• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
২৮ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৮০০ - আইরিশ পার্লামেন্টে ইংল্যান্ডের সঙ্গে সংযুক্তির আইন অনুমোদিত হয়। ১৮০৯ - ব্যাটল অব মেডেলিনে ফ্রান্স স্পেনকে পরাজিত করে। ১৮৫৪ - ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। ১৯৩০ - কনস্টান্টিনোপলের নাম ইস্তাম্বুল ও অ্যাঙ্গোরার নাম আঙ্কারা করা হয়। ১৯৩৯ - প্রায় তিন বছর যুদ্ধের পর স্পেনের গৃহযুদ্ধের পরিসমাপ্তি। ১৯৪২ - রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন। জন্ম: ১৮৬২ - আরিস্টিডে ব্রিয়ান্ড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও সবেক ফ্রান্সের প্রধানমন্ত্রী। ১৮৬৮ - মাক্সিম গোর্কি, রুশ সাহিত্যিক। তার পুরো নাম আলেক্সেই ম্যাক্সিমোভিচ পেশকভ। ১৯৩০ - জেরোম আইজ্যাক ফ্রিডম্যান, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক। ১৯৩৬ - মারিও বার্গাস ইয়োসা, নোবেলজয়ী পেরুর লেখক। ১৯৪৯ - লেসলি ভ্যালিয়ান্ট, খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ১৯৬৮ - নাসের হুসেন, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার। ১৯৭৫ - অক্ষয় খান্না, ভারতীয় অভিনেতা। মৃত্যু: ১৯১৭ - আলবার্ট পিংকহ্যাম রাইডার, আমেরিকান চিত্রশিল্পী। ১৯৪১ - ভার্জিনিয়া উলফ, ইংরেজ লেখক ও সমালোচক। ১৯৮৫ - মার্ক শাগাল, রুশ চিত্রশিল্পী।  
১৬ ঘণ্টা আগে

২৭ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
আজ বুধবার,২৭ মার্চ ২০২৪ । এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৫১৩ - ফ্লোরিডা আবিষ্কৃত হয়। ১৬৬৮ - বোম্বে ইস্ট ইন্ডিয়া কম্পানির অধীনে আসে। ১৭৯৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়। ১৮৫৫ - আব্রাহাম গেসনার কেরোসিন পেটেন্ট করেন। ১৯১৯ - আমানুল্লাহ কর্তৃক আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয়। ১৯৬৪ - জাতিসংঘের শান্তি বাহিনী সাইপ্রাস অধিগ্রহণ করে। ১৯৬৮ - রুশ নভোচারী, তিনি ছিলেন মহাকাশচারী প্রথম ব্যক্তি জারস্লাভ হেয়রোভস্ক্য প্রশিক্ষনের সময় বিমান দুর্ঘটনায় নিহত হন। ১৯৬৯ - মেরিনার ৭ উদ্বোধন করা হয়। ১৯৭১ - চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। ১৯৭১ - আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায় ও পরে তাঁর খোঁজ মেলেনি। ১৯৭৭ - সান্তাক্রুজ বিমান বন্দরের রান ওয়েতে দুটো জাম্বো জেট বিমানের সংঘর্ষে ৫৮২ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটে। ১৯৮২ - বিচারপতি আহসান উদ্দীন চৌধুরীর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। ১৯৯৬ - বাংলাদেশের জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হন। ২০০২ - একুশে টেলিভিশন (ইটিভি)-এর লাইসেন্স বাতিল করে আদালত রায় ঘোষণা করেন। জন্ম: ০০৪৫ - রোমান কবি স্টাটিউস জন্মগ্রহণ করেন। ১৭৮৫ - ফ্রান্সের রাজা সপ্তদশ লুই জন্মগ্রহণ করেন। ১৮৪৫ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ভিলহেল্ম কনরাড রন্টগেন জন্মগ্রহণ করেন। ১৮৪৭ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও শিক্ষাবিদ অতো ওয়ালাচ জন্মগ্রহণ করেন। ১৮৬৩ - মোটর গাড়ির নকশাকার প্রনেতা স্যার ফ্রেডরিখ হেনরি রয়েস জন্মগ্রহণ করেন। ১৮৭১ - জার্মান লেখক ও কবি হাইনরিখ মান জন্মগ্রহণ করেন। ১৯০১ - নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রাজনীতিবিদ ও ৬১ তম প্রধানমন্ত্রী ইসাকু সাটো জন্মগ্রহণ করেন। ১৯১২ - ইংরেজ লেফটেন্যান্ট, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী জেমস ক্যালাহান জন্মগ্রহণ করেন। ১৯৪১ - স্লোভাকিয়া আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট ইভান গাস্পারভিক জন্মগ্রহণ করেন। ১৯৪২ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী জন এডওয়ার্ড সুলস্টন জন্মগ্রহণ করেন। ১৯৬০ - ভারতীয় বাঙ্গালী কবি ও সমাজকর্মী মল্লিকা সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। ১৯৬৩ - মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কুয়েনতিন তারানতিনো জন্মগ্রহণ করেন। ১৯৭২ - হল্যান্ডের একজন কৃতি ফুটবল খেলোয়াড় জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক জন্মগ্রহণ করেন। ১৯৮৭ - রাশিয়ান গায়ক, গীতিকার ও অভিনেত্রী পলিনা গ্যাগারিন জন্মগ্রহণ করেন। ১৯৮৮ - আমেরিকান অভিনেত্রী ও গায়িকা ব্রেন্ডা সং জন্মগ্রহণ করেন। ১৯৮৮ - জাপানি ফুটবলার আটসুটো উচিদা জন্মগ্রহণ করেন। ১৯৯০ - নেদারল্যান্ড এর পেশাদার ফুটবল খেলোয়াড় নেসার বারাযাইত জন্মগ্রহণ করেন। মৃত্যু: ১৪৬২ - মস্কোর যুবরাজ দ্বিতীয় ভাসিলি মৃত্যুবরণ করেন। ১৮৯৮ - শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমদ মৃত্যুবরণ করেন। ১৯১৮ - একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক হেনরি অ্যাডাম্স মৃত্যুবরণ করেন। ১৯৪৪ - লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী মৃত্যুবরণ করেন। ১৯৬৭ - নোবেল পুরস্কার বিজয়ী চেক রসায়নবিদ জারস্লাভ হেয়রোভস্ক্য।মৃত্যুবরণ করেন। ১৯৭১ - বাংলাদেশী শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতা মৃত্যুবরণ করেন। ১৯৭২ - একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী এম. সি. এশ্যর মৃত্যুবরণ করেন। ১৯৮২ - বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খান মৃত্যুবরণ করেন। ২০০৭ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ পল ক্রিশ্চিয়ান লতেরবার মৃত্যুবরণ করেন।
২৭ মার্চ ২০২৪, ০৪:৩৬

২৬ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
আজ মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৭৭৪ - কলকাতায় সুপ্রীমকোর্ট প্রতিষ্ঠিত হয়। ১৮৭১ - প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়। ১৮৮৫ -  নিউইয়র্কে বাণিজ্যিকভাবে চলচ্চিত্রের জন্যে ফিল্ম প্রস্তুত শুরু। ১৯৪৮ -  পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত। ১৯৫২ -  জুমো কেনিয়াত্তার নেতৃত্বে কেনিয়ায় ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের শুরু হয়। ১৯৫৩ -  যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদ এবং চিকিৎসা গবেষক ডা. জোনাস সাল্ক ঘোষণা করেন তিনি পোলিও রোগের টিকা নিয়ে পরীক্ষায় সফল হয়েছেন। ১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭২ -  বাংলাদেশ প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করে। ১৯৭৯ -  মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন যুক্তরাষ্ট্রে মধ্যস্থতা একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন। ১৯৯২ -  বাংলাদেশ-ভারত ৩ বিঘা নিয়ে চুক্তি স্বাক্ষর। ১৯৯৬ -  সংসদে সংবিধান সংশোধনী বিল পাস। ১৯৯৭ -  সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক আয়োজনে বহুল আলোচিত শিখা চিরন্তন স্থাপন। ২০১৫ - গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি। জন্ম: ১৯০৭ - মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি। ১৯১৩ - পল এর্ডশ, একজন অতিপ্রজ (prolific) হাঙ্গেরীয় গণিতবিদ। ১৯৩১ - লিওনার্ড নিময়, মার্কিন অভিনেতা। ১৯৪১ - রিচার্ড ডকিন্স, ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী, এবং বিজ্ঞান লেখক। মৃত্যু: ১৮২৭ - লুড‌উইগ ভ্যান বেইটোভেন, জার্মান সুরকার এবং পিয়ানো বাদক। ১৯৭১ - অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ। ১৯৭১ - আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশী শিক্ষাবিদ। ১৯৭১ - গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশী বুদ্ধিজীবী। ২০১৫ - টমাস ট্রান্সট্রোমার, নোবেল বিজয়ী সুয়েডীয় কবি ও অনুবাদক।  ২০১৫ - ফ্রেড রবশাহম, নরওয়ের চলচ্চিত্র অভিনেতা। ২০১৫ - ইয়ান মইয়ার, স্কটিশ ফুটবল খেলোয়াড়।  দিবস: বাংলাদেশের স্বাধীনতা দিবস (১৯৭১)
