• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
এ কী হাল দীপিকার!
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। কিন্তু তার আগেই বেবিমুনে বেঙ্গালুরুতে গিয়েছেন দীপিকা-রণবীর। সেখানেই নাকি তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন এই দম্পতি। তবে বেবিমুনে গিয়ে এ কী হাল হলো দীপিকার।   বাফটার রেড কার্পেটে বেবি বাম্পের ছবি ধরা পড়ে দীপিকার। এরপর থেকেই অভিনেত্রীর মা হওয়া নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ফেব্রুয়ারিতে প্রেগন্যান্সির খবর জানান তারা। গত ২৯ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে রণবীর-দীপিকা জানান, তাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন এই দম্পতি।  বেবিমুনে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন দীপিকা। আর সেই ছবি দেখেই হতবাক নেটিজেনরা। ওই ছবিটিতে দেখা যায়, পিছন ফিরে তাকিয়ে রয়েছেন দীপিকা। কিন্তু অভিনেত্রীর পিঠজুড়ে কালশিটের মতো দাগ। মূলত দীপিকার পিঠ রোদে পুড়ে গিয়েছে। আর দীপিকার এই ছবিটি ক্লিক করেছেন রণবীর।    সোশ্যাল মিডিয়ায় দীপিকার এমন ছবি দেখে অভিনেত্রীর কমেন্টসবক্সে রীতিমতো মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, আমাদের প্রিয় মেয়েটি সানট্যান উপভোগ করছে। আরেকজন লিখেছেন, হবু মা তার গর্ভাবস্থা উপভোগ করছেন। প্রসঙ্গত, বর্তমানে একাধিক কাজ রয়েছে দীপিকার হাতে। শিগগিরই প্রভাসের সঙ্গে ‘কল্কি ২৯৮৯ এডি’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন এবং কমল হাসান। চলতি বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্নে’র হিন্দি রিমেকেও কাজ করবেন দীপিকা।  সূত্র : নিউজ ১৮ 
১৩ এপ্রিল ২০২৪, ১১:১৭

ঋতাভরীকে ঝুলিভর্তি উপহার পাঠালেন দীপিকা পাড়ুকোন
সম্প্রতি গুজরাতের জামনগর থেকে মুকেশ আম্বানির ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠান শেষ করে মুম্বাই ফিরেছেন দীপিকা পাড়ুকোন। সেখান থেকে ফিরেই পশ্চিমবঙ্গের ঋতাভরী চক্রবর্তীকে ব্যাগ ভর্তি উপহার পাঠালেন তিনি।     মূলত নারী দিবস উপলক্ষেই ঋতাভরীকে একগুচ্ছ উপহার পাঠিয়েছেন দীপিকা। তার কাছ থেকে উপহার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত টালিউডের এই অভিনেত্রী। শুধু তাই নয়,  সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উপহারের ছবি শেয়ার করে ধন্যবাদও জানিয়েছেন ঋতাভরী। দীপিকা তার ব্যান্ড ‘৮২° ইস্ট’র বেশ কয়েকটি প্রসাধনী পাঠিয়েছেন ঋতাভরীকে। এ ছাড়াও রয়েছে সুগন্ধি মোম ও বাথরোব।  টালিউডের পাশপাশি বলিউডেও যোগাযোগ রয়েছে ঋতাভরীর। গেল কয়েক বছরে বেশ কিছু কাজও করেছেন সেখানে। তিনি টলিপাড়ার একমাত্র অভিনেত্রী, যিনি শাহরুখ খান, সালমান খানের সঙ্গেই ডাক পান বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে। এবার নারী দিবসে তার জন্য উপহার পাঠালেন দীপিকা।  সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঋতাভরী। অভিনেত্রী বলেন, আমাদের আসলে বন্ধুত্ব নেই। আমার সঙ্গে এক বারই দেখা হয়েছিল দীপিকার। সেটাও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। এরপর গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি আমি। 
১০ মার্চ ২০২৪, ১৬:০২

