• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
শখ ও সৌখিনতা মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। আদিকাল থেকেই মানুষ তার মৌলিক চাহিদার পাশাপাশি, শখের পেছনে ছুটছে। একসময় ডাকটিকিট জমানো ছিল অনেকের নেশা। কেউবা আবার বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহকে শখ বানিয়ে নেন। ছোট-বড় বিভিন্ন জিনিসেই মানুষের শখ থাকতে পারে, যা সাধ্যের সঙ্গে সমন্বয় করেই মিটাতে হয়। বিত্তশালীদের অবশ্য সে চিন্তা করতে হয় না। আর তাই তাদের শখের সীমানাটা সাধারণের স্বপ্নের চেয়ে বড় হয়ে থাকে।  সেই সৌখিন মানুষদের মধ্যে নেইমার জুনিয়রও একজন। ফুটবলের পাশাপাশি সৌখিনতার জন্যও সুপরিচিত তিনি। স্পোর্টস কারের প্রতি নেইমারের রয়েছে এক অন্যরকম নেশা। বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের নামীদামী গাড়ি তার সংগ্রহের তালিকায় রয়েছে। ফেরারি, ম্যাকলারেন, পোরশে, অডি, বেন্টলে, ল্যাম্বরগিনি, মার্সিডিজ কি নেই তার সংগ্রহ শালায়। গাড়ির প্রতি এমন ভালোবাসার কারণেই নেইমারকে খুশি করতে সৌদি ক্লাব আল-হিলাল চারটি দামি গাড়ি তাকে উপহার দেয়। এর মধ্যে একটি বেন্টলে কন্টিনেন্টাল জিটি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা। এরপর ব্রিটেনের আরেকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্টন মার্টিনের এসইউভি পেয়েছেন তিনি। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬১ লাখ টাকা। আল-হিলালের পক্ষ থেকে নেইমারের পাওয়া তৃতীয় গাড়িটি ল্যাম্বরগিনি হুরাকান মডেলের। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩ কোটি ৬১ লাখ টাকা। এ ছাড়াও প্রায় ২ কোটি ৫১ লাখ টাকার এএমজি মডেলের মার্সিডিজ এসইউভি গাড়িটিও ক্লাবের পক্ষ থেকে নেইমারকে দেয়া উপহারের তালিকায় রাখা হয়েছে।  এই চারটির আগে নেইমারের সংগ্রহে ছিল আরও সাতটি গাড়ি। তার বিলাস বহুল সংগ্রহ তালিকায় রয়েছে একাধিক অডি ব্র্যান্ড। অডি আরএস সেভেন ও অডি আর এইট স্পাইডার ভি-টেন ব্যবহার করতে পছন্দ করেন নেইমার। যে গাড়িগুলোর এক একটির দাম বাংলাদেশি টাকায় দেড় কোটিরও বেশি। এ ছাড়াও নেইমারের গ্যারেজে রয়েছে পোর্শে প্যানামেরা টার্বো, মাসরাতি এমসি ১২, ফেরারি ৩৫৮ ইতালিয়া, অ্যাস্টন মার্টিন ভলকান ও ল্যাম্বরগিনি ভেনেনো। এতো এতো দামি গাড়ি ছাড়াও নেইমারের রয়েছে দুটি ব্যক্তিগত বিমানও।  
০৯ এপ্রিল ২০২৪, ১৪:২২

মস্কো হামলার দায় স্বীকার করেছে আইএস
রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে সংঘটিত বন্দুক হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। মস্কোর ক্রোকাস সিটি হলে শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যার এ হামলায় ৬০ জনের মৃত্যু ও অন্তত ১৪৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  ঘটনার পরপরই নিজস্ব সংবাদ সংস্থার মাধ্যমে এক বার্তা দিয়ে হামলার দায় স্বীকার করেছে আইএস। খবর সিএনএনের।  রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় একদল বন্দুকধারী জনাকীর্ণ কনসার্ট হলে ঢুকে তাদের স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের তথ্যমতে, হামলাকারীরা কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়, যাতে ভবনের ছাদে আগুন ধরে যায়। এরপর একটি সাদা রেনল্ট গাড়িতে করে পালিয়ে যায় তারা। ৬ ঘণ্টারও বেশি সময় ধরে তৎপরতা চালানোর পর নিয়ন্ত্রণে আসে ওই আগুন। কিন্তু আগুনে আংশিকভাবে ধসে পড়ে হলের ছাদ।  এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর শতাধিক মানুষকে কনসার্ট হল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চলতি মাসের শুরুর দিকেই রাশিয়ায় বড় ধরনের সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করেছিল দেশটির মার্কিন দূতাবাস। পাশাপাশি ভীড় এড়িয়ে চলার জন্য দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছিল দূতাবাসের পক্ষ থেকে।  শুক্রবার ক্রোকাস সিটি হলে হামলার এ ঘটনার পর এবার মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছেন তারা।    