২৬ মার্চ ২০২৪, ০২:১৩

দ্বিতীয় দিনে ট্রেনের ২৭ হাজার টিকিট বিক্রি
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হয়েছে আগামী ৪ এপ্রিলের অগ্রিম টিকিট। সোমবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয় এ টিকেট বিক্রি। আজকের জন্য নির্ধারিত ছিল মোট ৩৩ হাজার টিকিট। কিন্তু বিক্রি হয়েছে ২৭ হাজার টিকিট। আর অবিক্রিত রয়ে গেছে ৬ হাজার টিকিট। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্যগুলো জানান। তিনি বলেন, রোববার থেকে ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম দিনের (৩ এপ্রিল) অগ্রিম ৩৩ হাজার টিকিটের ৩১ হাজারটি বিক্রি হয়েছে। তিনি আরও বলেন, এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না। এবারই প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে। জানা গেছে, সার্ভারের ওপর চাপ কমাতে টিকিট বিক্রি হয় দুই শিফটে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল; দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট। পশ্চিমাঞ্চলের সাড়ে ১৬ হাজার টিকিটের ষোল হাজার বিক্রি হয়েছে। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হয়েছে ১১ হাজার। পূর্বাঞ্চলের এখনও প্রায় ৬ হাজার টিকিট অবিক্রিত। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। উল্লেখ্য, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।
২৫ মার্চ ২০২৪, ২৩:৩৯

২২ দিনে প্রবাসী আয় এলো ১৫২০৮ কোটি টাকা
চলতি মার্চ মাসের প্রথম ২২ তারিখ পর্যন্ত দেশে বৈধপথে ১৪১ কোটি ৪৪ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১৫ হাজার ২০৮ কোটি টাকা। সেই হিসেবে ২২ দিনে দৈনিক গড়ে রেমিট্যান্স বা  প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৪২ লাখ ডলার বা ৭০৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুয়ায়ী, চলতি মাসের ২২ দিনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডলার। যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৫ লাখ ডলার বা ২ হাজার ৭ কোটি ৫০ লাখ টাকা। অপরদিকে বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ১৫ লাখ মার্কিন ডলার বা ২৭৫ কোটি টাকার বেশি, এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২০ কোটি ৪৮ লাখ ডলার বা ১৩ হাজার ২৫৩ কোটি টাকা। বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এর আগে, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। জানুয়ারিতে ২১০ কোটি বা ২ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার। ২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে আসে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর মাসে ১৯৩ কোটি ডলার এবং শেষ মাস ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স।
২৫ মার্চ ২০২৪, ০০:০৮

২৪ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
আজ রোববার, ২৪ মার্চ ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৩০৭ - আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন। ১৩৫১ - ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন। ১৭৯৩ - চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়। ১৮৬১ - লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়। ১৯০২ - বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়। ১৯১৮ - জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে। ১৯৩৩ - এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন। ১৯৪০ - শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়। ১৯৪৬ - লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ কেবিনেট মিশন ভারতে আসে। ১৯৫৬ - পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ১৯৭৭ - যুক্তরাষ্ট্র এবং কিউবা সরাসরি আলোচনা শুরু করে। ১৯৮২ - জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। ১৯৯৯ - ন্যাটো যুগোশ্লাভিয়ার সার্বিয় সেনা অবস্থানের উপর বোমা বর্ষণ শুরু করে। জন্ম: ১৪৯৪ - জার্মান মণিকবিৎ ও পণ্ডিত গেওরগিউস আগ্রিকলা জন্মগ্রহণ করেন। ১৬৯৩ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন জন্মগ্রহণ করেন। ১৮০৯ - ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ জোসেফ লিওউভিলে জন্মগ্রহণ করেন। ১৮৩৪ - ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক ও সমাজতান্ত্রিক উইলিয়াম মরিস কর্মী জন্মগ্রহণ করেন। ১৮৩৫ - অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও কবি জোসেফ স্টিফান জন্মগ্রহণ করেন। ১৮৪১ - নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী জন্মগ্রহণ করেন। ১৮৬৩ - খ্যাতনামা আইনবিদ লর্ড সত্যপ্রসন্ন সিনহা জন্মগ্রহণ করেন। ১৮৭৪ - বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনি জন্মগ্রহণ করেন। ১৮৮৪ - নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ পিটার জোসেফ উইলিয়াম ডিবাই জন্মগ্রহণ করেন। ১৯০৩ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ আডল্ফ ফ্রিড্রিশ ইয়োহান বুটেনান্ডট জন্মগ্রহণ করেন। ১৯১৭ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী জন কেন্ড্রেও জন্মগ্রহণ করেন। ১৯২৫ - বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান জন্মগ্রহণ করেন। ১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান অভিনেতা, পরিচালক, সুরকার ও নাট্যকার ডারিও ফো জন্মগ্রহণ করেন। ১৯৩০ - আমেরিকান অভিনেতা স্টিভ ম্যাকুইন জন্মগ্রহণ করেন। ১৯৪৪ - সার্বীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী ভজিস্লাভ কস্টুনিকা জন্মগ্রহণ করেন। ১৯৪৯ - শ্রীলংকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১৩ তম প্রধানমন্ত্রী রনীল শ্রীয়ান বিক্রমাসিংহে জন্মগ্রহণ করেন। ১৯৬০ - জার্মান গায়ক, গীতিকার এবং অভিনেত্রী নেনা জন্মগ্রহণ করেন। ১৯৭৩ - আমেরিকান অভিনেতা ও গায়ক জিম পারসন্স জন্মগ্রহণ করেন। ১৯৭৯ - ভারতীয় অভিনেতা ইমরান হাশমি জন্মগ্রহণ করেন। ১৯৮৭ - ব্রাজিলিয়ান ফুটবলার রামিরেস জন্মগ্রহণ করেন। ১৯৮৭ - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল-হাসান জন্মগ্রহণ করেন। মৃত্যু: ০৮০৯ - আরব পঞ্চম খলিফা হারুন আল-রশিদ মৃত্যুবরণ করেন। ১৬০৩ - ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ মৃত্যুবরণ করেন। ১৭৭৬ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন মৃত্যুবরণ করেন । ১৮৮২ - একজন মার্কিন হেনরি ওয়েডসওরর্থ লংফেলো মৃত্যুবরণ করেন । ১৮৯৯ - পেশাদার ইংরেজ ক্রিকেটার বিলি বার্নস মৃত্যুবরণ করেন । ১৯০৪ - একজন ইংরেজ কবি এডউইন আর্নল্ড মৃত্যুবরণ করেন । ১৯০৫ - ফরাশী লেখক জুল গাব্রিয়েল ভার্ন মৃত্যুবরণ করেন। ১৯৪৬ - রাশিয়ান দাবাড়ু আলেকসান্দর আলেখিন মৃত্যুবরণ করেন। ১৯৫০ - ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির মৃত্যুবরণ করেন। ১৯৭১ - রেডিসন ব্লু রয়েল হোটেল ও আর্ফস সিটি হলের পরিকল্পক আর্নি জাকবসেন মৃত্যুবরণ করেন। ২০০২ - নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার প্রাণরসায়নী সিজার মিলস্টেইন মৃত্যুবরণ করেন। ২০১০ - অস্ট্রেলীয় ক্রিকেটার রন হামেন্স মৃত্যুবরণ করেন। ২০১৩ - নিউজিল্যান্ড লেখক বারবারা অ্যান্ডারসন মৃত্যুবরণ করেন। দিবস: আজ বিশ্ব যক্ষ্মা দিবস।
২৪ মার্চ ২০২৪, ০২:০৫

মাত্র ৭১ দিনে কোরআন মুখস্থ করে আলোচনায় ৯ বছরের নাফিস
পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে টাঙ্গাইলের গোপালপুরের ৯ বছর বয়সী আবীর ইসলাম নাফিস। এই বয়সে তার কোরআন মুখস্থ করতে সময় লেগেছে মাত্র ৭১ দিন। নাফিস চলতি বছরের ১ জানুয়ারি হতে হেফজ পড়া শুরু করে। সকাল ও বিকেলে দুজন হুজুরের তত্ত্বাবধানে বাসাতেই পবিত্র কোরআন মুখস্থ করতে থাকে। সর্বশেষ ৭১ দিন পর মার্চের ১১ তারিখে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে সে। আবীর ইসলাম নাফিস টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের নজরুল ইসলাম ও নাসিমা আক্তার দম্পতির সন্তান। তাদের ঘরে আরও দুজন ছেলে সন্তান রয়েছে। ভাইদের মধ্যে নাফিস মেঝো। নাফিসের বাবা নজরুল ইসলাম উপজেলার নলীনের নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা মোছা. নাসিমা আক্তার গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক। জানা যায়, অত্যন্ত মেধাবী নাফিস ২০২৩ সালের ডিসেম্বরে জামতৈল দারুল কোরআন মাদ্রাসা থেকে ১৬ দিনে নাজেরা সম্পন্ন করেন। ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিন থেকে সেখানেই হেফজ পড়া শুরু করে। ১৫ দিন মাদ্রাসায় থেকে পড়াশুনা করায় অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়। এরপর বাড়ির একটি কক্ষে বসে পুনরায় হেফজ পড়া শুরু করে নাফিস। জামতৈল দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জোবায়ের হোসাইন এবং গোপালপুর পৌরসভার বারিধারা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী মাসুদুর রহমানের তত্ত্বাবধানে নাফিসদের বাসাতেই শুরু হয় হেফজ পড়া। এতে সকাল ও বিকাল ওই দুইজন হুজুর নাফিসের পড়াশুনার দায়িত্ব পালন করেন। এরপর ১১ মার্চ প্রথম রমজানের দিন ৩০ পারা পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে হেফজ সম্পন্ন করে নাফিস। নূরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র আবীর ইসলাম নাফিস ২০২৩ সালে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের অধীনে ৩য় শ্রেণির পরীক্ষায় সারাদেশের ৬ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ৭ম স্থানে উত্তীর্ণ হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির নূরানি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত। নাফিসের বাবা নজরুল ইসলাম বলেন, ছেলের ইচ্ছেতেই এবং আমরা তাকে সার্বিক সহায়তা করার কারণে অল্পদিনেই হাফেজ হয়েছে। ১৫দিন পর অসুস্থ হওয়ায় বাড়িতে চলে আসে সে। এরপর সুস্থ হওয়ার পর বাড়িতেই দুজন হুজুরের তত্ত্বাবধানে পড়াশুনা শুরু হয়। ৭১ দিনে সে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে।
২৩ মার্চ ২০২৪, ২০:০৯

ছুটির দিনে জমজমাট ঐতিহ্যবাহী ইফতার বাজার
ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। শুক্রবার (২২ মার্চ) বিকেলে চকবাজারে গিয়ে দেখা যায় প্রচুর মানুষের ভিড়। যেন তিল ধারণের ঠাঁই নেই। সরেজমিনে ঘুরে দেখা যায়, অনেকেই পরিবার-পরিজন নিয়ে ইফতার করার জন্য চকবাজারে এসেছে। শিশু থেকে বৃদ্ধ সবারই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইফতার বিক্রির দোকানগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। ছুটির দিনে বিপুল সংখ্যক মানুষ আসায় ব্যবসায়ীদের বিক্রি হচ্ছে অনেক ভালো। প্রায় ৫০-৬০ বছরের পুরোনো এই ইফতার বাজার নানার মুখরোচক খাবারের জন্য বিখ্যাত। ছোলা-বুট, পেঁয়াজু, বেগুনি, শাহী জিলাপি, কাচ্চি বিরিয়ানি, ছাড়াও নানার আইটেমের বিরাট সমাহার রয়ছে এই বাজারে। সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চার-পাঁচ হাজার টাকা মূল্যের ইফতার আইটেম রয়েছে চকবাজারে। এর মধ্যে সুতি কাবাব, শামী কাবাব, আস্ত মুরগি, হাঁসের রোস্ট, খাসির লেগ রোস্ট সর্বনিম্ন ৮৫০ টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।  