• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে গত ১৪ এপ্রিল চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত। এদিন ভোর ৫টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এই ঘটনা ঘটে। ইতোমধ্যে গুজরাটের ভুজ থেকে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে পুলিশ।  জানা গেছে, সালমানের বাড়ির বাইরে হামালার ঘটনায় অভিযুক্ত দুজনের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। এবার এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে।  ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্যকে চার লাখ টাকা সুপারি দেওয়া হয়েছিল সালমান খানের বাড়িতে হামলার জন্য। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুই বন্দুকধারীর মধ্যে একজন অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সন্দেহভাজন দুই ব্যক্তিই বাইকে থাকাকালে ব্যাকপ্যাক নিয়ে ছিলেন এবং পরিচিতি গোপনের জন্য টুপি পরা ছিল। গত ১৩ এপ্রিল সাগরের হাতে রাতেই বন্দুক তুলে দেওয়া হয়েছিল। কিন্তু কে তাকে  বন্দুক দিয়েছিল সেটা এখনও অজানা। তবে অভিনেতার বাড়িতে হামলার জন্য তাদেরকে এক লাখ টাকা অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল বলে দাবি করে পুলিশ। প্রাথমিকভাবে তদন্ত থেকে পুলিশ জানায়, সালমানকে খুন করার কোনো পরিকল্পনা ছিল না হামলাকারীদের। শুধুমাত্র তাকে ভয় দেখানোই উদ্দেশ ছিল দুর্বৃত্তদের।  বলিউড ভাইজানের বাড়িতে হামলার কয়েক ঘণ্টা পরেই ফেসবুক পোস্টে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই লেখেন, আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তাই সই। আজ যা হয়েছে, সেটা শুধু ট্রেলার ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা চাইলে কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ।  এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোটা শাকিল নামের যে দুইজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার মানুষ আমি নই। জয় শ্রী রাম। এদিকে সালমানের বাড়িতে হামলার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ। শুধু তাই নয়, অপরাধীদের গ্রেপ্তারের পরেই গত ১৫ এপ্রিল বিকেলে অভিনেতার ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।  সালমানের বাড়ি থেকে বেরিয়ে গণমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, এই হামলার ঘটনায় কঠোর পদক্ষেপ নেবে মুম্বাই পুলিশ। পাশাপাশি তিনিসহ অভিনেতার পুরো পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথাও জানান তিনি।       এর আগেও গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি ইমেইল আসে। অভিনেতার পরিণতিও সিধু মুসেওয়ালার মতোই হবে, এমন বার্তাই লেখা ছিল সেই মেইলে। পরবর্তীতে মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৫০৬-২ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় এফআইআর দায়ের করে। সূত্র : এনডিটিভি
১৮ এপ্রিল ২০২৪, ১৫:২৭

যেখানে সালমানের বাড়িতে হামলার ছক আঁকে দুর্বৃত্তরা
বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত। রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এই ঘটনা ঘটে।  শুধু তাই নয়, ইতোমধ্যে হুমকির চিঠি দিয়ে ঘটনার দায় স্বীকার করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সালমানকে হুমকিও দিয়েছে বিষ্ণোই গ্যাং। মূলত এরপরেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ।  প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশ জানায়, সালমানের বান্দ্রার বাসভবনে হামলার পরিকল্পনা করেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ডান হাত। যারা অভিনেতার বাড়ির বাইরে গুলি চালিয়েছিল, তারা দুজনেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত।    সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুই বন্দুকধারীর মধ্যে একজন অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সন্দেহভাজন দুই ব্যক্তিই বাইকে থাকাকালীন ব্যাকপ্যাক নিয়ে ছিলেন এবং পরিচিতি গোপনের জন্য টুপি পরা ছিল।  ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই এই কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত গ্যাংস্টার রোহিত গোদারার সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুলিশ জানায়, গোদারাকে তার বিশাল নেটওয়ার্ক থেকে পেশাদার শুটার নিয়োগের  দায়িত্ব দেওয়া হয়েছিল সালমানের বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি চালানোর জন্য।  এর আগে, গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি ইমেইল আসে। অভিনেতার পরিণতিও সিধু মুসেওয়ালার মতোই হবে, এমন বার্তাই লেখা ছিল সেই মেইলে। পরবর্তীতে মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৫০৬-২ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় এফআইআর দায়ের করে। সূত্র : হিন্দুস্তান টাইমস    
১৬ এপ্রিল ২০২৪, ১০:২৭