২৩ মার্চ ২০২৪, ১০:৩০

দুর্নীতির দায় নিয়ে ভিয়েতনাম প্রেসিডেন্টের পদত্যাগ
মাত্র এক বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। নিজ প্রদেশে একটি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।  তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার (২১ মার্চ) ভিয়েতনামের জাতীয় পরিষদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বুধবার (২০ মার্চ) প্রেসিডেন্ট ভো ভ্যান থুংয়ের পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছে, থুং ‘লঙ্ঘন ও ত্রুটির’ জন্য দোষী এবং কেন্দ্রীয় কমিটিতে তার পদত্যাগ গৃহীত হয়েছে। পদত্যাগের বিস্তারিত কারণ প্রকাশ্যে আনা হয়নি।  ভিয়েতনাম বড় রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে গেলে ৫৩ বছর বয়সী ভো ভ্যান থুংয়ের নাটকীয় পতন ঘটে। তার পূর্বসূরিও দুর্নীতিবিরোধী অভিযানে বহিষ্কৃত হয়েছিলেন। সে সময় বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে এবং শীর্ষ ব্যবসায়ী নেতারা জালিয়াতি দুর্নীতির চেষ্টা করেছিলেন। দলের বিবৃতির উদ্ধৃতি দিয়ে ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) বলেছে, থুং অনির্দিষ্ট ‘নিয়ম’ লঙ্ঘন করেছেন এবং রাষ্ট্রের প্রধান হিসেবে একটি সঠিক উদাহরণ স্থাপন করতে ব্যর্থ হয়েছেন। ‘কমরেড ভো ভ্যান থুংয়ের লঙ্ঘন এবং ত্রুটিগুলো খারাপ জনমত সৃষ্টি করেছে, যা পার্টি, রাষ্ট্র ও ব্যক্তিগতভাবে নিজের সুনামকে প্রভাবিত করেছে। পার্টি, রাষ্ট্র ও জনগণের প্রতি (তিনি) তার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন, তিনি তার অর্পিত পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’ ভিয়েতনামের জন্য বিরল পদক্ষেপে প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুক পদত্যাগ করার পর গত বছরের ২ মার্চ থুং প্রেসিডেন্ট হন। দেশটিতে স্থিতিশীলতার ওপর জোর দিয়ে রাজনৈতিক পরিবর্তনগুলো দীর্ঘদিন ধরে সতর্কতার সঙ্গে সাজানো হয়েছে।  ফুকের আগে কেবল অন্য একজন কমিউনিস্ট পার্টির সভাপতি পদত্যাগ করেছিলেন এবং তা ছিল স্বাস্থ্যগত কারণে।  
২১ মার্চ ২০২৪, ১০:৫৫

অগ্নিকাণ্ডের দায় এড়ানোর চেষ্টা চলছে : টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মতে অগ্নিকাণ্ড ও মর্মান্তিক প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্ট সকল পক্ষ দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। গত কয়েক দিনে চলা এসব অভিযানকে লোক দেখানো এবং প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করে সংস্থাটি। গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে আগুনের ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করে তারা। বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজউক, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিসসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থাকে লোক দেখানো অভিযান ও দায় এড়ানোর চেষ্টা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাজনৈতিক সদিচ্ছার অভাব, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা, সমন্বয়হীনতা, দুর্নীতি, জবাবদিহির অনুপস্থিতি ও বিচারহীনতা মর্মান্তিক অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তির কারণ হিসেবে উল্লেখ করে, দায়িত্বে অবহেলা ও অনিয়ম-দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিভিন্ন সময়ে সংঘটিত অগ্নিকাণ্ড প্রতিরোধে আদালত বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন এবং নানা সময়ে গঠিত তদন্ত কমিটি ও টাস্কফোর্স বেশ কিছু সুপারিশও প্রস্তাব করেছে। এ সকল সুপারিশের বেশির ভাগ বাস্তবায়ন হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজউক, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর যে অভিযান চালাচ্ছে তা লোক দেখানো দাবি করে তিনি বলেন, বরাবরের মতো সমস্যার মূল কারণকে গুরুত্ব না দিয়ে, অভিযান পরিচালনা ও এমন ব্যক্তিদের গ্রেপ্তার করছে। যাদের নির্ধারিত দায়িত্বের সঙ্গে দুর্ঘটনার মূল কারণের কোনো সম্পৃক্ততা নেই বললেই চলে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় এড়ানো ও প্রকৃত দোষী ব্যক্তিদের আড়াল করার চেষ্টা অব্যাহত রেখেছে। ধারাবাহিক এই অগ্নিকাণ্ডের ও প্রাণহানির পেছনে মূল কারণ হিসেবে আমরা দেখতে পাই, ভবন নির্মাণে সংশ্লিষ্ট আইন অনুসরণ না করা এবং মালিক কর্তৃক ভবনে অনুমোদন বহির্ভূত কার্যক্রম পরিচালনা। যোগ করেন তিনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে পুরাণ ঢাকায় একাধিকবার সংঘটিত ভয়াবহ অগ্নিদুর্ঘটনার প্রেক্ষিতে টিআইবি ২০২০ সালে ‘নিমতলী, চুড়িহাট্টা এবং অতঃপর: পুরোনো ঢাকার অগ্নি নিরাপত্তা নিশ্চিতে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা পরিচালনা করেছিল। এই গবেষণায় দেখা গিয়েছিল, বারবার মর্মান্তিক অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পরেও রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি এবং ব্যবসায়ী, ভবন মালিক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশ ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আবাসিক এলাকায় অবৈধভাবে রাসায়নিক পদার্থের গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় নির্মম প্রাণহানির ঘটনা স্বাভাবিকতায় রূপ নিয়েছে দাবি করে টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, অগ্নিকাণ্ডের কার্যকর প্রতিরোধের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিতের পাশাপাশি অবিলম্বে আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন এবং ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণে তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা দেখছি, অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় নির্মম প্রাণহানির ঘটনা স্বাভাবিকতায় রূপ নিয়েছে। বিষয়টি সরকারসহ সংশ্লিষ্টদের কাছে সাধারণ মানুষের জীবনের মূল্য না থাকার দুঃখজনক উদাহরণ। নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করে দায়িত্বে অবহেলা ও অনিয়ম-দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত সবার বিরুদ্ধে জবাবদিহি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে টিআইবি।
১৫ মার্চ ২০২৪, ০০:১৪

নুসরাত হত্যায় বিভাগীয় দায় থেকে অব্যাহতি পেলেন এসপি জাহাঙ্গীর
ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় জেলার তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বিভাগীয় দায় থেকে অব্যাহতি পেয়েছেন। সোমবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা-১ এর জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ অব্যাহতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত এবং ফেনী জেলার সাবেক পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ, লিখিত জবাব, ব্যক্তিগত শুনানিতে উভয়পক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন এবং পুনঃতদন্ত প্রতিবেদনে দেওয়া মতামত, প্রাসঙ্গিক অন্য গুরুত্বপূর্ণ দলিলপত্র পর্যালোচনা মোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রসঙ্গত, ২০১৯ সালে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ার পর তৎকালীন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
