• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
দিল্লি হাইকোর্টে মুক্তির আবেদন করলেন কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাকে গ্রেপ্তার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে নেওয়ার নির্দেশকে অবৈধ বলে আদালতের কাছে আবেদন করেছেন তিনি। একই সঙ্গে তাকে দ্রুত মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন। শনিবার (২৩ মার্চ) তিনি এ আবেদন করেন। খবর এনডিটিভির। এছাড়া ইডি হেফাজতে থাকাকালে নিজ দল আম আদমি পার্টির (আপ) নেতা-কর্মীদের উদ্দেশে চিঠি লিখেছেন তিনি।  চিঠিটি পড়ে শোনান তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল। এতে তিনি বলেন, আপনারা সমাজের জন্য কাজ চালিয়ে যান। বিজেপির কাউকে ঘৃণা করবেন না। তারা সবাই আমাদের ভাইবোন। ভারতের ভেতরে ও বাইরে অনেক শক্তি রয়েছে, যেগুলো আমাদের দেশকে দুর্বল করে তুলছে। কোনো কারাগারই বেশি দিন আমাকে আটকে রাখতে পারবে না। আমি শিগগিরই বেরিয়ে আসব এবং প্রতিশ্রুতিগুলো পূরণ করব। কেজরিওয়াল চিঠিতে আরও বলেন, কারাগারের ভেতরে বা বাইরে যেখানেই থাকি না কেন, আমার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের সেবার জন্য উৎসর্গ করেছি। রক্তের প্রতিটি ফোঁটা দেশের জন্য বিলিয়ে দিয়েছি। এদিকে কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর বিজেপি সরকার আম আদমি পার্টির নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে বলে দাবি করেছেন দলটির নেতা ও দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।
২৪ মার্চ ২০২৪, ০১:৫৫

দিল্লি সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে দিল্লি সফরে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে বিমানযোগে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। দায়িত্ব নেওয়ার পর ভারতের এই সফরই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে হাছান মাহমুদের। এই সফরে উভয় দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি যে উচ্চ গুরুত্ব এবং অগ্রাধিকার দেয় তা প্রতিফলিত হবে বলে মনে করছে দিল্লি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করবেন। এর পাশাপাশি ভবিষ্যতের অ্যাজেন্ডা নির্ধারণ করবেন। তারা অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়েও মতবিনিময় করবেন। ভারত সফর শেষে আগামী ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের দেশে ফেরার কথা রয়েছে।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়