ভূঞাপুরে ১ হাজার কলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যবসায়িক শত্রুতার জেরে এক হাজারের অধিক ছড়িসহ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সহযোগী মাজেদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল আওয়াল টাঙ্গাইল কোর্টে মাজেদুলের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উপজেলার অলোয়া ইউনিয়নের চরনিকলা এলাকায় এ ঘটনা ঘটে। একই ইউনিয়নের খরক গ্রামের মৃত ছোবাহানের ছেলে মাজেদুল ইসলাম এ গাছগুলো কেটে ফেলেন বলে দাবি করেছেন আব্দুল আওয়াল। জানা যায়, কালিহাতী উপজেলার আলীপুর গ্রামের আব্দুল আওয়াল বিদেশে থাকাস অবস্থায় মাজেদুল ও ইকবালকে নিয়ে অলোয়া ইউনিয়নের চরনিকলা এলাকায় ১৭ বিঘার জমি লিজ নেন। সেখানে কয়েকটি পুকুর খনন করা হয়। পরে পুকুরের চারপাশে কলাগাছ রোপণ করা হয়। এরপর মাজেদুল তার ব্যবসায়িক সহযোগী আওয়ালের কাছ থেকে ২০২২ সালে ৪ লাখ টাকার চুক্তিতে ২ বছর ভোগ দখলের জন্য ২টি পুকুরের কলা গাছ কিনে নেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় মাজেদুল তার লোকজন নিয়ে আওয়ালকে না জানিয়ে গাছগুলো কেটে ফেলেন। যদিও গাছগুলো কাটার কোনো শর্ত ছিল না। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও মাতাব্বরদের অবহিত করে বিচার চান ভুক্তভোগী।  অভিযোগের বিষয়ে মাজেদুল বলেন, চুক্তি অনুযায়ী এখনো মেয়াদ শেষ হয়নি, আরও কিছুদিন রয়েছে। তাই আমি পরিপক্ক কলাগাছের গোড়ায় থাকা কলা গাছের আগাছা পরিষ্কার করেছি, কিন্তু কাটিনি। পরে জানতে পারি বড় বড় কলাগাছগুলো কে বা কারা কেটে ফেলেছে। এ ছাড়া কলাবাগানের চুক্তি শেষ হলেও কলা বাগান ও পুকুরের ১০ ভাগ শেয়ার রয়েছে আমার।  ভুক্তভোগী কলা গাছের মালিক আব্দুল আওয়াল বলেন, পুকুরে মাছ চাষ ও পুকুর পাড়ে কলা বাগান শুরু করার সময় থেকেই মাজেদুল এসব দেখাশোনা করতো। পরবর্তীতে তাকে ১০ ভাগ ব্যবসার শেয়ার দিয়ে সবকিছুর দায়িত্ব দেওয়া হয়। এ সুযোগে মাজেদুল ভুয়া চুক্তিনামা তৈরি করে টাকা পয়সা নয়ছয় করেছে।  তিনি আরও বলেন, বিদেশ থেকে আসার পর মাজেদুলের কাছে হিসাব চাইলে সে টালবাহানা করতে থাকে। এ ছাড়া তার কাছে ২ বছরের জন্য কলাগাছ বিক্রি করলেও চুক্তিতে কর্তনের কোনো শর্ত ছিল না। সে স্থানীয় হওয়ায় প্রভাব খাটিয়ে কলা গাছগুলো কেটে ফেলেছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। এ বিষয়ে কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।  অলোয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে, স্থানীয়দের কাছে জেনেছি মাজেদুল ইসলামসহ আরও দু-একজন আওয়ালের পার্টনার ছিল। তারমধ্যে মাজেদুল ও কলাগাছের মালিক আওয়ালের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, কলা গাছ কাটা নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৫ এপ্রিল ২০২৪, ১৪:১৪

যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
লক্ষ্মীপুরে কামাল হোসেন নামে এক যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসকরা। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে নন্দীগ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কামাল হোসেন বশিকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পোদ্দার বাজারের ফল ব্যবসায়ী। পুলিশ ও এলাকাবাসী জানায়, কামাল হোসেন ইফতারের পর বাড়ি থেকে পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন। নন্দীগ্রাম এলাকায় পৌঁছালে তাকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে রড দিয়ে খুঁচিয়ে তার চোখ উপড়ে ফেলে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। কামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, কামাল হোসেনের অবস্থায় আশঙ্কাজনক। তার ডান চোখসহ মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তার মাথা, নাখ-মুখ ও চোখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। 
১৮ মার্চ ২০২৪, ২৩:৫২

প্রথম দিনেই ঢিল ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভাঙল দুর্বৃত্তরা
লালমনিরহাটে উদ্বোধনী দিনেই রেললাইনের পাথর ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি। মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টায় হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার এলাকায় চলন্ত ট্রেনে ঢিল মেরে গ্লাস ভেঙে দেয় দুর্বৃত্তরা। খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাটের বুড়িমারী রেল স্টেশনে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি। উদ্বোধন শেষে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ফেরার পথে হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার এলাকায় এলে দুর্বৃত্তরা রেললাইনের পাথর দিয়ে ঢিল মেরে জানালার গ্লাস ভেঙে দেয়। ওই ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বলেন, আমি ঢাকার উদ্দেশ্যে হাতীবান্ধা রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেসে উঠি। পথিমধ্যে উপজেলার ঘুন্টি বাজার এলাকা পার হলে কে বা কারা তিনটি ঢিল মারে। এতে করে একটি ঢিল ট্রেনের জানালার গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যায়। তবে কেউ হতাহত হয়নি। একজন সাধারণ যাত্রী হিসেবে বলতে চাই, দেশের সম্পদ আমরা নিজেরাই নষ্ট করছি। এটা কাম্য নয়। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি৷ এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে।
১৩ মার্চ ২০২৪, ১২:৩২

বৃদ্ধাকে কুপিয়ে মরদেহ বারান্দায় ফেলে গেল দুর্বৃত্তরা
রাজবাড়ীর পাংশায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ঘরের বারন্দায় ফেলে গেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রাম থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, নিহত বৃদ্ধার নাম আশালতা দাস (৭৫)। তিনি একই গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী।  এ বিষয়ে প্রতিবেশী স্কুলশিক্ষক দিপক দাস জানান, আশালতা দাসের দুই মেয়ে রয়েছে। তাদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। মেয়ে-জামাই, নাতি-নাতনি সবাই পাংশা শহরে বসবাস করেন। গ্রামের বাড়িতে আশালতা দাস একাই বসবাস করতেন। পুরাতন বাড়িতে পুকুর, মাঠের জমি ছাড়াও বাগান রয়েছে তার। আশালতা দাসের দান করা জমির ওপর এলাকায় বিদ্যালয়, হাটবাজার হয়েছে। এসব দেখাশোনা করার জন্যও লোক রাখা ছিল। তিনি আরও জানান, সকালে বাড়ির কাজের লোক আশালতা দাসের মরদেহ ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, এলাকার মধ্যে এটি ঠাকরুন বাড়ি হিসেবে পরিচিত। সেই বাড়ির মালিককে যেভাবে হত্যা করা হয়েছে খুব মর্মান্তিক।  প্রশাসনের কাছে জরিতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ওই নারী বাড়িতে একা বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করার জন্য চোরেরা তার বাড়িতে যান। চুরি দেখে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১০