১২ মার্চ ২০২৪, ১৫:৩৬

‘ফায়ার সার্ভিসের পাশাপাশি ভবন মালিকদেরও দায় রয়েছে’
ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৪ জন মারা যাওয়ার ঘটনায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান দুই পক্ষেরই অবহেলা আছে বলে মনে করেন৷ তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি ভবন মালিকদেরও দায় রয়েছে৷ দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও নগরায়নের কারণেও অনেক ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করেন আলী আহমেদ খান৷ তিনি বলেন, যেভাবে দ্রুত নগরায়ন ও শিল্পায়ন হয়েছে, তাতে অনেক ঝুঁকিও তৈরি হয়েছে৷ ঢাকা শহর যে মারাত্মক ঝুঁকিপূর্ণ এর দায় আসলে কার, কোনো ঘটনা ঘটার পর একপক্ষ অন্যপক্ষকে দায়ী করার সংস্কৃতি বন্ধ হওয়া, দুর্নীতির কারণেই কি সারাদেশে বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ থেকে যাচ্ছে। ডয়েচে ভেলের টকশো-তে অতিথি হিসেবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান বলেন, ইন্ডিভিজুয়াল করাপশন থাকতে পারে, কিন্তু পুরো বাহিনীকে ঢালাওভাবে দোষ দেয়া যাবে না৷ অপরদিকে নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আদিল মুহাম্মদ খান বলেন, রাজউক এর তদন্ত করা উচিত যে এক সিঁড়ি দিয়ে কীভাবে বেইলি রোডের বাড়িটি মিশ্র (বাণিজ্যিক ও আবাসিক) ব্যবহারের অনুমোদন পায়৷ বাণিজ্যিক ব্যবহারের জন্য অন্তত দুইটি সিঁড়ি থাকার কথা৷ আমি তিনটা সংস্থাকে দায়ী করবো প্রথমে রাজউক, তারপর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন৷ সবকিছুর ব্যবস্থা কেন প্রধানমন্ত্রীকে নিতে হবে এর সমালোচনা করে আলী আহমেদ খান বলেন, সবকিছুই চলে যায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে৷ কোন একটা মন্ত্রণালয়কে তো দায় নিতে হবে৷ জবাবদিহিতার মধ্যে আনতে হবে৷ রাজউক চলে আসলে সিবিএ দ্বারা৷ এই বিষয়ে নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, শেয়ারের ভাগগুলো অবশ্যই ওপরের টিয়ারে যায়৷ ওপরের স্তরের কেউ আগ্রহী থাকলেও দুর্নীতি থামাতে পারে না, থামাতে গেলে তাকেই সরে যেতে হয়৷ কারণ আমাদের বাস্তবতা এমন অবস্থায় চলে এসেছে৷ তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে শুধু রেস্তোরাঁর কর্মীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে, ভবন মালিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে আলী আহমেদ বলেন, মালিককে দায় নিতে হবে আসলে৷ বাংলাদেশ একটা ছোট দেশ৷ সবাইকে সবাই চিনে৷ তাই আমরা আসলে অনেক সময় নেপটিজম থেকে বের হতে পারি না৷ তিনি আরও বলেন, এটাতো জঙ্গলে না, রাজধানীর বুকেই অনুমোদনহীন স্কুল চলছে৷ ডিমান্ড কিন্তু তৈরি হচ্ছে তাহলে সে অনুযায়ী পরিকল্পনা হচ্ছে না কেন? ২০ ফিট রাস্তার পাশে ১৩-১৪ তলা বিল্ডিং হচ্ছে, তো সে জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছালেও ক্রেন তো ঘুরাতে পারবে না৷ অধিকাংশই প্রতিষ্ঠানই একটা অবৈধ ব্যবস্থার অংশ হয়ে গেছে৷ আর এই সুযোগটাই ভবন মালিকরা নিচ্ছে৷
০৯ মার্চ ২০২৪, ০৮:৫৪

ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন মাসাকাদজা