কেরানীগঞ্জ থেকে আসা তানভীর আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, আমরা বন্ধুরা সবাই মিলে এখানে ইফতার করতে এসেছি। চকবাজারের ইফতারের অনেক নাম শুনেছি। সেজন্য আজকে টেস্ট করার জন্য এসেছি। সব ঘুরে দেখছি। এখনও কিছু কেনা হয়নি। শেষ সময়ে কিনব।  ফার্মগেট থেকে আসা সিরাজুল ইসলাম বলেন, ফেসবুকে চকবাজারের ইফতার বাজারের ভিডিও দেখে আজকে কিনতে এসেছি। খাসির লেগ রোস্ট, আস্ত হাঁস রোস্ট আর শরবত নিয়েছি। নেওয়াজ গাজী নামে এক ব্যবসায়ী বলেন, শরবত থেকে শুরু করে ইফতারের অভিজাত সব আইটেম চকবাজারে পাবেন। সারাদেশ ঘুরে যেসব খাবার পাবেন না, সেগুলো এখানে পাবেন। এ ছাড়া দামও মানুষের হাতের নাগালে। এখন বাজারে সব কিছুর দামই বাড়তি। তবুও আমরা এমনভাবে দাম রাখছি যেন ক্রেতাদের ওপর বাড়তি চাপ না পড়ে।
২২ মার্চ ২০২৪, ১৮:৪৬

২২ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
আজ শুক্রবার, ২২ মার্চ ২০২৪। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৪২১ - আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজরা পরাজিত হয়। ১৭৩৯ - নাদির শাহ্ ভারতের দিলি্ল দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন। ১৭৯৩ - বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। ১৮২৪ - লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়। ১৮৮২ - বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস করা হয়। ১৮৮৮ - ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়। ১৮৯৮ - অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন হয়। ১৯০৪ - নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে। ১৯৪২ - স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে। ১৯৪৫ - কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত হয়। ১৯৪৬ - জর্দান স্বাধীনতা লাভ করে। ১৯৪৭ - লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন। ১৯৮২ - নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো। ১৯৮৫ - বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়। ২০১২ - এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে পরাজিত হয় বাংলাদেশ। জন্ম: ১৩৯৪ - ফার্সি জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ উলুগ বেগ জন্মগ্রহণ করেন। ১৫৯৯ - ফ্লেমিশ বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী ও ক্ষোদক এন্থনি ভ্যান ডয়ক জন্মগ্রহণ করেন। ১৭১২ - ইংলিশ লেখক এডওয়ার্ড মূর জন্মগ্রহণ করেন। ১৮৫৭ - ফরাসি গণিতবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৪ তম প্রেসিডেন্ট পল ডুমের জন্মগ্রহণ করেন। ১৮৬৮ - মার্কিন পদার্থবিজ্ঞানী অধ্যাপক রবার্ট অ্যান্ড্রুজ মিলিকান জন্মগ্রহণ করেন। ১৮৮৩ - বাঙালি সাহিত্যিক ও গবেষক যোগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেন। ১৮৮৭ - কমিউনিস্ট নেতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামী মানবেন্দ্রনাথ রায় জন্মগ্রহণ করেন। ১৮৯৪ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেন জন্মগ্রহণ করেন। ১৯১৮ - গিয়ানা রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট চেডি জাগান জন্মগ্রহণ করেন। ১৯২১ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার নিনো মানফ্রেডি জন্মগ্রহণ করেন। ১৯৩১ - কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইলিয়াম শ্যাটনার জন্মগ্রহণ করেন। ১৯৩১ - নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী বার্টন রিখটার জন্মগ্রহণ করেন। ১৯৪৮ - ইংরেজ পরিচালক ও সুরকার অ্যান্ড্রু লয়েড ওয়েবের জন্মগ্রহণ করেন। ১৯৫৫ - লাটভিয়ার চিকিৎসক, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি