• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি
প্রার্থনা ফারদিন দীঘি। ঈদে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি না পেলেও রীতিমতো আলোচনায় রয়েছেন তিনি। কারণ, শোবিজ অঙ্গনের আকাশে-বাতাসে গুঞ্জন তিনি নাকি জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বিষয়টি খোলাসা করেছেন দীঘি। তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা। এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু। একই অনুষ্ঠানে দীঘি আরও বলেন, আমি কোনো প্রেম করছি না। এটা আমার দ্বারা আসলে সম্ভব না।  শিশুশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমার মনে হয়, মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম— পার্থক্য শুধু স্ক্রিনেই। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। এটাতে যে পরিশ্রম দিই, আমি কিন্তু মূলধারার সিনেমায়ও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং। দুই জায়গায়ই খুব ভালো কাজ হচ্ছে।  চলতি বছর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব কন্টেন্ট ‘গাইয়া’ দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন দীঘি। এতে তার বিপরীতে অভিনয় করেন খায়রুল বাশার। এ ছাড়া বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ অভিনয় করেও দর্শকদের নজর কাড়েন এই লাস্যময়ী অভিনেত্রী।
১৭ এপ্রিল ২০২৪, ১৫:১০

ঈদে মাকে অনেক বেশি মিস করি : দীঘি
শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশকিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ। দীঘি এখন আর শিশুশিল্পী নেই, দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। চলছে ঈদুল ফিতরের আমেজ সর্বত্র। কেমন কাটল দিঘীর ঈদ? ঈদ নিয়ে আরটিভির সঙ্গে কথা হলো তার।   আরটিভি : ঈদ কোথায় করছেন? দীঘি: খুব সহজভাবেই ঈদ কাটছে আমার। আমি এখন পর্যন্ত ঢাকার বাইরে ঈদ করিনি। প্রতিবারই পরিবার, বন্ধুদের সঙ্গে ঢাকাতেই করেছি। এবারও করেছি। বাসায় আত্মীয়রা এসেছিল। বাসাতেই আড্ডা দিয়েছি সবার সঙ্গে। আরটিভি : ছোটবেলায়  ঈদ কেমন কাটত?   দীঘি : ছোটবেলার ঈদের দিনের পরিকল্পনাগুলোর কথা মনে পড়লে এখন হাসিই পায়। কিন্তু অন্যরকম এক ভালোলাগাও কাজ করে মনের মধ্যে। কত সহজ-সরল আর ভাবনাহীন ছিল শৈশবের ঈদ। সকালে গোসল সেরে বড়দের সালাম দিয়ে শৈশবের ঈদ শুরু হতো। বড়দের সালাম দিয়ে সালামির জন্য দাঁড়িয়ে থাকতাম! সালামি নিয়ে সে কত কত স্মৃতি, কত কী কিনতাম! তখন একমাত্র সালামির টাকাগুলোকেই নিজের টাকা মনে হতো। এ ছাড়া তেমন টাকাই হাতে পেতাম না। তাই সালামি হাতে পেয়েই নানান পরিকল্পনায় বসতাম। যদিও শেষ পর্যন্ত তেমন কিছুই করা হতো না সালামির টাকা দিয়ে।  আরটিভি : তারকা দীঘির ঈদ কীভাবে কাটে? দীঘি :  নায়িকা হওয়ার আগে থেকেই আমি ঈদে বাসাতেই থাকি। ঈদের পরের দিন কাছের কিছু বন্ধুদের সাথে আড্ডা দিই। তবে মজা লাগে যখন ভক্তরা এসে সেলফি নেয়। বিষয়টি আমি খুব ইনজয় করি। নায়িকা হিসেবে যতটা না আমাকে ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে তারা সেই ছোট্ট দীঘিকে।  আরটিভি : ঈদে কোন বিষয়টি কষ্ট দেয়? দীঘি : ঈদ মানে আনন্দ, পরিবারের সবার সাথে যতই মজা, আনন্দ করি না কেন ঈদে আমারকে খুব কষ্ট দেয় একটি বিষয়। সেটি হলো আমার মা। কারণ, ঈদে আমার সঙ্গে আমার মা থাকে না। বড় হওয়ার পর মায়ের সাথে আর ঈদ করা হয়নি। শৈশবে ঈদের দিনে মায়ের হাতের রান্না খেতাম মজা করে। জগতের সব মায়ের মতো আমার মাও রান্না করতেন অনেক মজা করে। আজ মা নেই। তাই এখন ঈদের দিনের সব রান্না আমিই করি। ঈদে মাকে অনেক বেশি মিস করি।
১১ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

