এই একটা দিন ভালোবাসার প্রিয় মানুষটিকে কিছু উপহার দেওয়া হয়ে থাকে। দিনটিতে প্রিয়জনের উপহার কিনতে কতই না জল্পনা-কল্পনা করতে হয়। অনেক জল্পনার পরেও যদি গিফটের কোনো আইডিয়া খুঁজে না পান তাহলে তার জন্যেও রয়েছে কিছু সমাধান। শেষ মুহূর্তে আপনার ভালোবাসার মানুষকে চমকে দিতে জেনে নিন কিছু চমৎকার উপহারের আইডিয়া। জেনে নিন আইডিয়াগুলো- ফুল: ফুল সৌন্দর্যের প্রতীক, আর নিজের প্রিয় মানুষটাকে ভালোবাসার থেকে সুন্দর জীবনে আর কী হতে পারে। তাই নিজের ভালোবাসার মানুষটাকে উপহার হিসেবে ফুল দেওয়া তার প্রতি তোমার ভালোবাসা প্রকাশের একটি অন্যতম মাধ্যম। চকলেট: ছোট থেকে বড়, ছেলে কিংবা মেয়ে, চকলেট খেতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। চকলেটের প্রতি আসক্তি বা ট্রেন্ডে গা ভাসানো, যাই বলেন চকলেট ছাড়া ভ্যালেনটাইন অসম্পূর্ন। ডোর হ্যাংগিং: প্রথমে তার দিয়ে একটি গোলাকার স্ট্রাকচার বানিয়ে নিতে হবে। এরপর সেটিকে পছন্দসই ভেলভেটের রিবন দিয়ে মুড়িয়ে দিতে হবে। এবার সেই রিবনটির ওপর অন্য আরেকটি রঙের রিবন দিয়ে মুড়িয়ে দিন। সবশেষে ফোম বা কাগজে বিভিন্ন নকশার হার্ট বানিয়ে মালার উপর লাগিয়ে দিন আঠা দিয়ে। ব্যস হয়ে গেল ডোর হ্যাঙ্গিং। এবার দরজায় পেরেক ঠেকে তাতে ঝুলিয়ে দিলেই এর সৌন্দর্য ফুটে উঠবে। জার গিফট বক্স: বাড়িতে জ্যাম-জেলির সাথে বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর জার পাওয়া যায়। সেই জারগুলোকে একটু বুদ্ধি করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলে কিন্তু গিফট বক্স হিসেবে দারুণ মানিয়ে যায়! প্রথমের জারের গায়ের লেবেলটি তুলে ফেলুন। হাত দিয়ে উঠে না এলে ভিনেগার দিন, সহজেই উঠে আসবে। এবার জারটিকে চাইলে রঙ করে নিতে পারেন বা গ্লিটার মাখাতে পারেন। কিংবা রঙিন কাগজ দিয়ে সাজিয়েও নিতে পারেন। নেটে বিভিন্ন ধরনের কোটেশান লেখা লেভেল ট্যাগ পাওয়া যায়। ডাউনলোড করে প্রিন্ট করে লাগিয়ে দিন জারের গায়ে ও মুখে। এরপর সুন্দর রিবন দিয়ে বেঁধে দিন। ভেতরে চাইলে মোমও দিতে পারেন।  বাটন হার্ট কার্ড: এটি তৈরি করা খুবই সহজ। প্রথমে একটি মডেল পেপারের ওপর বেশ বড়সড় একটি হার্ট এঁকে নিন। তারপর হার্টের উপর আঠা লাগান। এবারে বিভিন্ন সাইজ ও রঙের বোতাম বসিয়ে দিন আঠার ওপর। এবারের কার্ডের চারপাশে ভেলভেটের রিবন আঠা দিয়ে লাগিয়ে দিন। চমৎকার, কিউট একটি ভ্যালেন্টাইন কার্ড হয়ে গেল। টেডি: ছোট থেকে বড়, সব মেয়েদেরই পছন্দের তালিকায় এই জিনিসটি অবশ্যই থাকে। আর এই পছন্দের জিনিসটা যদি পাওয়া যায় সেই পছন্দের মানুষটার কাছ থেকে তাহলে তো কোনো কথাই নেই। তাই আপনার গিফটের তালিকায় টেডিকে অবশ্যই রাখতে পারেন।  হেডফোন : গান যদি হয় নেশা ও ভালোবাসা তাহলে হেডফোন হতেই পারে একটি সুন্দর উপহার। লাভ কার্ডস: মনের অনেক কথা যা হয়তো সরাসরি বলে ওঠা হয়নি তা যদি এভাবে বলে ফেলা যায় তাহলে মন্দ হয় না। তার প্রতি আপনার অনুভূতি কি বা সে আপনার জন্য কতটা মূল্যবান সেটা এভাবে জানাতে পারেন। 
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৩