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি জিম্বাবুয়ের। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেছে আফ্রিকা মহাদেশের দেশটি। ব্যর্থতার বৃত্ত থেকে যেনো কোনো ভাবেই বের হতে পারছে না দলটি। এবার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হ্যামিল্টন মাসাকাদজা। চার বছর ধরে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে দায়িত্ব পালন করে আসছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার। পদত্যাগপত্রে ৪৬ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমাদের ক্রিকেটের সাফল্য-ব্যর্থতা ও আমার দায়িত্ব নিয়ে সতর্কভাবে বিবেচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছি।  ‘যদিও আমার সময়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে, তারপরও এটা সত্যি যে, উগান্ডার কাছে হতাশাজনক পরাজয়ের কারণে আমরাই একমাত্র পূর্ণ সদস্য দেশ, যারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছি না।’ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার দায় নিজের ওপর নিয়েছেন মাসাকাদজা। তিনি বলেন, এটা আসলেই আমার ক্যারিয়ারের সবচেয়ে তলানির অধ্যায় এবং ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে পুরো দায় নিচ্ছি আমি। সিদ্ধান্তটি নেওয়া অনেক কঠিন ছিল।  ‘তবে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি আমি পুরোপুরি নিবেদিত। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব আমরা। আমি এই সংস্থার ভিন্ন যেকোনো দায়িত্বে সম্পৃক্ত হতে মুখিয়ে থাকবো।’ মূল দল সেই ভাবে সফলতা না পেলেও, জিম্বাবুয়ের ক্রিকেটে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এনেছেন মাসাকাদজা। বড় ভূমিকা রেখেছেন ন্যাশনাল প্রিমিয়ার লিগ, জিম-আফ্রো টি-টেন, মেয়েদের ফিফটি-ফিফটি চ্যালেঞ্জ ও উইমেন’স টি-টোয়েন্টি কাপ চালুর পেছনে।  এর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর ২০১৯ সালের অক্টোবরে নিজ দেশের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন মাসাকাদজা। কিন্তু তার সময়েই ক্রিকেট ইতিহাসের বড় এক বিপর্যয় দেখে আফ্রিকান দেশটি।  গত নভেম্বরে উগান্ডা ও স্বাগতিক নামিবিয়ার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা হারায় জিম্বাবুয়ে। আফ্রিকান অঞ্চলের বাছাই উতরাতে ব্যর্থ দলটি তৃতীয় হয়েছিল।
০৮ মার্চ ২০২৪, ২০:৫২

বেইলি রোডে অগ্নিকাণ্ডের দায় সরকারের : চুন্নু
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের দায় সরকারের, সরকারের সংস্থা এবং সরকারের অফিসের বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। শনিবার (২ মার্চ) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।  মুজিবুল হক চুন্নু বলেন, ‘প্রত্যেকটা এলাকায় রাজউকের কর্মকর্তা থাকেন। সেই কর্মকর্তারা কোথায়? এক একটা ভবন তৈরি করা হয় একটা উদ্দেশ্যে, কিন্তু যায় আরেকটা উদ্দেশ্যে। এই যে মানুষগুলো মারা গেল এর জবাব দেবে কে? এর দায়দায়িত্ব সরকারের, সরকারের সংস্থা এবং সরকারের অফিসের।’ তিনি বলেন, ‘দেশের জনগণ কর দেয় সরকার পরিচালনার জন্য। সরকারের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা দেওয়া। ভবন নির্মাণের জন্য সরকারের ছয়টি সংস্থার ছাড়পত্র লাগে, ছাড়পত্র দেওয়ার পরে ভবনগুলোর নজরদারি নেই।’ তিনি আরও বলেন, ‘এক একটা সময় একটা ঘটনা হয় সরকারের পক্ষ থেকে বলা হয় তদন্ত করা হবে, তদন্ত টিম করা হয়। কিন্তু এরপর আর কোনো ফলোআপ নেই। এইভাবে দেশ চলতে পারে না। সরকারের জবাবদিহি করার দরকার। দায়দায়িত্ব নিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়া দরকার।’ মুজিবুল হক চুন্নু বলেন, ‘ধানমন্ডির সাতমসজিদ এলাকায় একটা ভবনে ১৫টি রেস্টুরেন্ট। সেগুলোর কোনো অনুমতি নেই। ধানমন্ডির ২৭ নম্বর রোডের রাস্তার পাশে ভবনে কয়েকশ’ রেস্টুরেন্ট, কিন্তু সেগুলোর অনুমতি নেই। খিলগাঁওয়ের তালতলায় বহুতল ভবনে একই অবস্থা। আরও এরকম ঘটনা ঘটবে। যদি সরকার এ বিষয়ে সচেতন না হয়।’ তিনি বলেন, ‘আমি সরকারকে বলব, এ রকম ঘটনার জন্য যারা যারা দায়ী, সেটা রাজউক হোক, ফায়ার ব্রিগেড হোক কিংবা পরিবেশ হোক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার ব্যবস্থা করুন।’
