• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
প্রেম-সংক্রান্ত বিরোধে যুবক খুন, দুজনের মৃত্যুদণ্ড
কুমিল্লার হোমনায় প্রেম-সংক্রান্ত বিরোধের জের ধরে ফয়সাল নামে এক যুবককে গলাকেটে হত্যার দায়ে ২ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো. ফুল মিঞার ছেলে মো. শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মো. বেদন মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২০)। জানা যায়, হত্যাকাণ্ডের শিকার ফয়সালের সঙ্গে আসামি শামীম মিয়ার কলেজপড়ুয়া বোন মেহেদী আক্তারের (১৮) প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের জের ধরে ২০২০ সালের ৫ জুন জবাই করে ফয়সালকে হত্যা করে মরদেহটি স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে মাটিতে পুঁতে রাখে শামীম। খুনের ৮ দিন পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি মো. শামীম মিয়া ও মো. দুলাল মিয়াকে আটক করলে আসামিদের দেখানো স্থান থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তাদেরকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম মিয়া ও মো. দুলাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার ও মো. নূরুল ইসলাম বলেন, আমরা আশা করছি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে। আর রায় দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হবে। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথ বলেন, এ রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেলে শিগগিরই উচ্চ আদালতে আপিল করব।
০১ এপ্রিল ২০২৪, ১৫:১২

ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিনের মাথায় পুলিশ সদস্য সোহেল রানা ও বেলন দে নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৮টি মরদেহ উদ্ধার হল।  এ ঘটনায় এখনো রাসুল নামে এক শিশু নিখোঁজ রয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। রোববার (২৪ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) ডুবুরি দল নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযানে নামে। এক পর্যায়ে মেঘনার তীরবর্তী পুলতাকান্দা এলাকা ও রেলসেতু এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এদের মধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৫ মার্চ ২০২৪, ০৯:১৬

মেঘনায় ট্রলারডুবি : দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জনের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার (২৩ মার্চ) দুপুর ১টার সময় এসব মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে তাদেরকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।       সবশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা ৬। তাদের উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে ডুবুরি দল। এর আগে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ট্রলারের ধাক্কা লেগে ডুবে গেলে গতকাল বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ৮জন নিখোঁজ ছিল। শনিবার সকাল সোয়া ৮টার দিকে আমাদের ফায়ার সার্ভিসের ৪ সদস্যের একটি ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এদের মধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব নৌ-থানা পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
২৩ মার্চ ২০২৪, ১৬:৫৩

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু
গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনাটিতে মারা গেলেন মোট পাঁচজন। রোববার (১৭ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। তাদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) গার্মেন্টস কর্মী ও মইদুল (৩০) কারখানার গোডাউনে কাজ করতেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, আরিফুলের শরীরের ৭০ শতাংশ আর মইদুলের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আরিফুলের স্ত্রী সুমি আক্তার জানান, তাদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামে। বাবার নাম আ. রাজ্জাক বিশ্বাস। পরিবার নিয়ে কালিয়াকৈরে থাকতেন তিনি। স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্টে চাকরি করেন। এদিকে মৃত মইদুলের ভাগিনা মো. আকাশ জানান, মইদুলের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের বেড়াখোলা গ্রামে। বাবার নাম সাবেত খা। কালিয়াকৈরে একটি গোডাউনে কাজ করতেন তিনি। এর আগে, শুক্রবার সকালে সোলাইমান মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয় এবং শনিবার সন্ধ্যায় তায়েবা (৩) নামে দগ্ধ এক শিশু ও ভোরে মনসুর (৩২) নামে দুইজনের মৃত্যু হয়। তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৭ জন হাসপাতালে আসেন। এর মধ্যে ৩৪ জনকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এলাকাবাসী জানান, তেলিরচালা এলাকার শফিকুল ইসলাম শফিক তার বাসার জন্য গ্যাস সিলিন্ডার আনেন। সেটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে এটিকে বাইরে রাস্তায় ফেলে দেন। সেখানে একটি মাটির চুলার আগুন সিলিন্ডারে লেগে বিস্ফোরণ ঘটে। এতে রাস্তায় ও আশেপাশে থাকা ৩৫ জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
১৭ মার্চ ২০২৪, ১২:২৫