হাতুড়ি দিয়ে মাদরাসা সুপারের পা থেতলে দিল দুর্বৃত্তরা
পিরোজপুরের নাজিরপুরে মো. আব্দুল মান্নান (৫৩) নামে এক মাদরাসা সুপারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা থেতলে দেওয়া হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে মাদরাসার ভবনের সামনে এ ঘটনা ঘটে।   গুরুতর আহত মাদরাসা সুপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার শেখমাটিয়া দারুসুন্নাৎ দাখিল মাদরাসার সুপার ও পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা।   আহত আব্দুল মান্নান বলেন, এশার নামাজ শেষে মাদরাসার কক্ষে ফিরছিলাম আমি। এ সময় মুখোশধারী ৪-৫ জন এসে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে কিল-ঘুষি মারে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে আমার বাম পায়ের হাঁটুতে আঘাত করে থেতলে দেয়। তার দাবি, গত ২০২২ সালের ১৬ জানুয়ারি মাদরাসার সহসুপার ও চতুর্থ শ্রেণির দুই কর্মচারী নিয়োগ এবং সম্প্রতি মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের বিরোধের জেরে তার ওপর এমন হামলা হয়েছে। এর আগেও একাধিকবার তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। প্রত্যক্ষদর্শী ওই মাদরাসার নৈশপ্রহরী মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, মাদরাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের বাজার মাদরাসায় এসে রেখে যাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দীপান্বিতা দেবনাথ জানান, তার বাম পায়ের হাঁটু ও হাঁটুর নিচে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬

উপজেলা চেয়ারম্যানকে কিলঘুষি মেরে পালালেন দুর্বৃত্তরা
পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।  রোববার (২৮ জানুয়ারি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার সাঁথিয়া সরকারি কলেজ মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা দুজন দুর্বৃত্ত তাকে কিলঘুষি মেরে দ্রুত স্থান ত্যাগ করে।  মুখে কাপড় ঢাকা থাকলেও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার তাদেরকে চিনতে পেরেছেন বলে দাবি করেন। তিনি জানান, দুর্বৃত্তদের একজনের বাড়ি দক্ষিণ বোয়াইলমারী। অপরজনের বাড়ি গাগড়াখালি গ্রামে। এরা উভয়ই চিহ্নিত অপরাধী, বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে তারা জড়িত। তাদের বিরুদ্ধে সাঁথিয়া-বেড়া সড়কে ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনায়ার হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৫

৬ বিঘা জমির কলা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
মেহেরপুরের গাংনীতে শাহজাহান আলী ও রহিদুল ইসলাম নামের দুই কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।   শনিবার (২০ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।  জানা গেছে, বালিয়াঘাট গ্রামের মাঠে ৬ বিঘা জমিতে কলা আবাদ করেছিলেন কৃষক শাহাজাহান আলী ও রহিদুল ইসলাম। কলা আবাদে প্রয়োজনীয় পরিচর্যায় খরচ করার পর ফলের আশায় ছিলেন তারা। কলার কাধি আসার আগ মুর্হুতে রাতের আধারে গাছ কেটে তছরুপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতির শিকার চাষি দুজন থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।  গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। 
২১ জানুয়ারি ২০২৪, ১৯:২৯

সীতাকুণ্ডে পিকআপভ্যানে আগুন দিলো দুর্বৃত্তরা
  চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্লাস্টিকের ড্রামবাহী পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ।  শনিবার (৬ জানুয়ারি) ভোরে সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালিপাড়া রাস্তার মাথা (মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে) এলাকায় পিকআপে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।  আরও পড়ুন : শেরপুরে ভোটকেন্দ্রে আগুন পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের ঢালিপাড়া এলাকায় ঢাকামুখী ড্রামবাহী পিকআপ ভ্যানটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি টহল দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু তাঁর আগেই পিকআপ ভ্যান ও ভ্যানের ভেতরে থাকা প্লাস্টিকের ড্রামগুলি পুড়ে যায়।  আরও পড়ুন : বেনাপোল এক্সপ্রেসসহ চলবে না যেসব ট্রেন   সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, চালক জানিয়েছেন ৮-১০ জন দুর্বত্ত চলন্ত গাড়িটিকে মহাসড়কে দাঁড় করাতে বাধ্য করেন। এরপর চালক ও তার সহকারীকে গাড়ি থেকে নামিয়ে পেট্রল বোমা ছুঁড়ে পিকআপে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে পিকআপভ্যান ও ভ্যানের ভেতরে থাকা প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে গেছে। চালক ও চালকেরা সহকারী নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়