০২ মার্চ ২০২৪, ২০:৫৩

স্বাস্থ্য খাতে অসঙ্গতির দায় নিজের মাথায় নিলেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে যত অসঙ্গতি, তার সবকিছুর দায় নিজের মাথায় নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে এত অসঙ্গতি, এর কোনোটার দায়ই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব নয়। দায় মাথায় নিয়েই কাজ করতে হবে। এ সময় অবৈধ ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে। যেকোনও দিন মন্ত্রী হিসেবে অভিযানে যাবো আমি। অভিযানে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে ডা. সামন্ত লাল সেন বলেন, ভুল জায়গায় চিকিৎসা নেওয়ার চেয়ে চিকিৎসা না নেওয়া ভালো। সঠিক জায়গায় চিকিৎসা নেওয়া উচিত সবার। এরপর ওষুধ ও হার্টের মূল্য নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন করা হয় মন্ত্রীকে। জবাবে তিনি বলেন, ওষুধ ও হার্টের রিংয়ের দাম নির্ধারণে বৈঠক বসেছে। দাম কমাতেই হবে।   
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩

ক্যাম্পাসে ধর্ষণের দায় এড়াতে পারে না জাবি কর্তৃপক্ষ : র‍্যাব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে এক নারীকে ধর্ষণের ঘটনার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়াতে পারে না। কারণ বিভিন্ন সময় সেখানে মাদক, ধর্ষণসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বহিরাগতদের প্রবেশের দায় কর্তৃপক্ষকে নিতে হবে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এলিট ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতদের দেওয়া বক্তব্য অনুযায়ী বিষয়টি খুবই এলার্মিং (বিপজ্জনক)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনই আরও কঠোর হতে হবে। কারণ আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, ক্যাম্পাসে মাদকসহ নানা অবৈধ কাজ ঘটে। এসব ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয় রয়েছে। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, সহযোগিতা চান, আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা দেশের ভবিষ্যত সম্পদ, জাতির আগামী দিনের ভবিষ্যতকে এভাবে নষ্ট হতে দিতে পারি না।  অপর এক প্রশ্নের জবাবে খন্দকার মঈন বলেন, শিক্ষার্থীদের অপরাধে জড়ানোর বিষয়ে আগেই সতর্ক হওয়া দরকার ছিল। আমরা সবাইকে খারাপ বলবো না। কারণ যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাই তো আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই আমরা মনে করি, শুধু এখনই নয়, সব সময় তাদের নজরদারিতে রাখা উচিত। কারণ শিক্ষার্থীদের বয়স অনেক কম। মামুনের মতো লোকেরাই নিজেদের স্বার্থে, নিজেরাই অপকর্ম করার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করছে। কোমলমতি শিক্ষার্থী যারা আছে তাদের এমন করে বিপথে নেওয়ার দায়-দায়িত্ব আমাদের সকল স্টেকহোল্ডারদের নিতে হবে। অভিভাবক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকেও এর দায় নিতে হবে। প্রসঙ্গত, একজনকে মীর মশাররফ হলে আটকে রেখে তার স্ত্রীকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং তার সহযোগী বহিরাগত মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার প্রেক্ষিতে মূল অভিযুক্তসহ চারজনকে আটক করেছে পুলিশ।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়