ভাল্ডিস যাটলেরস জন্মগ্রহণ করেন। ১৯৭৬ - মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক লরা জন রীজ উইদারস্পুন জন্মগ্রহণ করেন। ১৯৮৪ - জার্মানি ফুটবলার পিটর ট্রচওস্কি জন্মগ্রহণ করেন। মৃত্যু: ১৬৮৭ - ইতালীয় ফরাসি সুরকার ও কন্ডাকটর জাঁ-ব্যাপ্টিস্টে লুলয় মৃত্যুবরণ করেন । ১৮৩২ - জার্মান লেখক ও কবি ইয়োহান ভোলফগাং ফন গ্যোটে মৃত্যুবরণ করেন । ১৯৫৫ - ভারতের শিল্প ও স্থাপত্যের ইতিহাসকার পার্সি ব্রাউন মৃত্যুবরণ করেন । ১৯৭৭ - বাঙালি কমিউনিস্ট নেতা এ. কে. গোপালন মৃত্যুবরণ করেন । ২০০১ - আমেরিকান অ্যানিমেটর, পরিচালক, প্রযোজক, ভয়েস অভিনেতা ও হানা-বারবেরার সহ-প্রতিষ্ঠাতা উইলিয়াম হানা মৃত্যুবরণ করেন । ২০০৪ - ফিলিস্তিনি আধ্যাত্মিক নেতা ও হামাসের সহ-প্রতিষ্ঠাতা শায়খ আহমাদ ইসমাইল হাসান ইয়াসিন মৃত্যুবরণ করেন । ২০০৫ - জাপানি আর্কিটেক্ট কেনযো টাঙ্গে মৃত্যুবরণ করেন । ২০১০ - নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী ও ফার্মাকোলজিস্ট জেমস হোয়াইট ব্ল্যাক মৃত্যুবরণ করেন । ২০১৩ - কিউবান বংশোদ্ভূত সুইডিশ পিয়ানোবাদক ও সুরকার বেবো ভাল্ডেস মৃত্যুবরণ করেন । দিবস: আন্তর্জাতিক পানি দিবস।
২২ মার্চ ২০২৪, ০২:৪৫

২১ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
আজ বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১১৮৮ - জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন। ১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৬১০ - রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন। ১৭৯১ - ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়। ১৮০১ - আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে । ১৮২৯ - স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত। ১৮৩৬ - কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়। ১৮৫৭ - টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়। ১৯১৭ - বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন। ১৯১৯ - সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা। ১৯৪৮ - রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তাঁর উক্তির প্রতিবাদ জানায়। ১৯৬৫ - মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন। ১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র। ১৯৭৫ - ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ। ১৯৭৭ - পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ। ১৯৮৫ - বাংলাদেশে গণভোট হয়। ১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৯১ - কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত। ২০০২ - বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস। ২০০৬ - টুইটার প্রতিষ্ঠিত হয় ৷ জন্ম: ১৬০৯ - দ্বিতীয় কাজিমিয়ের্জ, পোল্যান্ডের রাজা। ১৬৮৫ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার। ১৭৬৮ - জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ। ১৮৮৪ - জর্জ ডেভিড বার্কফ,মার্কিন গণিতবিদ। ১৮৮৭ - মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। ১৯১৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক। ১৯৪৯ - শ্লাভোস্ জিজেক, স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং সংস্কৃতি সমালোচক। ১৯৫৫ - বব বেন্নেট আমেরিকান গায়ক, গীতিকার। ১৯৬১ - লোথার ম্যাথেয়াস, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড় ১৯৭৮ - রাণী মুখার্জী, ভারতীয় অভিনেত্রী। মৃত্যু: ১৬৭৬ - হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ। ২০০৩ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি।
২১ মার্চ ২০২৪, ০৪:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়