নতুন সংসদ শুরু মঙ্গলবার, ভাষণ দেবেন রাষ্ট্রপতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এমপিদের নিয়ে প্রথম সংসদ অধিবেশন বসতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি)। প্রথম অধিবেশনের আগে রেওয়াজ অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ সচিবালয় জানায়, সোমবার (২৯ জানুয়ারি) একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছে। মঙ্গলবার থেকে অধিবেশনের মাধ্যমে দ্বাদশ সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অন্যদিকে, মাত্র ১১টি আসন নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থী ৬২ জন আওয়ামী লীগের পাশেই থাকবে বলে জানা গেছে।  মঙ্গলবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে এই সংসদের প্রথম অধিবেশন বসবে। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। পরে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সরকারের সফলতা ও আগামীতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পরে ওই ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে পুরো অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন। এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। ইতোমধ্যে অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথম দিনে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবনজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ সরকারি দল এবং মাত্র ১১টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জাতীয় পার্টি। আসন সংখ্যা কম হলেও সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। দলটির সঙ্গে থাকছে তাদের থেকে প্রায় ৬গুণ বেশি ৬২টি আসনে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৯টি আসনের ফলাফলে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। আর ৬২টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপর ৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একদিন পর ১১ জানুয়ারি শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে সরকারপ্রধানের দায়িত্ব নেন।
২৯ জানুয়ারি ২০২৪, ২১:০৭

বর্ষসেরা উদীয়মান মারুফাকে ভোট দেবেন যেভাবে
২০২৩ সালটা সাকিব-তামিমদের জন্য ব্যর্থতার বছর হলেও পুরো সময়টা উপভোগ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা পালন করেন তরুণ পেসার মারুফা আক্তার। ২০২২ সালের ডিসেম্বরে অভিষেকের পর সময়ের সঙ্গে সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন টাইগ্রেস এই পেসার। এই তালিকায় আরও আছেন, অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবে লিচফিল্ড, ইংল্যান্ডের পেসার লরেন বেল এবং স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার। অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মারুফা। ২০২২ সালের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেকের পর গত ফেব্রুয়ারিতে প্রথমবার আইসিসি টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন মারুফা। সেবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে আলাদাভাবে নজর কাড়েন তিনি। বিদায়ী বছরে ওয়ানডেতে ৯ এবং টি-টোয়েন্টিতে ১০ উইকেট পেয়েছেন একসময়ে বাবার সঙ্গে জমিতে চাষাবাদ করা মারুফা। মারুফাকে ভোট দেবেন যেভাবে :  উদীয়মান নারী ক্রিকেটারের জন্য আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মারুফাকে ভোট দিতে হবে। বিভিন্ন ক্যাটাগরির একদম শেষে Women Emenging Cricketer of the Year 2023 অংশটি দেখা যাবে। তাতে ক্লিক করলেই চারজনের নাম আসবে। সেখানে মারুফার ছবিতে ক্লিক করলেই ভোট প্রদান হয়ে যাবে। তবে ভোট দিতে হলে আইসিসিতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। এক্ষেত্রে আগে থেকে অ্যাকাউন্ট করা না থাকলে মারুফার নামের উপর ক্লিক করলেই অ্যাকাউন্ট তৈরি বা লগ-ইন করার অপশন আসবে। সেখানে নিজের ই-মেইল দিয়ে সহজেই অ্যাকাউন্ট তৈরি করা যাবে। আর একবার রিফ্রেশ দেওয়ার পরই ভোট দেওয়ার অপশন চলে আসবে। মারুফাকে ভোট দিতে এই লিংকে ক্লিক করুন।
০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৪৬