কিশোরী ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
নাটোরের নলডাঙ্গা উপজেলায় কিশোরী ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন এবং এক তরুণকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ মার্চ) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  যাবজ্জীবন দণ্ডিতরা হলেন ওই উপজেলার মোমিনপুর উত্তরপাড়া এলাকা মিঠুন মণ্ডল (২৩) এবং আশরাফুল ইসলাম (২৩)। এ ছাড়া ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছাব্বির হোসেন (১৮) ওই এলাকার বাসিন্দা। যাবজ্জীবনের পাশাপাশি মিঠনকে ৫০ হাজার ও আশরাফুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় রায়ে। মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৩১ মে সকালে ওই উপজেলায় একটি মাঠে মামাতো বোনদের সঙ্গে ছাগল চড়াতে যায় ১৪ বছর বয়সি এক কিশোরী। দুপুরে কথার ছলে আশরাফুল ও ছাব্বিরের সহযোগিতায় তাকে একটি আখ খেতে নিয়ে ধর্ষণ করে মিঠুন। ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মিঠুন ও আশরাফুলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনার পরদিন কিশোরী নিজে বাদী হয়ে মিঠুন, আশরাফুল এবং ছাব্বিরকে আসামি করে নলডাঙ্গা থানায় মামলা করে। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোশারফ হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেয়।
১৪ মার্চ ২০২৪, ১৫:৩৫

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুলছাত্র তাজিমুল হক (১৫) হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা অধর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের রায় দেন বিচারক। দণ্ডপ্রাপ্তরা হলেন নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রুবেল হোসেন (২১) ও একই গ্রামের নিয়ামুল হকের ছেলে হযরত আলী (২১)। এরমধ্যে হযরত আলী পলাতক রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, করোনাকালে স্কুল বন্ধ থাকায় ২০২০ সালের ১৯ নভেম্বর নানার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তাজিমুল। পরে রাত সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলার চিনিশল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির পাশে বালিচাপা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। স্কুলছাত্র তাজিমুলের মরদেহ উদ্ধারের পর, তার নানা আব্দুল ওহাব বাদী হয়ে পরদিন ২০ নভেম্বর হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে নাচোল থানার উপ-পরিদর্শক গোলাম রসুল ২০২১ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৬

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : ১০ বছর পর দুজনের যাবজ্জীবন
বরিশালের বাকেরগঞ্জে কিশোরীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন ও ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।  সোমবার (১২ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাকেরগঞ্জ উপজেলার পূর্ব ভাতশালা গ্রামের আউয়াল রাঢ়ি ও তৌকির সন্যামত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির।  কাজী হুমায়ুন বলেন, ২০১৪ সালের ৭ জুন সন্ধ্যায় প্রেমের সম্পর্কে ১৬ বছর বয়সী কিশোরী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে লঞ্চে চড়ে বাকেরগঞ্জ ডিসি ঘাটে নামেন। সেখানে নামার পর প্রেমিকাকে লঞ্চঘাটে রেখে প্রেমিক টাকা আনতে যান। এ সময় আউয়ালসহ কয়েকজন প্রেমিককে মারধর করে কিশোরীকে অপহরণ করেন।  এজাহারের বরাতে কাজী হুমায়ুন বলেন, অপহরণের পর পশ্চিম ভাতশালা গ্রামের শংকর সাধুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে তৌকির ও আউয়াল ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে কিশোরীকে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করার পর ঘটনার বিস্তারিত শুনেন। পরে তৌকির ও আউয়ালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।  কাজী হুমায়ুন আরও বলেন, পরবর্তীতে কিশোরী বাদী হয়ে দুজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাছুম তালুকদার একই বছরের ৫ আগস্ট দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষ্য-প্রমাণ শেষে রায় দেন। রায়ে অপহরণের অভিযোগে দুজনকে ১৪ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ধর্ষণের অভিযোগে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি দুজনই আদালতে উপস্থিত ছিলেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৪

জাল ভোট : দুজনের ছয় মাসের কারাদণ্ড
সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।   রোববার (৭ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল শ্রীরামেরপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, বাসুদেবকোল দক্ষিণপাড়ার আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার (৪১) ও একই এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন (৪০)। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, ওই দুই ব্যক্তি ছদ্মবেশে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জাল ভোট দিতে আসার কথা স্বীকার করেন। দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১-চ ধারা অনুযায়ী তাদের দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়