• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ট্রেনে আগুন / বিএনপি নেতা নবীকে জামিন দেননি হাইকোর্ট
বেনাপোল এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীর আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২ এপ্রিল) বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একরামুল হক টুটুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। বিএনপি এবং সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে ৫ জানুয়ারি দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। এ ঘটনায় আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়।  এরপরপর ওই রাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 
০২ এপ্রিল ২০২৪, ২১:৫২

নিজেও নিজেকে ভোট দেননি ইউপি সদস্যপ্রার্থী কাজল
চুয়াডাঙ্গায় শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে একটি ভোটও পাননি মো. কাজল নামের এক ইউপি সদস্যপ্রার্থী। এমনকি তিনি নিজেও নিজেকে ভোট দেননি। শনিবার (৯ মার্চ) শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনের পর প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীকে নির্বাচিত হয়েছেন ছানোয়ার হাসান। তিনি পেয়েছেন ৭০৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৪ ভোট। এ ছাড়া অপর ২ প্রার্থী মো. আসাদুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১০ ভোট এবং মো. কাজল শূন্য ভোট (কোনো ভোট পাননি)। নির্বাচনে আসাদুল ইসলাম ও কাজল জামানত হারিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাহুল রাহা। তিনি বলেন, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদে দুজন প্রার্থী জামানত হারিয়েছেন। এদের মধ্যে মো. কাজল একটি ভোটও পাননি।
১১ মার্চ ২০২৪, ০৬:২৮

মেসিকে ভোট দেননি জামালদের কোচ কাবরেরা
বিভিন্ন দেশের ফুটবল দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ফুটবল ভক্তদের ভোটে ফিফার ২০২৩ সালের ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এ ছাড়া সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওয়ালা। সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীদের ঘোষণা করা হয়। যেখানে ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডের সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে লিওনেল মেসির। কিন্তু তাকে পেছনে ফেলে আবারও ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি ‘ফিফা দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।  বাংলাদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা। সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনে জামাল প্রথম স্থানে রেখেছেন মেসিকেই। এরপর হালান্ডকে এবং  তৃতীয় হিসেবে বেছে নিয়েছিলেন সিটি তারকা কেভিন ডি ব্রুইনাকে। তবে কাবরেরার তালিকায় ছিলেন না মেসি। স্প্যানিশ কোচের দৃষ্টিতে সেরা ফুটবলার হালান্ড। কাবরেরার পরের দুটি ভোট গেছে  রদ্রিগো ও  ইলকায় গুন্দোগানের বাক্সে। তার চোখে সেরা পুরুষ কোচ ছিলেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। এ ছাড়াও ভোট দিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনও। মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচনে তার ভোট পড়েছে হিনাতা মিয়াজাওয়া, স্যাম কার ও অ্যালেক্স গ্রিনউডের বাক্সে।  অন্যদিকে সাবিনাদের কোচ সাইফুল বারী ভোট দিয়েছেন সেরা নারী ফুটবলার হওয়া আইতানা বোনমাতিকেই।
১৬ জানুয়ারি ২০২৪, ১৩:৪৪

মির্জা ফখরুলকে জামিন দেননি হাইকোর্ট
প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেননি হাইকোর্ট। বুধবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে, গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়। তার আগে গত ৩ ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। এরও আগে ২২ নভেম্বর তার জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৮ অক্টোবর (শনিবার) বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ফখরুল-আব্বাস ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।
১০ জানুয়ারি ২০২৪, ১৬:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়