জবিতে সেই শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় তাসমিম সানজানা সৃষ্টিকে স্থায়ীভাবে হল (হলের বরাদ্দকৃত সিট বাতিল করে) ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। হল ছাড়ার বিষয়ে তাকে রোববার দাপ্তরিক চিঠি দেবে প্রশাসন।  শুক্রবার (৮ মার্চ) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী। তিনি বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ায় হলের শৃঙ্খলা কমিটি অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিলের সিদ্ধান্ত নেয়। রোববার তাকে অফিসিয়ালি চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।’ হল প্রভোস্ট আরও বলেন, ‘এমন ছোট ঘটনাকে কেন্দ্র করে মারামারি কোনোভাবেই কাম্য নয়। পাশে একটা চুলা ছিল চাইলে তারা পরিবর্তন করে অন্য চুলায় রান্না করতে পারত। তারা সেটা না করে মারামারি, ভাষা খারাপ করল। এটা মেনে নেওয়া যায় না।’ গত মঙ্গলবার সকালে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ইতি খাতুনকে হলের রান্নাঘরে সংগীত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী তাসমিম সানজানা মারধর করেছেন জানিয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। ইতি খাতুন সাংবাদিকদের বলেন, আমার রান্নার মধ্যে চুলা ফাঁকা থাকায় আপু (তাসমিম) ডিম ভাজতে চাইলে ছেড়ে দিই। কিন্তু রান্না শেষ করতে দেরি হওয়ায় এবং ক্লাসের সময় হওয়ায় দ্রুত রান্না শেষ করতে বলি। তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। প্রতিবাদ করায় চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারেন। এরপরের ঘটনা মনে নেই। কারণ, মারধরে আমি অচেতন হয়ে পড়ি। জানতে চাইলে তাসমিম সাংবাদিকদের বলেন, জুনিয়র হয়ে ইতি আমার সঙ্গে বেয়াদবি করেছে। আমার দিকে তেড়ে আসে। আমি কি বসে থাকব? 
০৯ মার্চ ২০২৪, ০৭:২৪

আম্বানির ছেলের বিয়েতে যাওয়ার পথে বিপত্তিতে অন্তঃসত্ত্বা দীপিকা
আম্বানির ছেলের বিয়ের দাওয়াত রক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছেন অন্তঃসত্ত্বা দীপিকা। যেহেতু আম্বানির ছেলের বিয়ে বলে কথা, তাই যেতে তো হবেই। সেজন্য বেরিয়ে পড়েন দীপিকা-রণবীর। তবে পথে বাঁধে বিপত্তি। মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নামতেই দীপিকা-রণবীরকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ভক্ত অনুরাগীরা। হবু মাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন অনেকেই। আর সেই পরিস্থিতিতে দায়িত্বশীল স্বামীর ভূমিকা নেন রণবীর সিং। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখেন তিনি। দীপিকার পাশ থেকে এক মুহূর্তের জন্য সরেননি রণবীর। দীপিকা এমনিতে সবসময় হাসিখুশি থাকেন। তবে হবু মা যেন এখন একটু বেশিই খুশি। আনন্দ ছড়াচ্ছিল তার চোখে-মুখে। প্রসঙ্গত, বাফটা অ্যাওয়ার্ডের সময় দীপিকার ‘বেবি বাম্প’ লক্ষ করেন অনেকেই। তারপর থেকেই গুঞ্জন চলতে থাকে। কিন্তু সে সময় প্রকাশ্যে দীপিকা বা রণবীর সিং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দীপিকা ও রণবীর। দীপিকা প্রায় তিনমাসের অন্তঃসত্ত্বা। এ বছরের সেপ্টেম্বরেই মা হতে চলছেন তিনি।
০৩ মার্চ ২০২৪, ২১:৫৭

সুখবর দিলেন দীপিকা-রণবীর
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ক্যারিয়ারে  ইতোমধ্যেই বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তারা। পাশাপাশি শক্ত অবস্থানও গড়ে তুলেছেন। এবার ভক্তদের সুখবর দিলেন রণবীর-দীপিকা। বাবা-মা হতে যাচ্ছেন রণবীর-দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের মুখ দেখবেন বলে জানা গেছে।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন দীপিকা। একই পোস্ট শেয়ার করেছেন রণবীর সিংও। তবে স্ট্যাটাসের ক্যাপশনে কিছুই লেখেননি এই তারকা দম্পতি।   সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যায়— ছোট বাচ্চার জামা-কাপড়, জুতা এবং খেলনার ছবি। এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রণবীর-দীপিকা। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন বলিউড তারকারাও। দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় এক গণমাধ্যমে জানান— ‘দীপিকা পাড়ুকোন এখন সেকেন্ড ট্রাইমেস্টার’র (১৪-২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা) পার করছেন।    কয়েক দিন আগে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর।  অনুষ্ঠানে সব্যসাচি মুখার্জির ডিজাইন করা শাড়ি পরে হাজির হয়ে রীতিমতো নজর কাড়েন দীপিকা।  তবে এদিন মঞ্চে শাড়ি দিয়ে বারবার পেট আড়াল করার চেষ্টা করেছেন দীপিকা। এরপরই মূলত অভিনেত্রীর মা হতে যাওয়ার গুঞ্জনটি আরও জোরালো হয়।    প্রসঙ্গত, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রাম-লীলা সিনেমার শুটিং সেটেই একে অপরের প্রেমে পড়েন রণবীর-দীপিকা। তবে শুরুতে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করলেও পরবর্তীতে ২০১৮ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি।    
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪

ঝলমলে শাড়িতে বাফটার মঞ্চে নজর কাড়লেন দীপিকা
বলিউড অভিনেত্রী  দীপিকা পাডুকোন। বলিউডের পাশাপাশি কাজ করেছেন হলিউড সিনেমাতেও। গেল বছর অস্কারের পর এবার বাফটার মঞ্চে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। রোববার (১৯ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত হয় দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে অ-ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্র (বেস্ট ফিল্ম নট ইন ইংলিশ ক্যাটাগরি) পুরস্কার ঘোষণার দায়িত্ব দেওয়া হয় দীপিকাকে। তিনি ব্রিটিশ নির্মাতা জোনাথন গ্লেজারের হাতে এ পুরস্কার তুলে দেন। এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল ‘টোয়েন্টি ডে’স ইন মারিউপোল’, ‘অ্যানাটমি অব অ্য ফল’, ‘পাস্ট লাইভস’ এবং ‘সোসাইটি অব দ্য স্নো।’ বাফটার মঞ্চে দীপিকাকে একটি শিমারি গোল্ডেন শাড়িতে দেখা গেছে। চুলে খোঁপা, শাড়ির সঙ্গে ম্যাচ করা স্লিভলেস ব্লাউজ তবে তেমন একটা গয়না পরেননি তিনি। শাড়িটি ডিজাইন করেছেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী। দীপিকার সঙ্গে তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম, অভিনেত্রী কেট ব্ল্যানচেট, সংগীতশিল্পী দুয়া লিপা, ‘এমিলি ইন প্যারিস’ সিরিজের লিলি কলিন, ‘ব্ল্যাক মিরর’ সিরিজেরর হিমেশ প্যাটেল এবং ইদ্রিস এলবাও এবার মঞ্চে পুরস্কার প্রদানের দায়িত্বে ছিলেন।  
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৭

এবার বাফটা অ্যাওয়ার্ডসে চমক দেখাবেন দীপিকা
বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নিজ দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন হলিউডের সিনেমায়। আবার অস্কারের মতো আয়োজনের মঞ্চেও সঞ্চালনায় দেখা গেছে তাকে। এবার ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) চমক দেখাবেন দীপিকা।   আগামী ১৮ ফেব্রুয়ারি বসতে যাচ্ছে বাফটা অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। বর্ণিল এই আয়োজনে প্রেজেন্টার হিসেবে মঞ্চে হাজির হবেন দীপিকা।   মঞ্চে একই ভূমিকায় প্রেজেন্টার হিসেবে আরও দেখা যাবে— ডেভিড ব্যাকহাম, কেট ব্লানচেট ও ডুয়া লিপার মতো আন্তর্জাতিক তারকাকে। এতে একমাত্র বলিউড অভিনেত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ‘পিকু’। যারা পর্যায়ক্রমে বাফটা মঞ্চে এসে খাম খুলে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করবেন।   জানা গেছে, চলতি বছর বাফটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন ডেভিড টেনান্ট। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসবে বাফটা অ্যাওয়ার্ডসের জমকালো এই আসর। যেটা যুক্তরাজ্যে সম্প্রচার করবে বিবিসি ও আই প্লেয়ার এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্রিটবক্স।  এ প্রসঙ্গে বাফটার পুরস্কার ও কনটেন্ট পরিচালক এমা বেহের বলেন, চলতি বছরের আসরে মনোনয়ন পাওয়া সব শিল্পীদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি। পর্দা এবং এর পেছনের সেরা কিছু মানুষকে সম্মান জানানো হবে। সঞ্চালক ডেভিড টেনান্টের চার্ম ও কারিশমায় অনুষ্ঠানটি আরও মুখর হয়ে উঠবে। এ ছাড়াও থাকছে সোফি এলিস-বেক্সটর ও হান্নাহ ওয়াদিংহামের পরিবেশনা।  প্রসঙ্গত, বর্তমানে দীপিকা হাতে রয়েছে দুটি সিনেমা। একটি নাগ অশ্বিন পরিচালিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এতে অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে দেখা যাবে তাকে। অন্যটি রোহিত শেঠির নির্মাণে তারকাবহুল ‘সিংহাম অ্যাগেইন’। সূত্র : বলিউড হাঙ্গামা
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫

যে কারণে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাননি দীপিকা
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন ঘিরে অযোধ্যায় ছিল ‘মহোৎসব’। এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে বলিউডের আমন্ত্রিত তারকারা সোমবার (২২ জানুয়ারি) ভোরেই পৌঁছে যান অযোধ্যায়।  শুধু বলিউড তারকারা নন, হাজির হয়েছিলেন দক্ষিণী অভিনেতারাও। অযোধ্যায় রামমন্দির দেখতে উপস্থিত ছিলেন- অমিতাভ বচ্চন, অনুপম খের, রজনীকান্ত, চিরঞ্জীবী, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। তবে বলিউডের তিন খান– শাহরুখ, সালমান ও আমিরের মতো আমন্ত্রণ পাননি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রামমন্দিরে ডাক না পেলেও নিজ বাড়িতে উদযাপনে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। কিন্তু কেন অযোধ্যায় আমন্ত্রণ পেলেন না তিনি? দীপিকা বরাবরই সাবধানি। বেফাঁস মন্তব্য করতে কখনোই দেখা যায় না তাকে। অস্কারের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন। একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত তিনি। সিনেমায় তার কৃতিত্ব কোনো অংশে কম নয়। তবুও রামমন্দির উদ্বোধনে আলিয়া-ক্যাটরিনা-কঙ্গনারা গেলেন, অথচ বাড়িতে বসে আছেন দীপিকা। নিজে সাবধানি হলেও অভিনেত্রীর কিছু পদক্ষেপে নাকি বিরক্ত গেরুয়া শিবির। বলিউড সূত্রের খবর, দীপিকাকে নিয়ে গেরুয়া শিবিরের রাগের কারণ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর এবিভিপির হামলার সময় তাদের সাবেক ও শিক্ষক সংগঠনের ডাকা প্রতিবাদ সভায় হাজির হয়েছিলেন দীপিকা। সেখানে ছাত্রসংসদের আহত নেত্রী ঐশী ঘোষ-সহ প্রতিবাদী ছাত্রছাত্রীরাও ছিলেন। ছিলেন কানহাইয়া কুমার। কানহাইয়া যখন আজাদির স্লোগান তুলছিলেন, তাদের পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকা। কোনো বক্তৃতা দেননি, শুধুই পাশে থাকার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী। তারও আগে হিন্দু সংগঠন ও গেরুয়া শিবিরের রোষানলে পড়েন তিনি ‘পদ্মাবত’ ছবি নিয়ে। সেই সময় তার নাক কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তার ছবি বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। এ নিয়ে দীপিকা কোনো প্রতিক্রিয়া জানাননি। সম্প্রতি ‘পাঠান’ ছবি মুক্তির সময় দীপিকার পরনের গেরুয়া বিকিনি নিয়ে আপত্তি জানায় গেরুয়া শিবির। অনেক জলঘোলা হয় তা নিয়ে। এক্ষেত্রেও চুপ ছিলেন দীপিকা। এবার রামমন্দির উদ্বোধনে আদৌ ডাক পেয়েছেন কি না, সেই বিষয়েও নীরবতা বজায় রেখেছেন তিনি। তবে রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’র মুহূর্তে অভিনেত্রী ছোট্ট একটি প্রদীপ জ্বালিয়েছেন নিজ বাড়িতেই।
২৩ জানুয়ারি ২০২৪, ২০:০৮

ফের হলিউডের সিনেমায় দীপিকা
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দর্শকপ্রিয় এই অভিনেত্রী কাজ করেছেন হলিউডেও। নতুন খবর হলো ফের হলিউডে পাড়ি দিতে চলেছেন দীপিকা। শোনা যাচ্ছে এক জনপ্রিয় ওয়েব সিরিজের তৃতীয় সিজনে দেখা যাবে অভিনেত্রীকে। আমেরিকান কমেডি ড্রামা ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে দেখা যাবে দীপিকাকে। এই সিরিজের প্রথম দুটি সিজন বেশ প্রশংসা পেয়েছে। তবে ভারতীয় দর্শকদের কাছে খুব বেশি জনপ্রিয় নয় এই সিরিজ। দীপিকা অভিনয় করলে অবশ্য তৃতীয় সিজন থাকবে ভারতীয়দের আলোচনায়। এই সিরিজের প্রথম দুটি সিজন হাওয়াই দ্বীপপুঞ্জ এবং সিসিলিতে শুটিং করা হয়েছিল। জানা গেছে, তৃতীয় সিজনের শুটিং হবে থাইল্যান্ডে। শিগগিরই শুরু হবে শুটিং। প্রসঙ্গত, ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে ২০১৭ সালে প্রথম হলিউডে অভিষেক হয় দীপিকার। সেই ছবিতে হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নায়িকা। ছবিটি ভারতেও মুক্তি পেয়েছিল। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।
২১ জানুয়ারি ২০২৪, ২০:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়