কিশোরগঞ্জে প্রথমবারের মতো ভোট দেবেন তৃতীয় লিঙ্গের ১৬ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় প্রথমবারের মতো ভোট দেবেন ১৬ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার। কিশোরগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, কিশোরগঞ্জ জেলায় এবার মোট ১৬ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার হয়েছেন। যারা প্রথমবারের মতো নিজ পরিচয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তার মধ্যে জেলার সদর উপজেলায় ৩ জন, কটিয়াদী উপজেলার ৫ জন, তাড়াইল উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন, অষ্টগ্রাম উপজেলায় ১ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন ও ভৈরব উপজেলায় ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশরাফুল আলম জানান, কিশোরগঞ্জ জেলায় ১৬ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনে এবার ২৫ লাখ ৩৩ হাজার ৬৮৫ জন ভোটার রয়েছেন। তার মধ্য নারী ভোটার ১২ লাখ ৪০ হাজার ২৫৫ জন ও পুরুষ ভোটার ১২ লাখ ৯৩ হাজার ৪১৪ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। এই ৬টি আসনে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ থেকে ৫ জন, জাতীয় পার্টি থেকে ৫ জনসহ অন্যান্য দল ও স্বতন্ত্র মিলিয়ে ৪৩ জন প্রার্থী এবার ভোটের লড়াইয়ে নেমেছেন। জেলার ৬টি আসনে ৮৯৭টি কেন্দ্রের মধ্যে ৫৯১টি গুরুত্বপূর্ণ ও ৩০৬টি সাধারণ কেন্দ্র রয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও পরিবেশ স্বাভাবিক রাখতে জেলায় ৩ প্লাটুন সেনাবাহিনী, ১৪ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র্যাব, আড়াই হাজার পুলিশ ও ১৪ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন জেলার নির্বাচনে।
০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী
রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় এ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেবেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসও গণমাধ্যমকে একই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে ভোট দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয়েরও একই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।
০৭ জানুয়ারি ২০২৪, ০৮:১১

রাজধানীর কোন কেন্দ্রে কারা ভোট দেবেন
রাত পোহালেই শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। ভোটের আগের দিন ঢাকার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও নেতারা। এর মধ্যে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। সকাল ৮টায় আবুজর গিফারী কলেজ কেন্দ্র (১২ নম্বর ওয়ার্ড-মৌচাক মার্কের্টের বিপরীত) থেকে দিনের কার্যক্রম শুরু করবেন ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম।   ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী সকাল ৮টায় খিলগাঁও গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট দেবেন।   সকাল ১০টায় মনিপুরীপাড়া বাচা স্কুলে ভোট দেবেন ঢাকা-১২ আসনের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল।    বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন ঢাকা-১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।   মিরপুর ১৩ নম্বরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ঢাকা-১৫ আসনে নৌকার প্রার্থী ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
০৭ জানুয়ারি ২০২৪, ০৭:০১

রংপুরে ভোট দেবেন যে কয়েকজন হেভিওয়েট
রংপুরের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। এদের মধ্যে কয়েকজন হেভিওয়েট রয়েছেন। যাদের মধ্যে রয়েছেন সংসদের স্পিকার, বাণিজ্যমন্ত্রী, বিরোধী দলীয় উপনেতা ও চিফ হুইপসহ সাতজন। এরমধ্যে ঢাকার ভোটার হওয়ায় রংপুর-৩ আসনে প্রার্থী হয়েও ভোট দিতে পারবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে অন্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোট দিবেন। জানা গেছে, রংপুর-১ (গংগাচড়া ও আংশিক সিটি) আসনের বর্তমান সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক মহাসচিব (বর্তমানে বহিষ্কৃত) ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি ভোট দিবেন তার নির্বাচনীয় এলাকার গংগাচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের গার্লস স্কুল কেন্দ্রে। এবারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে লড়ছেন তিনি। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। তিনি নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বদরগঞ্জ হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন তিনি। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোট দেবেন পীরগাছার জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের বর্তমান সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। ৫ বারের সংসদ সদস্য তিনি। এবারে ছেলে রাশেক রহমানের জন্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন না। নৌকা প্রতীকে লড়ছেনতার ছেলে রাশেক রহমান। মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর সেন্টারে ভোট দিবেন তিনি। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবারেও নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি ভোট দেবেন লালদিঘি উচ্চ বিদ্যালয় ও মকিমপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।  
০৭ জানুয়ারি ২০২৪, ০০:৫১

ভোট দেবেন না ডলি সায়ন্তনী-মাহি
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এই নির্বাচন ঘিরে অন্য সবার মতো বিনোদন জগতের তারকাদের মাঝেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস। অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।  তারকাঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, নায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী। জানা গেছে মাহিয়া মাহি ও ডলি সায়ন্তনী ভোট দিচ্ছেন না। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা মাহি। সংবাদমাধ্যমে তিনি বলেন, আমি ঢাকার উত্তরার ভোটার। সাধারণত সেখানেই ভোট দেওয়া হয়। কিন্তু এবার নির্বাচনের কারণে যেতে পারছি না। তবে চাইব, আমার নির্বাচনী এলাকার মানুষেরা যেন তাদের ভোটটা দিতে পারেন। অন্যদিকে ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীকে প্রার্থী হয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকার ভোটার আমি। বারিধারায় ভোট দিই আমি। তবে পাবনায় থাকায় ভোটটা দেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনী এলাকা পাবনা-২ এ থাকব। প্রতিটি কেন্দ্রে যাব।
০৬ জানুয়ারি ২০২৪, ২১:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়