একই মঞ্চে নাচবেন মেহজাবীন সাবা ও দীঘি
 বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পবিত্র ঈদুল ফিতরের বিশেষ নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন একঝাঁক তারকা শিল্পী। এতে একই মঞ্চে নাচবেন মেহজাবীন সাবা ও দীঘি। জানা গেছে, তিন দিনের জমকালো এই আয়োজনে জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি শোবিজ তারকারাও নৃত্য পরিবেশন করবেন। ঈদের প্রথম দিনে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ, প্রার্থনা ফারদিন দীঘি ও আঁচল। একই দিনে নৃত্য পরিবেশনায় আরও থাকবেন তাহমিনা সুলতানা মৌ, সোহানা সাবা, তোর্ষা, প্রান্তিক, নাইম ও মীম চৌধুরী।  অনুষ্ঠানটি ঈদের দিন দুপুর সাড়ে ১২টায় সম্প্রচার করা হবে। আর ঈদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান প্রচারিত হবে সকাল ১০টা ১০ মিনিটে। দ্বিতীয় দিনে থাকবে রিচি সোলায়মান, চাঁদনী, রুহি, তুষ্টি, সাবরিনা নিসা ও সিনথিয়ার পরিবেশনা। ঈদের তৃতীয় দিনে তাহমিনা সুলতানার উপস্থাপনায় দুপুর ১২টা ২০ মিনিটে নৃত্যশিল্পী মুনমুন ও তার দল ছাড়াও কবিরুল ইসলাম রতনের দল, তামান্না রহমান ও তার দল, মোকাম্মেল হোসেন রিপনের দলসহ এম আর ওয়াসেকের দলের নৃত্য পরিবেশন করবেন।
০৮ এপ্রিল ২০২৪, ০৫:০৮

ডিবি কার্যালয় থেকে বের হয়ে যা বললেন দীঘি (ভিডিও)
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি। মুঠোফোনে আর্থিক লেনদেনের অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডিবি কার্যালয়ে যান তিনি। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। তারপর গণমাধ্যমের কাছে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাটি বিস্তারিত জানান।  দীঘি বলেন, গত পরশু ঘটেছে। আমি একটি কাজের জন্য বাইরে বের হয়েছিলাম। বাসায় ড্রাইভার না থাকায় সিএনজি করে যাচ্ছিলাম। পথিমধ্যে আমার কাছে ফোন আসে। তখন আমাকে নানাভাবে বোঝানো হয়, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা রয়েছে, তাই আমি চাইনি অ্যাকাউন্ট বন্ধ হোক। দীঘি বলেন, আমি সিএনজিতে থাকায় সেভাবে কিছু বুঝতেও পারছিলাম না। তাই অ্যাকাউন্ট যাতে বন্ধ না হয়। তাদের (প্রতারক) আমার পরিচয় দেই। তখন তারা সরি বলে জানায়, অ্যাকাউন্ট সচল রাখতে আমার হেল্প লাগবে তাদের। এই সময়ের মধ্যে তারা আমার ফোনে ওটিপি পাঠায়। আমিও সেটি দিয়ে দেই তাদের। আমি শুধু মনে রেখেছিলাম যে, আমার পিনকোড না দিলেই হয়। তিনি আরও বলেন, কিছুক্ষণ পর আমি ঘটনাস্থলে পৌঁছাই। তারপর হঠাৎ অ্যাকাউন্ট চেক করি। তো দেখি আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। অ্যাকাউন্টে দেড় লাখ টাকার বেশি ছিল। এক লাখ ৬০ হাজার টাকা। এরপর বুঝতে থাকি বিষয়টি। সবার পরামর্শে আমি শেরে বাংলানগর থানায় গিয়ে জিডি করি। দীঘি বলেন, শুরু থেকে ডিবিপ্রধান হারুনুর রশিদ ভাইয়ার কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল, তিনি হয়তো কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারবেন। এ কারণে এখানে আসা। তিনি আরও বলেন, ডিবিপ্রধান আমাকে পরদিন দেখা হলে বলেন, আমার আগের রাতে পাঠানো স্ক্রিনশট দেখেই কাজ শুরু করে দিয়েছেন তারা। আর পরদিন রাতে আমাকে জানান, আমার টাকা রিটার্ন করতে পেরেছেন। আগামীকাল আমাকে টাকাটা হ্যান্ডওভার করতে চান। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।  প্রসঙ্গত, প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৮ সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। সেই সিনেমায় কাজল চরিত্রে অভিনয় করে ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১২

ডিবি কার্যালয়ে দীঘি
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি। তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার বিষয়ে তিনি অভিযোগ জানান ডিবিতে। ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। তার এমন অভিযোগের ভিত্তিতে তিন আসামিকে গ্রেপ্তার করে ডিবি। প্রসঙ্গত, প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৮ সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। সেই সিনেমায় কাজল চরিত্রে অভিনয় করে ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়